বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সাজেশন

 অধ্যায় :৮ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সাজেশন

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা 

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বহুনির্বাচনী প্রশ্নঃ-২০

১)জনাব ‘ক’ যশোর পৌরসভার প্রধান। পৌরসভার প্রধান হিসেবে তার পদবি কী?  

ক. মেয়র 
খ. চেয়ারম্যান
গ. কমিশনার
ঘ .কাউন্সিলর
উত্তর : ক. মেয়র 

২)বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে?

ক .৭
খ. ৮
গ. ৯
ঘ.১১
উত্তর : ঘ.১১

৩)একজন সরকারি কর্মকর্তা পার্বত্য জেলা পরিষদের কীসের দায়িত্ব পালন করবেন?

ক. মন্ত্রীর
খ. সচিবের
গ. উপজেলা চেয়ারম্যান
ঘ জেলা প্রশাসকের 
উত্তর :খ. সচিবের

৪)পার্বত্য জেলা পরিষদের আয়ের অন্তর্ভুক্ত কোনটি?

ক. পণ্য রপ্তানি থেকে প্রাপ্ত কর
খ. পাহাড়ে উৎপাদিত শস্যের খাজনা
গ. জাহাজ শিল্পের লভ্যাংশ
ঘ. সামাজিক বিচারের ফি
উত্তর :ঘ. সামাজিক বিচারের ফি

৫)পার্বত্য জেলা পরিষদে সচিবের দায়িত্ব কে পালন করবেন?

ক. চেয়ারম্যান 
খ. একজন মহিলা সদস্য 
গ. জেলা প্রশাসক 
ঘ. একজন সরকারি কর্মকর্তা
উত্তর : ঘ. একজন সরকারি কর্মকর্তা

৬)বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর পরিমাণ-

ক. এক-তৃতীয়াংশ
খ. এক-চতুর্থাংশ
গ. অর্ধেক
ঘ. এক-পঞ্চমাংশ
উত্তর :গ. অর্ধেক

৭) ই-গভার্নেন্স চালু করার কারণ কী? 

ক. দ্রুত প্রয়োজনীয় জিনিস পেতে 
খ. দ্রুত প্রয়োজনীয় আইন সংস্কার করতে 
গ. দ্রুত প্রয়োজনীয় তথ্য লাভ করতে 
ঘ. দ্রুত প্রয়োজনীয় টাকা সরবরাহ করতে 
উত্তর :গ. দ্রুত প্রয়োজনীয় তথ্য লাভ করতে 

৮)নারী ও পুরুষ শ্রমিকের একই কাজের জন্য একই বেতন প্রদানের কথা ঘোষণা করে কোন সংস্থা?

ক. UNDP 
খ. ILO
গ.  UNESCO
ঘ.UNSER  
উত্তর : খ. ILO

৯)২০১১ সালের জুলাই মাসে সংবিধানের কততম সংশোধনী করা হয়?

ক. একাদশ 
খ. দ্বাদশ 
গ. ত্রয়োদশ 
ঘ. পঞ্চদশ
উত্তর : ঘ. পঞ্চদশ

১০) শহরভিত্তিক স্থানীয় সরকারের মধ্যে রয়েছে-

i. পৌরসভা
ii. সিটি কর্পোরেশন
iii. উপজেলা পরিষদ 
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. i ও iii
গ. iiও iii
ঘ. i, ii ও iii
উত্তর :ক. iও ii

১১) ইউনিয়ন পরিষদ গঠিত হয়-

i. একজন নির্বাচিত চেয়ারম্যান
ii. নয়জন নির্বাচিত সাধারণ সদস্য
iii. তিনজন নির্বাচিত মহিলা সদস্য 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ.i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর :ঘ. i, ii ও iii

১২) ইউনিয়ন পরিষদের আয়ের উৎস হচ্ছে-

i. লাইসেন্স, পারমিট ফি
ii. যানবাহনের ওপর কর
iii. সরকার কর্তৃক প্রদত্ত অনুদান 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর :ঘ. i, ii ও iii

১৩) উপজেলা পরিষদের কার্যাবলি হলো-

i. প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি পরিচালনা
ii. পাঁচশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা
iii. ক্ষুদ্রঋণ প্রদান করা 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ওiii
গ. ii ওiii
ঘ. i, ii ও iii
উত্তর :ক. i ও ii

১৪) পৌরসভার আয়ের সাথে জড়িত-

i. মার্কেট ভাড়া
ii. লাইসেন্স পারমিট
iii. সরকারি বরাদ্দ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ওiii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর :ঘ. i, ii ও iii

১৫) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কত সালে?

ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ .১৯৭৪
উত্তর :ক. ১৯৭১

১৬) কোন সংবিধানে স্থানীয় সরকারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে?  

ক. ১৯৭২-এ 
খ. ১৯৭৫-এ
গ. ২০০০-এ 
ঘ. ২০০১-এ 
উত্তর :ক. ১৯৭২-এ 

১৭)নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ১৯৭২-এর সংবিধানে কোনটির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়?

ক. কেন্দ্রীয় সরকারব্যবস্থার
খ. রাষ্ট্রপতি সরকারব্যবস্থার
গ. স্থানীয় সরকারব্যবস্থার
ঘ. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার
উত্তর :ক. কেন্দ্রীয় সরকারব্যবস্থার

১৮) বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়?

ক. দুই
খ. তিন
গ. চার
ঘ পাঁচ
উত্তর :খ. তিন

১৯) গ্রামে ইউনিয়ন পরিষদ হলে শহরে কোনটি কার্যকর?  

ক. জেলা পরিষদ 
খ. পৌরসভা 
গ. সিটি কর্পোরেশন 
ঘ. উপজেলা পরিষদ 
উত্তর :খ. পৌরসভা 

২০)শহরভিত্তিক স্থানীয় সরকারব্যবস্থা কোনটি?

ক. সচিবালয়
খ. পৌরসভা
গ. উপজেলা পরিষদ
ঘ. ইউনিয়ন পরিষদ
উত্তর :খ. পৌরসভা

১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সম্প্রতি সরকার নারায়ণগঞ্জ পৌরসভাকে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একটি স্তরে উন্নীত করে। ঐ প্রতিষ্ঠানের প্রথম নির্বাচনে সেলিনা হায়াত আইভী বিপুল ভোটের ব্যবধানে প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন। শপথ গ্রহণের দিন তার এলাকার মানুষের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারায়ণগঞ্জবাসী আশা করছে তার মাধ্যমে অচিরেই শহরের জনস্বাস্থ্য রক্ষা পাবে, নিরাপদ পানি ও নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।  
ক.সিটি কর্পোরেশনের মেয়র কার মতো মর্যাদা ভোগ করেন?
খ.বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো উল্লেখ কর।
গ.জনাব সেলিনা হায়াত আইভির প্রতিষ্ঠান নারায়ণগঞ্জবাসীর আশা পূরণে কী কাজ করে? বর্ণনা কর।
ঘ. উক্ত কার্যাবলি ছাড়াও উক্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আরও অনেক কাজ করে বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ


 
ক. বাংলাদেশে কতটি পৌরসভা রয়েছে?
খ. স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণকে বর্তমানে নারীরা কীভাবে প্রভাবিত করছে? ব্যাখ্যা কর।
গ. ‘ক’ ছকটি বাংলাদেশের স্থানীয় সরকারের কোন স্তরকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের গ্রামীণ জনগণের উন্নয়নে উক্ত স্তরের জনসংখ্যা ও শিক্ষা সংক্রান্ত ভূমিকা বিশ্লেষণ কর।
৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
বাংলাদেশ সরকার গাজীপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে। সিটি কর্পোরেশনে উন্নীত করার পর সেখানে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে এলাকার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যায়। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে তারা তাদের প্রথম সিটি মেয়র নির্বাচিত করে।
ক. জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলি কয়টি?
খ. ইউনিয়ন  পরিষদের বিচারব্যবস্থা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে উক্ত শাসনব্যবস্থার গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।




 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url