রাষ্ট্র সরকার ও ব্যবস্থা সাজেশন

অধ্যায়:৩ রাষ্ট্র সরকার ও ব্যবস্থা 


পৌরনীতি ও নাগরিকতা

Civics and Citizenship

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :
আবদুর রহমান বেশ ধার্মিক মানুষ। সে ধর্মকার্যের ব্যাপারে খুব যতবান। ধর্মীয় চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কর্মজীবনে চাকরি না করে ব্যবসা করবে।   

১)রহমানের চাকরি না করে ব্যবসা করার সিদ্ধান্তটি কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত? 

ক. ব্যক্তি
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. জাতীয় 
উত্তর:খ. সামাজিক 

২)উদ্দীপক অনুযায়ী রহমান উপভোগ করছে-

i.  রাজনৈতিক স্বাধীনতা
ii. ব্যক্তি স্বাধীনতা
iii. সামাজিক স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ i, iiও iii
উত্তর:গ. ii ও ii

৩)‘কমেনটরিজ অন দ্য লজ অব ইংল্যান্ড’ গ্রন্থের রচয়িতা কে? 

ক. অধ্যাপক ডাইসি
খ. ব্লাকস্টোন
গ. প্লেটো
ঘ. অ্যারিস্টটল
উত্তর:খ. ব্লাকস্টোন

৪)আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে?

ক .অভ্যন্তরীণ
খ. বাহ্যিক
গ. সামাজিক
ঘ. ব্যক্তিগত
উত্তর:খ. বাহ্যিক

৫)জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?

ক. সামাজিক
খ. ব্যক্তি
গ. রাজনৈতিক
ঘ. জাতীয় 
উত্তর:ক. সামাজিক

৬)“যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না”-উক্তিটি কার?

ক. লাস্কি
খ. হবস
গ. জন লক
ঘ. রুশো
উত্তর:গ. জন লক

৭)আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব?

ক .সাম্য
খ. স্বাধীনতা
গ অধিকার
ঘ. শান্তি
উত্তর:ক .সাম্য

৮) আইন  কোনটির রক্ষক হিসেবে কাজ করে?

ক. সরকারের
খ. রাষ্ট্রের
গ. ব্যক্তি স্বাধীনতার
ঘ. জনগণের
উত্তর:গ. ব্যক্তি স্বাধীনতার

৯)কোনটি সর্বজনীন?  

ক. প্রথা
খ. আইন
গ. রীতিনীতি
ঘ. সাম্য
উত্তর:খ. আইন

১০) ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কোন আইন বলে?

ক. সরকারি
খ. বেসরকারি
গ. সাংবিধানিক
ঘ. আন্তর্জাতিক
উত্তর:ক. সরকারি

১১)চুক্তি ও দলিল সংক্রান্ত আইনকে কোন আইন বলা হয়?

ক. আন্তর্জাতিক
খ. বেসরকারি
গ. সরকারি
ঘ. ফৌজদারি
উত্তর:খ. বেসরকারি

১২) কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে?                                 

ক. প্রশাসনিক
খ. ফৌজদারি 
গ বেসরকারি
ঘ. সাংবিধানিক 
উত্তর:গ বেসরকারি

১৩) আইনের উৎস কয়টি?

ক. ৪
খ. ৬
গ. ৮
ঘ. ১০
উত্তর:খ. ৬

১৪) নিচের কোনটি আইনের অন্যতম উৎস?

ক. সমাজ
খ. ধর্ম
গ. রাষ্ট্র
ঘ. পরিবার
উত্তর:খ. ধর্ম

১৫) নিচের কোনটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস?

ক. সমাজ ব্যবস্থা
খ. আন্তর্জাতিক সম্পর্ক
গ. বিচারকের রায়
ঘ. রাষ্ট্র ব্যবস্থা
উত্তর:গ. বিচারকের রায়

১৬) আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?

ক. বিচারকের রায়
খ. ধর্ম
গ ন্যায়বোধ
ঘ. আইনসভা
উত্তর:ঘ. আইনসভা

১৭) শাস্তির ভয়ে মানুষ কোনটি থেকে বিরত থাকে?

ক. সাম্য
খ. স্বাভাবিক কর্মকা-
গ. অপরাধ
ঘ. অধিকার
উত্তর:গ. অপরাধ

১৮) আইন প্রণয়ন করে কে?

ক. মন্ত্রণালয়
খ. সচিবালয়
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্র
উত্তর:ঘ. রাষ্ট্র

১৯) কোনটি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে?

ক. স্বাধীনতা
খ. আইন
গ. সাম্য
ঘ. সংবিধান
উত্তর:খ. আইন

২০)অসিত পাল ধনী এবং বাদল গরিব। অপরাধ করার ফলে তাদের একই মেয়াদে শাস্তি হয়। আইনের কোন বৈশিষ্ট্যটি এখানে ফুটে উঠেছে?

ক. বৈষম্য
খ. বৈসাদৃশ্য
গ. সর্বজনীনতা
ঘ. বাহ্যিক আচরণ
উত্তর:গ. সর্বজনীনতা

অধ্যায়:৩ রাষ্ট্র সরকার ও ব্যবস্থা

                                                                              
১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে যোগ্যতা অনুযায়ী বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ফলে তিনি একদিকে যেমন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পান অন্যদিকে সমাজের অন্যান্য শ্রেণির শোষণ থেকেও রক্ষা পান। এতে অন্যান্য স্বাধীনতা ভোগ করাও তার জন্য সহজ হয়।
ক. বর্তমানে কোন ধরনের সাম্যের ধারণা প্রায় অচল?
খ. আইন স্বাধীনতাকে কীভাবে সম্প্রসারিত করে? 
গ. উদ্দীপকে বর্ণিত নাসরিনের কোন ধরনের স্বাধীনতা ভোগের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. নাসরিন কি শুধু উক্ত স্বাধীনতাই ভোগ করতে পারেন? তোমার মতামত বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সুন্দরবনের গহীন অরণ্যে দুবলার চর নামক স্থানে গড়ে উঠেছে শুঁটকি পল্লি। জেলেরা সাগর থেকে মাছ ধরে এনে এখানে শুকিয়ে শুঁটকি তৈরি করে। কিন্তু সম্প্রতি জলদস্যুদের অত্যাচারে তারা দিশেহারা। দস্যুরা প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এজন্য জেলেরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রতিকার চেয়েও কোনো সমাধান পায়নি। বরং জলদস্যুদের জুলুমের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। 
ক. প্রথা কাকে বলে?
খ. সামাজিক স্বাধীনতা কেন প্রয়োজন?
গ. কোন ধরনের আইন দ্বারা জেলেদেরকে জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করা সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. আইনের শাসনের অভাবেই জেলেদের মতো সাধারণ মানুষের এই পরিণতি-উক্তিটি মূল্যায়ন কর।
৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
খবির মিঞা এলাকার একজন প্রভাবশালী দুষ্টু লোক। সে এলাকায় তার ইচ্ছানুযায়ী যা খুশি তাই করে বেড়ায়। ভয়ে কেউ তাকে বাধা দেয় না। একদিন সে দরিদ্র কৃষক করিমের জমির ধান জোর করে কেটে নেয়। করিম আইন প্রয়োগকারী সংস্থার  কাছে গিয়ে এর প্রতিকার চায়। কিন্তু সে কোনো প্রতিকার পায়নি বরং জেল-জুলুমের শিকার হয়।
ক.  সাম্য শব্দের অর্থ কী?
খ. অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. করিম কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
ঘ.আইনের শাসনের অভাবে করিমের মতো সাধারণ মানুষের এ পরিণতি-উক্তিটি মূল্যায়ন কর।



 










এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url