কাজ,ক্ষমতা ও শক্তি সাজেশন

 অধ্যায় ৪ কাজ, ক্ষমতা ও শক্তি

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



MCQ টপ টিপস

  • শক্তির সবচেয়ে সাধারণ রূপ – যান্ত্রিক শক্তি 
  • পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কীরূপে প্রকাশ পায় – তাপশক্তি 
  • ক্ষমতার মাত্রা –[ML²T⁻³]
  • সৌর শক্তি দিয়ে তৈরি করা যায় – বিদ্যুৎ 
  • অনবায়ন যোগ্য – নিউক্লিয় শক্তি।
  • কাজের মাত্রা - [ML²T⁻²]
  •  শক্তির মাত্রা-[ML²T⁻²]

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১.বিভব শক্তি কাকে বলে? 

উত্তর: পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু যে শক্তি প্রাপ্ত হয় তাকে বস্তুর বিভবশক্তি বলে।

২.গতিশক্তি কাকে বলে? 

উত্তর: কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।

৩.বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলতে কী বোঝায়? 

উত্তর : যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে।

৪. কাজ কাকে বলে? 

 উত্তর: কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফল হলো কাজ।

৫. ক্ষমতা কী?

উত্তর: কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে
ক্ষমতা বলে।

৬. কর্মদক্ষতা কাকে বলে?

উত্তর: কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে ।

৭. এক জুল কাকে বলে?

উত্তর: কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি | বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক ভুল বলে ।

৮. শক্তির সংরক্ষণশীলতা নীতিটি লিখ।

উত্তর: শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের | মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।

অনুধাবনমূলক প্রশ্ন

  • ১.কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর কেন? ব্যাখ্যা কর।
  • ২. ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
  • ৩. কোনো বস্তুর বিভব শক্তি 60J বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
  • ৪.250J কাজ বলতে কী বুঝায়? 
  • ৫. সভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো। 
  • ৬. বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসাবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
  • ৭. বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন?- ব্যাখ্যা করো। 
  • ৮.গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না- ব্যাখ্যা করো। 
  • ৯.শক্তি ও কাজের একক অভিন্ন কেন? ব্যাখ্যা করো। 

সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১ কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর : কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো :

কাজ

১. কাজকে W দ্বারা প্রকাশ করা হয়।
২. কাজের একক জুল (J)।
৩. কাজের মাত্রা [ML²T⁻²]।
৪. কাজ পরিমাপে সময়ের প্রয়োজন হয় না।

ক্ষমতা

১. ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
২. ক্ষমতার একক ওয়াট (Watt)।
৩. ক্ষমতার মাত্রা [MLT ]।
৪. ক্ষমতা পরিমাপে সময়ের প্রয়োজন হয়।

প্রশ্ন ২ বল প্রয়োগ করা সত্ত্বেও কাজ শূন্য হতে পারে ব্যাখ্যা কর।

উত্তর : আমরা জানি, কাজ = বল × বলের দিকে সরণের উপাংশ। 
সুতরাং বল প্রয়োগ করা সত্ত্বেও যদি সরণ না ঘটে, বা ঘটলেও বলের দিকে সরণের উপাংশ শূন্য হয়, তাহলে কৃতকাজ শূন্য হবে।
 যেমন : মহাশূন্য যানের ওপর অভিকর্ষ বল ক্রিয়া করা সত্ত্বেও সর্বদা এর সরণ ঘটে বলের লম্ব দিকে, তাই এক্ষেত্রেও বলের দিকে সরণের উপাংশ শূন্য হওয়ায় কোনো কাজ সম্পন্ন হয় না।

প্রশ্ন ৩. এক অশ্ব ক্ষমতা বলতে কী বোঝায়?

উত্তর : অশ্ব ক্ষমতা হলো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক এককের নাম। কোনো যন্ত্র বা ব্যক্তি 550 পাউন্ড ভরসম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্বভাবে 1 সেকেন্ডে ৷
 ফুট তুলতে পারলে তার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বলে। 
অশ্ব ক্ষাতাকে সাধারণত HP (Horse Power) দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন ৪ কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 MW বলতে কী বোঝায়?

উত্তর : কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 MW বলতে বোঝায় ঐ পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে 200000000 J তড়িৎ শক্তি সরবরাহ করছে।

প্রশ্ন ৫. বিভব শক্তি বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে— ব্যাখ্যা কর।

উত্তর : m ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় ওঠাতে কৃতকাজই হচ্ছে বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাপ। 
আমরা জানি,
 বিভব শক্তি = বস্তুর ওজন × উচ্চতা
E = mg x h ---(i)
অর্থাৎ বিভব শক্তি=বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ × উচ্চতা। 
সমীকরণ থেকে দেখা যায়, উচ্চতা যত বেশি হবে বস্তুর বিভব শক্তিও তত বেশি হবে। অতএব, আমরা বলতে পারি, বিভব শক্তি বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে।

প্রশ্ন ৬ স্প্রিংকে সংকুচিত করলে এটি কী ধরনের শক্তি অর্জন করে? ব্যাখ্যা কর।

উত্তর : স্প্রিংকে সংকুচিত করলে এটি স্বাভাবিক অবস্থা হতে পরিবর্তিত অবস্থায় আসে এবং এ পরিবর্তনের ফলে এটি বিভব শক্তি অর্জন করে। এক্ষেত্রে স্প্রিংটিতে সঞ্চিত বিভব শক্তি দৃশ্যমান বা অনুমানযোগ্য না হলেও এ শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে বা এ শক্তির দ্বারা স্প্রিটি সমপরিমাণ কাজও করতে সক্ষম।

প্রশ্ন ৭ বায়োমাস শক্তি বলতে কী বোঝ- ব্যাখ্যা কর ।

 উত্তর : বায়োমাস বলতে সেসব জৈব পদার্থকে বোঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়।
 সৌরশক্তির একটি ক্ষুদ্র ভগ্নাংশ সবুজ গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। মানুষসহ অনেক প্রাণী খাদ্য হিসেবে এগুলো গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তরিত করে জীবনের কর্মকাণ্ড সচল রাখে। 
জৈব পদার্থসমূহ যাদেরকে বায়োমাস শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে গাছপালা, জ্বালানি কাঠ, কাঠের বর্জ্য, শস্য, ধানের তুষ ও গুঁড়া, লতাপাতা, পশুপাখির মল,
পৌর বর্জ্য ইত্যাদি

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। কাজের একক কোনটি? 

(ক)Nm (খ)Nm-1 (গ) NS(ঘ) kgms-1
উ: ক 

২। বল ও সরণ ভেক্টর রাশিদ্বয়ের স্কেলার গুণফল কী? 

(ক)ত্বরণ (খ)কাজ (গ)ক্ষমতা (ঘ)শক্তি 
উ:খ 

৩। বল ও সরণ এর মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূণ্য হবে?

(ক)০ (খ)১৮০ (গ)৯০  (ঘ) -১৮০ 
উ: গ

৪। কাজের মাত্রা  কোনটি? 

(ক) [MLT-2](খ)  [ML2T-2] (গ)  [MLT-3] (ঘ)  [MLT-1]
উ:খ 

৫। 1j=?

(ক)1Nkg (খ)1N/m (গ)1NC (ঘ)1Nm 
উ: ঘ

৬। 1KWh=কত j?

(ক) 3.6x10^5 (খ) 3.6x10^6  (গ) 3.6x10^7  (ঘ) 3.6x10^8 
উ: খ 

৭। 10MeV=কত j?

(ক) 1.6x10^-19 (খ) 3.2x10^-19  (গ) 1.6x10^-12  (ঘ) 1.6x10^-11 
উ: গ 
উ: 

৮। শক্তির মাত্রা  কোনটি? 

(ক) [ML2T-1](খ)  [ML2T-2] (গ)  [MLT-3] (ঘ)  [MLT-1]
উ:খ  

৯। শক্তির রুপ কয়টি? 

(ক)৩ (খ)৬ (গ)৯ (ঘ)১১ 
উ:গ

 শক্তির রুপ মনে রাখার উপায় ”সৌযা রানি চৌআতে শবি”

১০।1MW=?W 

(ক) 1x10^6 (খ) 1x10^-6  (গ) 1.6x10^-6  (ঘ) 1.6x10^-11 
উ: ক

১১। 200MeV=কত j?

(ক) 1.6x10^-19 (খ) 3.2x10^-11  (গ) 1.6x10^-12  (ঘ) 1.6x10^-11 
উ: খ

১২। শক্তির উৎস কয় প্রকার?

(ক)2 (খ)4 (গ)1 (ঘ)3 
উ:ক 

১৩। কোন বস্তুর উপর 1N বল প্রয়োগে বস্তুর  1m সরণ হলে বল দ্বারা কৃতকাজ কত ?

(ক) 1জুল    (খ) 2 জুল   (গ) 3জুল   (ঘ) 4 জুল
উ: ক

১৪। একটি মসৃণ তলে 10 kg ভরের একটি বস্তু উপরের দিকে 10m দূরত্ব অতিক্রম করল। অভিকর্ষ বল দ্বারা সাধিন কাজের পরিমান কত ?

(ক) 9800J  (খ) 98J  (গ) 980J  (ঘ) 100KGM
উ: গ

১৫। 1kWh=কত জুল ?

(ক) 3.6x10^5  (খ) 3.6x10^6  (গ) 3.6x10^7  (ঘ) 3.6x10^8
উ:খ

১৬। 10MeV=কত জুল ?

(ক) 1.6x10-19j  (খ) 3.2x10-19j  (গ) 1.6x10-12j  (ঘ) 1.6x10-11j
উ: গ

১৭। যান্ত্রিক শক্তি কত প্রকার ?

(ক) 2  (খ) 3  (গ) 4  (ঘ) 7
উ: ক

১৮। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে--

(ক) যান্ত্রিক শক্তি   (খ) শব্দ শক্তি 
(গ) বিদ্যুৎ শাক্ত     (ঘ) তাপশক্তি
উ: ক

১৯। একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন 
শক্তি জমা থাকে ?

(ক) গতি শক্তি  (খ) বিভব শক্তি  
(গ) তাপ শক্তি   (ঘ) রাসায়নিক শক্তি
উ: খ

২০। কোন শর্তে কোন বস্তুর গতিশক্তি 16গুণ হবে ?

(ক) ভর দ্বিগুণ,বেগ দ্বিগুণ            (খ) ভর আটগুণ,বেগ অর্ধেক 
(গ) ভর চারগুণ,বেগ অপরিবর্তিত  (ঘ) ভর অপরিবর্তিত,বেগ চারগুণ
উ: ঘ

২১। 60kg ভরের একজন দৌড়বিদে 12.5sec এ 100m দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত জুল হবে ?

(ক) 240  (খ) 280  (গ) 1920  (ঘ) 3840
উ: গ

২২। 70kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715j  হলে, তার বেগ কত ?

(ক) 201.5ms-1  (খ) 0.215ms-1
(গ) 7ms-1          (ঘ) 0.7ms-1
উ: গ

২৩।2kg ভরের কোনো বস্তুর বেগ 3ms-1  থেকে 6ms-1  করা হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে ?

(ক) 27j  (খ) 9j   (গ) 36j   (ঘ) 18j
উ: j

২৪। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4  গুণ করলে বেগ কত গুণ হবে ?

(ক) 1/4    (খ) 1/2  (গ) 2   (ঘ) 16
উ: গ

২৫। 5kg ভরের একটি বস্তুকে 50m  উচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হল।ভূমিতে স্পর্শ করার আগে মুহূর্তে গতিশক্তি কত হবে ?

(ক) 245j   (খ) 845j   (গ) 1225j   (ঘ) 2450j
উ: ঘ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url