বাংলাদেশ সরকার ব্যবস্থা সাজেশন

 অধ্যায়:6  বাংলাদেশ সরকার ব্যবস্থা

পৌরনীতি ও নাগরিকতা

Civics and Citizenship

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




বহুনির্বাচনী প্রশ্নঃ

১)সংসদে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রধানমন্ত্রী নিয়োগের সময় রাষ্ট্রপতি কীসের আশ্রয় নেয়?

ক. জনমত
খ. বিচার-বিবেচনা
গ. স্পিকারের পরামর্শ
ঘ. আদালতের রায়
উত্তর:খ. বিচার-বিবেচনা

২)বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর?

ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তর:খ. ৫

৩)প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হয়?  

ক .বিদেশে যাওয়ার কারণে
খ. সংসদ অনাস্থা আনলে
গ. অসুস্থ হলে
ঘ. কর পরিশোধ না করলে
উত্তর:খ. সংসদ অনাস্থা আনলে

৪)কার পদত্যাগে মন্ত্রিসভা ভেঙে যায়?

ক. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রীর
গ. প্রধান বিচারপতির
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রীর
উত্তর:খ. প্রধানমন্ত্রীর

৫)সরকারের স্তম্ভ বলা হয় কাকে? 

ক. প্রধানমন্ত্রীকে
খ. রাষ্ট্রপতিকে
গ. স্পিকারকে
ঘ. অর্থমন্ত্রীকে
উত্তর:ক. প্রধানমন্ত্রীকে

৬)জাতীয় সংসদের নেতা কে?

ক. স্পিকার
খ. সংসদ সদস্য
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী
উত্তর:ঘ. প্রধানমন্ত্রী

৭)সংবিধান অনুযায়ী কার নামে দেশের শাসন পরিচালিত হয়?

ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. আইনসভা
উত্তর:খ. রাষ্ট্রপতি

৮)প্রধানমন্ত্রী শাসনসংক্রান্ত দায়িত্ব পালনে কাদের সহযোগিতা নেন?

ক. মন্ত্রিপরিষদ
খ. উপদেষ্টা পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ. উপজেলা পরিষদ
উত্তর:ক. মন্ত্রিপরিষদ

৯)কে মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করেন?

ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর:খ. প্রধানমন্ত্রী

১০)মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন কে?

ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর:খ. প্রধানমন্ত্রী

১১)বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করেন কে?

ক. প্রধানমন্ত্রী
খ. যুগ্মসচিব
গ. সংসদ উপনেতা  
ঘ. অ্যাটর্নি জেনারেল
উত্তর: ক. প্রধানমন্ত্রী

১২) মন্ত্রীগণ কার পরামর্শ ও অনুমোদন নিয়ে কাজ করেন?

ক. রাষ্ট্রপতির
খ. স্পিকারের
গ. প্রধানমন্ত্রীর
ঘ. প্রধান বিচারপতির
উত্তর:গ. প্রধানমন্ত্রীর

১৩) বাংলাদেশে বার্ষিক বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে?

ক. অর্থমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. বাণিজ্যমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তর:ক. অর্থমন্ত্রী

১৪) আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে কার সম্মতি লাগে?

ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. বিচারপতি
ঘ. সেনাপ্রধান
উত্তর:খ. প্রধানমন্ত্রী 

১৫) আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন কে?

ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. বাণিজ্যমন্ত্রী
ঘ স্পিকার
উত্তর:ক. প্রধানমন্ত্রী

১৬) দেশের জরুরি অবস্থায় মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছাড়া যেকোনো নির্দেশ দিতে পারেন কে?

ক. সচিব
খ. অর্থমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী
উত্তর:ঘ. প্রধানমন্ত্রী

১৭) জাতীয় স্বার্থে স্বচ্ছতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন কে? 

ক. প্রধানমন্ত্রী
খ. মন্ত্রিপরিষদ
গ. রাষ্ট্রপতি
ঘ. শিক্ষামন্ত্রী
উত্তর:ক. প্রধানমন্ত্রী

১৮) জাতীয় স্বার্থের রক্ষক কে?

ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর:খ. প্রধানমন্ত্রী

১৯) রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি এবং সরকারের মূল স্তম্ভ কে

ক. সচিবালয়
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
ঘ. জাতীয় সংসদ
উত্তর:খ. প্রধানমন্ত্রী

২০)প্রধানমন্ত্রী জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন কী?

ক. প্রশাসনের মাধ্যমে
খ. অধিকার নিশ্চিত করার মাধ্যমে
গ. বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে
ঘ. যথাযথ পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে
উত্তর:গ. বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে

সৃজনশীল প্রশ্ন


১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর  দাওঃ
মি. ‘অ' শাসনবিভাগের সর্বোচ্চ ব্যক্তি এবং আলঙ্কারিক প্রধান। সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয় এবং তিনি দেশের গুরুত্বপূর্ণ 
কর্মকা-ে নানা পরামর্শ প্রদান করে থাকেন।
ক. জাতীয় স্বার্থের রক্ষক কে? 
খ. দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব- ব্যাখ্যা কর। 
গ. উদ্দীপকের উল্লিখিত অ ব্যক্তি কীভাবে নির্বাচিত হন? বর্ণনা কর।
ঘ. ‘দেশের গুরুত্বপূর্ণ কর্মকা-ে পরামর্শ প্রদান করাই তার একমাত্র কাজ’তুমি কি এ বক্তব্যের সাথে একমত? আলোচনা কর।
২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর  দাওঃ
শিল্পীদের পরিবার একটি যৌথ পরিবার। এ পরিবারের প্রধান হলেন শিল্পীর দাদা মোজাম্মেল হক। তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা করেন। কিন্তু তাদের পরিবারের সকল কার্যাবলি পরিচালনা করেন তার বাবা আমজাদ হোসেন। তার আদেশেই পরিবারের সদস্যরা তাদের কার্যাবলি  সম্পাদন করে থাকেন। 
ক. বাংলাদেশের সরকার প্রধান কে?
খ. বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? ব্যাখ্যা কর।
গ. শিল্পীর দাদা বাংলাদেশের সরকারব্যবস্থায় কার প্রতিনিধিত্ব করছে? তার স্বরূপ তুলে ধর।
ঘ. শিল্পীদের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।
৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর  দাওঃ

 

ক. স্থানীয় সরকারের নিচের স্তরের সবচেয়ে কার্যকর ইউনিট কোনটি? 
খ. উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যাবলি ব্যাখ্যা কর।
গ. ছকের তথ্যাবলির পরিপ্রেক্ষিতে ‘?’ চি‎িহ্নত স্থানে কোনটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ.ছকের আলোকে উক্ত প্রশাসকের কার্যাবলি বিশ্লেষণ কর।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url