জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা সাজেশন
১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
১।কোনটি ব্যতীত কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না?
(ক) সামাজিক অধিকার
(খ) রাজনৈতিক অধিকার
(গ) নৈতিক অধিকার
(ঘ) মানবাধিকার
উত্তর:ঘ
২।প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধার অধিকারকে কী বলে?
(ক) সামাজিক অধিকার
(খ) নৈতিক অধিকার
(গ) মানবাধিকার
(ঘ) মৌলিক অধিকার
উত্তর:গ
৩। আমাদের পৃথিবীতে কয়টি বড় যুদ্ধ হয়েছে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর:খ
৪।‘লীগ অব নেশনস’ কীরূপ প্রতিষ্ঠান ছিল?
(ক) আঞ্চলিক প্রতিষ্ঠান
(খ) আন্তর্জাতিক প্রতিষ্ঠান
(গ) জাতীয় প্রতিষ্ঠান
(ঘ) রাজনৈতিক প্রতিষ্ঠান
উত্তর: খ
৫।পৃথিবীজুড়ে দুইটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে কোন শতাব্দীতে?
(ক) অষ্টাদশ
(খ) ঊনবিংশ
(গ) বিংশ
(ঘ) একবিংশ
উত্তর:৫-গ
৬।কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
(ক) ১৯১৯ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৯৩৭ সালে
(ঘ) ১৯৩৯ সালে
উত্তর:৬-ঘ
৭।দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোন সংস্থা গঠনের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়?
(ক) জাতিসংঘ
(খ) লীগ অব নেশনস
(গ) কমনওয়েলথ
(ঘ) ওআইসি
উত্তর:৭-ক
৮।প্রতিবছর কত তারিখ জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়?
(ক) ২৪ আগস্ট
(খ) ২৪ সেপ্টেম্বর
(গ) ২৪ অক্টোবর
(ঘ) ২৪ ডিসেম্বর
উত্তর:৮-গ
৯।কয়টি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর:৯-ক
১০।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
(ক) ৫টি
(খ) ১০টি
(গ) ১৫টি
(ঘ) ২০টি
উত্তর:১০-ক
১১। কতটি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত?
(ক) ৫টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১৫টি
উত্তর:১১-ঘ
১২। কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে কতটি সদস্য রাষ্ট্রের?
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) আটটি
(ঘ) দশটি
উত্তর:১২-খ
১৩। আন্তর্জাতিক আদালতের কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) হেগ শহরে
(খ) নিউইয়র্কে
(গ) ওয়াশিংটনে
(ঘ) কোপেন হেগেন
উত্তর:১৩-ক
১৪। বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
(ক) ১৬৫টি
(খ) ১৭৫টি
(গ) ১৮৫টি
(ঘ) ১৯৩টি
উত্তর:১৪-ঘ
১৫। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭৪
(খ) ১৯৮০
(গ) ১৯৮৪
(ঘ) ১৯৮৬
উত্তর:১৫-ক
১৬। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট হলো-
i. ‘লীগ অব নেশনস’ এর ব্যর্থতা
ii.দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা
iii.মানবাধিকার রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর:১৬-ক
নিচের উদ্দীপকটি পড়ে ১৭-১৯ নং প্রশ্নের উত্তর দাও।
নুসরাতের ছোট চাচা আর্মি অফিসার হওয়ায় সে জাতিসংঘের শান্তিমিশনে আফ্রিকার ঘানায় এক বছর কর্মরত ছিলেন। তিনি দায়িত্বকাল শেষে দেশে ফিরে আসায় নুসরাত তার চাচার নিকট জাতিসংঘের বিভিন্ন ছোটখাটো বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি খুব সুন্দরভাবে নুসরাতকে বিষয়গুলো বুঝিয়ে দিলেন
১৭। নুসরাতের চাচার বর্ণনার আলোকে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কী?
(ক) বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা
(খ) যুদ্ধ প্রতিরোধ করা
(গ) শুধুমাত্র আমেরিকায় শান্তি স্থাপন
(ঘ) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
উত্তর:১৭-ক
১৮। নুসরাতের চাচা জাতিসংঘের কোন পরিষদের অধীনে সফলভাবে দায়িত্ব পালন করেন?
(ক) নিরাপত্তা পরিষদ
(খ) অছি পরিষদ
(গ) সাধারণ পরিষদ
(ঘ) শান্তি পরিষদ
উত্তর:১৮-ক
১৯। নুসরাতের চাচার মতে, জাতিসংঘ যেসব ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে-
i. আন্তর্জাতিক উন্নতিতে
ii.প্রগতির ক্ষেত্রে
iii.সংহতি প্রতিষ্ঠায়
নিচের কোনটি সঠিক?
(ক)i ও ii
(খ) i ও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
উত্তর:১৯-ঘ
২০। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্যদেশ?
(ক) ১০০ তম
(খ) ১১০ তম
(গ) ১১৬ তম
(ঘ) ১৩৬ তম
উত্তর:২০-ঘ
২১। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্যে কোন সংস্থা কাজ করেছে?
(ক) কমনওয়েলথ
(খ) আসিয়ান
(গ) জাতিসংঘ
(ঘ) ওআইসি
উত্তর:২১-গ
২২। জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাপদেশে সফর করে গেছেন?
(ক) ৩ জন
(খ) ৪ জন
(গ) ৫ জন
(ঘ) ৬ জন
উত্তর:২২-খ
২৩।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে সংক্ষেপে কী বলা হয়?
(ক) ইউএনডিপি
(খ) ইউনিসেফ
(গ) এফএও
(ঘ) ইউনিফেম
উত্তর:২৩-ক
২৪। দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে কোন সংস্থা?
(ক) ইউনিফেম
(খ) ইউএনডিপি
(গ) ইউনিসেফ
(ঘ) এএফও
উত্তর: ২৪-গ
২৫।বাংলাদেশের পোলিও নিবারণের জন্যে শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে কোন সংস্থা?
(ক) ডব্লিউএইচও
(খ) ইউএনএইচসিআর
(গ) ইউনিফেম
(ঘ) ইউনিসেফ
উত্তর: ২৫-ক
২৬।নারীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার জাতিসংঘে স্বীকৃত হয় কত সালে?
(ক) ১৯৫১
(খ) ১৯৫২
(গ) ১৯৫৭
(ঘ) ১৯৬০
উত্তর:২৬-খ
২৭। প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৬২
(খ) ১৯৭৫
(গ) ১৯৮০
(ঘ) ১৯৮৫
উত্তর:২৭-খ
২৮।কোপেন হেগেনে কততম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তর:২৮-খ
২৯।চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) মেক্সিকোতে
(খ) নাইজেরিয়াতে
(গ) বেইজিংয়ে
(ঘ) কোপেন হেগেনে
উত্তর: ২৯-গ
৩০।বেইজিং প্লাস টেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) বেইজিংয়ে
(খ) রিওডি জেনেরোতে
(গ) নিউইয়র্কে
(ঘ) মেক্সিকোতে
উত্তর:৩০-গ
৩১। কত সালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়?
(ক) ১৯৭৯
(খ) ১৯৮৯
(গ) ১৯৯৯
(ঘ) ২০০১
উত্তর:গ
৩২।নারীর প্রতি বৈষম্য এবং তাদের অধিকার সংরক্ষণের জন্যে জাতিসংঘ প্রণয়ন করেছে-
i. আইন
ii.সনদ
iii.কর্ম পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর:ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩-৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
আবিদ টেলিভিশনে আন্তর্জাতিক সহযোগিতা নামক একটি টকশো দেখছিল। অনুষ্ঠানের আলোচক বলেন জাতিসংঘের অনেক সংস্থা বিশ্ব উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে একটির সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। সংস্থাটির ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। এ সংস্থার সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা বিদ্যমান।
৩৩।উদ্দীপকে যে সংস্থার কথা বলা হয়েছে সেটির নাম কী?
(ক) ইউনেস্কো
(খ) ইউএনডিপি
(গ) ইউএনএফপিএ
(ঘ) ইউনিসেফ
উত্তর:ক
৩৪।এ সংস্থার লক্ষ্য হলো-
i. কৃষি উন্নয়ন
ii.শিক্ষা ও বিজ্ঞান
iii.সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর:গ
৩৫।বাংলাদেশে এ সংস্থার কার্যক্রম হলো-
i. নিরক্ষরতা দূরীকরণ
ii.প্রতিরোধমূলক ঔষধ সরবরাহ
iii.বিজ্ঞান শিক্ষার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর:গ
৩৬।বর্তমানে কতটি দেশে বাংলাদেশি সৈন্যরা জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে?
(ক) ১১টি
(খ) ১২টি
(গ) ১৪টি
(ঘ) ১৫টি
উত্তর:-ক
৩৭।কোন দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের সাফল্য সারাবিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করেছে?
(ক) আমেরিকার
(খ) এশিয়ার
(গ) আফ্রিকার
(ঘ) মধ্যপ্রাচ্যের
উত্তর:গ
৩৮।কোন দেশে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?
(ক) আইভরিকোস্ট
(খ) মস্কোতে
(গ) কঙ্গোতে
(ঘ) সিয়েরালিওনে
উত্তর:খ
৩৯।এখন পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্যে শহীদ হয়েছেন?
(ক) ৮৭ জন
(খ) ৮৮ জন
(গ) ৯৮ জন
(ঘ) ১৮৮ জন
উত্তর:
৪০। উন্নত দেশগুলো যেখানে টাকা দিয়ে জাতিসংঘে অবদান রাখছে সেখানে বাংলাদেশ কীভাবে অবদান রাখছে?
(ক) প্রাকৃতিক সম্পদ দিয়ে
(খ) বিশাল জনগোষ্ঠী দিয়ে
(গ) প্রযুক্তি দিয়ে
(ঘ) শান্তিরক্ষা বাহিনী দিয়ে
উত্তর: -ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url