BUP ভর্তি আবেদন তথ্য- ২০২৫-২৬

 BUP Admission Notice (HSC-25)

BUP এর সংশোধিত সার্কুলার এ ফার্মেসি সাবজেক্ট যুক্ত করা হয়েছে এবং আবেদনের সময় বর্ধিত করা হয়েছে...
  •  যারা বিজ্ঞান ইউনিট (FST,FOE) এ এপ্লাই করেছো তারা নিজস্ব প্রোফাইলে লগইন করে নতুনভাবে ফার্মেসি সাবজেক্ট যুক্ত করতে পারবে এবং priority list নতুনভাবে সাজাতে পারবে।
  • কোনো টাকা পেমেন্ট করতে হবে না
  •  ফার্মেসি এর জন্য এলিজিবল হতে ভর্তি পরীক্ষায় অবশ্যই জীববিজ্ঞান বিষয় উত্তর করতে হবে।

বিইউপি বিজ্ঞান ইউনিটে কোনটি দাগালে কী সাবজেক্ট পাবে তার বর্ণনা -


  • পদার্থ- ২০, রসায়ন- ২০ 
  • গণিত-২০,  জীববিজ্ঞান-২০
(যেকোনো ৩টি সাবজেক্ট উত্তর করতে হবে)
  • পদার্থ, রসায়ন, গণিত দাগালে
  • ICE & CSE সাবজেক্ট পাওয়া যাবে 
  • গণিত, জীববিজ্ঞান, পদার্থ /রসায়ন দাগালে ICE, CSE, Pharmacy & ES
  • পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান দাগালে Pharmacy & ES

Pdf ডাউনলোড করুন-BUP

এইচএসসি বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৫

আবেদনের সময়কালঃ

  • আবেদন শুরুঃ ১০ নভেম্বর
  • আবেদন শেষঃ ৩০ নভেম্বর

ভর্তি পরীক্ষাঃ

  • FBS Unit : ৯ জানুয়ারি, ২০২৬
  • FASS Unit : ১০ জানুয়ারি, ২০২৬
  • FST Unit : ১৭ জানুয়ারি, ২০২৬
  • FSSS Unit : ১৭ জানুয়ারি, ২০২৬

বিইউপি – FST, FOE ও FMS কম্বাইন্ড ইউনিটের মানবন্টন ও বিষয়ভিত্তিক যোগ্যতা (২০২৫-২৬)

মানবন্টন (Total Marks: 60)  

  • পদার্থবিজ্ঞান – ২০  
  • রসায়ন – ২০  
  • গণিত – ২০  
  • জীববিজ্ঞান – ২০  
যেকোনো তিনটি বিষয়ের উত্তর দিতে হবে। তবে উত্তর দেওয়া বিষয় অনুসারে সাবজেক্ট নির্বাচনের যোগ্যতা নির্ধারিত হবে:

1. পদার্থ + রসায়ন + গণিত  
  • FST ও FOE ইউনিটে আবেদন করা যাবে।

2. পদার্থ + রসায়ন + জীববিজ্ঞান
  • FST (Environmental Science)  
  • FMS (Pharmacy) – এই দুটি সাবজেক্টের জন্য যোগ্যতা থাকবে।

3. পদার্থ/রসায়ন (যেকোনো একটি) + জীববিজ্ঞান + গণিত  
  • FST, FOE ও FMS – তিনটি ইউনিটের সব সাবজেক্টে আবেদনযোগ্য।

আবেদনের লিংকঃ

www.bup.edu.bd




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url