আইন,স্বাধীনতা ও সাম্য সাজেশন

অধ্যায়:২  আইন, স্বাধীনতা ও সাম্য

পৌরনীতি ও নাগরিকতা

Civics and Citizenship

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।







বহুনির্বাচনী প্রশ্ন উত্তর ও উত্তর

১)কোনটি অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত?

ক. বিবাহ
খ. ব্যবসায়
গ. অভিনয়
ঘ. কঠোর পরিশ্রম
উত্তর:ক. বিবাহ

২)অনুমোদন সূত্রে ইংল্যান্ডের নাগরিক হতে হলে কোন সূত্রটি অবশ্যই পূরণ করতে হবে?

ক. বিয়ে করতে হবে
খ. সম্পত্তির মালিক হতে হবে
গ. সরকারি চাকরি করতে হবে
ঘ .ইংরেজি ভাষা জানতে হবে
উত্তর:ঘ .ইংরেজি ভাষা জানতে হবে

৩)একটি দেশের নাগরিক অন্য দেশে দীর্ঘদিন বাস করার পর অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের জন্য আবেদন করলে নিচের কোন বিষয়টি বিবেচনা করা হয়?

ক. বিবাহ, সেনাবাহিনীতে চাকরি গ্রহণ
খ. রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ 
গ .দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া
ঘ .মানবিক সত্তা ও মানবতাবোধ
উত্তর: ক. বিবাহ, সেনাবাহিনীতে চাকরি গ্রহণ

৪)একজন ব্যক্তির একসাথে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কী বলে?

ক. জন্মসূত্রে নাগরিকতা
খ. জন্মস্থান সূত্রে নাগরিকতা
গ. দ্বৈত নাগরিকতা
ঘ .বিদেশি নাগরিকতা
উত্তর:গ. দ্বৈত নাগরিকতা

৫)ইতালির কোনো নাগরিক যদি জাপানের কোনো নারীকে বিয়ে করে তাহলে তিনি কোন দেশের নাগরিক হবেন?

ক. জাপানের
খ. ইতালির
গ. জাপান ও ইতালির
ঘ. ভিন্ন কোনো রাষ্ট্রের
উত্তর:গ. জাপান ও ইতালির

৬)আজগর কানাডার দূতাবাসে জন্মগ্রহণ করেছে। আজগর জন্মস্থান নীতি অনুসারে কোন দেশের নাগরিক?

ক. কানাডা
খ. আমেরিকা
গ. বাংলাদেশ
ঘ. ইংল্যান্ড
উত্তর:ক. কানাডা

৭)নামিয়া তার স্বামীর সাথে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে থাকে কিন্তু সে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে। সে কোন দেশের নাগরিক হবে?

ক. ইরাকের
খ. বাংলাদেশের
গ. ইরানের
ঘ. মধ্যপ্রাচ্য
উত্তর:খ. বাংলাদেশের

৮)কোনো ব্যক্তি যদি একটি রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বা বিতাড়িত হয়ে কোনো রাষ্ট্রে আশ্রয় নেয় তবে আবেদনের ভিত্তিতে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করা হয়?

ক. রাজনৈতিক মতাদর্শগত বিবেচনা
খ .ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ
গ. মানবিক কারণ ও মানবতাবোধ
ঘ. প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক
উত্তর:গ. মানবিক কারণ ও মানবতাবোধ

৯)অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভের কারণ কোনটি হতে পারে?

ক. শারীরিক
খ. সামাজিক
গ. মানবিক
ঘ. ধর্মীয়
উত্তর:গ. মানবিক

১০) কোন দেশে বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভের মাধ্যমে বসবাস করছে?

ক. বাংলাদেশ
খ. মিয়ানমার
গ. নাইজেরিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তর:ঘ. অস্ট্রেলিয়া

১১)কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে আশ্রয় নেয়, তবে সেই রাষ্ট্র তাকে নাগরিকত্ব দিতে পারে-

ক. আবেদনের ভিত্তিতে
খ. মানবিকতার ভিত্তিতে
গ. নৈতিকতার ভিত্তিতে
ঘ. আদর্শের ভিত্তিতে
উত্তর:ক. আবেদনের ভিত্তিতে

১২) নগর-রাষ্ট্রে নাগরিকের বহির্ভূত ছিল-

i. নারী
ii. বিদেশি
iii. গৃহভৃত্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:ঘ. i, ii ও iii

১৩) নাগরিকতা বলতে বোঝায়-

i. রাষ্ট্রে বসবাসরত ব্যক্তির মর্যাদা ও গুণ
ii. ব্যক্তির পরিচয়
iii. ব্যক্তির রাজনৈতিক মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii 

১৪) বাংলাদেশি দম্পতি শিলা ও আলমের মেয়ে রক্সি আমেরিকায় জন্মগ্রহণ করে। রক্সি নাগরিক হবে-

i. বাংলাদেশ ও আমেরিকার 
ii. জন্মনীতি অনুসারে বাংলাদেশের
iii. জন্মস্থান নীতি অনুসারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii 

১৫) ফিলিপ চাকরিসূত্রে বাংলাদেশে আসে এবং এ দেশে সে নাগরিক হয়ে থেকে যেতে চায়। বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে ফিলিপের করণীয়-

i. ৫ বছর ধরে বাংলাদেশে বসবাস করতে হবে
ii. ইংরেজি ভাষা জানতে হবে
iii. সচ্চরিত্রবান হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:খ. i ও iii 

১৬) জন্মস্থান নীতি অনুসারে নাগরিকতা নির্ধারণ করে-

i. বাংলাদেশ
ii. আমেরিকা
iii. কানাডা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:গ. ii ও iii

১৭) কানাডায় নাগরিকতা নির্ধারিত হয়-

i. জন্মনীতি অনুসারে
ii. জন্মস্থান নীতি অনুসারে
iii. অনুমোদন সূত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:গ. ii ও iii

১৮) কানাডার নাগরিক ওয়াসিফ বাংলাদেশে এসে লুনা নামের একটি মেয়েকে বিয়ে করে কানাডায় নিয়ে যায়। এখন নাগরিকত্বের নিয়ম অনুযায়ী লুনা--

i. দ্বৈত নাগরিকত্ব লাভ করবে
ii. কানাডার নাগরিকত্ব অর্জন করবে
iii. দেশ থেকে বিতাড়িত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:ক. i ও ii

১৯) নাগরিকতা লাভের স্বাভাবিক পদ্ধতি হচ্ছে-

i. জন্মসূত্র
ii. জন্মস্থাননীতি
iii. অনুমোদনসূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:ক. i ও ii

২০) নাগরিক বলতে বোঝায়---

i. বিদেশি জনসমষ্টিকে
ii. স্থায়ীভাবে বসবাসকারী জনগণকে
iii. রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগকারী জনসমষ্টিকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর:ক. i ও ii

অধ্যায়:২  আইন, স্বাধীনতা ও সাম্য


১। নিচের উদ্দীপকটি পড়এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
বিশ্ব গণমাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিস-এর প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি ২০১১ সালে প্রায় আড়াই লাখ মার্কিন গোপন তারবার্তা ফাঁস করে দেন। ফলে অ্যাসাঞ্জের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হলে মানবিক আশ্রয়ের আবেদনের ভিত্তিতে গত ১৯ জুন, ২০১২ লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে তাকে আশ্রয় দেওয়া হয়। এ অবস্থায় অ্যাসাঞ্জ তার জীবনের প্রতি হুমকির আশঙ্কা প্রকাশ করলে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো সেদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ প্রদানের আশ্বাস দেন।
ক. ন্যায্য মজুরি লাভের অধিকার কোন ধরনের অধিকার?
খ. রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?
গ. জুলিয়ান অ্যাসাঞ্জের ইকুয়েডরে নাগরিকতা অর্জন কোন পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ.অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকতা অর্জন পদ্ধতিকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দীপকটি পড়এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জনাব সেলিম শেখ বাংলাদেশের নাগরিক। তিনি রাষ্ট্রের প্রতি অনুগত। তিনি প্রতি বছর কর প্রদান করেন। সমাজ ও রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলেন।
ক. কোন ধরনের কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়?
খ. বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ. জনাব সেলিম শেখ রাষ্ট্রের প্রতি কী ধরনের কর্তব্য পালন করেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব সেলিম শেখ এ ধরনের কর্তব্য পালন করেন বলে রাষ্ট্রের কাছে তার অনেক অধিকার আছে-কথাটি বিশ্লেষণ কর।
৩। নিচের উদ্দীপকটি পড়এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রোহিনী বেগম একজন দরিদ্র বিধবা। সহায়-সম্পত্তি না থাকায় অন্যের বাড়িতে কাজ করে জীবন চালায়। একদিন কিছু সাহায্যের জন্য তার এক ধনী প্রতিবেশীর বাড়িতে গেলে প্রতিবেশী তাকে সাহায্য না করে অপমান করে তাড়িয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে রোহিনী বেগম স্থানীয় চেয়ারম্যানের কাছে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলে চেয়ারম্যান তাকে বলেন, তুমি যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা আইনগত অধিকার নয়। তাই তোমার অভিযোগ গ্রহণ করা যাবে না।
ক. যার বিবেক আছে সে কোন কাজ থেকে বিরত থাকে?
খ. নাগরিকদের বিবেকবোধসম্পন্ন হতে হবে কেন?
গ. উদ্দীপকে রোহিনী বেগম ধনী প্রতিবেশীর নিকট হতে যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ.তুমি কি চেয়ারম্যান সাহেবের বক্তব্যের সাথে একমত? তোমার মতামত বিশ্লেষণ কর।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url