এসএসসি ইতিহাস অধ্যায় ৪:প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সাজেশন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

অধ্যায় ৪: প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 

Political history of ancient Bengal

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তরসমূহ:

আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

এখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে।

পেজ সূচিপত্র :অধ্যায় ৪:প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

সৃজনশীল বহুনির্বাচনি
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 
এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে  পারবে তোমরা ।

  • মৌর্য বংশের প্রতিষ্ঠাতা— চন্দ্রগুপ্ত মৌর্য ।
  • প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম— শশাংক। 
  • শশাংকের রাজধানী ছিল— কর্ণসুবর্ণে।
  • মাৎস্যন্যায়ের অবসান হয়— অষ্টম শতকে।
  • পালদের আগমনে— মাৎস্যন্যায়ের অবসান হয়।
  • লামা তারনাথের বর্ণনা পাওয়া যায়— পাল রাজা গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে।
  • পাল বংশের পতন ঘটে— বিজয় সেনের হাতে।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. কার রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়? 

[ঢা. বো ২২]

উত্তর: সম্রাট অশোকের রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন-২. প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে? 

[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি শশাংক ।

প্রশ্ন-৩. ভুক্তি কী? 

[রা. বো. ২৩-কু. বো. ২২:রা, বো, ব. বো. ২০]

উত্তর: ভুক্তি হলো গুপ্ত শাসনামলে বাংলার সর্ববৃহৎ প্রশাসনিক ইউনিট ।

প্রশ্ন-৪. মহাসামন্ত কাকে বলে? 

[চ. বো, সি. বো. ২২ নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সালেহা ইসহাক সরকারি 

বালিকা উচ বিদ্যালয়, সিরাজগঞ্জ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর]

উত্তর: গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো মহাসামন্ত ।

প্রশ্ন-৫. প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে?

[ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]

উত্তর: প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি শশাংক।

প্রশ্ন-৬. মাৎস্যন্যায় কী?

[য. বো. ২২, য. বো. ২০: দি. বো. ১৯; নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।]

উত্তর: পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাৎস্যন্যায়।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রশ্ন-৭. মাৎস্যন্যায় চলে কত বছরব্যাপী?

[ হাজীগন্জ্ঞ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]

উত্তর: মাৎস্যন্যায় চলে একশত বছরব্যাপী।

প্রশ্ন-৮. পাল বংশ কত বৎসর রাজত্ব করে? 

[রা. বো, ২২] 

উত্তর: পাল বংশ ৭৫০-১১৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৪১১ বছর রাজত্ব করে।

প্রশ্ন-৯. পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কে?

[ম. বো. ২২: ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর: পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রাজা ধর্মপাল। 

প্রশ্ন-১০. ধর্মপাল কত বছর রাজত্ব করেন? 

[ঢা. বো. ২৩]

উত্তর: ধর্মপাল প্রায় ৪০ বছর রাজত্ব করেন।

প্রশ্ন-১১. কাদের মধ্যে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল?

[আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা]

উত্তর: বাংলার পাল বংশ, রাজপুতনার গুর্জরপ্রতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল।

প্রশ্ন-১২. 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' কে রচনা করেন?

[রা. বো, সি. বো. ১৯. সকল বোর্ড ১৭]

উত্তর: 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটি সেন রাজা বল্লাল সেন রচনা করেন।

প্রশ্ন-১৩. সেন বংশের শাসকদের কী বলা হয়?

[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

উত্তর: সেন বংশের শাসকদের 'ব্রহ্মক্ষত্রিয়' বলা হয় ।

প্রশ্ন-১৪. বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

[ম. বো.. দি. বো. ২৩; নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; আওয়ার লেডী অব্ ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা]

উত্তর: বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন ।

প্রশ্ন-১৫. তেরো শতকের প্রথম দিকে কোন মুসলমান সেনাপতি নদীয়া আক্রমণ করেন? 

[দি. বো. ২২]

উত্তর: তেরো শতকের প্রথম দিকে মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করেন ।

প্রশ্ন-১৬. ভুক্তি কী? 

[কু. বো. ২২: রা. বো, ব. বো. ২০]

উত্তর: ভুক্তি হলো গুপ্ত শাসনামলের বাংলার সর্ববৃহৎ প্রশাসনিক ইউনিট।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. শশাংককে কেন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়?

[ব.বো. ২০]
উত্তর: স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে শশাংককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় ।
মৌখরী ও পরবর্তী গুপ্ত বংশীয় রাজাদের মধ্যে প্রায় পঞ্চাশ বছর ধরে পুরুষানুক্রমিক সংঘর্ষ এবং উত্তর থেকে তিব্বতীয় ও দাক্ষিণাত্য হতে চালুক্যরাজগণের ক্রমাগত আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়েছিল তখন এ অবস্থার পূর্ণ সুযোগ নেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের মহাসামন্ত শশাংক। ৫৯৪ খ্রিষ্টাব্দের শুরুর দিকে তিনি গৌড় অঞ্চলে ক্ষমতা দখল 
করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। এ কারণেই শশাংককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় ।

প্রশ্ন-২. মাৎস্যন্যায় বলতে কী বোঝায়? 

[ম. বো., দি. বো. ২৩; ম.বো, ২২; য, বো, ২০; আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ইসলামপুর, সিলেট;আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা; সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ;গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, কুমিল্লা, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]

উত্তর: শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে যে দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের শুরু হয়েছিল তা মাৎস্যন্যায় হিসেবে অভিহিত । এ সময় বাংলায় কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে উঠে। এ সময়কালকে আখ্যায়িত করা হয়েছে 'মাৎস্যন্যায়' বলে।

প্রশ্ন-৩.মাৎস্যন্যায় এর অবসান ঘটে কীভাবে? 

[ রা. বো. ২২: সকল বোর্ড ১৮; কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

উত্তর: পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালকে রাজা নির্বাচনের মধ্য দিয়ে মাৎস্যন্যায়-এর অবসান হয়। রাজা শশাংকের মৃত্যুর পর বাংলায় বিশৃঙ্খলার প্রায় শত বছরের অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ অবসান ঘটানোর জন্য সাধারণ জনগণ গোপালকে রাজা নির্বাচন করেন এবং মাৎস্যন্যায় এর অবসান হয়ে পাল বংশের যাত্রা শুরু হয়। 

প্রশ্ন-৪. ত্রিশক্তি সংঘর্ষ বলতে কী বোঝায়? 

[ঢা. বো. ২৩: য, বো, '২২: চ. বো. ১৯; নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়]

উত্তর: বাংলার পাল, রাজপুতনার গুর্জরপ্রতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এই তিন রাজবংশের মধ্যে সংঘটিত যুদ্ধকে 'ত্রিশক্তি সংঘর্ষ' বলে।আট শতকের শেষের দিকে উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে এ সময়ের উপরোক্ত তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল । ইতিহাসে এ যুদ্ধ 'ত্রি-শক্তির সংঘর্ষ' নামে পরিচিত।

প্রশ্ন-৫. সেনদের ‘ব্রহ্মক্ষত্রিয়' বলা হয় কেন?

[রা. বো. ২৩; কু. বো, য. বো, ব. বো, '২২: কু. বো, ২০, য. বো. ১৯. য. বো. ১৯: সকল বোর্ড ১৫; মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর: সেনরা ব্রাহ্মণ থেকে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হওয়ায় তাদের 'ব্রহ্মক্ষত্রিয়' বলা হয়।দাক্ষিণাত্যের কর্ণাটের অধিবাসী সেন বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ ছিলেন । কিন্তু কালক্রমে তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় পেশা গ্রহণ করেন । ফলে কোনো কোনো ঐতিহাসিক তাদেরকে 'ব্রহ্মক্ষত্রিয়' বলেছেন।

প্রশ্ন-৬. 'কৌলিন্য প্রথা' বলতে কী বোঝায়?

[চ. বো. ২২]

উত্তর: কৌলিন্য প্রথা হলো 'হিন্দু কুল ও বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন কর্তৃক সেন রাজ্যে প্রবর্তিত হয়।কৌলিন্য প্রথা সেন শাসন পরবর্তী সময়ে একটি প্রথা হিসেবে রূপ লাভ করে। কুলীন অর্থ হলো উত্তম পরিবার বা সম্ভ্রান্ত বংশজাত। সম্মান লাভার্থে প্রজারা সৎপথে চলবে এই উদ্দেশ্যে বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন।

প্রশ্ন-৭. পাল আমলের কর ব্যবস্থা কী রকম ছিল? 

[সি. বো. ২২]

উত্তর: পাল আমলে কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎসের মধ্যে নানা প্রকার কর ছিল প্রধান।পাল আমলে উৎপন্ন শস্যের ওপর বিভিন্ন ধরনের কর ধার্য করা হতো। যেমন— ভাগ, ভোগ, হিরণ্য, উপরি কর ইত্যাদি। কতগুলো উৎপন্ন দ্রব্যের এক ষষ্ঠমাংশ রাজস্ব হিসেবে আদায় করা হতো। এছাড়া দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য দেয় কর, ব্যবসা- বাণিজ্য শুল্ক, খেয়াঘাট থেকে আদায়কৃত মাশুল ইত্যাদি ছিল সরকারের কর ব্যবস্থার কয়েকটি উৎস। রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বনজঙ্গলও রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস ছিল। এ সময় রাজস্ব আদায় হতো মুদ্রা এবং শস্যের আকারে ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

[ম. বো. ২২; লায়ন্স স্কুল এন্ড কলেজ,রংপুর;বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ,সিলেট]
(ক) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) সমুদ্রগুপ্ত মৌর্য
(গ) দেবগুপ্ত মৌর্য
(ঘ) ইন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর : ক

২. অশোক কোন বংশের রাজা ছিলেন?

[ রা. বো. ২৩ সকল বোর্ড ১৮: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ]
(ক) পাল
(খ) সেন
(গ) গুপ্ত
(ঘ) মৌর্য
উত্তর : ঘ

৩. শশাংকের রাজধানী কোথায় ছিল?

[রা.বো. ২৩; চ. বো. ১৯. সকল বোর্ড ১৫]
(ক) মেদিনীপুর
(খ) কর্ণসুবর্ণ
(গ) আসাম
(ঘ) কনৌজ
উত্তর : খ

৪. মাৎস্যন্যায়-এর অবসান ঘটে কীভাবে?

[চ.বো.২০;কু.বো,১৯]
(ক) মৌর্যদের আগমনে
(খ) গুপ্তদের আগমনে
(গ) সেনদের আগমনে
(ঘ) পালদের আগমনে
উত্তর : ঘ

৫. পাল রাজা গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে কার বর্ণনা পাওয়া যায়? 

[ ভিকারুনুনিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা; সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ]
(ক) লামা তারনাথ
(খ) কৌটিল্যের
(গ) ইবনে বতুতার
(ঘ) মিনহাজ উস-সিরাজ
উত্তর : ক

৬. ধর্মপালকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়, কারণ তিনি—

[ব.বো.১৯]
(ক) প্রতিটি যুদ্ধে জয়লাভ করেছিলেন
(খ) বিদ্যা ও বিদ্বানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
(গ) বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন
(ঘ) দেশকে বিশৃঙ্খল অবস্থা থেকে রক্ষা করেছিলেন
উত্তর : ঘ

৭. সোমপুর বিহার' কোন জেলায় অবস্থিত? 

[ চ. বো.২২;ঢা. বো. ২০]
(ক) পাবনা
(খ) নওগাঁ 
(গ) বগুড়া
(ঘ)  রাজশাহী
উত্তর : খ

৮. পাল যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো—

[ য. বো. ২৩ সি. বো. ১৯; বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
i. সকল ধর্মের পৃষ্ঠপোষকতা
ii. জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা
iii. উন্নয়নমূলক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও  iii
(গ) ii ও iii
(ঘ) i,ii ও iii
উত্তর : ঘ

৯. চন্দ্র বংশের শেষ রাজা কে ছিলেন?

[ব.বো,. ২৩]
(ক) লডহ চন্দ্র
(খ) কল্যাণ চন্দ্ৰ
(গ) গোবিন্দ চন্দ্ৰ
(ঘ) শ্রী চন্দ্ৰ

১০. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

[ম.বো, ২৩]
(ক) সামন্ত সেন 
(খ) বিজয় সেন
(গ) হেমন্ত সেন 
(ঘ) বল্লাল সেন
উত্তর :ক

১১. দানসাগর গ্রন্থ রচনা করেন কে?

[সি.বো, ২০ দি বো. ১৯ সকল বোর্ড ১৫]
(ক) বিজয় সেন
(খ)মন্ত সেন
(গ) বল্লাল সেন
(ঘ) লক্ষণ সেন
উত্তর :গ

১২. গুপ্ত আমলে ভুক্তিপতিকে কী বলা হতো?

[কু. বো. ২৩: রা. বো. ২২; সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম]
(ক) মহারাজাধিরাজ
(খ) সামন্তরাজ
(গ) সেনাপতি
(ঘ) উপরিক
উত্তর :ঘ

১৩. গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক?

[ সকল বোর্ড ১৬, লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
(ক) গ্রাম → বীথি → মণ্ডল → বিষয় → ভুক্তি 
(খ) ভুক্তি → বিষয় → মণ্ডল → বীথি → গ্রাম 
(গ) গ্রাম → বীথি → বিষয় → ভুক্তি → মণ্ডল 
(ঘ) ভুক্তি → মণ্ডল → বীথি → বিষয় → গ্রাম
উত্তর :খ 
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: 
বিভাগ
 ↓
জেলা
 ↓
উপজেলা
 ↓ 
ইউনিয়ন
 ↓
গ্রাম
[কু. বো. ২৩; রা. বো ২২]

১৪. প্রাচীনকালে বাংলার কোন শাসন ব্যবস্থার এমন স্তর বিন্যাস ছিল?

(ক) পাল শাসন
(খ) গুপ্ত শাসন
(গ) সেন শাসন
(ঘ) মোঘল শাসন
উত্তর :খ

১৫. উক্ত শাসন ব্যবস্থার প্রধান স্তর ছিল--

(ক) ভুক্তি
(খ) উপরিক
(গ) সুবিন্যস্ত প্রশাসনিক স্তর
(ঘ) অর্থনৈতিক ও সামাজিক স্তর
উত্তর :ক

সৃজনশীল প্রশ্ন

১.


[রাজশাহী বোর্ড ২০২২]
ক. পাল বংশ কত বৎসর রাজত্ব করে?
খ. মাৎস্যন্যায় এর অবসান ঘটে কীভাবে?
গ. ছকে উল্লিখিত তথ্যে প্রাচীন বাংলার কোন রাজবংশের কার্যক্রম প্রকাশ পেয়েছে?
ঘ. ধর্মের প্রতি উদার মনোভাবই উক্ত রাজবংশের একজন রাজাকে অন্য রাজাদের 
থেকে পৃথক করেছে— বিশ্লেষণ করো । 
২. 'ক' দেশের একজন রাজা নিজে বৌদ্ধ ধর্মের অনুসারী হয়েও সকল ধর্মাবলম্বী প্রজাদের প্রতি 
ছিল তার সমান পৃষ্ঠপোষকতা। তিনি একটি হিন্দু মন্দিরের জন্য করমুক্ত ভূমিও দান করেছিলেন। 
[বরিশাল বোর্ড ২০২২, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ, বরিশাল জিলা স্কুল]
ক. ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে?
খ. সেন শাসকদের ‘ব্রহ্মক্ষত্রিয়' বলা হতো কেন? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের রাজার কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন রাজার কর্মকাণ্ডের মিল আছে? ব্যাখ্যা করো ।
ঘ. তুমি কি মনে কর, উক্ত শাসকই ঐ রাজবংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

৩. মদনপুর অঞ্চলের শাসকের মৃত্যুর পর প্রচণ্ড অরাজকতা দেখা দেয়। আশেপাশের অঞ্চলের প্রভাবশালী শাসকবর্গ প্রতিবেশী দুর্বল অঞ্চলগুলো দখল করে নেয়। প্রায় একশ বছর এই অবস্থা চলে। এ থেকে মুক্তি পেতে মদনপুরের অভিজাতবর্গ অরূপ নামের এক ব্যক্তিকে যোগ্য মনে করে তার ওপর শাসন ক্ষমতা অর্পণ করেন। অরূপ অত্যন্ত নিপুণতার পরিচয় দিয়ে সে অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন ।
[সকল বোর্ড ২০১৭, বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
ক. ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে?
খ. শশাংক কেন দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন?
গ. উদ্দীপকে বর্ণিত অরূপের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উক্ত শাসকের পুত্রই ছিলেন তার বংশের শ্রেষ্ঠ শাসক – মতামত দাও। 

৪. রামনগর পৌরসভার চেয়ারম্যান সাম্য খান তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌরশাসন করার সুযোগ লাভ করেন।
[ হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা; আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
ক. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
খ. ‘মাৎস্যন্যায়’ বলতে কী বোঝায়?
গ. আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে  ধর্মপালের কোন কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘সাম্য খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা’— উক্তিটির যথার্থ মূল্যায়ন করো। 

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১, ২, ৩। 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url