জীবন বিনিময় সাজেশন

 জীবন বিনিময়

গোলাম মোস্তফা


আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


MCQ টপ টিপস

  • ‘জীবন বিনিময়' কবিতায় 'জীবন-প্রদীপ' ব্যবহৃত হয়েছে - হুমায়ুনের জীবন অর্থে। 
  • বাবরের প্রার্থনায় তিনি অনুভব করেছিলেন - আশার জয়োল্লাস।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১. ‘জীবন বিনিময়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

উত্তর: বুলবুলিস্তান।

প্রশ্ন-২. কাব্যচর্চার ক্ষেত্রে গোলাম মোস্তফা কোথা থেকে প্রেরণা পেয়েছিলেন? 

উত্তর: ইসলামি ঐতিহ্য থেকে।

প্রশ্ন-৩. ‘বিশ্বনবী' ও ‘মরুদুলাল' কী ধরনের রচনা?

উত্তর: জীবনী।

প্রশ্ন-৪. ‘রক্তরাগ' কোন ধরণের সাহিত্যকর্ম?

উত্তর: কাব্যগ্রন্থ।

প্রশ্ন-৫. কোন সম্রাটের পুত্র হুমায়ুন? 

উত্তর: সম্রাট বাবরের।

প্রশ্ন-৬. হুমায়ুন কোন রোগে আক্রান্ত হয়েছিল?

উত্তর: কবিতায় নির্দিষ্ট রোগের নাম উল্লেখ নেই, তবে এটি ছিল গুরুতর। 

প্রশ্ন-৭. বাবরের জন্য সবচেয়ে মূল্যবান বস্তু কী ছিল?

উত্তর: তার নিজের জীবন।

অনুধাবনমূলক প্রশ্ন 

  • ১। ‘জীবন বিনিময়’ কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? 
  • ২। ‘জীবন বিনিময়' কবিতায় মরণের পরাজয় ঘটেছে কীভাবে? ব্যাখ্যা কর

বহুনির্বাচনি

১. গোলাম মোস্তফার জন্মস্থান কোথায়?

ক. শিলাইদহ
খ. যশোর
গ. সিরাজগঞ্জ
ঘ. মেঘনা, কুমিল্লা
উত্তর: খ. যশোর

২.‘জীবন বিনিময়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?

ক. রক্তরাগ
খ. বুলবুলিস্তান
গ. খোশরোজ
ঘ. মরুদুলাল
উত্তর: খ. বুলবুলিস্তান

৩.গোলাম মোস্তফা কর্মজীবনে কী ছিলেন? 

ক. অধ্যাপক
খ. সাংবাদিক 
গ. শিক্ষক 
ঘ. বিচারক
উত্তর: গ. শিক্ষক

8.‘জীবন বিনিময়" কবিতায় ‘জীবন-প্রদীপ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পিতার জীবন
খ. মোমবাতি
গ. হুমায়ুনের জীবন
ঘ. দরবেশের আলো
উত্তর: গ. হুমায়ুনের জীবন

৫.নিচের কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ নয়?

ক. রক্তরাগ
খ. খোশরোজ
গ. ভাঙ্গাবুক
ঘ. বুলবুলিস্তান
উত্তর: গ. ভাঙ্গাবুক

৬. 'বিশ্বনবী' গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা?

ক. কাব্য 
খ. অনুবাদ 
গ. জীবনী
ঘ. উপন্যাস
উত্তর:গ. জীবনী

৭. নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ? 

ক. গীতাঞ্জলি
খ. কালামে ইকবাল
গ. পদ্মানদীর মাঝি
ঘ. মুক্তধারা
উত্তর: খ. কালামে ইকবাল

৮.‘জীবন বিনিময়' কবিতার রচয়িতা কে? 

ক. কাজী নজরুল ইসলাম
খ. আলাওল
গ. গোলাম মোস্তফা
ঘ. আবুল হোসেন
উত্তর : ক. কাজী নজরুল ইসলাম

৯.‘জীবন বিনিময়' কবিতাটির মূল প্রতিপাদ্য কী?|

ক. রাষ্ট্রীয় ক্ষমতা ·
খ. চিকিৎসাবিদ্যার অগ্রগতি
গ. পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয়
ঘ. দরবেশদের অলৌকিক ক্ষমতা
উত্তর: গ. পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয়

১০. বাবরের প্রার্থনায় তিনি কি অনুভব করেছিলেন?

ক. অনুতাপ
খ. নিরাশা
গ. আনন্দ
ঘ. আশার জয়োল্লাস
উত্তর: ঘ.আশার জয়োল্লাস

সম্ভাব্য সৃজনশীল রচনামূলক প্রশ্নের ধরন

প্রশ্ন ১ বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে উৎপল ও তার বাবা। একপর্যায়ে ছিনতাইকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজে ছিনতাইকারীর ছুরিতে রক্তাক্ত হন। হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান যে, এই মুহূর্তে রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কামুক্ত করেন
গ. উদ্দীপকের পিতার মাঝে ‘জীবন বিনিময়’ কবিতার বাদশা বাবরের যে পরিচয় মেলে তা ব্যাখ্যা কর।
ঘ. “ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার ঘটনাপ্রবাহের সমার্থক নয়” মন্তব্যটি বিশ্লেষণ কর। 

সৃজনশীল রচনামূলক ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য যা জানতে হবে

‘জীবন বিনিময়' কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ-বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে, সম্রাট যদি তাঁর সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তাঁর পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন, নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তাঁর প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল ।
অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url