এসএসসি ইতিহাস অধ্যায় ৫:প্রাচীন বাংলার সামাজিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

অধ্যায় ৫:প্রাচীন বাংলার সামাজিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস

Social, economic and cultural history of ancient Bengal

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তরসমূহ:

আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

এখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে।

পেজ সূচিপত্র :অধ্যায় ৪:প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

সৃজনশীল বহুনির্বাচনি
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 
এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে  পারবে তোমরা ।
  • বাংলার আদি অধিবাসীদের ভাষার নাম ছিল— অস্ট্রিক।
  • প্রাচীনকাল থেকে বাংলায় তৈরি হতো বিশ্বখ্যাত কাপড়— মসলিন। 
  • সোমপুর বিহার নির্মিত হয়— পাল আমলে ।
  • সোমপুর বিহার অবস্থিত— নওগাঁ জেলায় ।
  • ২৫০০ বছর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া গেছে— উয়ারী-বটেশ্বরে। 
  • উয়ারী-বটেশ্বর অবস্থিত – নরসিংদী জেলায়।
  • আর্যদের ভাষার নাম ছিল প্রাচীন বৈদিক।
  • বৈদিক ভাষার পরবর্তী নাম— সংস্কৃত । 
  • বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন— চর্যাপদ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. “সতীদাহ প্রথা" কী? 

[কু. বো. ১৯. বি এন কলেজ, ঢাকা; নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মন্ডল (এন.এম.) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট]

উত্তর: প্রাচীন বাংলায় স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও মৃত স্বামীর সাথে সহমরণে যেতে হতো, এ প্রথাই “সতীদাহ প্রথা” নামে পরিচিত। 

প্রশ্ন-২.চাষ করা যায় এমন উর্বর জমিকে প্রাচীন যুগে কী বলা হতো? 

[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর: চাষ করা যায় এমন উর্বর জমিকে প্রাচীন যুগে 'ক্ষেত্র' বলা হতো।

প্রশ্ন-৩. বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? 

[দি. বো. ১৯; সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ;শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার]

উত্তর: খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন হয় ।

প্রশ্ন-৪. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? 

[স. বো. ১৮]

উত্তর: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।

প্রশ্ন-৫. সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন কে?

[সকল বোর্ড ১৬, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ]

উত্তর: সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল ।

প্রশ্ন-৬. আর্যদের ভাষার নাম কী?

[সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল]

উত্তর: আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা।

প্রশ্ন-৭. চর্যাপদ কী? 

[বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচর্যদের সাধন সঙ্গীত।

প্রশ্ন-৮. জৈন ধর্মের প্রবর্তক কে? 

[বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল, বরিশাল]

উত্তর: জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. সতীদাহ প্রথা বলতে কী বোঝায়?

[ব. বো. ১৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]

উত্তর; যে ধর্মীয় প্রথায় স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও স্বামীর সাথে সহমরণে যেতে হয় তাকে সতীদাহ প্রথা বলে ।প্রাচীন হিন্দু সমাজে এ প্রথা প্রচলিত ছিল। পরবর্তীতে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালে এ ঘৃণ্য প্রথা রহিত হয়।

প্রশ্ন-২. হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা কর। 

[সকল বোর্ড ১৫: কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: হিন্দু ধর্মের জাতিভেদ প্রথায় ৪টি বর্ণের উপস্থিতি লক্ষ করা যায়। যথা— ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সমাজে প্রত্যেক জাতিরই নির্দিষ্ট পেশা ও মর্যাদা ছিল। ব্রাহ্মণরা অধ্যাপনা ও পূজা করত। তারা সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। মর্যাদার দিক থেকে তারা ছিল দ্বিতীয় স্থানে। ব্যবসা- বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ এবং মর্যাদায় ছিল তৃতীয় স্থানে। সবচেয়ে নীচু শ্রেণির শূদ্ররা কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য ছোটখাটো কাজ করত।

প্রশ্ন-৩.কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? 

[সকল বোর্ড -১৭;কু. বো. ১৯; হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম, সেন্ট স্কলাসটিকাস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]

উত্তর: আর্যদের বৈদিক ভাষা থেকেই কালক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়। মূলত সর্বপ্রাচীন যুগে আর্যরা যে ভাষা ব্যবহার করত এবং যে ভাষায় বৈদিক গ্রন্থ রচিত হয় তা সংস্কার করা হয় যা সংস্কৃত নামে অভিহিত। সংস্কৃত হতে প্রাকৃত এবং প্রাকৃত হতে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। অপভ্রংশ ভাষা হতে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়।

প্রশ্ন-৪. প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয় কেন?

[দি.বো. ১৯: শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়]

উত্তর: প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো বলে প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর অর্থনীতি বলা হয় ।বাংলা চিরকালই কৃষিপ্রধান দেশ। প্রাচীনকালে অধিকাংশ মানুষই গ্রামে বাস করতো এবং কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করতো। তাই প্রাচীন বাংলার অর্থনীতি গড়ে উঠেছিল কৃষির ওপর নির্ভর করে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. বাংলার আদি অধিবাসীদের ভাষার নাম কী ছিল?

[খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
(ক) প্রাকৃত 
(খ) অস্ট্রিক
(গ) সংস্কৃত
(ঘ) হিন্দি
উত্তর : খ

২. প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?

[ঢা. বো. ১৯, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি ]
(ক) পাশা ও দাবা
(খ) ষাঁড়ের লড়াই
(গ) হাডুডু
(ঘ) নৌকাবাইচ
উত্তর : ঘ

৩. প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো? 

[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
(ক) রেয়ন 
(খ) রেশমি 
(গ) মসলিন
(ঘ) পশমি
উত্তর : গ

৪. প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যে বিষয়টি প্রযোজ্য ছিল তা হলো—

[ঢা. বো. ১৯; পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. মেয়েদের স্বাধীনতা
ii. পুরুষদের বহুবিবাহ
iii. বিধবাদের বিলাসী জীবনধারা
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii
(খ) iও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

৫. প্রাচীন বাংলায় শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটেছিল—

[য. বো. '২০, উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. জল ও স্থলপথে যোগাযোগের সুবিধার কারণে
ii. উন্নতমানের কৃষিপণ্য প্রাপ্তির কারণে 
iii. রাজনৈতিক স্থিতিশীলতার কারণে 
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii
(খ) iও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমনার বিয়েতে বরযাত্রী এলো গরুর গাড়ি দিয়ে। আর বিয়ের পর সুমনা শ্বশুর বাড়ি গেল পালকি চড়ে। 
[কু. বো. ২০]

৬. উদ্দীপকে প্রাচীন বাংলার কোন অবস্থার চিত্র ফুটে উঠেছে?

(ক) সামাজিক
(খ) অর্থনৈতিক
(গ) ধর্মীয়
(ঘ) রাজনৈতিক
উত্তর : ক

৭. উক্ত আমলের অর্থনীতি ছিল—

i. শিল্পনির্ভর
ii. সমৃদ্ধ
iii. রপ্তানি নির্ভর
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii
(খ) iও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : গ

৮. উয়ারী-বটেশ্বরে কত বছরে পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? 

[দি. বো.২০;আতাতুর্ক মডেল হাই স্কুল ফেনী; দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি 
মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
(ক) ২৩০০
(খ) ২৪০০
(গ) ২৫০০
(ঘ) ২৬০০
উত্তর : গ

৯. উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে-

[সি. বো. ১৯;আতাতুর্ক মডেল হাই স্কুল ফেনী]
i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল 
ii. বহু প্রাচীন আমলে বাংলাদেশে নগর সভ্যতা গড়ে উঠে 
iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অনেক উন্নতমানের ছিল 
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii
(খ) iও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ

১০. আর্যদের ভাষার নাম কী?

[রা.বো. ২০]
(ক) সংস্কৃত
(খ) প্রাচীন বৈদিক
(গ) গৌড়ীয়
(ঘ) অপভ্রংশ
উত্তর : খ

১১. বৈদিক ভাষার পরবর্তী নাম কী ছিল? 

[দি.বো, ২০]
(ক) সংস্কৃত 
(খ) ফারসি
(গ) অস্ট্রিক
(ঘ) পালি
উত্তর : ক

১২. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?

[সকল বোর্ড ১৬, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
(ক) সংস্কৃত → অপভ্রংশ → প্রাকৃত → বাংলা
(খ) প্রাকৃত → সংস্কৃত → অপভ্রংশ → বাংলা
(গ) সংস্কৃত → প্রাকৃত → অপভ্রংশ → বাংলা
(ঘ) অপভ্রংশ → প্রাকৃত → সংস্কৃত → বাংলা
উত্তর : গ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাইফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি।

১৩.শ্বাশতের পরিবার যে সব আচার-অনুষ্ঠান পালন করে তা কোন যুগের সামাজিক রীতিনীতির সাথে সম্পৃক্ত? 

[দি.বো. ১৬]
(ক) প্ৰাচীন যুগ
(খ) মধ্যযুগ
(গ) তাম্রযুগ
(ঘ) লৌহযুগ
উত্তর : ক

১৪. উদ্দীপকের ঐ সকল রীতিনীতি পালনের ফলে— 

[দি.বো. ১৯]
i. সামাজিক সম্প্রীতি মজবুত হয়
ii. আত্মীয়তার বন্ধন দৃঢ় হয়
iii. ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii
(খ) iও iii
(গ) iiও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ

সুপার সাজেশন:এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১,২,৪,৫,৬,৭,৯,১২ ।

সৃজনশীল প্রশ্ন

১.
[ঢাকা বোর্ড ২০২০, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ; 
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা]
ক. বিহার কী?
খ. প্রাচীন বাংলায় নারীদের অবস্থান কীরূপ ছিল?
গ. ছক-১-এর ধারণাগুলোর মধ্যে প্রাচীন বাংলার কোন চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো ।
ঘ. ছক-২-এর বর্ণিত তথ্যগুলো একসময় ছিল অত্যন্ত সমৃদ্ধশালী — যুক্তিসহ উপস্থাপন করো ।


২. তথ্য চিত্র-১: ভেলা ও ডোঙ্গা, নৌকা ও পালকি।
     তথ্য চিত্র-২: দ্রব্য বিনিময়, বৈদেশিক বাণিজ্য, কড়ি-মুদ্রার প্রচলন। 
[ রাজশাহী বোর্ড ২০১৯; হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ]
ক. কোন ধরনের জমিকে ‘বাস্তু' বলা হতো?
খ. বাংলার সংস্কৃতি গড়ে উঠে কীভাবে?
গ. উদ্দীপকে তথ্য চিত্র-১-এর যাতায়াত ব্যবস্থার সঙ্গে প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার কি অমিল লক্ষ করা যায়? ব্যাখ্যা করো ।
ঘ.তুমি কি মনে কর, তথ্য চিত্র-২-এর ফলে বাংলার ধন-সম্পদ ও ঐশ্বর্যের প্রসার ঘটেছিল?মতামত দাও ।
৩. মতিপুর চিরকালই কৃষিপ্রধান অঞ্চল। এখানকার অধিবাসীদের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে। 
এ গ্রামের লোকজন ভূমি চাষ করেই সংসার চালাতো। যারা চাষ করে বা অন্য কোনো উপায়ে জমি ভোগ করে, তাদের নির্দিষ্ট পরিমাণ কর দিতে হতো। এখানে তিন প্রকার জমি ছিল। কিছু ঘরবাড়ি তৈরি করে থাকার মতো, কিছু চাষযোগ্য উর্বর জমি আর কিছু পতিত জমি । এখানকার কুটির শিল্পও অত্যন্ত বিখ্যাত ছিল ।
[বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
ক. মসলিন কাপড় কোথায় তৈরি হত?
খ. প্রাচীন বাংলার খেলাধুলার বর্ণনা দাও।
গ. মতিপুরে বাংলার যে সময়কার চিত্র ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও।
ঘ. উক্ত সময়ে ক্রমান্বয়ে শিল্পেরও উন্নতি সাধিত হয়েছিল— মতামত দাও।
৪. মুকুন্দ দত্তের মেয়ে মিনা রাণীর বিয়ে ঠিক হয়েছিল অতুল দত্তের সাথে। বিয়ের আগের দিন বরপক্ষ কনের বাড়িতে পান সুপারি ও অন্যান্য উপহার সামগ্রী পাঠিয়ে দেয়। বিয়ের দিন বর মিনা রাণীর কপালে সিঁদুর পড়িয়ে দেয় । এভাবে মিনা রাণী নতুন জীবনের দিকে পা বাড়ায়।
[বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল]
ক. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
খ. প্রাচীন বাংলার কৃষির অবস্থা কেমন ছিল?
গ. উদ্দীপকের বিয়ের অনুষ্ঠান প্রাচীন বাংলার কোন সামাজিক 
জীবন ব্যবস্থার কথা মনে করিয়ে দেয়। ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থার আংশিক চিত্র ফুটে উঠেছে। বিশ্লেষণ করো।

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১,৩।       

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস

অর্ডিনেট আইটির আইসিটি(HSC) সকল কোর্সের ফ্রি ভিডিও ক্লাস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url