একুশের গল্প সাজেশন

 একুশের গল্প 

জহির রায়হান


  বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


MCQ টপ টিপস

  • ‘একুশের গল্প'-এর তপুকে শেষবারের মতো দেখা গিয়েছিল - হাইকোর্টের মোড়ে। 
  • ‘একুশের গল্প”-এর নায়ক তপুর বাম পাটা ছোট ছিল – দুই ইঞ্চি। । 
  • তপুর কঙ্কাল কবে আবিষ্কৃত হয় – চার বছর পর।
  • তপুর কঙ্কাল শনাক্ত করার প্রধান কারণ – মাথার খুলির ফুটো।

জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১.‘একুশের গল্প' এর লেখক কে? 

উত্তর: জহির রায়হান।

প্রশ্ন-২. একুশের গল্প' গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? 

উত্তর: জহির রায়হানের গল্প সমগ্র (১৯৭৯) থেকে। 

প্রশ্ন-৩. গল্পটি কোন আন্দোলনের পটভূমিতে রচিত? 

উত্তর: ভাষা আন্দোলন (১৯৫২)।

প্রশ্ন-৪. ‘উদ্বিগ্ন' শব্দের অর্থ কী?

উত্তর: দুশ্চিন্তাগ্রস্ত, উৎকণ্ঠিত বা ব্যাকুল।

প্রশ্ন-৫. “আমরা ছিলাম তিনজন” – এই তিনজন কারা? 

উত্তর: আমি (বর্ণনাকারী), তপু ও রাহাত।

প্রশ্ন-৬. ‘বার্নার্ডশ” কে ছিলেন? 

উত্তর: একজন আইরিশ নাট্যকার ও সমালোচক। 

প্রশ্ন-৭. ‘Anatomy' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

উত্তর: ইংরেজি ভাষা থেকে।

প্রশ্ন-৮. তপু কত বছর পর ফিরে আসে?

উত্তর: চার বছর পর

প্রশ্ন-৯. ‘স্কাল' শব্দের অর্থ কী?

উত্তর: মাথার খুলি।

প্রশ্ন-১০. তপুর কপালের গর্ত কী বোঝায়? 

 উত্তর: গুলির চিহ্ন।

সম্ভাব্য সৃজনশীল রচনামূলক প্রশ্নের ধরন

মাগফার আহমেদ চৌধুরী আজাদ। করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করা স্বাধীনচেতা, দুরন্ত, টগবগে এক তরুণ। ১৯৭১ সালে যোগ দিলেন ক্রাক প্লাটুনে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়াসহ বেশ কিছু অভিযানে সফলতা দেখালেন। কিন্তু ৩০ আগস্ট ধরা পড়লেন পাকবাহিনীর হাতে। সহযোদ্ধাদের তথ্য নেওয়ার জন্য তার উপরে চালানো হলো অমানুষিক অত্যাচার-নির্যাতন। কিন্তু মুখ খুললেন না আজাদ, সব কিছু সহ্য করলেন দাঁতে দাঁত কামড়ে। তার মা সাফিয়া বেগম রমনা থানায় তার সাথে দেখা করতে এলে ভাত খেতে চেয়েছিলেন আজাদ। কিন্তু পরের দিন সাফিয়া বেগম ভাত নিয়ে গেলে ছেলেকে আর খুঁজে পাননি। ছেলেকে ভাত খাওয়াতে না পারার কষ্টে আজাদের মা সারা জীবন আর ভাত খাননি।
  • গ. উদ্দীপকের আজাদের সাথে 'একুশের গল্প' রচনার কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
  • ঘ. যুগে যুগে আজাদ, তপু, রাহাত, গল্প কথক- এঁরা এক কাতারে দাঁড়িয়ে যায় কেন? উদ্দীপক ও ‘একুশের গল্প' রচনার আলোকে বিশ্লেষণ কর।
প্রশ্ন ২ ১১ই অক্টোবর, সোমবার, ১৯৭১। হঠাৎ করে ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গাজীপুর গ্রামে প্রবেশ করে একদল মিলিটারি। গ্রামে ঢুকে জারা প্রথমে বাজার ও দোকানপাট পুড়িয়ে দেয়। নির্বিচারে গুলি চালায় সাধারণ মানুষের উপর। গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় অনেক মানুষ। অনেকে গুরুতর আহত হয়। আতঙ্কে জীবন বাঁচাবার জন্য কেউ কেউ পালাবার চেষ্টা করে। অনেককে তারা ধরে নিয়ে যায় ক্যাম্পে। সে এক বিভীষিকাময় পরিস্থিতি, যা এখনো সেই গ্রামের মানুষকে তাড়া করে বেড়ায়।
  • গ. উদ্দীপকের সাথে ‘একুশের গল্প' রচনার কোন দিকের মিল রয়েছে? আলোচনা করো।
  • ঘ. “উদ্দীপকটি ‘একুশের গল্প' রচনার খণ্ডচিত্র।”—মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল রচনামূলক ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য যা জানতে হবে

মূল বিষয়বস্তু

‘একুশের গল্প'-শীর্ষক গল্পটিতে কথক নিজেও একটি চরিত্র; অর্থাৎ এ গল্পের ঘটনামালা উপস্থাপিত হয়েছে প্রথম পুরুষের বয়ানে। কথকের সমান্তরালে রাহাত ও তপু নামক আরও দুটি চরিত্রকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখি। মূলত এই তিন বন্ধুর আন্তরিক সম্পর্ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণের ভেতর দিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের বাস্তবতা। তপু ‘একুশের গল্পে'র প্রধান চরিত্র। সে বিবাহিত; রেণু তার স্ত্রী। বাড়িতে আছেন বৃদ্ধ মা। কিন্তু পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে প্ল্যাকার্ড হাতে তপু ছুটে যায় মিছিলে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে ভাষা আন্দোলনে শহিদ হয় সে। তপুর কপালের মাঝ বরাবর লেগেছিল গুলি। ছত্রভঙ্গ মিছিলের সামনে থেকে মিলিটারিরা তুলে নিয়ে যায় তার মৃতদেহ। ঘটনার ধারাবাহিকতায় চার বছর পর কলেজের হোস্টেলে একদিন আবিষ্কৃত হয় একটি কঙ্কাল। মাথার খুলির ফুটো আর বাম পায়ের টিবিয়া ফেবুলা দেখে বন্ধুরা বুঝতে পারে কঙ্কালটি প্রকৃতপক্ষে শহিদ তপুর। কেননা তার বাম পা ছিল ডান পায়ের চেয়ে দুই ইঞ্চি ছোট। তপুর মতো অনেক প্রাণের বিসর্জন এবং নিরন্তর সংগ্রামের মাধ্যমেই অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার। শুধু তা-ই নয়, পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়ে উঠেছিল বাঙালির মুক্তিসংগ্রামের প্রধান প্রেরণা। ‘একুশের গল্পে' তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে। আমরা বুঝতে পারি, জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই; বারবার তাঁরা ফিরে আসে ভবিষ্যত প্রজন্মের কাছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা জোগায়।

অনুধাবনমূলক প্রশ্ন

  • ১. তপু ফিরে আসায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন?
  • ২. রাহাত তপু বলে আর্তনাদ করে উঠল কেন? ব্যাখ্যা করো।

 বহুনির্বাচনি

1.‘একুশের গল্প'-এর তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল?

ক ঢাকা মেডিকেল চত্বরে
খ   শাহবাগ মোড়ে
 গ হলের রুমে 
 ঘ  হাইকোর্টের মোড়ে
 উত্তর:  ঘ

2.জহির রায়হান কত তারিখে নিখোঁজ হন?

ক  ২০ জানুয়ারি
খ ২৫ জানুয়ারি
গ  ৩০ জানুয়ারি
 ঘ ২১ ফেব্রুয়ারি
 উত্তর: গ 

3.‘একুশের গল্প'-এর কথক কে?

ক   তপু
খ  রাহাত
গ  রেণু
 ঘ লেখক
 উত্তর: ঘ

4.‘একুশের গল্প'-এর তপুর স্ত্রী রেণু রাহাতের কাছে কোন জিনিসটি খোঁজ করেছিল?

ক  তপুর লেখা ডায়েরি
খ  তপুর বইখাতা
 গ তপুর একটা কোট
 ঘ তপুর কাপড়চোপড়
 উত্তর: গ 

5‘একুশের গল্প'-এর নায়ক তপুর বাম পাটা কত ইঞ্চি?

ক  দেড় ইঞ্চি
 খ  আড়াই ইঞ্চি
গ  দুই ইঞ্চি
 ঘ তিন ইঞ্চি
 উত্তর: ঘ

6.‘বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা।' এ কথার মাধ্যমে ‘একুশের গল্প'-এর সানুর কোন ধরনের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে?

ক  প্ৰগতিশীল
খ আধুনিক
গ উদার
 ঘ মানবিক
উত্তর:ঘ

7.‘একুশের গল্প’-এর তপু চরিত্রটি রেণুর উপস্থিতিতে কীগুণে সমৃদ্ধ হয়ে উঠেছে?
ক প্রেমিক

খ দার্শনিক
গ  আবেগী
 ঘ মানবিক
উত্তর: ক

8.‘কাক-ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা'- এখানে ‘কাক ডাকা ভোর' বলতে কী বোঝানো হয়েছে?

ক. ভোরবেলা যখন কাক ডাকে 
খ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় 
গ  সূর্য ওঠার পূর্বমুহূর্ত
ঘ খুব ভোর
 উত্তর:ঘ

9.তপুর কঙ্কাল কবে আবিষ্কৃত হয়?

ক  চার বছর পর
খ  ছয় বছর পর
গ  এক বছর পর
 ঘ  দুই বছর পর
 উত্তর:ক 

10. তপুর কঙ্কাল শনাক্ত করার প্রধান কারণ-

ক  মাথার খুলির ফুটো
খ  হাতে চিহ্ন ছিল
গ  পোশাকের রং
 ঘ  দাঁতের গঠন
 উত্তর:ক

11. রেণু কেন দ্বিতীয়বার বিয়ে করেছিল, কারণ।

ক  সে তপুর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিল
 খ তপু তাকে তালাক দিয়েছিল
গ  সে অন্য একজনকে ভালোবাসত
 ঘ সমাজের চাপে
উত্তর:ক

12. তপু কোন বিষয়ে পড়াশোনা করছিল?

ক  ডাক্তারি
 খ  সাহিত্য
 গ  আইন
 ঘ প্রকৌশল
উত্তর:ক

13. ভাষা আন্দোলনের মিছিল কোথায় গিয়েছিল?

ক  সোহরাওয়ার্দী উদ্যান
খ  হাইকোর্ট মোড়
গ টিএসসি
 ঘ নিঃসঙ্গ
উত্তর:খ 

14. তপু কেমন স্বভাবের ছিল? 

ক খুব শান্ত
খ রাগী
গ  পল্টন ময়দান
ঘ গল্পপ্রিয়
উত্তর:ঘ

15. তপু কেন মিলিটারি বাহিনীতে যোগ দিতে পারেনি?

(ক) তার উচ্চতা কম ছিল
খ তার চোখের সমস্যা ছিল
গ  সে জন্মগতভাবে খোঁড়া ছিল
ঘ সে ভয় পেত
উত্তর:গ

16. গল্পে তপুর মৃত্যু কী প্রতীক বহন করে? 

ক ভাষা সংগ্রামে তরুণদের আত্মত্যাগ 
খ প্রেমের ব্যর্থতা
গ সামাজিক অবক্ষয
ঘ ব্যক্তিগত হতাশা
উত্তর:  ক

17. ভাষা আন্দোলনের পরে কী অর্জিত হয়?

ক বাংলা ভাষার স্বীকৃতি
খ পাকিস্তানের পতন ঘটে
গ  মুক্তিযুদ্ধ শুরু হয়
 ঘ শিক্ষার প্রসার ঘটে
উত্তর: ক




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url