BUET ভর্তি আবেদন তথ্য- ২০২৫-২৬
BUET Admission Prospectus (HSC-25)
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদন শুরুঃ১৬ নভেম্বর (সকাল ১০টা)
- আবেদন শেষঃ ২ ডিসেম্বর (বিকাল ৩ টা)
- আবেদন ফি প্রদানের শেষ সময়ঃ ৪ ডিসেম্বর (বিকাল ৩ টা)
- যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১৭ ডিসেম্বর
- ভর্তি পরীক্ষাঃ ১০ জানুয়ারি, ২০২৬
আবেদন যোগ্যতাঃ
- (PCM)পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত - প্রতিটিতে নূন্যতম গ্রেড পয়েন্ট ৫ পেতে হবে ।
- সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে বাছাই করে ১০,০০০ জন পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে।
আবেদন ফিঃ
- "ক" গ্রুপ : ১৩০০ টাকা (Engineering)
- "খ" গ্রুপ : ১৫০০ টাকা (Engi. + Arch.)
আবেদনের লিংকঃ
https://www.buet.ac.bd/web/#/ugAdmission/1- পরীক্ষা কেন্দ্রঃ বুয়েট ক্যাম্পাস
- সেকেন্ড টাইমঃ নেই
- আসনঃ ১৩০৫ টি
মানবন্টনঃ
- গ্রুপঃ 'ক' (ইঞ্জিনিয়ারিং) গ্রুপঃ উচ্চতর গণিত - ২০০, রসায়ন - ২০০, পদার্থবিজ্ঞান - ২০০ (মোট - ৬০০ মার্ক, সময় - ৩ ঘন্টা)
- গ্রুপঃ 'খ' (ইঞ্জিনিয়ারিং + আর্কিটেকচার) গ্রুপঃ ক গ্রুপ + মুক্তহস্ত অংকন -৩, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি - ৪ (মোট - ১০০০ মার্ক, সময় - ৪ ঘন্টা ৩০ মিনিট)


অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url