বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়

 বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়


আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


প্রতিবছরই বোর্ড পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আসে। তবে আসবেই, এমনটা বলা যাবে না। আসার সম্ভাবনা খুব বেশি। আর বেশির ভাগ প্রশ্নের ক্ষেত্রে যেটা দেখা যায়, হুবহু বিগত বছরের প্রশ্ন থেকে না এলেও একই রকমের প্রশ্ন আসে। প্রশ্নের ধরন মোটামুটি একই থাকে। তাই বোর্ড পরীক্ষার প্রস্তুতির একটা বড় অংশজুড়ে থাকা উচিত বিগত বছরগুলোর প্রশ্নের সমাধান করার চেষ্টা করা। প্রতিটি বিষয় নিয়মিত রিভিশন দেওয়া জরুরি। ধরো, বাংলা প্রথম পত্র দুদিন ধরে রিভিশন দিলে, এরপর এক মাস আর ধরাও হলো না— এমনটা যাতে না হয়। 'বোর্ড পরীক্ষা সামনে থাকলে দেখা যায়, তখন পড়াশোনার বাইরের প্রতিটি জিনিসই খুব আকর্ষণীয় মনে হয়। কারও খেলার দিকে খুব মন টানে, আবার কারও মোবাইল গেমসের দিকে, আবার কারও মুভি দেখার দিকে মন টানে। এটা সাময়িক, 
পরীক্ষা শেষ হয়ে গেলে এমন আকর্ষণ আর থাকে না। ফলে দেখা যায়, এই সাময়িক মনকে বিক্ষিপ্ত করার সুযোগ দিলে তা বোর্ড পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় নিয়ে আসে। তাই যদি বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তাহলে মনকে কোনো ধরনের
 বিক্ষিপ্ত হওয়ার সুযোগ দিলে হবে না। পড়াশোনা, খাওয়া, ঘুম, শরীরচর্চা—
 এই চারের বাইরে আর কোনো দিকে মন দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url