এইচএসসি আঠারো বছর বয়স বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তরসমূহ

 

athara bachara boyasa

আঠারো বছর বয়স 

সুকান্ত ভট্টাচার্য

HSC বাংলা ১ম পত্র  ভর্তি পরিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর  প্রশ্নপত্রসহ উত্তর  ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি  পরিক্ষার ও সর্টকার্ট টেকনিকসহ সমাধানMCQ থেকে অনুরুপ সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ্…..

পেজ সূচিপত্র :আঠারো বছর বয়স

আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information)

অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

  • আঠারো বছর বয়সে মানুষ স্পর্ধায় নেয়— মাথা তোলবার ঝুঁকি।
  • তারুণ্যে মানুষের জীবনে উঁকি দেয়— বিরাট দুঃসাহসেরা।
  • আঠারো বছর বয়সে মানুষের থাকে না কোনো — ভয় ।
  • আঠারো বছর বয়স জানে না— কাঁদা।
  • কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন— জীবনের গতিশীলতার জন্য । 
  • তরুণরাই আত্মাকে সঁপে – শপথের কোলাহলে।
  • আঠারো বছর বয়সে— মানুষের কানে নানা মন্ত্রণা আসে ।
  • আঠারো বছর বয়সে দুর্যোগে হাল ঠিকমতো রাখতে না পারলে— সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়।
  • আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো— পদস্খলনের ভয় । 
  • আঠারো বছর বয়সে মানুষ— নতুন কিছু করে।
  • তারুণ্যের কোনো সংশয় না থাকায় কবির প্রত্যাশা— ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১. আঠারো বছর বয়সে কী নেই? 

[গ ১৮-১৯; ঘ ১৪-১৫। 

(ক) ঝুঁকি

(খ) মন্ত্রণা 

(গ)) সংশয়

(ঘ) কাঁদা

উ: গ

২. ‘আঠারো বছর বয়স' কবিতার লেখকের নাম কী? 

[ঘ ০০-০১; রাবি I ১৭-১৮]

(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) আবুল হোসেন

উ: গ

৩. সুকান্ত ভট্টচার্য তাঁর ‘আঠারো বছর বয়স' কবিতায় পদাঘাতে কী ভাঙতে চেয়েছেন? 

[ক ১১-১২]

(ক) অট্টালিকা

(খ) শোষণের শৃঙ্খল 

(গ) শিকল

(ঘ) পাথর

উ: ঘ

8. আঠারো বছর বয়স বাচে— 

[খ ১৩-১৪]

(ক) বিপদের মুখে

(খ) দুর্যোগ আর ঝড়ে

(গ) শপথের কোলাহলে

(ঘ) লক্ষ দীর্ঘশ্বাসে

উ: খ

৫. ‘আঠারো বছর বয়স’ কবিতায় মূলসুর? 

[ক ১৯-২০]

(ক) নৈতিকতা

(খ) বিবেকবোধ

(গ) অদম্য তারুণ্যশক্তি

(ঘ) ভীরুতা

উ: গ

৬. সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম— 

[ঘ ১৩-১৪]

(ক) ঘুম নেই

(খ) আকাল

(গ) পূর্বাভাস

(ঘ) ছাড়পত্র

উ: খ

৭.‘প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য'— পক্তিটির রচয়িতা কে?

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) কাজী নজরুল ইসলাম 

(গ) আহসান হাবীব

(ঘ) শামসুর রহমান

(ঙ) রবীন্দ্রনাথ ঠাকুর

উ: ক

৮. আঠারো বছর বয়সে কী নেই? 

[ঘ ১৪-১৫; গ ১৮-১৯]

(ক) ভয়

(খ) নিরাশা

(গ) সংশয়

(ঘ) অবসাদ

উ: ক

৯. আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে? 

[B ২০-২১]

(ক) বেদনায়

(খ) দুর্যোগে আর ঝড়ে

(গ) অসহ্য যন্ত্রণায়

(ঘ) আঘাতে

উ: খ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

১০. বিপদের মুখে আঠারো বছর বয়স থাকে— 

[ঘ ০৫-০৬; ক ১৬-১৭]

(ক) দুর্বার 

(খ) ভয়ঙ্কর 

(গ) অসহায়

(ঘ) অগ্রণী

উ: ঘ

১১. ‘এ বয়সে প্রাণ—' পক্তির শূন্যস্থানে বসবে — 

[A Unit, ১৪-১৫]

(ক) তীব্র ও খরতর

(খ) প্রখর ও ভয়ঙ্কর

(গ) তীব্র আর প্রখর

(ঘ) তীক্ষ্ণ আর প্রখর

উ: গ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১২. 'আঠারো বছর বয়স' কী জানে না? 

[গ, সেট ৫,৮ : ১১-১২]

(ক) কাঁদা 

(খ) নাচা

(গ) হাসা

(ঘ) বেদনা 

উ: ক

১৩. নিচের কোনটি সুকান্ত ভট্টচার্যের সাহিত্যকর্ম নয়? 

[জার্নালিজম ১২-১৩ 

(ক) মিঠেকড়া

(খ) অভিযান 

(গ) একমুঠো

(ঘ) ঘুম নেই

উ: গ

১৪. সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সবকয়টি গ্রন্থের রচয়িতা?

[C, সেট ১ : ১৪-১৫]

(ক) ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া

(খ) ছাড়পত্র, চোরাবালি, পূর্বাভাস, মিঠেছড়া 

(গ) ছাড়পত্র, দম নেই, পদাতিক, মিঠেকড়া

(ঘ) ছাড়পত্র, ঘুম নেই, প্রসন্ন প্রহর

উ: ক

১৫. 'আঠারো বছর বয়স' কবিতায় যৌবনশক্তি কী অর্থে চিত্রিত? 

[C ১৯-২০]

(ক) স্বাধীনভাবে চলার ঝুঁকি

(খ) যৌবনের দুর্যোগ ও দুঃস্বপ্ন 

(গ) জাতীয় জীবনের চালিকাশক্তি 

(ঘ) শৈশব-কৈশোরের পরনির্ভরতা

উ: গ

GST বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৬. 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত? 

[C ১৯-২০] 

(ক) মাত্রাবৃত্ত

(খ) স্বরবৃত্ত 

(গ) অক্ষরবৃত্ত

(ঘ) স্বরমাত্রিক

উ: ক

১৭. 'আঠারো বছর বয়স ভয়ংকর কারণ- 

[C ১৮-১৯]

(ক) সবকিছু ভেঙে তছনছ করতে ইচ্ছে করে

(খ) নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন বোনে 

(গ) শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক নানা জটিলতায় জড়িয়ে পড়ে 

(ঘ) এ বয়সে দেহ ও মনে স্থবিরতা, যন্ত্রণা আসে

উ: খ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

১৮. কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন? 

[A ২০-২১] 

(ক) গোপালগঞ্জ 

(খ) সিলেট 

(গ) রংপুর

(ঘ) রাজশাহী

উ: ক

১৯. 'আঠারো বছর বয়স থরোথরো কাঁপে' কীসে? 

[C, ১৮-১৯] 

(ক) সুখে

(খ) রাগে

(গ) বেদনায়

(ঘ) ভয়ে

উ: গ

২০. ‘তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি' পরের চরণ কোনটি? 

[E ১৭-১৮]

(ক) এ বয়স কাঁপে বেদনায় থরোথরো

(খ) এ বয়স তবু নতুন কিছু তো করে

(গ) এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে

(ঘ) এ বয়সে তাই নেই কোনো সংশয়

উ: গ

২১. প্রতিভাবান কবি সুকান্তের মৃত্যু হয়— 

[E ১৩-১৪; A ১৫-১৬; চবি ঘ ০৯-১০]

(ক) আঠারো বছর বয়সে

(খ) ঊনিশ বছর বয়সে

(গ) বিশ বছর বয়সে

(ঘ) একুশ বছর বয়সে

উ: ঘ

২২. 'এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি' পত্তিটির রচয়িতা কে? 

[E ১৩-১৪]

[গ ১৪-১৫]

(ক) কাজী নজরুল ইসলাম 

(খ) সৈয়দ শামসুল হক

(গ) জীবনানন্দ দাশ 

(ঘ) সুকান্ত ভট্টাচার্য

উ: ঘ

২৩. সুকান্ত ভট্টাচার্য ছিলেন — 

[B, EvE n, সেট ৩ : ১৪-১৫]

(ক) বাঙালি জাতীয়তাবাদী কবি

(খ) সাম্যবাদী আদর্শের কবি

(গ) বৈষ্ণবীয় আদর্শের কবি

(ঘ) নাগরিক আদর্শের কবি 

উ: খ

২৪. 'আঠারো বছর বয়স' কবিতাটির মর্মকথা — 

[D অবাণিজ্য ১৪-১৫]

(ক) স্বদেশব্রত

(খ) যৌবনের হতাশা

(গ) নির্ভয় ও সাহসের জয়ধ্বনি

(ঘ) ইচ্ছার আকুতি

উ: গ

২৫. ‘আঠারো বছর বয়স' কবিতাটির মূলকথা কী? 

[F, সেট ১ : ১৪-১৫]

(ক) হতাশা 

(খ) বয়ঃক্রম

(গ) স্বপ্ন

(ঘ) সাহস দেখানোর শক্তি

উ: ঘ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

২৬. 'আঠারো বছর বয়স' কবিতাটি কোন ছন্দে রচিত?

[A ২০-২১ জাবি C ১৯-২০]

(ক) স্বরবৃত্ত 

(খ) মাত্রাবৃত্ত 

(গ) পয়ার 

(ঘ) অমিত্রাক্ষর 

উ: খ

২৭. 'আঠারো বছর বয়স' কবিতাটির স্তবক সংখ্যা কত? 

[B ২০-২১] 

(ক) আট 

(খ) ছয় 

(গ) দশ 

(ঘ) বারো

উ: ক

২৮. 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' কার রচনা? 

[চ ০৬-০৭; ৬ ১২-১৩]

(ক) সিকান্দার আবু জাফর

(খ) হাসান হাফিজুর রহমান 

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সুকান্ত ভট্টচার্য

উ: ঘ

২৯. সুকান্ত ভট্টচার্যের পৈতৃক নিবাস কোথায়? 

[F1, সেট ১ : ১৪-১৫; B1 ১৬-১৭]

(ক) মাদারীপুর

(খ) ফরিদপুর 

(গ) বরিশাল

(ঘ) গোপালগঞ্জ

উ: ঘ

৩০. সুকান্তের কবিতায় ভাব অনুসারে আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?

[গ ১৫-১৬]

(ক) বিরাট দুঃসাহস

(খ) স্বপ্ন-বিভোরতা

(গ) যৌবন-উন্মাদনা

(ঘ) সৃষ্টি-আকাঙ্ক্ষা

উ: ক

৩১. কোন পঙক্তিটি 'আঠারো বছর বয়স' কবিতায় নেই? 

[C ১৬-১৭]

(ক) আঠারো বছর বয়স দুর্নিবার

(খ) আঠারো বছর বয়স ভয়ংকর

(গ) আঠারো বছর বয়সে আঘাত আসে

(ঘ) আঠারো বছর বয়সের নেই ভয়

উ: ক

৩২. ‘আঠারো বছর বয়স জানে না কাঁদা' কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? 

[E3 ১৬-১৭]

(ক) শক্তিমত্ততা

(খ) দুঃসাহস

(গ) কর্মপ্রাণতা

(ঘ) আত্মপ্রত্যয়

উ: ঘ

৩৩. কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন?

[B ১৯-২০]

(ক) দৈনিক স্বাধীনতা 

(খ) পূর্বাশা

(গ) আজাদ 

(ঘ) সওগাত

উ: ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৩৪. 'ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্ঘ' এর পক্ষে সুকান্ত ভট্টচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কী? 

[A L ১৭-১৮; ঢাবি ঘ ১৩-১৪; জাবি খ ১২-১৩] 

(ক) পূর্বাভাস 

(খ) অভিযান

(গ) আকাল 

(ঘ) হরতাল

উ: গ

৩৫. 'আঠারো বছর বয়স' কবিতায় 'আঠারো' অর্থ— 

[ক ১৫-১৬]

(ক) ঔদ্ধত্য 

(খ) প্রতিবাদ 

(গ) জাগরণ

(ঘ) যৌবন

উ: ঘ

৩৬. বাংলা সাহিত্যে 'কিশোর কবি' 

[ক ১৬-১৭]

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) আবুল হাসান

(গ) শহিদুল্লাহ

(ঘ) আল মাহমুদ

উ: ক

৩৭. ‘আঠারো বছর বয়স' কবিতাটি প্রকাশিত হয়- 

[ক ১৬-১৭; A ১৭-১৮] 

(ক) ১৯৪৮ 

(খ) ১৯৪৯ 

(গ) ১৯৫০ 

(ঘ) ১৯৫৮

উ: ক

৩৮. ‘আঠারো বছর বয়স জানে না কাঁদা – কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? 

[A ১৯-২০]

(ক) শক্তিমত্তা 

(খ) দুঃসাহস

(গ) কর্মপ্রাণ 

(ঘ) আত্মপ্রত্যয়

উ: ঘ

৩৯. 'আঠারো বছর বয়স' কবিতায় ক্ষত-বিক্ষত হয় কী? 

[A ১৯-২০]

(ক) হৃদয়

(খ) স্বপ্ন

(গ) মানুষের জীবন

(ঘ) সহস্র প্রাণ

উ: ঘ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪০. আঠারো বছর বয়সের তরুণের প্রাণ কেমন? 

[A ১৭-১৮; জবি ক ১৫-১৬]

(ক) তীব্র আর প্রখর

(খ) অভিজ্ঞতাসম্পন্ন

(গ) বিদ্রোহী ও প্রতিবাদী

(ঘ) অসামাজিকতায় পূর্ণ

উ: ক

৪১. আঠারো বছর বয়সের তরুণেরা কেমন বেগে চলে? 

[A ১৭-১৮]

(ক) হাওয়ার বেগে

(খ) ঝড়ের বেগে

(গ) বাষ্পের বেগে

(ঘ) ট্রেনের বেগে

উ: গ

৪২. ‘ঘুম নেই' কাব্যগ্রন্থটি কার লেখা?

[B ১৭-১৮; ঢাবি অধিভুক্ত ৭টি কলেজ ১৭-১৮]

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) সুকান্ত ভট্টচার্য

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

উ: খ

৪৩. সুকান্ত ভট্টচার্যের কবিতা প্রধান বিষয় কোনগুলি? 

[A ১৫-১৬]

(ক) প্রেম ও প্রকৃতি

(খ) সামাজিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম

(গ) নিঃসঙ্গতা ও সৌন্দর্য পিপাসা

(ঘ) বিষণ্ণতা ও ক্লান্তি

উ: খ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৪৪. কবি সুকান্তের ধারণায় সব অন্যায়ের বিরুদ্ধাচারণ করে কোন বয়স?

[ছ ০৪-০৫]

(ক) ১৬ বছর 

(খ) ১৮ বছর

(গ) ২০ বছর 

(ঘ) ২২ বছর

উ: খ

৪৫. ত্রিশের কবি নন- 

[খ ০৫-০৬]

(ক) বুদ্ধদেব বসু

(খ) জীবনানন্দ দাশ

(গ) অমিয় চক্রবর্তী

(ঘ) সুকান্ত ভট্টাচার্য

উ: ঘ

৪৬. ‘জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' কবিতাংশটি কার লেখা? 

[খ ০৭-০৮]

(ক) সৈয়দ শামসুল হক

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) মোহাম্মদ মনিরুজ্জামান

(ঘ) জীবনানন্দ দাশ

উ: খ

৪৭. ‘আঠারো বছর বয়স' কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়েছে? 

[খ ১১-১২]

(ক) ৫ মাত্রার

(খ) ৬ মাত্রার

(গ) ৭ মাত্রার 

(ঘ) ৮ মাত্রার

উ: খ

৪৮. কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, সুকান্ত ভট্টচার্য কিশোর কবি— উভয়ের মধ্যে মিল 

[B ১৩-১৪]

(ক) কাব্যাদর্শে

(খ) সামাজিকতায়

(গ) প্রতিভার ব্যাপ্তিতে

(ঘ) কোনোটিই নয়

উ: ক

৪৯. ‘পদাঘাতে চায় ভাঙতে—' শূন্যস্থানে কোনটি হবে? 

[B ১৯-২০]

(ক) কঠিন বাধা

(খ) শক্ত বাধা

(গ) লৌহ বাধা

(ঘ) পাথর বাধা

উ: ঘ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রশ্ন ও উত্তর

৫০. 'তাজা তাজা প্রাণে অসহ্য' কী? 

[D, সেট-১ : ১৪-১৫]

(ক) বেদনা 

(খ) দুঃখ

(গ) ব্যথা

(ঘ) যন্ত্রণা

উ: ঘ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫১. 'হরতাল' সুকান্ত ভট্টাচার্যের কী জাতীয় রচনা? 

[A ১৩-১৪]

(ক) নাটক

(খ) কাব্য 

(গ) উপন্যাস

(ঘ) গল্প

উ: খ

৫২. ফ্যাসিবাদিবিরোধী কাব্যগ্রন্থ 'আকার' সম্পাদনা করেন কে? 

[B ১৯-২০]

(ক) সুকান্ত ভট্টাচার্য

(খ) সুফিয়া কামাল 

(গ) সিকান্দার আবু জাফর

(ঘ) জীবনানন্দ দাশ

উ: ক

৫৩. সুকান্ত ভট্টাচার্যের রচনা কোনটি? 

[C ১৮-১৯]

(ক) হাতেম তায়ী 

(খ) প্রসন্ন প্রহর 

(গ) বৈরী বৃষ্টিতে

(ঘ) পূর্বাভাস

উ: ঘ

কৃষিশিক্ষা ১ম পত্র এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও উত্তর

৫৪. ‘আঠারো বছর বয়স' কবিতায় 'আঠারো' শব্দটি কয়বার উচ্চারিত হয়েছে? 

[ঘ ১৪-১৫]

(ক) ছয় বার

(খ) নয় বার 

(গ) দশ বার

(ঘ) আঠারো বার

উ: খ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশ্ন ও উত্তর

৫৫. কোন চরণে ‘আঠারো বছর বয়স' কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? 

[C ১৬-১৭]

(ক) তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা

(খ) দুর্যোগে হাল ঠিকমতো রাখার ভার

(গ) এ বয়স জানে রক্তদানের পুণ্য

(ঘ) ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ

উ: গ

গার্হস্থ্য অর্থনীতি কলেজপ্রশ্ন ও উত্তর

৫৬. আঠারো বছর বয়স স্টিমারের মতো কীসের বেগে চলে? 

[মানবিক ২০-২১]

(ক) বাষ্পের

(খ) তুফানের

(গ) ঢেউয়ের

(ঘ) ঝড়ের

উ: ক

এসএসসি আইসিটি এর ১০০% কমন সাজেশন  আরো পড়ুন 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url