এসএসসি পদার্থের অবস্থা ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )



ভিডিও ক্লাস: এস এস সি  রসায়নের ধারণা  ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

  গুরুত্বপূর্ণ জ্ঞান মূলক

১। গলন বলতে কী ?

   উঃ কোনো তাপমাত্রায় কঠিন পদার্থের গলে যাওয়ার প্রক্রিয়াকে গলন বলে।

২। কোন অবস্থায় পদার্থের কনাসমূহ গতিশীল থাকে? 

 উঃ সকল অবস্থায় পদার্থের কণাসমূহ  গতিশীল থাকে। 

৩। পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে?

   উঃ পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে। যথা- কঠিন , তরল ও বায়বীয়।

৪।তাপ প্রদানে পদার্থের কণাসমূহের বৈশিষ্ট্যের কী পরিবর্তন ঘটে।  

উঃ গতিশক্তি বৃদ্ধি পায় এবং চলাচল বেড়ে যায়। 

৫। আন্তঃআণবিক শক্তি কী?  

 ্উঃ পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে। 

৬। পদার্থ কী?  

 উঃ পদার্থ হলো এমন একটি বস্তু যার নির্দিষ্ট আকার, আকৃতি ও ওজন আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে।

৭। তাপমাত্রা পরিবতনে পদার্থের অণুর গঠনের কী পরিবর্তন ঘটে?   

উঃ তাপমাত্রা পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কোনো পরিবর্তন ঘটে না।     

৮। বরফে হিমাঙ্ক কত? 

উঃ বরফে হিমাঙ্ক ০c

৯। কোন অবস্থায় পদার্থেরে কণাসমূহের আন্তঃআণবিক দূরুত্ব সবচেয়ে কম থাকে?

     উঃ কঠিন অবস্থায় পদার্থের কণাসমূহের আন্তঃআণবিক দূরুত্ব সবচেয়ে কম থাকে।

১০।বায়বীয় অবস্থায় চাপে আয়তনের কী পরিবর্তন ঘটে? 

       উঃ বায়বীয় অবস্থায় চাপে আয়তনের অধিক মাত্রায় সংকোচন ঘটে।

১১। প্রাকৃতিক গ্যাসিএর নাম কি? উ: মিথেন গ্যাস (CH4)

১২। ঊর্ধ্বপাতন কি?

উ: যদি কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠান্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়  তবে পদার্থের অবস্থাকে ঊর্ধ্বপাতন বলে। 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি  পদার্থের অবস্থা ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url