এসএসসি ইতিহাস অধ্যায় ৩:প্রাচীন বাংলার জনপদ সাজেশন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

 অধ্যায় ৩: প্রাচীন বাংলার জনপদ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তরসমূহ:

আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

এখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে।

পেজ সূচিপত্র :অধ্যায় ৩:প্রাচীন বাংলার জনপদ

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

সৃজনশীল বহুনির্বাচনি
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 
এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা।

  • বাঙালি জাতির উদ্ভব— বঙ্গ জনপদ থেকে।
  • গৌড়ের রাজধানী ছিল— কর্ণসুবর্ণে।
  • গৌড়ের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা— শশাংক। 
  •  ব্রহ্মপুত্র নদের উৎপত্তি— তিব্বতের মানস সরোবরে। 
  • মহাস্থানগড়ের পূর্বনাম— পুণ্ড্রনগর ।
  • প্রাচীন বাংলায় সবচেয়ে সমৃদ্ধ ছিল— পুণ্ড জনপদ। 
  • পুণ্ড্রনগরের বর্তমান নাম – মহাস্থানগড় ।
  • মহাভারতে উল্লেখ আছে— পুণ্ড্র জাতির কথা ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. প্রাচীন যুগ কী?

[ম. বো, রা. বো. ২৩: সি. বো. ২২: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর]
উত্তর: খ্রিষ্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিষ্টীয় তেরো শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলা হয়।

প্রশ্ন-২. জনপদ কী?

[দি. বো, কু. বো, য. বো, ব. বো. ২২ ঢা, বো ২১ ঢা. বো,রা. বো. ২০; নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা,; সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ]উত্তর: প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর ছোট ছোট অঞ্চলগুলোকে জনপদ বলে।

প্রশ্ন-৩. কোন জনপদ থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল?

[সি. বো. ২৩, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
উত্তর: ‘বঙ্গ' জনপদ থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল।

প্রশ্ন-৪. কোথায় বঙ্গ নামের জনপদ গড়ে উঠেছিল?

[ নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
উত্তর: বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল ।

প্রশ্ন-৫. গৌড়ের রাজধানী কোথায় ছিল?

[চ. বো. ২২, আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা ]
উত্তর: গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

প্রশ্ন-৬. গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

[দি. বো. ২৩: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ]
উত্তর: গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। পশ্চিমে বড় কামতা নামক স্থানে।

প্রশ্ন-৭. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী?

[ঢা. বো. ২২; বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম] 
উত্তর: বর্তমান কুমিল্লার প্রাচীন নাম সমতট।

প্রশ্ন-৮. প্রাচীন কোন জনপদটি নৌ-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল?

[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
উত্তর: প্রাচীন তাম্রলিপ্ত জনপদটি নৌ-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ।

প্রশ্ন-৯. চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র কোথায় ছিল?

[ম. বো. ২২ সেন্ট স্কলাসটিকাস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
উত্তর: চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল বর্তমান বরিশাল জেলা ।

প্রশ্ন-১০, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী? 

[রা. বো. ২২: সকল বোর্ড ১৮: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ; চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ বিদ্যালয়, চট্টগ্রাম; লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী: পাঁচবিবি নছির মন্ডল (এন.এম.)সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট ]
 উত্তর: চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. মানুষের জীবনাচরণে ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব লেখো। 

[ম. বো. ২২: রা. বো. ২০]

উত্তর: ভৌগোলিক পরিবেশ জনজীবনকে নানাভাবে প্রভাবিত করে। ভৌগোলিক পরিবেশ মানুষের জীবনধারা, আচার-আচরণ, খাওয়া- দাওয়া, পোশাক-পরিচ্ছদ ইত্যাদির ওপর প্রভাব ফেলে। যে কারণে পৃথিবীর এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের জীবনধারার পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন— বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ হওয়ার কারণে এখানকার মানুষ কোমল আর শান্ত স্বভাবের। আবার ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বলে তারা হয়ে ওঠে সংগ্রামী। 
তাই বলা যায়, ভৌগোলিক পরিবেশ জনজীবনকে প্রভাবিত করে।

প্রশ্ন-২. প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

[য. বো. ২২; রা. বো, চ. বো, য. বো. ২১, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা,; আওয়ার লেডী অব্ ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা সেন্ট স্কলাসটিকাস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার]
উত্তর: প্রাচীর বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠার কারণ হলো ঋতুবৈচিত্র্য।
বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী।

প্রশ্ন-৩. জনপদ বলতে কী বোঝায়? 

[দি. বো. ২৩; বিএএফ শাহীন কলেজ,ঢাকা; এস. কে. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]

উত্তর: প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়া বাংলার অঞ্চলগুলোর সমষ্টিকে জনপদ বলা হয়।প্রাচীন যুগে বাংলা এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড 'রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় 'জনপদ' ।

প্রশ্ন-৪. প্রাচীনকালের বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী ছিল কেন? 

[ ঢা.বো. ২৩]

উত্তর: বাংলা নদী-মাতৃক হওয়ায় প্রাচীনকালের বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে।কোনো দেশের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের ওপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এ জন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা, আচার-আচরণে এত বৈচিত্র্য লক্ষ করা যায়। বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ-নদী থাকায় এদেশের যোগাযোগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম নদীপথ । বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে বাংলার সৈন্যরা ।

প্রশ্ন-৫. প্রাচীন জনপদগুলোর পরিচয় জানা প্রয়োজন কেন?

[সকল বোর্ড ১৮, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা: নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: প্রাচীন বাংলার জনপদগুলো হতে আমরা তৎকালীন ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামোটি ধারণা লাভ করতে পারি। যেহেতু এ প্রাচীন জনপদগুলোই ছিল আমাদের বর্তমান বাংলার প্রাচীন রূপ। তাই আমাদের নিজেদের অতীত সম্পর্কে জানতেই প্রাচীন নি জনপদগুলোর পরিচয় জানা প্রয়োজন ।

প্রশ্ন-৬. গৌড় জনপদের বিবরণ দাও। 

[ব. বো. ২১] 

উত্তর: প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি সুপরিচিত জনপদ হলো গৌড় ।‘গৌড়' নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদ গড়ে উঠেছিল তা জানা যায় না। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায় । সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এ সময়গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো ।

প্রশ্ন- ৭. কীভাবে 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল? ব্যাখ্যা করো।

[ব. বো. ২২: নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে 'বঙ্গ' নামে একটি জনপদ গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে. 'বঙ্গ' নামে একটি জাতি বাস করতো। তাই জনপদটি পরিচিত হয় 'বঙ্গ' নামে। আর এই 'বঙ্গ' থেকেই 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. বাংলাদেশে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে কেন?

[য. বো, ২৩; রা. বো. ২১]
(ক) নদীমাতৃক দেশ
(খ) আবহাওয়া চরমভাবাপন্ন
(গ) অন্য পেশা অলাভজনক
(ঘ) ভূমির উর্বরতা
উত্তর : ঘ

২. জনপদ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?

[ঢা. বো., ২২ বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম]
(ক) সমভূমি
(খ) উপকূলীয় এলাকা
(গ) লোকালয়
(ঘ) পাহাড়ী অঞ্চল
উত্তর : গ

৩. কর্ণসুবর্ণ কোন জনপদের রাজধানী ছিল?

[কু. বো. ২১ য, বো. ১৯ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
(ক) গৌড় 
(খ) বঙ্গ
(গ) পুণ্ড্র
(ঘ) হরিকেল
উত্তর : ক

৪. গৌড়ের রাজধানী কোথায় ছিল? 

[য. বো. ১৯]
(ক) মেদিনীপুর
(খ) কর্ণসুবর্ণ
(গ) আসাম
(ঘ) কনৌজ
উত্তর : খ

৫. গৌড়ের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

[ব. বো. ২০: চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ]
(ক) সমুদ্রগুপ্ত
(খ) অশোক
(গ) শশাংক
(ঘ) চন্দ্রগুপ্ত
উত্তর : গ

৬. নিচের চার্টের ‘?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?

[সি. বো, '২৩: ম. বো. ২২]
(ক) তাম্রলিপ্ত
(খ) সমতট
(গ) বঙ্গ
(ঘ) চন্দ্রদ্বীপ
উত্তর : গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রিয়ার দাদার বাড়ি ঢাকার বিক্রমপুরে। রিয়া সেখানে প্রাচীনকালের অনেক নিদর্শন দেখতে পায়। 
তার মধ্যে শিলালিপিগুলো দেখে সে মুগ্ধ হয়। এসব শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নাম দুটি অঙ্কিত ছিল। 
[ব. বো. ২২]

৭. রিয়ার দেখা নিদর্শনগুলো প্রাচীন কোন জনপদের ইঙ্গিত বহন করে?

(ক) গৌড়
(খ) সমতট
(গ) বঙ্গ
(ঘ) হরিকেল
উত্তর : গ

৮. উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ, কারণ—

i. এটি শক্তিশালী জনপদ বলে 
ii. বাঙালি জাতির উৎপত্তি বলে 
iii. নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বলে 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

৯. মহাস্থানগড়ের পূর্বনাম কী? 

[রা. বো. ২৩, ম. বো. ২০: ব. বো. ১৯, হাটহাজারী
পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ] 
(ক) বঙ্গ
(খ) গৌড়
(গ) সমতট
(ঘ) পুণ্ড্র
উত্তর : ঘ

১০. বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল কোনটি?

[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
(ক) হরিকেল 
(খ) তাম্রলিপ্ত
(গ) চন্দ্রদ্বীপ
(ঘ) পুণ্ড্র
উত্তর : ঘ

১১. প্রাচীনকালে তাম্রলিপ্ত নৌ-বাণিজ্যের কেন্দ্র ছিল, কারণ তাম্রলিপ্ত ছিল— 

[সকল বোর্ড ১৫; বরিশাল জিলা স্কুল ] 
i. নৌ-চলাচলের জন্য আদর্শ বন্দর
ii. নদীর তীরে অবস্থিত
iii. রপ্তানিমুখী পণ্যের উৎপাদন কেন্দ্র 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ
উদ্দীপকটি পড়ো এবং ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। 
[রা. বো. ১৯]

১২. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?   

(ক) গৌড়
(খ) হরিকেল
(গ) সমতট
(ঘ) পুণ্ড
উত্তর : গ

১৩. সবচেয়ে ক্ষুদ্র জনপদ কোনটি? 

[ঢা. বো. ২২: ম. বো. ২১]
(ক) হরিকেল
(খ) গৌড়
(গ) চন্দ্রদ্বীপ
(ঘ) সমতট
উত্তর : গ

১৪. চন্দ্রদ্বীপের অবস্থান কোথায় ছিল?

[রা. বো. ২৩; ব. বো. ২১]
i. বরিশাল জেলায়
ii. বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে
iii. বরেন্দ্র অঞ্চলের পশ্চিমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৪ ।

সৃজনশীল প্রশ্ন

১. শিক্ষক ক্লাসে একটি প্রাচীন জনপদ সম্পর্কে আলোচনা করেন । ইতিহাসে এই জনপদের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়। 
ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। 
[যশোর বোর্ড, ২০২৩]
ক. বরেন্দ্র জনপদ কাকে বলে?
খ. প্রাচীন জনপদগুলোর পরিচয় জানা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে কোন জনপদকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
ঘ. উক্ত জনপদ থেকেই একটি জাতির উৎপত্তি ঘটেছিল— বিশ্লেষণ করো।
২.


[বরিশাল বোর্ড, ২০২৩]
ক. সমতট জনপদের রাজধানী কোথায় ছিল?
খ. ভৌগোলিক পরিবেশ জনজীবনকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো ।
গ. তথ্যচিত্র-১ এর (?) স্থান যে জনপদকে ইঙ্গিত করে— উক্ত জনপদের বর্ণনা দাও।
ঘ. “তথ্যচিত্র-২ এর (?) স্থানের জনপদটিই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ” – উক্তিটি বিশ্লেষণ করো।
৩. মৌমিতা বাবার সাথে সিলেটের জাফলং বেড়াতে যায়। প্রতিবছর বহু পর্যটক সিলেটের 
এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। সে পরবর্তীকালে বগুড়ার মহাস্থানগড়ও ঘুরে আসে।
[দিনাজপুর বোর্ড ২০২২, ময়মনসিংহ বোর্ড ২০২১]
ক. জনপদ কী?
খ. শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত মৌমিতা প্রথম যেখানে বেড়াতে যায় তা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে মৌমিতা পরবর্তীকালে যেখানে ঘুরতে যায় তা ছিল প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ বিশ্লেষণ করো।
৪. লিনু দয়ারামপুরে শিক্ষা সফরে যায়। সেখানে গিয়ে জানতে পারে রিশুল নামে এক জাতি একটি জনপদ গড়ে তুলেছিল। 
তাদের রাজধানীর নাম ছিল রিশুলনগর। রিশুলনগরই ছিল প্রাচীন ও সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা প্রাচীনতম 
প্রস্তর লিপি এই নগরেই পাওয়া যায়।
ক. জনপদ কাকে বলে?
খ. বাংলাদেশের মানুষ কেন সংগ্রামী?
গ. দয়ারামপুরের রিশুল জাতির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন জাতির মিল রয়েছে? ব্যাখ্যা করো
ঘ. তুমি কি মনে কর, রিশুলনগর জনপদ পুণ্ড্র জনপদের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তরের সপক্ষে মতামত দাও ।


সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ২,৩,৪ ।         

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url