বোশেখ সাজেশন

 ‘বোশেখ'

আল মাহমুদ



 বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

MCQ টপ টিপস

  • 'বোশেখ' কবিতাটি সংকলিত কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে। 
  • বাংলাদেশের পরাক্রমশালী মাস- বৈশাখ।
  • 'বোশেখ' কবিতায় দয়ালু মেঘের সাথি -পবন।
  • ঋতুপরিক্রমায় বারবার রুদ্র, সংহারক রূপে আবির্ভূত হয় -বৈশাখ।

জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১. ‘বোশেখ' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

উত্তর: পাখির কাছে ফুলের কাছে।

প্রশ্ন-২. বুনোহাঁসের ঝাঁক কীসে ভেঙে যায়?

উত্তর: বাতাসে।

প্রশ্ন-৩. কবি বাতাসকে কী বলে সম্বোধন করেছেন?

উত্তর: “মহাপ্রতাপশালী”।

প্রশ্ন-৪. ‘মেঘদূত' কোন ভাষায় রচিত?

উত্তর: সংস্কৃত ভাষায় ।

প্রশ্ন-৫. কবি বোশেখের বাতাসকে কোন দেবতার পিতা হিসেবে উল্লেখ করেছেন?

উত্তর: হনুমানের পিতা।

প্রশ্ন-৬. মহাবীর হনুমান কার চরিত্র?

উত্তর: রামায়ণের।

প্রশ্ন-৭. রামায়ণ কী ধরনের সাহিত্যকর্ম?

উত্তর: মহাকাব্য।

প্রশ্ন-৮. রামায়ণ কে রচনা করেন? 

উত্তর: বাল্মীকি।

অনুধাবনমূলক প্রশ্ন

১. কবি কেন বোশেখের বাতাসকে মহাপ্রতাপশালী বলেছেন? 
২. কবি বোশেখের বাতাসকে অত্যাচারী মনে করেন কেন?

সম্ভাব্য সৃজনশীল রচনামূলক প্রশ্নের ধরন

প্রশ্ন ১ বন্যার্ত মানুষের জন্য ত্রাণের আয়োজন করা হয়। ত্রাণকমিটি খুবই কঠোরভাবে সবকিছু নিয়ন্ত্রণে রাখে।হতদরিদ্র রাসুর পরিবারে লোকসংখ্যা বেশি থাকায় দুইবার ত্রাণ নিতে এলে অনিয়মের দায়ে তার কার্ড বাতিল করা হয়।বরাদ্দের চেয়ে কম চাল দেয়ার প্রতিবাদ করলে রহম আলীকে বেদম প্রহার করে রিলিফ ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়।এমন সময় যতীন্দ্রনাথ চক্রবর্তী ও শমসের আলী চৌধুরী এলে তাদের প্রত্যেককে এক মণ চাল, আধা মণডালসহ অন্য ত্রাণসামগ্রী নৌকায় পৌছে দিয়ে আসেন ত্রাণকমিটির প্রধান কর্তাব্যক্তি।
  • গ. উদ্দীপকে বর্ণিত দরিদ্র শ্রেণির সাথে রিলিফ কমিটির আচরণের মাধ্যমে ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
  • ঘ. ‘উদ্দীপকটি ‘বোশেখ” কবিতার একটা খণ্ডচিত্র মাত্র, পূর্ণরূপ নয়’–যুক্তিসহ বুঝিয়ে লিখ।

সৃজনশীল রচনামূলক ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য যা জানতে হবে

বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস বৈশাখ। ঋতুপরিক্রমায় বার বার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে এবং আগ্রাসী থাবায় কখনও কখনও লণ্ডভণ্ড হয়ে যায় এক-একটা জনপদ।অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোন প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর।ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না। কিন্তু ধনীর প্রাসাদের কোন ক্ষতি হয় না। কবি তাই আক্ষেপ করে বলছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা, নির্মমতা কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে? অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতেই হয়, তাহলে গুঁড়িয়ে দাও সেইসব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি।

বহুনির্বাচনি

1.'বোশেখ” কবিতাটি কবি আল মাহমুদের কোন কাব্য থেকে সংকলিত?

ক সোনালি কাবিন
খ পাখির কাছে ফুলের কাছে
গ বখতিয়ারের ঘোড়া
ঘ কালের কলস
উত্তর :খ 

2.বাংলাদেশের পরাক্রমশালী মাস কোনটি?

ক  বৈশাখ
খ  আষাঢ়
গ  শ্রাবণ
ঘ  ভাদ্র
উত্তর :ক 

3.ঋতুপরিক্রমায় বারবার কে রুদ্র, সংহারক রূপে আবির্ভূত হয়?

ক  শ্রাবণ
খ  বৈশাখ
 গ  ভাদ্র
 ঘ জ্যৈষ্ঠ
উত্তর :খ 

4.বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাস বলতে কী বোঝানো হয়েছে?

ক  বৈশাখী বৃষ্টি
 খ  বৈশাখী রোদ
 গ বৈশাখী ঝড়
 ঘ বৈশাখী মেঘ
উত্তর : গ

5.'বোশেখ' কবিতায় দয়ালু মেঘের সাথি কে?

ক কালিদাস
খ  পবন
গ  মেঘদূত
 ঘ হনুমান
উত্তর :খ  

6.বৈশাখের আগ্রাসী থাবার শিকার হয়-

ক  দুঃখী মানুষ
খ  বাংলাদেশের মানুষ
গ দরিদ্র মানুষ
উত্তর :খ  

7.গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায় কীভাবে?

ক . সমগ্র বাংলাদেশ
খ  উপকূলীয় বসতি
গ ধনীর প্রাসাদ
ঘ বাংলাদেশের দক্ষিণাঞ্চল
উত্তর :ক 

8.বৈশাখী বাতাসে জেটের পাখা দুমড়ে শেষে কী করে?

ক  ফেলে রাখে
খ  ডুবিয়ে দেয়
গ  উড়িয়ে দেয়
 ঘ আছাড় মারে
উত্তর : ঘ আছাড় মারে

9.'কালিদাসের মেঘদূত' কাব্যে কার কথা রয়েছে? 

ক  বৃষ্টির
খ ফুলের
গ বাতাসের
ঘ  রমণীর
উত্তর : গ বাতাসের 

১০. 'বোশেখ' কবিতায় কী শূন্যে তুলে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে?

ক বুনোহাঁসের ঝাঁক
 খ  নদীর পানি
 গ  জেটের পাখা
 ঘ  টেলিগ্রাফের থাম
উত্তর : খ  নদীর পানি

১১. নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয় কে?

ক  তীব্র রোদ
খ  জেটের পাখা
গ  বৈশাখী বাতাস
 ঘ ভেঙে ফেলে
উত্তর :গ  বৈশাখী বাতাস

12.টেলিগ্রাফের থামগুলোকে বৈশাখী ঝড়ো বাতাস কী করে?

ক  ছুঁয়ে যায়
খ   নুইয়ে দেয়
গ  বৈশাখী বাতাস
 ঘ মেঘের বিদ্যুৎ
উত্তর :খ   নুইয়ে দেয়

১৩.মহাবীর হনুমানের পিতা কে?

ক  দেবতা পবন
খ  দেবতা চন্দ্ৰ
গ দেবতা সূর্য
ঘ দেবতা সাগর
উত্তর :ক  দেবতা পবন

১৪. কালিদাস কোন গ্রন্থ রচনা করেন?

ক  কালের কলস
খ  রামায়ণ
গ  মেঘদূত 
 ঘ মায়াবী
উত্তর :গ  মেঘদূত 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url