এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র অধ্যায়-১ হিসাববিজ্ঞান পরিচিতি সাজেশন

অধ্যায়-১ হিসাববিজ্ঞান পরিচিতি

Introduction to Accounting Suggestion

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন

১.বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০,০০০ টাকা এবং দায় ছিল ৫,০০,০০০ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা দায় হ্রাস পায় ১,৫০,০০০ টাকা। টিক বছরে আয় ২০,০০,০০০ টাকা, ব্যয় ১২,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩,০০,০০০ টাকা ছিল। বছর শেষে সম্পদের পরিমাণ কত হবে ? 

[ফারি ২০২১-২২]

ক. ৫,০০,০০০ টাকা 

খ. ৮,৫০,০০০ টাকা 

গ. ১৩,৫০,০০০ টাকা

ঘ. ১৬,৫০,০০০ টাকা

উ: গ

২.২০২০ সালে রাসনা কোম্পানির সম্পত্তি ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১,০০,০০০ টাকা বেড়েছে। ফলশ্রুতিতে মালিকানা -

 [তনি ২০২০-21]

ক. ১,৭০,০০০ টাকা বেড়েছে 

খ. ১,৭০,০০০ টাকা কমেছে 

গ. ৩০,০০০ টাকা বেড়েছে

 ঘ. ৩০,০০০ টাকা কমেছে 

উ: খ

৩. আলিফ কোম্পানি ১০,০০০ টাকার অফিস আসবাবপত্র স্বল্পমেয়াদি অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে। আলিফ কোম্পানির হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? 

[ঢাবি ২০২০-২১]

ক. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস

 খ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি 

গ. সম্পদ ও দায় উভয়ই বৃদ্ধি 

ঘ. সম্পদ ও দায় উভয়ই হ্রাস 

উ:গ

৪. নিচের কোন সমীকরণটি সঠিক নয়?

 [ ঢাবি ২০১৯-২০]

ক. A=L+O/E 

খ. A- L = O/E 

গ. A=OE 

ঘ. A + O / E = L

উ: ঘ

৫. নিম্নলিখিত কোনো কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়ে থাকে?

[ জবি ২০১৮-১৯]

 ক. খরচ ও দায় বৃদ্ধি পেলে

 খ. খরচ ও উত্তোলন বৃদ্ধি পেলে 

গ. আয় ও মূলধন কমে গেলে 

ঘ. আয় ও মূলধন বৃদ্ধি পেলে

উ: ঘ

৬. ২০১৭ আর্থিক বছরে কোম্পানির সম্পদ ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১,০০,০০০ টাকা কমেছে। কোম্পানির মালিকানা স্বত্ব কত? 

[জাবি ২০১৮-১৯]

ক. ৩০,০০০ টাকা কমবে

খ. ১,৩০,০০০ টাকা কমবে

 গ. ৩০,০০০ টাকা বাড়বে 

ঘ. ১,৩০,০০০ টাকা বাড়বে

উ: গ

৭.হিসাবের ডেবিট-ক্রেডিট রুলের বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক?

 [ছবি ২০১৭-১৮]

ক. সম্পদের বৃদ্ধি হলো ক্রেডিট

খ. দায়ের বৃদ্ধি হলো ডেবিট

গ. মালিকের মূলধন হ্রাস হলো ডেবিট

ঘ. খরচের বৃদ্ধি হলো ক্রেডিট

উ: গ

৮. কোন বিবৃতিটি সঠিক নয়? 

[ 2021-22]

ক. মুনাফা মূলধন বৃদ্ধি করে

খ. লোকসান মালিকানা স্বত্ব হ্রাস করে

গ. আয় মালিকানা স্বত্ব হ্রাস করে

ঘ. সম্পদ ও দায়ের পার্থক্যই হচ্ছে মালিকানা স্বত্ব

উ: গ

৯. কোন ঘটনা কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে?

 [ ননি 2021-22]

ক. নগদ বৃদ্ধি এবং ইক্যুইটি বৃদ্ধি

খ. নগদ হ্রাস ও ইক্যুইটি হ্রাস

গ. নগদ বৃদ্ধি এবং বিবিধ দেনাদার হ্রাস

ঘ. নগদ ও বিবিধ পাওনাদার হ্রাস

উ: গ

১০. যেসব হিসাবে সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে, তা হলো—

ক. সম্পদ, ব্যয় এবং আয়

খ. সম্পদ, ব্যয় এবং পরিশোধিত মূলধন

গ. সম্পদ, দায় এবং লভ্যাংশ

ঘ. সম্পদ, বয় এবং লভ্যাংশ

উ: ঘ

১১. দেনাদারের কাছ থেকে ৫,০০০ টাকা আদায় করা হলো। এই লেনদেনে হিসাব সমীকরণে যে পরিবর্তন হবে—

[ রাবি ২০১৭-১৮]

ক. সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস 

খ. সম্পদ বৃদ্ধি ও মূলধন বৃদ্ধি

 গ. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস

 ঘ. মূলধন বৃদ্ধি ও দায় হ্রাস 

উ: ক

১২. নিম্নের যে হিসাবটি একটি অস্থায়ী হিসাব— 

[রাবি ২০১৮-১৯]

ক.অনাদায়ী দেনা

খ. অগ্রিম ব্যয় 

গ.অবচয় সঞ্চিতি

ঘ. হাতে নগদ

উ: ক

১৩. ঘটনা না হয়েও লেনদেন কোনটি?

[রাবি ২০১৮-১৯]

ক. কারবারি বাট্টা

খ. পরিচালক নিয়োগ

গ. কুঋণ সঞ্চিতি

 ঘ. কোনোটিই নয়

উ: গ

১৪.বছরের শুরুতে মালিকানা স্বত্ব ও মোট সম্পত্তি ছিল যথাক্রমে ৩৩,৪০০ টাকা ও ৮০,৫০০ টাকা। ঐ বছরে সম্পত্তি ৫০% বেড়ে গেল এবং দায় ৬০% কমে গেল। বছরের শেষে মালিকানা স্বত্ব কত? 

[রাবি ২০১৮-১৯]

ক. ৪৫,৩৯০ টাকা

খ. ৯২,৪৯০ টাকা

গ. ১,০১,৯১০ টাকা

ঘ. ৩,৮৩,৬৬০ টাকা

উ: গ

১৫. লভ্যাংশ বাবদ বোনাস শেয়ার ইস্যু করা হলে-

 [জবি ২০১৮-১৯]  

ক. মালিকানা স্বত্ব বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায় 

খ. মালিকানা স্বত্ব বৃদ্ধিও হ্রাস পায় 

গ. মালিকানা স্বত্ব ও দায় হ্রাস পায় 

ঘ. মালিকানা স্বত্ব ও সম্পদ বৃদ্ধি পায়

উ:খ


আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url