অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি

১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




অধ্যায়১১: অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি 

১।একটি দেশের উন্নতির সম্ভবনা কোনটির ওপর বেশি নির্ভরশীল?

(ক) ব্যক্তিগত সম্পদ
(খ) সমষ্টিগত সম্পদ
(গ) জাতীয় সম্পদ
(ঘ) আন্তর্জাতিক সম্পদ
উত্তর :১-গ

২।অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের কী সম্পর্কে জানা প্রয়োজন?

(ক) সম্পদ
(খ) জাতীয় আয়
(গ) দেশের মোট জনসংখ্যা
(ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান
উত্তর :২-ক

৩।প্রকৃত অর্থে কোনো দ্রব্য বা বস্তুকে সম্পদ হতে হলে কয়টি গুণ থাকতে হবে?

(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর :৩-গ

৪।কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?

(ক) উপযোগিতা
(খ) অপ্রাচুর্য
(গ) বাহ্যিকতা
(ঘ) হস্তান্তরযোগ্যতা
উত্তর :৪-ক

৫।কোন অর্থ ব্যবস্থায় ব্যক্তি তার আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে?

(ক) সমাজতান্ত্রিক
(খ) ধনতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামি
উত্তর :৫-খ

৬।সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে তাকে কী সম্পদ বলে?

(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
উত্তর :৬-খ

৭।যে সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে তাকে কোন ধরনের সম্পদ বলে?

(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
উত্তর :৭-খ

৮।বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি কী ধরনের সম্পদ?

(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
উত্তর :৮-খ

৯।‘নদীর পানি’ সম্পদ নয়- কারণ

i. এর উপযোগ নেই
ii.অপ্রাচুর্য
iii.বাহ্যিকতা নেই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) iও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর :৯-গ

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।

মনির মিয়া একটি পাম্প বসিয়ে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করে। জমির আলী মাঝে মধ্যেই প্লাষ্টিকের বোতলে কিংবা ড্রামে সেই পানি নিয়ে বিভিন্ন দোকানে বিক্রি করেন। এ জন্য মনির মিয়াকে কিছু টাকাও দিতে হয়।

১০। উল্লেখিত অংশে মনির মিয়ার সেচের পানি উত্তোলন সম্পদের কোন উৎসকে নির্দেশ করে?

(ক) প্রাকৃতিক
(খ) সামাজিক
(গ) মানবসৃষ্ট
(ঘ) অর্থনৈতিক
উত্তর :১০-ক

১১। জমির আলীর পানি সংগ্রহ সম্পদের কোন উৎসকে নির্দেশ করে?

(ক) সামাজিক
(খ) প্রাকৃতিক
(গ) অর্থনৈতিক
(ঘ) মানবসৃষ্ট
উত্তর :১১-ঘ

১২। বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকে কী বলে?

(ক) সুুষম বণ্টন
(খ) সংরক্ষণ
(গ) তদারকীকরণ
(ঘ) নিবিড় পর্যবেক্ষণ
উত্তর :১২-খ

১৩। রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপদিত সম্পদ কোন সম্পদের অন্তর্গত?

(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
উত্তর :১৩-খ

১৪।কোন সম্পদ অতিরিক্ত ব্যয় না করার ক্ষেত্রে ব্যক্তি সতর্ক থাকে?

(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
উত্তর :১৪-ক

১৫। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে?

(ক) শ্রম
(খ) ভূমি
(গ) মূলধন
(ঘ) সংগঠন
উত্তর :১৫-গ

১৬। সংগঠন কয়টি উপাদানের সমষ্টি?

(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর :১৬-খ

১৭।সুন্দরভাবে বাঁচতে হলে কোনটির প্রয়োজন?

(ক) খাদ্য
(খ) বন্ত্র
(গ) শিক্ষা
(ঘ) বিনোদন

উত্তর :১৭-ঘ

১৮। দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে কী বলে?

(ক) সংরক্ষণ
(খ) রূপান্তরিত সম্পদ
(গ) উৎপাদন
(ঘ) উপকরণ
উত্তর :১৮-গ

১৯। উৎপাদনের জন্যে কয়টি উপাদান আবশ্যিক?

(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তর :১৯-খ

২০। উৎপাদনের ক্ষেত্রে উদ্যোক্তা কোনটি অর্জন করে থাকেন?

(ক) মুনাফা
(খ) খাজনা
(গ) সুদ
(ঘ) মজুরি
উত্তর :২০-ক

২১। অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে-

i. অর্থনৈতিক কার্যাবলির সমন্বয়ে 
ii.অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে
iii.রাজনৈতিক কার্যাবলির সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও  ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর :২১-ক

নিচের উদ্দীপকটি পড় এবং ২২-২৪ নং প্রশ্নের উত্তর দাও।

স্মরণি শালবন থেকে কিছু কাঠ সংগ্রহ করল। হাতুড়ি, বাটালি, করাত প্রভৃতি সরঞ্জামের সাহায্যে সে চেয়ার-টেবিল তৈরি করবে। এজন্যে সে তিনজন লোক নিযুক্ত করল মজুরির বিনিময়ে।

২২। উদ্দীপকে শালবন উৎপাদনের কোন উপকরণ?

(ক) প্রাকৃতিক
(খ) কৃত্রিম
(গ) ভূমি
(ঘ) মূলধন
উত্তর :২২-গ

২৩।উদ্দীপকে মূলধন কোনটি?

(ক) শালবন
(খ) কাঠ
(গ) হাতুড়ি, বাটালি
(ঘ) শ্রমিক
উত্তর :২৩-গ

২৪। তিনজন লোক নিযুক্ত করা হলো-এরা উৎপাদনের কোন উপকরণ?

(ক) ভূমি
(খ) শ্রম
(গ) মূলধন
(ঘ) সংগঠন
উত্তর :২৪-খ

২৫।উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন কোন অর্থব্যবস্থায়?

(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামি
উত্তর :২৫-ক

২৬।একজন বৈজ্ঞানিকের উদ্ভাবনী ক্ষমতা কোন ধরনের সম্পদ?

(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) ইসলামি
উত্তর :২৬-ক

২৭।ভোগকারী কোন দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে তা কয়টি উপাদানের দ্বারা নির্ধারিত হয়?

(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর :২৭-খ

২৮।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ কার মালিকানাধীন?

(ক) জনসাধারণের
(খ) কতিপয় গোষ্ঠীর
(গ) রাষ্ট্রের
(ঘ) কতিপয় সরকারি এজেন্টের
উত্তর :২৮-গ

২৯।কোন অর্থব্যবস্থায় দ্রব্য উৎপাদনের অবাধ প্রতিযোগিতা সৃষ্টি হয়?

(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামি
উত্তর :২৯-ক

৩০।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহন ও বাস্তবায়ন করে কে? 

(ক) রাষ্ট্র
(খ) উদ্যোক্তা
(গ) সরকার
(ঘ) শ্রমিক
উত্তর :৩০-গ

৩১। কোন অর্থনৈতিক ব্যবস্থায় কেউ বেকার থাকে না?

(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামি
উত্তর : ৩১-খ

৩২।ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় পাশাপাশি বিশ্বে আরও কয়টি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে?

(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর :  ৩২-ক

৩৩।কোন অর্থনীতির কতিপয় বৈশিষ্ট্যের দ্বারা বণ্টন ব্যবস্থা প্রভাবিত হয়?

(ক) ইসলামি
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ধনতান্ত্রিক
উত্তর :৩৩-গ

৩৪।কোন ধর্মে মানুষের জীবনের প্রতিটি ক্রিয়াকলাপের দিকনির্দেশনা দেওয়া আছে?

(ক) ইসলাম
(খ) হিন্দু
(গ) খ্রিষ্টান
(ঘ) বৌদ্ধ
উত্তর : ৩৪-ক

৩৫।মানুষের যতরকম নীতি, নিয়ম-কানুন, আইনী কাঠামো ও নির্দেশনা প্রয়োজন কোন ধর্মে তার সবকিছুরই সন্নিবেশ ঘটেছে?

(ক) ইসলাম
(খ) হিন্দু
(গ) খ্রিষ্টান
(ঘ) বৌদ্ধ
উত্তর : ৩৫-ক

৩৬।কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর করতে পারে?

(ক) সমাজতান্ত্রিক
(খ) ধনতান্ত্রিক
(গ) ইসলামি
(ঘ) মিশ্র
উত্তর : ৩৬-গ

৩৭।প্রাচীন বাংলায় কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল?

(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) সামন্ততান্ত্রিক
(ঘ) মিশ্র
উত্তর : ৩৭-গ

৩৮।ব্রিটিশ শাসনামল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল?

(ক) কৃষি নির্ভর
(খ) আমদানি নির্ভর
(গ) রপ্তানি নির্ভর
(ঘ) ব্যসসা নির্ভর
উত্তর :৩৮-ক

৩৯।পাকিস্তান আমলের শেষের দিকে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে?

(ক) জমিদারি
(খ) সামন্ততান্ত্রিক
(গ) ধনতান্ত্রিক
(ঘ) সমাজতান্ত্রিক
উত্তর :  ৩৯-গ 

৪০। উৎপাদনের প্রকৃতি ও পরিমাণ এবং ক্রেতার ভোগকে কোনটি প্রভাবিত করে?

(ক) উদ্যোক্তা
(খ) সরকার
(গ) দ্রব্যের দাম
(ঘ) ব্যবসায়িক সংগঠন
উত্তর : ৪০-গ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url