পদার্থের গঠন সাজেশন

রসায়ন  আপডেট সাজেশন-2026

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 

MCQ টপ টিপস

  • আয়োডিন – ঊর্ধ্বপাতিত পদার্থ [ঢাকা বোর্ড ২০২৫]
  • Mn – অবস্থান্তর মৌল [রাজশাহী বোর্ড ২০২৫]
  • Fe3+ আয়নের ‘M’ শেলের ইলেকট্রন সংখ্যা – 13 [রাজশাহী বোর্ড ২০২৪, ঢাকা বোর্ড ২০২৩] 
  •  একটি পরমাণুর ভর 3.16 ×10-23 g এর আপেক্ষিক পারমাণবিক ভর – 19 [যশোর বোর্ড ২০২৪] 10-23] 
  • ১ম ইলেকট্রনের ভর – 9.11 × 10-28 g [কুমিল্লা বোর্ড ২০২৪]
  •  ল্যাবে প্রস্তুত করা হয় হাইড্রোজেনের 4টি আইসোটোপ [ময়মনসিংহ বোর্ড ২০২৩]
  • বোর পরমাণু মডেল দেয়া হয়েছিল – 1913 সালে [যশোর বোর্ড ২০২৪]|
  • হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় – 238 Pu [চ. বো. ১৯; রা. বো. ১৫, য. বো. ১৫; ব. বো. ১৫]
  • হাইড্রোজেনের আইসোটোপ – ৭টি [ঢাকা বোর্ড ২০১৯]
  • পটাসিয়ামের পারমাণবিক সংখ্যা – 39 [রাজশাহী বোর্ড ২০২০]
  • রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় – ১৯১১ সালে [ঢাকা বোর্ড ২০২০]

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

১. আইসোটোপ কাকে বলে? 

[ঢা. বো. ২৫; দি. বো. ২৪, ১৭; কু. বো. ২৪, ১৯; সকল বোর্ড ১৮; ব. বো. ১৭; ]
উত্তর : বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয় ।

২. অরবিট কাকে বলে? 

[রাজশাহী বোর্ড ২৩; কু. বো. ১৯; দি. বো. ১৭]
উত্তর : নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ আবর্তন করে তাকে অরবিট বলে ।

৩. প্রতীক কী? [কু. বো. ১৭]

উত্তর: কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলা হয় ।

৪. পটাশিয়ামের ল্যাটিন নাম কী?

 [সিলেট বোর্ড ২০২৪; ব. বো. ১৭]
উত্তর : পটাসিয়ামের ল্যাটিন নাম হলো Kalium ।

৫. নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? 

[দি. বো. ১৯; চ. য. বো. ১৭] 
উত্তর : পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউকিয়ন সংখ্যা বলে।

৬. নীলস্ বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন । 

[ব. বো. ১৭]
 উত্তর: নীলস্ বোর ১৯১৩ সালে পরমাণুর মডেল প্রদান করেন।

 ৭. পরমাণুর গঠন ব্যাখ্যা করতে কোনটি ব্যবহৃত হয়? 

উত্তর: পরমাণুর গঠন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় কোয়ান্টাম মেকানিক্স।

 ৮. তেজস্ক্রিয়তা কী?

উত্তর: কোনো পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে ।

৯. পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? 

উত্তর: পৃথিবীর বয়স নির্ধারণে 14C আইসোটোপ ব্যবহৃত হয়। | 

১০. তেজস্ক্রিয় আইসোটোপ কী? 

উত্তর : নিউক্লিয়ার বিক্রিয়ায় বিভিন্ন কণা যেমন a, B ও বিকিরণের মাধ্যমে যে আইসোটোপ তৈরি হয়, তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে ।

অনুধাবনমূলক প্রশ্ন

  1. ১. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ। [কুমিল্লা বোর্ড ২০২৫।
  2. ২. অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড়- ব্যাখ্যা কর। [রাজশাহী বোর্ড ২০২৫
  3. ৩. আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন? ব্যাখ্যা কর। [দিনাজপুর বোর্ড ২০২৫]
  4. ৪. সোডিয়ামের ভরসংখ্যা 23 বলতে কী বুঝায়? [সিলেট বোর্ড ২০২৪।
  5. ৫. কৃষিক্ষেত্রে ফসফরাসের আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা করো। 
  6. ৬. তেজস্ক্রিয়তা পদার্থের নিউক্লিয় ধর্ম— ব্যাখ্যা করো।
  7. ৭. কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন?
  8. ৮. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বুঝিয়ে দাও। 
  9. ৯. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়? 
  10. ১০. রাদারফোর্ড পরমাণু মডেলের মূল ত্রুটি লেখো।
  11. ১১. অরবিট ও অরবিটাল বলতে কী বোঝ? 
  12. ১২. ক্লোরিনের আইসোটোপ ব্যাখ্যা করো। 
  13. ১৩.39K+19ও 35 CI17-1 সংকেতটির তাৎপর্য লেখো।
  14. ১৪. পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার পার্থক্য কী?
  15. ১৫. আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করো।
  16. ১৬. তৃতীয় শক্তিস্তরে 'f' অরবিটাল থাকে না কেন? 

সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১. পরমাণুর কোন কোন অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে?

উত্তর : পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। আর ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে চারদিকে ঘুরতে থাকে। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক ও নিউট্রন চার্জ নিরপেক্ষ কণা। স্বাভাবিক অবস্থায় প্রত্যেক পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।

প্রশ্ন ২ পারমাণবিক সংখ্যাকে মৌলের পরিচয় বলা হয় কেন?

উত্তর : পারমাণবিক সংখ্যা হলো, একটি নির্দিষ্ট সংখ্যা যা ঐ মৌলের পরমাণুতে বিদ্যমান প্রোটনের সংখ্যা। এটি ঐ মৌলের নিজস্ব ও স্বতন্ত্র ধর্ম যা অন্য কোনো মৌলের থাকে না বলেই একে মৌলের পরিচয় বলা হয়।
মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের মূল ধর্মের পরিবর্তন হয়। ফলে ওই মৌলের পরমাণু নতুন ধর্মবিশিষ্ট অন্য একটি মৌলের পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ দুটি বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো সমান হয় না। এজন্য পারমাণবিক সংখ্যাকে মৌলের পরিচয় বলা হয় ।

প্রশ্ন ৩ ভরসংখ্যা সব সময় একটি পূর্ণ সংখ্যা হয় কেন?

উত্তর : আমরা জানি, ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যস্থ প্রোটন এবং নিউট্রন অবিভাজ্য। কাজেই পরমাণুর মধ্যে প্রোটন ও নিউট্রনের সমষ্টি কখনো ভগ্নাংশ হতে পারে না। এরা সব সময় পূর্ণ সংখ্যায় নিউক্লিয়াসে বর্তমান থাকে। একটি প্রোটনের ভরসংখ্যা 1 এবং একটি নিউট্রনের ভর একটি প্রোটনের ভরের প্রায় সমান। এ কারণে ভর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না – সর্বদা পূর্ণসংখ্যা হয়।

প্রশ্ন ৪. পরমাণুতে আইসোটোপের উৎপত্তি হয় কেন?

উত্তর : কোনো মৌলের বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসে একই সংখ্যক প্রোটনের সঙ্গে ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য পরমাণুগুলোর ভর বিভিন্ন হয়। ফলে আইসোটোপের উৎপত্তি হয়। মৌলের আইসোটোপগুলোতে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন হয়।

প্রশ্ন ৫ ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন কর।

উত্তর : আমরা জানি,
ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
যেহেতু, প্রোটন সংখ্যা = পারমাণবিক সংখ্যা
সুতরাং ভরসংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা
অতএব,পারমাণবিক সংখ্যা=ভরসংখ্যা – নিউট্রন সংখ্যা
-এটাই ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক।

প্রশ্ন ৬. কার্বনের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা যথাক্রমে 6 এবং 12 হলে কার্বন পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা কর।

উত্তর : পারমাণবিক সংখ্যা=6
প্রোটন সংখ্যা=6
ইলেকট্রন সংখ্যা। যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা = 6, সুতরাং কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6। আবার নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা – পারমাণবিক সংখ্যা = 12 - 6 = 6।
যেহেতু পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। সুতরাং কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন থাকে। আবার কার্বন পরমাণুর মধ্যে 6টি ইলেকট্রন বর্তমান, কাজেই এ 6টি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে আবর্তন করে।

প্রশ্ন ৭. তেজস্ক্রিয় আইসোটোপের বহুমুখী ব্যবহার লিখ।

উত্তর : তেজস্ক্রিয় আইসোটোপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, শিল্পক্ষেত্রে, ধাতব পাত্রের পুরুত্ব পরিমাপে, বদ্ধপাত্রে তরলের উচ্চতা পরিমাপে, পাইপ লাইনের ছিদ্র অন্বেষণে প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। এছাড়া,ফসিল মমিসহ পৃথিবীর যাবতীয় বস্তুর বয়স, এমনকি পৃথিবীর  বয়স নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ ( 14C) ব্যবহৃত হয়।

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

1. নিচের কোনটি সঠিকভাবে ইলেকট্রনিক বিতরণের প্রতিনিধিত্ব করে Mg পরমাণু?

 (a) 3, 8, 1 
(b) 2, 8, 2
 (c) 1, 8, 3
(d)8,  2,  2
সঠিক উত্তর: 1. (b)

2. রাদারফোর্ডের 'আলফা (α) কণা বিচ্ছুরণ পরীক্ষা' এর ফলে আবিষ্কার-------

 (a) ইলেকট্রন 
(b) প্রোটন 
(c) পরমাণুর নিউক্লিয়াস 
(d) পারমাণবিক ভর
সঠিক উত্তর:2. (c)  

3. X মৌলটিতে ইলেকট্রনের সংখ্যা 15 এবং নিউট্রনের সংখ্যা  16. নিচের কোনটি উপাদানটির সঠিক উপস্থাপনা?

 a)  31
        15 X
 
(b) 31
       16 X
 
(c) 16
        1 5 X
 
(d) 15
       16 X

 সঠিক উত্তর: 3. (a)    

4. ডাল্টনের পারমাণবিক তত্ত্ব সফলভাবে ব্যাখ্যা করা হয়েছে ?

(i) ভর সংরক্ষণের আইন 
(ii) ধ্রুবক রচনার আইন 
(iii) তেজস্ক্রিয়তার আইন 
(iv) একাধিক অনুপাতের আইন
 (a) (i), (ii) এবং (iii) 
(b) (i), (iii) এবং (iv) 
(c) (ii), (iii) এবং (iv) 
(d) (i), (ii) এবং (iv)
 সঠিক উত্তর:  4. (d)   

5. রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক?

 (i) নিউক্লিয়াসকে ধনাত্মক চার্জযুক্ত হিসাবে বিবেচনা করে 
(ii) প্রতিষ্ঠিত যে α-কণাগুলি হাইড্রোজেনের চেয়ে চারগুণ ভারী পরমাণু 
(iii) সৌরজগতের সাথে তুলনা করা যেতে পারে
 (iv) থমসনের মডেলের সাথে একমত ছিল 
(a) (i) এবং (iii) 
(b) (ii) এবং (iii)
 (c) (i) এবং (iv) 
 (d) শুধুমাত্র (i)
 সঠিক উত্তর:5. (a)    

6. নিচের কোনটি একটি উপাদানের জন্য সত্য?

 (i) পারমাণবিক সংখ্যা = প্রোটনের সংখ্যা + ইলেকট্রনের সংখ্যা 
(ii) ভর সংখ্যা = প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা 
(iii) পারমাণবিক ভর = প্রোটনের সংখ্যা = নিউট্রনের সংখ্যা 
(iv) পারমাণবিক সংখ্যা = প্রোটন সংখ্যা = ইলেকট্রনের সংখ্যা 
(a) (i) এবং (ii) 
(b) (i) এবং (iii) 
(c) (ii) এবং (iii) 
(d) (ii) এবং (iv)
 সঠিক উত্তর: 6. (d)  

7. থমসনের পরমাণুর মডেলে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? 

(i) পরমাণুর ভর পরমাণুর উপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় 
(ii) ধনাত্মক চার্জটি পরমাণুর উপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় 
(iii) ইলেকট্রনগুলি সমানভাবে ধনাত্মক চার্জযুক্ত গোলকের মধ্যে বিতরণ করা হয়
 (iv) পরমাণুকে স্থিতিশীল করার জন্য ইলেকট্রন একে অপরকে আকর্ষণ করে 
(a) (i), (ii) এবং (iii) 
(b) (i) এবং (iii) 
(c) (i) এবং (iv) 
(d) (i), (iii) এবং (iv)
সঠিক উত্তর: 7. (a)   

 8. রাদারফোর্ডের α–কণা বিচ্ছুরণ পরীক্ষা তা দেখিয়েছে ---

(i) ইলেকট্রনের ঋণাত্মক চার্জ থাকে 
(ii) পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়
 (iii) নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান 
(iv) পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা 
উপরের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক?
 (a) (i) এবং (iii)
 (b) (ii) এবং (iv) 
(c) (i) এবং (iv) 
(d) (iii) এবং (iv)
 সঠিক উত্তর: 8. (b)   

9. একটি মৌলের আয়নে 3টি ধনাত্মক চার্জ থাকে। পরমাণুর ভর সংখ্যা হল 27 এবং নিউট্রনের সংখ্যা 14। ইলেকট্রনের সংখ্যা কত? আয়ন? 

(a) 13 
(b) 10 
(c) 14 
(d) 16
 সঠিক উত্তর: 9. (b)  

10. চিত্র 4.1 থেকে Mg2+ আয়ন সনাক্ত করুন যেখানে, n এবং p সংখ্যাটি উপস্থাপন করে যথাক্রমে নিউট্রন এবং প্রোটনের

সঠিক উত্তর: 10.(d) 

11. ইথাইল ইথানোয়েটের একটি নমুনায় (CH3COOC2H5) দুটি অক্সিজেন পরমাণু থাকে একই সংখ্যক ইলেকট্রন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন। কোনটির নিম্নলিখিত এটির সঠিক কারণ?

 (a) অক্সিজেনের একটি পরমাণু ইলেকট্রন অর্জন করেছে 
(b) অক্সিজেনের একটি পরমাণু দুটি নিউট্রন অর্জন করেছে 
(c) দুটি অক্সিজেন পরমাণু আইসোটোপ 
(d) দুটি অক্সিজেন পরমাণু হল আইসোবার।
সঠিক উত্তর:11.(c)

12. ভ্যালেন্সি 1 সহ উপাদানগুলি হল --

(ক) সর্বদা ধাতু 
(b) সর্বদা ধাতব পদার্থ 
(c) হয় ধাতু বা অধাতু 
(d) সর্বদা অধাতু 
 সঠিক উত্তর:12. (c)

13. একটি পরমাণুর প্রথম মডেলটি দিয়েছিলেন--

 (a) এন বোহর 
(b) ই. গোল্ডস্টেইন 
(c) রাদারফোর্ড
 (d) জে.জে. থমসন 
 সঠিক উত্তর:13. (d)    

14. 3টি প্রোটন এবং 4টি নিউট্রন সহ একটি পরমাণুর একটি ভ্যালেন্সি থাকবে ----

(a) 3
 (b) 7
 (গ) 1
 (d) 4 
 সঠিক উত্তর:14. (c)   

15. একটি অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রন বন্টন হয় --

(a) 2, 8, 3 

(b) 2, 8, 2 

(c) 8, 2, 3 

(d) 2, 3, 8 

 সঠিক উত্তর:  15. (a)    

16. চিত্র 4.2-এ নিচের কোনটি Bohr’s পরমাণুর মডেলের প্রতিনিধিত্ব করে না সঠিকভাবে?


 

 (a) (i) and (ii)
 (b) (ii) and (iii)
 (c) (ii) and (iv)
 (d) (i) and (iv)
 
 সঠিক উত্তর:16. (c) 

17. নিচের কোন উক্তিটি সর্বদা সঠিক? 

(a) একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। 
(b) একটি পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন এবং নিউট্রন থাকে। 
(c) একটি পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে। 
(d) একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে।
 সঠিক উত্তর: 17. (a) 

 18. বছরের পর বছর ধরে পারমাণবিক মডেল উন্নত করা হয়েছে। নিম্নলিখিত ব্যবস্থা করুন পারমাণবিক মডেলগুলি তাদের কালানুক্রমিক ক্রম অনুসারে ---

(i) রাদারফোর্ডের পারমাণবিক মডেল 
(ii) থমসনের পারমাণবিক মডেল 
(iii) বোহরের পারমাণবিক মডেল 
(a) (i), (ii) এবং (iii) 
(b) (ii), (iii) এবং (i) 
(c) (ii), (i) এবং (iii) 
(d) (iii), (ii) এবং (i)
 সঠিক উত্তর:18. (c)

19. অস্থিত আইসোটোপগুলো কয় ধরনের রশ্মি বিকিরণ করে ?

(a) ১ ধরনের (b) ২ ধরনের
(c) ৩ ধরনের (d) ৪ ধরনের
 সঠিক উত্তর:19. (c)

20. HCl এর আপেক্ষিক আনবিক ভর কত?

(a) ৩৫.৫   (b) ২ 
(c) ৩৬.৫  (d) ৭১
 সঠিক উত্তর:20. (c)

এসএসসি পদার্থের অবস্থা ৩য় অধ্যায়  জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  (ক ও খ )

এসএসসি পদার্থের গঠন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url