বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ

১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




অধ্যায়১৩: বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ

 ১।বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

(ক) বাংলাদেশ সরকারের

(খ) অর্থ মন্ত্রণালয়ের

(গ) শিক্ষা মন্ত্রণালয়ের

(ঘ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের

উত্তর -ক  

২।‘সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলির আলোচনা করে।” বক্তব্যটি কার?

(ক) এল রবিন্স

(খ) অ্যাডাম স্মিথ

(গ) ডালটন

(ঘ) রাস্টকস

উত্তর -গ

৩।বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয় ভাগে বিভক্ত?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তর  -ক

৪।দেশের আমাদনি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর ধার্যকৃত করকে কী বলে?

(ক) বাণিজ্য শুল্ক

(খ)আবগারি শুল্ক

(গ) মূল্য সংযোজন কর

(ঘ) আয়কর

উত্তর- ক 

৫।বাংলাদেশ সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস কী?

(ক) বাণিজ্য শুল্ক

(খ) আয়কর

(গ) ভূমি রাজস্ব

(ঘ) মূল্য সংযোজন কর

উত্তর- খ  

৬।ভ্যাট (VAT)-এর পূর্ণরূপ কী?

(ক) Valueable Tax

(খ) Value and Tax

(গ) Value add Tax

(ঘ)Value Added Tax

উত্তর-   ঘ

৭।আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে কী বলে?

(ক) সম্পূরক শুল্ক

(খ) আয়কর

(গ) ভ্যাট

(ঘ) অস্বাভাবিক শুল্ক

উত্তর-ক    

৮।সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা কিছুটা মওকুফ করেছেন?

(ক) ১৫ বিঘা

(খ) ২০ বিঘা

(গ) ২৫ বিঘা

(ঘ) ৩০ বিঘা

উত্তর-গ

৯।সরকার কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ ও মুনাফা পায়?

(ক) বিমা কোম্পানি

(খ) সাধারণ প্রশাসন

(গ) রেলওয়ে

(ঘ) ডাক বিভাগ

উত্তর-

১০। জনসাধারণকে সরকারের অর্থনৈতিক সেবা প্রদানের উল্লেখযোগ্য মাধ্যম হলো-

i. পর্যটন

ii.ব্যাংকিং

iii.ভ্রমণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর- ঘ

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।

আধুনিক যুগে রাষ্ট্রকে নানাবিধ দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্রের প্রধান কাজ হল জনগণের জান মালের নিরাপত্তা বিধান করা। এসব কাজ সঠিকভাবে করার জন্যে সরকারকে জনগণের ওপর কর ধার্য করতে হয়।

১১। দেশীয় বাজারে পণ্য বিক্রয়ের ওপর নিচের কোনটি ধার্য করা হয়?

(ক) আয়কর

(খ) মূল্য সংযোজন কর

(গ) বিক্রয় কর

(ঘ) কর্পোরেশন কর

উত্তর-গ

১২। সরকার কেরোসিনের ওপর কি কর ধার্য করে?

(ক) বাণিজ্য কর

(খ) আবগারি কর

(গ) বিক্রয় কর

(ঘ) আয় কর

উত্তর-

১৩। সরকার দেশের বার্ষিক বাজেটে কয় ধরনের ব্যয়ের জন্যে অর্থ বরাদ্দ করে?

(ক) ২ ধরনের

(খ) ৩ ধরনের

(গ) ৪ ধরনের

(ঘ) ৫ ধরনের

উত্তর-

১৪।সরকার দেশ রক্ষার জন্য কিছু বিদেশি অস্ত্র ক্রয় করেছে। সরকারের এই ব্যয় কোন খাতের অন্তর্ভুক্ত?

(ক) প্রতিরক্ষা

(খ) বেসামরিক প্রশাসন

(গ) আনসার

(ঘ) বিচার ও কারা বিভাগ

উত্তর-

১৫। বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত কোনটি?

(ক) প্রতিরক্ষা

(খ) শিক্ষা

(গ) স্বাস্থ্য

(ঘ) কৃষি

উত্তর-

১৬। প্রতিবছর সরকারকে ঋণের বিপরীতে কী পরিশোধ করতে হয়?

(ক) আসল

(খ) সুদ

(গ) সম্পদ

(ঘ) আসল ও সুদ

উত্তর-ঘ

১৭। বাংলাদেশ কী ধরনের দেশ?

(ক) উন্নত

(খ) অনুন্নত

(গ) উন্নয়নশীল

(ঘ) নিম্নআয়ের

উত্তর-

১৮। সরকার দেশের বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দ করে থাকেন-

i. রাজস্ব ব্যয়ের জন্যে

ii.রাজস্ব-বহির্ভূত ব্যয়ের জন্যে

iii.উন্নয়নমূলক ব্যয়ের জন্যে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর-

১৯। জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার ও ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠানকে কী বলে?

(ক) ব্যাংক

(খ) বিমা

(গ) আর্থিক প্রতিষ্ঠান

(ঘ) ডাকঘর

উত্তর-

২০। ব্যাংকে জমাকৃত টাকা থেকে আয় হিসেবে জমাকারী কী পায়?

(ক) সুদ

(খ) মুনাফা

(গ) সঞ্চয়

(ঘ) দাক্ষিণ্য

উত্তর-

২১। ঋণ গ্রহীতার প্রদেয় সুদ এবং সঞ্চয়কারীর প্রাপ্ত সুদের পার্থক্যকে কী বলে?

(ক) সুদ

(খ)মুনাফা

(গ) ঋণ

(ঘ) আমানত

উত্তর-

২২। উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে ব্যাংকসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তর-

২৩।দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংককে কে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে?

(ক) গভর্নর

(খ) অর্থমন্ত্রী

(গ) কেন্দ্রীয় ব্যাংক

(ঘ) বিশেষ ব্যাংক

উত্তর-

২৪। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে কে নিয়ন্ত্রণ করে?

(ক) অর্থমন্ত্রী

(খ) গভর্নর

(গ) কেন্দ্রীয় ব্যাংক

(ঘ) সরকার

উত্তর-

২৫।বিশেষ লক্ষ্য অর্জনে বাংলাদেশে যে ব্যাংকসমূহ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে কী বলা হয়?

(ক) বিশেষ ব্যাংক

(খ) বাণিজ্যিক ব্যাংক

(গ) বিশেষ প্রতিষ্ঠান

(ঘ) বিশেষ আর্থিক প্রতিষ্ঠান

উত্তর-ঘ

২৬।সমবায় ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান?

(ক) বিশেষ আর্থিক প্রতিষ্ঠান

(খ) বাণিজ্যিক ব্যাংক

(গ) অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান

(ঘ) গৃহঋণদানকারী ব্যাংক

উত্তর-

২৭। ব্যাংকের আমানত কত প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তর-খ

২৮।কোন আমানতের জন্যে ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না?

(ক) চলতি আমানত

(খ) সঞ্চয়ী আমানত

(গ) স্থায়ী আমানত

(ঘ) বিশেষ আমানত

উত্তর-

২৯।বাণিজ্যিক ব্যাংক কোন কাজে প্রচুর মুনাফা অর্জন করে?

(ক) চেক ভাঙিয়ে

(খ) ঋণ নিয়ে

(গ) হুন্ডি ভাঙিয়ে

(ঘ) সুদের মাধ্যমে

উত্তর-গ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

মোজাম্মেল সাহেব আমেরিকা থেকে টাক পাঠালে তার স্ত্রী ঐ টাকার উদ্ধৃত্ত অংশ নিরাপদ একটি আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন। উক্ত প্রতিষ্ঠান মোজাম্মেল সাহেবের স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণ সুদও প্রদান করে থাকে।

৩০। মোজাম্মেল সাহেবের স্ত্রী কোন প্রতিষ্ঠানে অর্থ বা টাকা জমা রেখেছে?

(ক) ইন্সুরেন্সে

(খ) বিমা কোম্পানিতে

(গ) সমবায় অফিসে

(ঘ) বাণিজ্যিক ব্যাংকে

উত্তর-

৩১। উক্ত প্রতিষ্ঠানে টাকা জমা রাখলে-

i. নিরাপদে থাকে

ii.দেশের উন্নয়নে কাজে লাগে

iii.দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii

(খ) i ও iii

(গ)ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর-

৩২।কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা কী নামে পরিচিত?

(ক) জনসাধারণের মুদ্রা

(খ) চিহ্নিত মুদ্রা

(গ) বাহক মুদ্রা

(ঘ) বিনিময় মুদ্রা

উত্তর-

৩৩।মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখার দায়িত্ব কার ওপর ন্যস্ত?

(ক) সরকারের

(খ) কেন্দ্রীয় ব্যাংকের

(গ) বাণিজ্যিক ব্যাংকের

(ঘ) ব্যবসায়ীদের

উত্তর-খ

৩৪।বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সংকটের হাত থেকে কে রক্ষা করে?

(ক) সরকার

(খ) রাষ্ট্র

(গ) বাংলাদেশ ব্যাংক

(ঘ) জনসাধারণ

উত্তর--গ

৩৫।কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে কীসের মাধ্যমে?

(ক) ড্রাফট

(খ) হুন্ডি

(গ) চেক

(ঘ) বন্ড

উত্তর-গ

৩৬। অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে কে?

(ক) সরকার

(খ) অর্থ মন্ত্রণালয়

(গ) কেন্দ্রীয় ব্যাংক

(ঘ) বাণিজ্যিক ব্যাংক

উত্তর-গ

৩৭।স্বউদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকাকে কী বলে?

(ক) বেকার

(খ) সাকার

(গ) স্বকর্মসংস্থান

(ঘ) উদ্যোক্তা

উত্তর-

৩৮। বাংলাদেশে প্রতিবছর কত সংখ্যক মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে?

(ক) ১০-২০ লাখ

(খ) ১৫-২৫ লাখ

(গ) ২০-২৫ লাখ

(ঘ) ২৫-৩০ লাখ

উত্তর-

৩৯।বাংলাদেশ কৃষি ব্যাংখ কাকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে?

(ক) বেকারদের

(খ) যুবকদের

(গ) কৃষকদের

(ঘ) গ্রাম্য নারীদের

উত্তর-গ

৪০।ব্যতিক্রমী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে কোন ব্যাংক?

(ক) সোনালী ব্যাংক

(খ) গ্রামীণ ব্যাংক

(গ) মার্কেন্টাইল ব্যাংক

(ঘ) কর্মসংস্থান ব্যাংক

উত্তর-খ

১ নং সৃজনশীল প্রশ্নঃ

রহিমের বাবা সরকারি চাকরি করেন। বাবা মা ও রহিমকে নিয়ে তাদের পরিবারে তিনজন সদস্য। আর রহিমের চাচা আলমগীর, দাদা-দাদি ও তার বাবা-মাকে নিয়ে একত্রে তার পরিবারে বাস করে। 

ক. আকারের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
খ. পরিবারকে আয়ের একক বলা হয় কেন?
গ. রহিম কোন ধরনের পরিবারের সদস্য তা ব্যাখ্যা কর। 
ঘ. রহিম ও আলমগীরের পরিবারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করে কার পরিবার তোমার পছন্দ মতামত দাও। 

১নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

ক. আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার। 

খ. পরিবারকে আয়ের একক বলা হয় কারণ পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে। 

গ. উদ্দীপকে উল্লিখিত রহিম একক বা অণু পরিবারের সদস্য। 

আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। এগুলোর মধ্যে একটি হচ্ছে একক বা অণু পরিবার। স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। এ ধরনের পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ সন্তান-সন্ততি। 

রহিমের বাবা সরকারি চাকরিজীবী। বাবা মা ও রহিম এই তিনজন মিলে রহিমের পরিবার। তাই রহিম একক বা অণু পরিবারের সদস্য। কারণ তাদের পরিবার একক পরিবারের মতো দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো রহিমের বাবা এবং রহিম। 

ঘ. উদ্দীপকের রহিম ও আলমগীরের পরিবারের মধ্যে পার্থক্য রয়েছে এবং আলমগীরের পরিবারকে আমি বেশি পছন্দ করি। 

স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত যৌথ পরিবারে পিতামাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক পরিবারে বাস করে। 

বাবা-মা ও রহিম এই তিনজন মিেিল রহিমদের পরিবার, যা একক বা অণু পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, রহিমের চাচা আলমগীর দাদা-দাদি ও তার বাবা-মাকে নিয়ে একই পরিবারে একত্রে বাস করে, যা যৌথ পরিবারের অনূরূপ। 

যৌথ পরিবারে পারস্পরিক বন্ধন দৃঢ় থাকে। একে অন্যের বিপদ আপদে খুব দ্রুত এগিয়ে আসে, যা একক পরিবারে লক্ষ করা যায় না। এছাড়া যৌথ পরিবারে পরিবারের বয়স্ক সদস্যরা নিরাপদে থাকে। যৌথ পরিবারের উল্লিখিত সুবিধাসমূহের কারণে একক পরিবারের চেয়ে যৌথ পরিবার অর্থাৎ রহিমের পরিবারের চেয়ে আলমগীরের পরিবার আমার পছন্দ। 

২ নং সৃজনশীল প্রশ্নঃ

সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সামাজিক মূল্যবোধ, আদর্শ ও অভ্যাসগুলো তৈরিতে গুরুদায়িত্ব পালন করে থাকে। ফলে এই প্রক্রিয়ার দ্বারা একজন মানুষ পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়। 

ক. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কোনটি?
খ. সমাজের একজন ব্যক্তি হিসেবে সামাজিকীকরণ কেন দরকার?
গ. শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখতে পারে?
ঘ. সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা বিশ্লেষণ কর। 

২ নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

ক. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হলেরা পরিবার। 

খ. নতুন নিয়মকানুন রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ। সমাজে বসবাসরত প্রতিটি ব্যক্তিকে প্রতিনিয়ত নতুন পরিবেশ ও নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়। সামাজিকীকরণ ব্যক্তিকে যে কোনো অবস্থায় চলার উপযুক্ত করে তোলে। তাই সমাজের ব্যক্তি হিসেবে সামাজিকীকরণ দরকার। 

গ. শিশুর সামাজিকীকরণে পরিবারের পর প্রধান ভূমিকা পালন করে শিক্ষা প্রতিষ্ঠান। এটা শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম। 

শিক্ষা প্রতিষ্ঠান হতে শিশু জ্ঞাণার্জনের পাশাপাশি শৃঙ্খলাবোধ নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি সামাজিক আদর্শগুলো অর্জন করে। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষক, সহপাঠি কর্মচারী, বিদ্যালয়ের পরিবেশ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ইত্যাদির সংস্পর্শ পায় শিশুরা। এগুলো শিশুর মধ্যে নেতৃত্ব, অন্যের মতের প্রতি শ্রদ্ধবোধ, ঐক্য, দেশপ্রেমবোধ, সহমর্মিতা, সহিষ্ণুতা, সম্প্রীতিবোধ প্রভৃতি জাগ্রত করে। বৃহত্তর সমাজের অনুমোদিত আদব-কায়দা, আচার-আচরণ, মূল্যবোধ প্রভৃতি শিশু বিদ্যালয় হতে শেখে। বিদ্যালয়ের সহপাঠীদের সাথে মেলামেশার দরুন শিশু সততা, ন্যায়পরায়ণতা, ভালো-মন্দের বিচারবোধ, ইত্যাদি গুণাবলি অর্জন করে। 

সুতরাং শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম বলা যায়। 

ঘ. পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। 

শিশুর জন্মের আগে থেকে পরিবারে সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে। পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই শিশুর আচরণকে প্রভাবিত করে। এখান থেকেই শিমুর মধ্যে সামাজিক নীতিবোধ ও নাগরিক চেতনার সূচনা হয়। শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণাবলি অর্জন করে। 

পরিবারে মা-বাবার সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজনীয়। মা-বাবার অর্থ উপার্জন ও সংসার পরিচালনার নিয়ম-নীতিগুলো শিশুকে ভবিষ্যৎ জীবনের জন্য যোগ্য করে গড়ে[ তোলে। মা-বাবার আচরণ শিশুকে আত্মপ্রত্যয়ী মনোভাবের করে গড়ে তোলে। পরিবারের অন্যান্যরা যেমন-ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদি ও নিকট আত্মীয়-স্বজন শিশুর জীবনে অনেক আচরণিক বিষয়ে রেখাপাত করে, যা শিশুর আত্মধারণাকে সমৃদ্ধ ও ব্যক্তিত্বকে সুন্দর করে। তাই পরিবারকে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলা হয়। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url