এসএসসি পদার্থের গঠন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )



ভিডিও ক্লাস: এস এস সি  পদার্থের গঠন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

 গুরুত্বপূর্ণ জ্ঞান মূলকপ্রশ্ন(ক ও খ )

১।পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?

 উঃ পৃথিবীর বয়স নির্ধরণে ১৪c আইসোটোপ ব্যবহৃত হয়।

২। আইসোটোপ কাকে বলে? 

উঃ যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান,কিন্তু ভরসংখ্যা ভিন্ন হয়,সে সব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে।

৩।প্রতিক কাকে বলে? 

উঃ মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতিক বলে।

৪। মৌলিক কণিকা কী? 

উঃ যে ক্ষুদ্রতম কণিকা দ্বারা পরমাণু গঠিত,তাদেরকে মৌলিক কণিকা বলে।

৫। পরমাণু কাকে বলে? 

উঃ মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে পরমাণু বলে।

৬। অণু কাকে বলে?  

উঃ যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না তাকে অণু বলে।

৭। মৌলিক পদার্থ কাকে বলে? 

উঃ যে পদার্থের বিশ্লেষণ করলে শুধুমাত্র একই ধরনের মৌল পাওয়া যায়, তাকে মৌল পদার্থ বলে।

৮। যৌগিক পদার্থ কাকে বলে? 

উঃ যে পদার্থের বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌল পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।

৯।পরমাণুর প্রধান কণিকা কয়টি?   

উঃ পরমাণুর প্রধান কণিকা ৩ টি।

১০। আণবিক ভর কাকে বলে?

 উঃ কোনো পদার্থের একটি অণুর ভর একটি কার্বণ-১২ পরমাণুর ভরের ১/১২  অংশের যত গুণ ভারী, সে সংখ্যাকে  সে পদার্থের আণবিক ভর বলে।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  পদার্থের গঠন ৩য়  অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url