এইচএসসি বিভীষণের প্রতি মেঘনাদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

bevesoner proti meghnad


বিভীষণের প্রতি মেঘনাদ 

মাইকেল মধুসূদন দত্ত

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :বিভীষণের প্রতি মেঘনাদ 

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • রক্ষপুরে বা রাক্ষসপুরীতে লক্ষ্মণের অনুপ্রবেশ ঘটেছিল নিকুম্ভিলা যজ্ঞাগারে। 
  • রক্ষপুরে লক্ষ্মণ প্রবেশ করেছিলেন বিভীষণের সহায়তায়।
  • মেঘনাদের পিতৃব্য বা কাকা হলেন বিভীষণ এবং অপর পিতৃব্যের নাম কুম্ভকৰ্ণ। 
  • মেঘনাদ রাবণের পুত্র বলে তাঁকে বলা হয় রাবণি এবং তিনি দেবরাজ ইন্দ্রকে জয় করেছেন বলে তাঁর উপাধি ইন্দ্রজিৎ ।
  • রাবণের ভাই বিভীষণ নিজেকে 'রাঘবদাস' বা রামের দাস হিসেবে ঘোষণা করেন শুনে মেঘনাদ দুঃখে আপন মৃত্যু কামনা করেন।
  • লক্ষ্মণকে রামানুজ বলা হয় তিনি রামের অনুজ বলে।
  • শূলীশম্ভুনিভ অর্থ শূলপাণি মহাদেবের মতো। শূলীশম্ভুনিভ বলা হয়েছে কুম্ভকর্ণকে।
  • জীমূতেন্দ্র বলতে মেঘের ডাককে বোঝায় ।
  • 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' থেকে সংকলন করা হয়েছে।
  • “বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবিতার প্রতিটি পক্তি ১৪ মাত্রার এবং ৮ ও ৬ মাত্রার দুটি পর্বে বিন্যস্ত ।

 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশে 'লক্ষি' শব্দটি ব্যবহৃত হয়েছে?

[খ ২০-২১]

(ক) লক্ষপতি অর্থে

(খ) গৃহলক্ষ্মী অর্থে 

(গ) লক্ষ করে অর্থে

(ঘ) লক্ষণ অর্থে

উ: গ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২.লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে' বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় 'আহ' অর্থ? 

[ক ১৮-১৯]

(ক) রাবণ

(খ) যুদ্ধ 

(গ) লক্ষ্মণ

(ঘ) বিভীষণ

উ: খ

আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

৩.'—যার নীচসহ, নীচ সে দুর্মতি' শূণ্যস্থানে বসবে—

[খ ১৮-১৯]

(ক) মতি

(খ) ধৰ্ম

(গ) গতি

(ঘ) জ্ঞাতি

উ: গ

৪.'নিশীথে অম্বরে মন্দ্রে জীতেন্দ্র কোপি' এ চরণের ‘কোপি'র সমার্থক কোনটি? 

[ঘ ১৭-১৮]

(ক) বজ

(খ) বিদ্যুৎ

(গ) আঘাত

(ঘ) ক্রুব্ধ

উ: ঘ

৫.‘বঙ্গভাষা' সনেট প্রথমে কী নামে লেখা হয় বা এর পূর্ব নাম কী ?

[গ ১৩-১৪]

(ক) কবি-মাতৃভাষা

(খ) মাতৃভাষা

(গ) মহাভাষার অহঙ্কার

(ঘ) আত্মবিলাপ

উ: ক

৬.‘রুষিলা বাসবত্রাস' বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় 'বাসবত্রাস' কে?

[ক ১৬-১৭]

(ক) রাবণ

(খ) মেঘনাদ

(গ) লক্ষ্মণ

(ঘ) বিভীষণ

উ: খ

৭.'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কাকে বাসবত্রাস বলা হয়েছে?

[ক ১৯-২০]

(ক) বিভীষণকে

(খ) রামকে

(গ) রাবণকে

(ঘ) মেঘনাদকে

উ: ঘ

৮. “নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা' এই কর্ম-দোষ হলো—

[খ ১৯-২০]

(ক) মেঘনাদের

(খ) রাবণের

(গ) বিভীষণের

(ঘ) সূর্ণনখার

উ: খ

৯. রাবণের মায়ের নাম কী? 

[চ ১৯-২০]

(ক) সরমা 

(খ) বাসন্তী

(গ) কৈকেয়ী

(ঘ) নিকষা

উ: ঘ

১০. 'The Captive Lady' কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? 

[চ ১৯-২০]

(ক) সুধীন্দ্রনাথ দত্ত

(খ) মাইকের সধুসূদন দত্ত

(গ) আবদুল হাকিম

(ঘ) বুদ্ধদেব বসু 

উ: খ

[বি.দ্র. 'The Captive Lady' এর Ladyবানানটি হবে Ladie.]

১১. মেঘনাদের পিতামহীর নাম কী?

[গ ১৮-১৯] 

(ক) প্রমীলা 

(খ) চিত্রাঙ্গদা 

(গ) মন্দোদরী 

(ঘ) নিকষা 

উ: ঘ

GST বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১২. কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে? 

[B ২০-২১]

(ক) সৌমিত্রি

(খ) রাঘবদাস

(গ) জীমূতেন্দ্ৰ

(ঘ) অরিন্দম

উ: ঘ

১৩. ‘নিজগৃহপথ, তাত, দেকাও তস্করে?' এখানে 'তস্কর' কে?

[C ২০-২১; ঢাবি ক ১৭-১৮]  

(ক) রাম

(খ) লক্ষ্মণ

(গ) রাবণ

(ঘ) বিভীষণ

উ: খ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৪. “উত্তরিলা কাতরে রাবণি' এখানে 'রাবণি' বলতে কবি কাকে বুঝিয়েছেন?

[A ১৭-১৮]

(ক) রাবণের পুত্র মেঘনাদকে

(খ) রাবণের সহোদর বিভীষণকে  

(গ) রাবণের স্ত্রীকে

(ঘ) রাবণকে

উ: ক

১৫. মাইকেল মধুসূদন দত্তের প্রিয় নদ কোনটি? 

[E ১৭-১৮)

(ক) ব্রহ্মপুত্র

(খ) ভৈরব

(গ) কপোতাক্ষ নদ

(ঘ) কুমার

উ: গ

১৬. “গতি যার নীচসহ, নীচ সে দুর্মতি' উক্তিটি কার? 

[E ১৭-১৮]

(ক) বিভীষণ

(খ) রাবণ

(গ) মেঘনাদ

(ঘ) রাম

উ: গ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৭. মধুসুদন বিষয়ে নিচের কোন উক্তিটি ঠিক নয়? 

[C ১৯-২০]

(ক) তিনি চতুর্দশপদী কবিতার প্রবর্তক

(খ) তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক

(গ) তিনি পয়ার ছন্দের প্রবর্তক

(ঘ) তিনি বহু ভাষায় দক্ষ ছিলেন

উ: গ

১৮. বিভীষণ সম্পর্ক নিচের কোন উক্তিটি ঠিক নয়? 

[C ১৯-২০]

(ক) সৌমিত্রির সহোদর

(খ) রাবণের কনিষ্ঠ সহোদর

(গ) রাম-রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী

(ঘ) রামের ভক্ত

উ: ক

১৯. মাইকেল মধুসূদন দত্তের রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য কোনটি? 

[F ১৯-২০]

(ক) কৃষ্ণকুমারী 

(খ) ব্রজাঙ্গনা

(গ) পদ্মাবতী

(ঘ) শর্মিষ্ঠা

উ: খ

২০. রক্ষঃশ্রেষ্ঠ,— দাসের! কী দেখি/ডরিবে এ হেন দুর্বল মানবে? 

[F ১৮-১৯]

(ক) পরাক্রম, বীর

(খ) রাক্ষস, দাস

(গ) বীর, দাস

(ঘ) পরাক্রম, দাস

উ: ঘ

২১. 'মেঘনাদবধ কাব্য' এ কোন সর্গে মেঘনাদের মৃত্যু হয়? 

[A ১৮-১৯]

(ক) ১ম

(খ) ৬ষ্ঠ

(গ) ৫ম

(ঘ) ৭ম

উ: খ

২২. মাইকেল মধুসূধন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন? 

[A ১৮-১৯]

(ক) ১৮৪৭

(খ) ১৮৪৩ 

(গ) ১৮৪৯

(ঘ) ১৮৪২

উ: খ

২৩. 'স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে। এখানে ‘স্থাণু' শব্দটির অর্থ কী?

[C ১৮-১৯]

(ক) নিশ্চল 

(খ) নির্মল 

(গ) নিটোল

(ঘ) নীরব

উ: ক

২৪. ‘যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে। এ অংশটি কোন লেখার অন্তর্গত? 

[E ১৭-১৮]

(ক) পাঞ্জেরি

(খ) সোনার তরী 

(গ) জীবন-বন্দনা

(ঘ) বঙ্গভাষা

উ: ঘ

২৫. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কবিতা নয়? 

[E ১৯-২০]

(ক) মেঘনাদ বধ

(খ) বঙ্গভাষা 

(গ) কপোতাক্ষ নদ

(ঘ) বঙ্গবাণী

উ: ঘ

২৬. ‘বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটি কোন ছন্দে রচিত? 

[B ১৯-২০]

(ক) মাত্রাবৃত্ত

(খ) মিশ্রচণ

(গ) অক্ষরবৃত্ত

(ঘ) সমচরণ

উ: গ

২৭. 'কেলিনু শৈবালে ভুলি কমল কানন' এখানে শৈবাল' বলতে কী বোঝানো হয়েছে? 

[C ১৯-২০]

(ক) পরদেশ

(খ) পরভাষা

(গ) মাতৃভাষা

(ঘ) মাতৃভূমি

উ: খ

২৮. মাইকেল মধুসূদন দত্ত শিবপুরের বিশপস কলেজে কোন কোন ভাষা শেখেন? 

[C ১৯-২০]

(ক) লাতিন, হিব্রু ও ফরাসি

(খ) গ্রিক, লাতিন ও হিব্রু

(গ) জার্মান, লাতিন ও হিব্রু

(ঘ) গ্রিক, সংস্কৃত ও লাতিন

উ: খ

২৯. লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞাগারের নাম কী? 

[C ১৯-২০]

(ক) নিকুঠিলা যজ্ঞাগার

(খ) নিশ্চুপিলা যজ্ঞাগার

(গ) নিকুঞ্চিলা যজ্ঞাগার

(ঘ) নিকম্ভিলা যজ্ঞাগার

উ: ঘ

৩০.'—বসাও আনি রাজার আলয়ে?'শূন্যস্থানে কী হবে? 

[C ১৯-২০ ]

(ক) রাঘবে

(খ) অরিকে

(গ) তস্করে

(ঘ) পঙ্কিল সরিলে

উ: ঘ

৩১. ‘বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রাজহংস কোথায় খেলা করে?

[F ১৯-২০]

(ক) পঙ্কজ-কাননে

(খ) স্বচ্ছ সরোবরে

(গ) পঙ্কিল সলিলে

(ঘ) শৈবার দলে

উ: খ

৩২. মাইকেল মধুসূদন দত্ত কেন হিন্দু কলেজ ত্যাগ করেছিলেন? 

[F ১৯-২০]

(ক) কৃষ্ণকুমালী

(খ) ব্রজাঙ্গনা

(গ) পদ্মাবতী

(ঘ) শর্মিষ্ঠা

উ: খ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩৩. ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে' এখানে 'অরিন্দম' কে?

[B ২০-২১: C ২০-২১]

(ক) বিভীষণ

(খ) রাম 

(গ) লক্ষ্মণ

(ঘ) মেঘনাদ

উ: ঘ

৩৪. ‘রামানুজ’ শব্দে বোঝানো হয়েছে? 

[C ২০-২১]

(ক) ভরতকে

(খ) লক্ষ্মণকে

(গ) বিভীষণকে

(ঘ) অঙ্গদকে

উ: খ

৩৫. 'শুলীশম্ভুনিভ' কাকে বলা হতো? 

[C ১৯-২০]

(ক) বিভীষণকে

(খ) কুম্ভকর্ণকে

(গ) মেঘনাদকে

(ঘ) দেবরাজ ইন্দ্রকে

উ: খ

৩৬. ‘পাঠাইব রামানুজ শমন-ভবনে' এর পরের চরণ কোনটি? 

[B ১৭-১৮] 

(ক) বনবাসী! হে বিধাত:, নন্দন-কাননে

(খ) লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে 

(গ) ভ্রমে দুরাচার দৈত্য? প্রফুদ্ধ কমলে

(ঘ) অবিদিত নহে কিছু তোমার চরণে

উ: খ

৩৭. 'চণ্ডালে বসাও আনি আলয়ে' শূণ্যস্থানে কোন শব্দ বসবে? 

[A ১৭-১৮]

(ক) তস্করের 

(খ) রাজার 

(গ) বাঘের 

(ঘ) সিংহের

উ: খ

৩৮. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা কে? 

[গ ০৭-০৮; চবি ঘ ১১-১২]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) নজরুল ইসলাম

(গ) জসীমউদ্দীন

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উ: ঘ

৩৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক— 

[০৬-০৭]

(ক) নীল-দর্পণ

(খ) কবর

(গ) কৃষ্ণকুমারী

(ঘ) বিষবৃক্ষ

উ: গ

৪০. পৃথিবীতে সর্বপ্রথম সনেট রচনা করেন কে? 

[০৬-০৭; কবি ও ০৩-০৪] 

(ক) মাইকেল মধুসূধন দত্ত

(খ) পেত্রার্ক

(গ) হোমার

(ঘ) ঈশ্বরগুপ্ত

উ: খ

৪১. অমিত্রাক্ষর ছন্দের মানে হলো— 

[D ১৫-১৬]

(ক) যে কবিতায় অন্ত্যমিল নেই

(খ) যে কবিতায় কোনো ছন্দ নেই।

(গ) যে কবিতার প্রথম ও তৃতীয় লাইনে দ্বিতীয় ও চতুর্থ লাইনে মিল আছে 

(ঘ) যে কবিতা অষ্টক ও ঘটক এই দুই ভাগে বিভক্ত

উ: ক

৪২. “বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটুকু 'মেঘনাদবধ কাব্য'র কোন সর্গ থেকে নেওয়া হয়েছে? 

[F ১৬-১৭]

(ক) পঞ্চম

(খ) ষষ্ঠ

(গ) সপ্তম 

(ঘ) অষ্টম

উ: খ

৪৩. গোলাম মুরশিদ রচিত 'আশার ছলনে ভুলি' বইটি— 

[A ১৩-১৪]

(ক) মাইকেল মধুসুদন দত্তের জীবনী

(খ) মীর মশাররফ হোসেনের জীবনী

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী

(ঘ) কাজী নজরুল ইসলামের জীবনী

উ: ক

৪৪. বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচয়িতা কে? 

[A ১৮-১৯]

(ক) মাগন ঠাকুর

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

উ: খ

৪৫. কাব্য-গঠনে সনেটের উৎস কোন দেশ? 

[A ১৮-১৯]

(ক) বাংলাদেশ 

(খ) ইতালি

(গ) চীন 

(ঘ) গ্রিস

উ: খ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৬. নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করেছিলেন? 

[B ২০-২১]

(ক) অগ্নিদেবতা 

(খ) মহাদেব 

(গ) ব্রহ্মা 

(ঘ) ইন্দ্ৰ

উ: ক

৪৭. বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচয়িতা কে? 

[B ২০-২১]

(ক) ভারতচন্দ্র রায়গুণাকর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উ: ঘ

৪৮. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটিতে মূলত কী ভাব প্রকাশ পেয়েছে? 

[D ২০-২১]

(ক) আত্মপ্রেম

(খ) আত্মনিন্দা

(গ) আত্মপ্রবঞ্চনা

(ঘ) আত্মগ্লানি

উ: ঘ

৪৯. সনেটের প্রবর্তক কে? 

[D ২০-২১]

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) হোমার

(গ) মিল্টন

(ঘ) পেত্রার্ক

উ: ঘ

৫০. 'শমন-ভবন' কী? 

[A ১৮-১৯; ইবি H ১৬-১৭]

(ক) দেবালয়

(খ) যমালয়

(গ) যঙ্গালয়

(ঘ) বাসবালয়

উ: খ

৫১. নিচের কোনটি গদ্য রচনা নয়? 

[B ১৭-১৮]

(ক) ব্রজাঙ্গনা কাব্য

(খ) দিবারাত্রির কাব্য 

(গ) বাংলার কাব্য

(গ) শেষের কবিতা

উ: ক

৫২. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি? 

[B ১৭-১৮]

(ক) বুড় সালিকের ঘাড়ে রোঁ 

(খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ 

(গ) বুড় শালিখের ঘাড়ে রোঁ

(ঘ) বুড় শালিকের ঘাড়ে রোঁ

উ: ক

৫৩. 'বীরাঙ্গনা কাব্য' কে লিখেছেন?

(ক) মনিরুজ্জামান ইসলামাবাদী

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বন্দে আলী মিয়া

(ঘ) মধুসূদন দত্ত

উ: ঘ

৫৪. মাইকেল মধুসূদন 'অমিত্রাক্ষর' ছন্দ কোন বিদেশি কবির রচনার অনুসৃতি?

[D ১৫-১৬]

(ক) জন বায়রন 

(খ) কীটস

(গ) মিলটন

(ঘ) শেলী

উ: গ

৫৫. বিভীষণ কার ভাই? 

[G ১৬-১৭]

(ক) রাবণের

(খ) মেঘনাদের

(গ) লক্ষ্মণের

(ঘ) মন্দোদরীর

উ: ক

৫৬. মেঘনাদের স্ত্রীর নাম কী? 

[CI ১৬-১৭]

(ক) সীতা 

(গ) প্রমীলা

(গ) চিত্রাঙ্গদা

(ঘ) মন্দোদরী

উ: গ

৫৭. 'মেঘনাদবধ কাব্য'র উৎস কী? 

[ ১৬-১৭]

(ক) রামায়ণ 

(খ) মহাভারত 

(গ) গীতা

(ঘ) বেদ

উ: ক

৫৮. “নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা/ এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!” কার উক্তি? 

[B ১৯-২০]

(ক) মেঘনাদ

(খ) রাম

(গ) রাবণ 

(ঘ) বিভীষণ

উ: ঘ

৫৯. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটিতে মূলত কী ভাৰ প্ৰকাশ পেয়েছে? 

[D ১৯-২০)

(ক) আত্মপ্রেম

(খ) আত্মনিন্দ 

(গ) আত্মপ্রবঞ্চনা 

(ঘ) আত্মগ্লানি

উ: ঘ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬০. “এতক্ষণে” – অরিন্দম কহিলা বিষাদে; আলোচ্য কবিতাংশে কোন জাতীয় অনুভব প্রাধান্য পেয়েছে? 

[B ১৮-১৯]

(ক) সাহস ও উদ্যম

(খ) ভয় ও হিংসা

(গ) আনন্দ ও হতাশা

(ঘ) বিপন্ন ও বিস্ময়

উ: ঘ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬১. ‘টিমোথি পেনপোয়েম' ছদ্মনামে কবিতা লিখতেন? 

[ঘ ১৭-১৮, চবি ও ১০-১১]

(ক) মধুসূদন দত্ত

(খ) জীবনানন্দ দাশ

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) আহসান হাবীব

উ: ক

৬২. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কী? 

[AL ১৭-১৮]

(ক) অমিত্রাক্ষর

(খ) মাত্রাবৃত্ত

(গ) স্বরবৃত্ত

(ঘ) মন্দাক্রান্তা

উ: ক

৬৩. সনেট কী? 

[ক ১৫-১৬]

(ক) কবিতার রূপকল্পের নাম 

(খ) ছন্দের নাম

(গ) কবিতার নাম

(ঘ) অলংকারের নাম

উ: ক

৬৪. মাইকেল মধুসূদন দত্ত যে মাসে মৃত্যুবরণ করেন -

[ক ১৬-১৭ ]

(ক) মে

(খ) জুন

(গ) জুলাই

(ঘ) আগস্ট

উ: খ

৬৫. মেঘনাদের প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বিভীষণ কীভাবে উত্তর দেয়— 

[A ১৯-২০]

(ক) হাস্যবদনে

(খ) মলিন বদনে

(গ) অবনত মস্তকে

(ঘ) করুণ নয়নে

উ: খ

৬৬. 'নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য'। এখানে 'দূরাচার' কে? 

[A ১৯-২০]

(ক) রাম

(খ) লক্ষ্মণ

(গ) বিভীষণ 

(ঘ) কুম্ভকৰ্ণ

উ: খ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৬৭. 'রাঘবের দাস তুমি' এখানে রাঘবের দাস কে? 

[A ১৭-১৮]

(ক) লক্ষ্মণ

(খ) বিভীষণ 

(গ) রারণ

(ঘ) রাম

উ: খ

৬৮. নিচের কারা রাঘবারি? 

[A ১৭-১৮]

(ক) রাম, লক্ষ্মণ

(খ) রাবণ, মেঘনাদ

(গ) বিভীষণ, রাম

(ঘ) রাম, মেঘনাদ

উ: খ

৬৯. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার 'রাঘব' কারা? 

[A ১৭-১৮]

(ক) রাবণ, রাম

(খ) রাম, লক্ষ্মণ

(গ) মেঘনাদ, বিভীষণ

(ঘ) রাম, বিভীষণ

উ: খ

৭০.'কপোতাক্ষ নদ' কোন জাতীয় কবিতা? 

[B ১৩-১৪]

(ক) সনেট

(খ) পয়ার

(গ) গীতিকবিতা

(ঘ) লিমেরিক

উ: ক

৭১. 'নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?' কে, কাকে বলেছে?

[A ১৬-১৭]

(ক) রাবণ, মেঘনাদকে

(খ) মেঘনাদ, রাবণকে

(গ) মেঘনাদ, বিভীষণকে

(ঘ) বিভীষণ, মেঘনাদকে

উ: গ

৭২. 'রামচন্দ্র' কোন বংশের জাতক? 

[A ১৬-১৭]

(ক) চন্দ্রবংশ

(খ) রঘুবংশ'

(গ) সূর্যবংশ

(ঘ) কুলীন বংশ

উ: খ

৭৩. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটি 'মেঘনাদবধ কাব্যের কোন সর্গের?

(ক) অষ্টম

(খ) পঞ্চম

(গ) ষষ্ঠ

(ঘ) চতুর্থ

উ: গ

৭৪. কোনটি মধুসুদন দত্তের রচনা নয়? 

[B ১৯-২০]

(ক) শকুন্তলা

(খ) হেক্টর বধ

(গ) শর্মিষ্ঠা

(ঘ) মেঘনাদবধ কাব্য

উ: ক

৭৫. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য ? 

[C ১৯-২০ B ১৯-২০]

(ক) ব্রাজাঙ্গনা

(খ) বিলাতের পত্র 

(গ) বীরাঙ্গনা

(ঘ) হিমালয়

উ: গ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৭৬. ‘অমরাবতী' কী? 

[B ১৭-১৮]

(ক) স্বৰ্গ

(খ) নরক

(গ) আনন্দ 

(ঘ) বেদনা

উ: ক

৭৭. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে— 

[গ ০৫-০৬] 

(ক) মহাকাব্যে 

(খ) নাটকে 

(গ) পত্রকাব্যে 

(ঘ) সনেটে

উ: ঘ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৭৮: বিভীষণের প্রতি মেঘনাদ' অংশে প্রতি চরণে মাত্রাবিন্যাস কত?

[A ১৮-১৯]

(ক) ৬ + ৮ = ১৪

(খ) ৮+৬ = ১৪

(গ)  ৬ + ৬ + ২ = ১৪

(ঘ) ৬ + ২ + ৬ = ১৪

উ: খ

৭৯. 'পদ্মাবতী' নাটকটি কার লেখা? 

[B ১২-১৩]

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) আলাওল

(গ) জায়সী

(ঘ) মীর মশাররফ হোসেন

উ: ক

৮০. মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্যে' মেঘনাদের উপাধি কোনটি?

[B ১৬-১৭] 

(ক) অরিন্দম 

(খ) দুর্মতি

(গ) তস্কর

(ঘ) লস্কর

উ: ক

৮১. রামানুজ' শব্দটির অর্থ কী? 

[B ১৬-১৭]

(ক) রামের অনুসারী

(খ) রাম থেকে জন্ম

(গ) রামের সঙ্গে বসবাসকারী

(ঘ) রামের ছোট বাই লক্ষ্মণ

উ: ঘ

৮২. 'নিকুম্ভিলা যজ্ঞাগার' কী? 

[C ১৯-২০]

(ক) নন্দন কানন

(খ) শৈবালদলের ধাম

(গ) কারখানা

(ঘ) মন্দির

উ: ঘ

৮৩. ‘পরদোষে কে চাহে মজিতে'। উক্তিটি কার? 

[B ১৮-১৯]

(ক) বীরবাহুর 

(খ) রামের

(গ) বিভীষণের

(ঘ) মেঘনাদের

উ: গ

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৮৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূল ভাববস্তু কী? 

[D ১৬-১৭]

(ক) স্বজনপ্রীতি

(খ) সেনা পরিচালনা

(গ) দেশপ্রেম

(ঘ) ধর্মযুদ্ধ

উ: গ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৮৫. 'মেঘনাদবধ কাব্যে' কত দিনের ঘটনা বর্ণিত আছে? 

[C ১৭-১৮]

(ক) দুই দিন ও দুই রাত্রির

(খ) দুই দিন ও তিন রাত্রির

(গ) তিন দিন ও দুই রাত্রির

(ঘ) তিন দিন ও তিন রাত্রির

উ: গ

৮৬. 'নিজগৃহপথ তাত দেখাও তস্করে?' এ কবিতাংশে ‘তাত' কী অর্থে ব্যবহৃত হয়েছে? 

[B ১৯-২০]

(ক) ভ্রাতা অর্থে

(খ) পিতৃ অর্থে 

(গ) পিতৃব্য অর্থে

(ঘ) শত্রুপক্ষ অর্থে

উ: গ

৮৭. মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' কত সালে প্রকাশিত হয়?

[E ১৬-১৪]

(ক) ১৮৫০

(খ) ১৮৬১ 

(গ) ১৮৫৯

(ঘ) ১৮৬৫

উ: খ

হাজী মোহাম্মদ দানেশ বি. ও প্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৮৮. 'বুড় সালিকের ঘাড়ে রোঁ কোন জাতীয় শিল্পকর্ম? 

[E, সেট ২: ১৪-১৫] 

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) প্রহসন

(ঘ) ছোটগল্প

উ: গ

৮৯. বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি?

[C ১৫-১৬ পারিশ্রণি ১৬-১৭, ইবি ০৪-০৫]

(ক) বঙ্গভাষা

(খ) কপোতাক্ষ নদ 

(গ) সমুদ্রের প্রতি রাবণ

(ঘ) মাতৃভাষা

উ: ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৯০. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক? 

[D ১৭-১৮]

(ক) কৃষ্ণকুমারী

(খ) বসন্তকুমারী

(গ) নীল-দর্পণ

(ঘ) জমীদার দর্পণ

উ: ক

৯১. 'মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি? 

[E ১৭-১৮]

(ক) ৮টি

(খ) ৯টি 

(গ) ১২টি

(ঘ) ১৫টি

উ: খ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি. ও প্র. বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৯২. 'রাক্ষসরাজানুজ' বলে সম্বোধন করা হয়েছে কাকে? 

[F ১৭-১৮) 

(ক) রামকে

(খ) লক্ষ্মণকে

(গ) বিভীষণকে

(ঘ) রাবণকে

উ: গ

৯৩. ‘একেই কি বলে সভ্যতা? প্রহসনটির লেখক কে? 

[G ১৪-১৮]

(ক) রবীন্দ্ররাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) বন্দে আলী মিয়া

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উ: ঘ

৯৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্যে'র কোন সর্গ থেকে নেওয়া হয়েছে? 

[F ১৭-১৮]

(ক) অভিষেকো 

(খ) বধো 

(গ) অস্ত্রলাভো

(ঘ) সংস্ক্রিয়া

উ: ঘ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্ন ও উত্তর

৯৫. ‘হায় তাত উচিত কি তব এ কাজ' বলতে বোঝানো হয়েছে—

[মানবিক ২০-২১]

(ক) রাবণের প্রতি নিষ্ঠুরতা 

(খ) বিভীষণের বিশ্বাসঘাতকতা 

(গ) মেঘনাদের বীরত্ব 

(ঘ) সীতাকে অপহরণ

উ: খ

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী

এই অধ্যায়ের উপর আরো পড়ুন :এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:এইচএসসি সোনার তরী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url