নতুন শিক্ষা কার্যক্রম পরীক্ষা নেওয়ার নিয়ম(কৌশল বা পদ্ধতি)-২০২৪

New Education Program Examination Rules (Strategies or Procedures)-2024

স্তরভিত্তিক মূল্যায়ন কৌশল: 

প্রাক-প্রাথমিক:

শিখনকালীন(ক্লাসে শেখাবেন) মূল্যায়ন  স্যার তার নিজস্ব কৌশল অনুযায়ী সবকিছু শেখাবেন।মূল্যায়ন কৌশল ১০০% (কোন লিখিত পরীক্ষা হবে না)

প্রাথমিক(১ম -৩য় শ্রেণি): 

শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন  স্যার তার নিজস্ব কৌশল অনুযায়ী সবকিছু শেখাবেন।মূল্যায়ন কৌশল ১০০% (কোন লিখিত পরীক্ষা হবে না)

প্রাথমিক(৪র্থ - ৫ম শ্রেণি): 

সকল বিষয়গুলো পড়ানো হবে,
বাংলা,
ইংরেজি,
গণিত, 
বিজ্ঞান,
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান,
স্বাস্থ্য সুরক্ষা,
ধর্ম শিক্ষা.
শিল্পকলা
শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন  স্যার তার নিজস্ব কৌশল অনুযায়ী সবকিছু শেখাবেন। শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন কৌশল ৬০% (স্যার ক্লাসে মূল্যায়ন করবে)সামষ্টিক মূল্যায়ন কৌশল ৪০% (লিখিত পরীক্ষা হবে)

মাধ্যমিক (৬ষ্ঠ- ৮ম শ্রেণি)

সকল বিষয়গুলো পড়ানো হবে,
বাংলা,
ইংরেজি,
গণিত, 
বিজ্ঞান,
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান,
জীবন ও জীবিকা, 
স্বাস্থ্য সুরক্ষা,
ডিজিটাল প্রযুক্তি, 
ধর্ম শিক্ষা.
শিল্প ও সংস্কৃতি
শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন  স্যার তার নিজস্ব কৌশল অনুযায়ী সবকিছু শেখাবেন। শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন কৌশল ৬০% (স্যার ক্লাসে মূল্যায়ন করবে)সামষ্টিক মূল্যায়ন কৌশল ৪০% (লিখিত পরীক্ষা হবে)

মাধ্যমিক (৯ম-১০ম শ্রেণি) 

কোন বিভাগ থাকবে না (Arts Commerce Science)

সকল বিষয়গুলো পড়ানো হবে,
বাংলা,
ইংরেজি,
গণিত, 
বিজ্ঞান,
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান,
জীবন ও জীবিকা, 
স্বাস্থ্য সুরক্ষা,
ডিজিটাল প্রযুক্তি, 
ধর্ম শিক্ষা.
শিল্প ও সংস্কৃতি
শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন  স্যার তার নিজস্ব কৌশল অনুযায়ী সবকিছু শেখাবেন। শিখনকালীন (ক্লাসে শেখাবেন) মূল্যায়ন কৌশল ৫০% (স্যার ক্লাসে মূল্যায়ন করবে)সামষ্টিক মূল্যায়ন কৌশল ৫০% (লিখিত পরীক্ষা হবে)

মাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি)

 বিভাগ থাকবে(Arts Commerce Science)

আবশ্যিক বিষয় :

শিখনকালীন মূল্যায়ন : ৩০% সামষ্টিক মূল্যায়ন ৭০%

নৈর্বাচনিক/বিশেষায়িত বিষয়:

 কাঠামো ও ধারণায়ন অনুযায়ী | সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্পভিত্তিক,ব্যবহারিক ও অন্যান্য উপায়ে শিখনকালীন মূল্যায়নের সুযোগ থাকবে:দশম শ্রেণি শেষে দশম শ্রেণির যোগ্যতা যাচাইয়েপাবলিক পরীক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষাহবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।শিক্ষার্থী মূল্যায়নে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের সংমিশ্রণ করা হয়েছে। প্রারম্ভিকশ্রেণিগুলোতে শিখনকালীন মূল্যায়নের ওপর বেশি জোর দেওয়া হয়েছে এবং ধারাবাহিকভাবেউঁচু শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন কমিয়ে সামষ্টিক মূল্যায়নের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মাসি-পিসি

এই অধ্যায়ের উপর আরো পড়ুন: মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)

 

অন্যান্য বিষয় সমূহ:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url