জীবকোষ ও টিস্যু
অনেক কমন আসবে ইনশাআল্লাহ্…..
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
দ্বিতীয় অধ্যায়
জীবকোষ ও টিস্যু
LECTURE SHEETকোষ :
আদি কোষ :
প্রকৃত কোষ :
দেহকোষ :
জনন কোষ :
মাইটোকন্ড্রিয়া :
গলজি বস্তু :
প্রোটোপ্লাজম :
প্লাস্টিড :
সেন্ট্রিওল :
ক্লোরোপ্লাস্ট :
রাইবোসোম :
লাইসোসোম :
নিউক্লিয়াস :
টিস্যু :
সরল টিস্যু :
জটিল টিস্যু :
প্রাণী টিস্যুর প্রকাভেদ :
- ১. আবরণী টিস্যু,
- ২. যোজক টিস্যু,
- ৩. পেশি টিস্যু,
- ৪. স্নায়ু টিস্যু।
টিস্যুতত্ত্ব :
অঙ্গ ও তন্ত্র :
অণুবীক্ষণ যন্ত্র :
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ১ কোষ কাকে বলে?
উত্তর : কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক।প্রশ্ন : ২ প্লাস্টিডের কাজগুলো কী কী?
উত্তর : প্লাস্টিডের কাজগুলো হলো : উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ করা, বর্ণ গঠন করা এবং খাদ্য সঞ্চয় করা।প্রশ্ন :৩ টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও।
উত্তর : উৎপত্তিগত দিক থেকে এক এবং একই রকম কাজ করে এমন সম বা অসম আকৃতির কোষের সমষ্টিকে টিস্যু বলে।অপরদিকে যখন কয়েক ধরনের টিস্যু এক সাথে একটি সাধারণ কাজ করে সেই টিস্যু সমষ্টিকে অঙ্গ বলে।প্রশ্ন :৪ অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কী?
উত্তর : উন্নত প্রাণীর ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র সম্মিলিতভাবে সকল অঙ্গের অর্থাৎ সকল তন্ত্রের কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে দেহকে সচল ও কার্যক্ষম রাখে।প্রশ্ন : ৫ কোষের শক্তিঘর কাকে বলে?
উত্তর : কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে।প্রশ্ন :৬ রক্তের কাজ কী?
উত্তর : রক্তের কাজগুলো হলো :- রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে।
- লোহিত কণিকার দ্বারা ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহন করে।
- রক্তের শ্বেতকণিকা রোগজীবাণু ধ্বংস করে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
- রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, দেহের বর্জ্য পদার্থ, খাদ্যরস, হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবহন করে।
- কেটে গেলে রক্তপাত বন্ধে সহায়তা করে।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ১ অ্যারেনকাইমা কী?
উত্তর : জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরী যুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।প্রশ্ন : ২ ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কী?
উত্তর : ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে।প্রশ্ন :৩ প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো লেখ।
উত্তর : প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো হলো-- i) খাদ্য প্রস্তুত করা
- ii) খাদ্য সঞ্চয় করা ও খাদ্যদ্রব্য পরিবহন করা
- iii) দেহ গঠন করা।
প্রশ্ন : ৪ ক্রিস্টি কী?
উত্তর : মাইটোকন্ড্রিয়ায় ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা অংশটিকে ক্রিস্টি বলে।প্রশ্ন : ৫ কোষ প্রাচীর কাকে বলে?
উত্তর : উদ্ভিদ কোষের ভেতরে ও বাইরের তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে তাকে কোষ প্রাচীর বলে।প্রশ্ন :৬ নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখ।
উত্তর : নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ-সিভনল।প্রশ্ন : ৭ কোষ অঙ্গাণু কাকে বলে?
উত্তর : কোষের সাইটোপ্লাজমে যে সমস্ত সজীব বস্তু থাকে এবং কোষের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় অংশ নেয় তাদের কোষ অঙ্গাণু বলে।প্রশ্ন : ৮ তরুণাস্থি কাকে বলে?
উত্তর : কানেকটিভ টিস্যুর যেগুলোর মাতৃকা কঠিন অথচ কোমল এবং কোষগুলোর মধ্যে বড় ফাঁক থাকে তাকে তরুণাস্থি বলে।প্রশ্ন : ৯ পেশি টিস্যু কাকে বলে?
উত্তর : প্রাণীর মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। প্রশ্ন : ১০ অস্থি এবং তরুণাস্থি কী ধরনের টিস্যু?
উত্তর : অস্থি এবং তরুণাস্থি স্কেলেটাল কানেক্টিভ টিস্যু।প্রশ্ন : ১১ মানুষের মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?
উত্তর : মানুষের মস্তিষ্ক দেহ কঙ্কালের করোটির মধ্যে সুরক্ষিত থাকে।প্রশ্ন : ১২ পরিপাকতন্ত্রের অংশগুলো কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর : পরিপাকতন্ত্রের অংশগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।প্রশ্ন :১৩ তরল কানেকটিভ টিস্যুর প্রধান গঠন বৈশিষ্ট্য কী?
উত্তর : তরল কানেকটিভ টিস্যুর প্রধান গঠন বৈশিষ্ট্য হচ্ছে এর মাতৃকা তরল।প্রশ্ন : ১৪ হরমোন কাকে বলে?
উত্তর : উচ্চশ্রেণির প্রাণিদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।প্রশ্ন : ১৫ স্নায়ুতন্ত্র কাকে বলে?
উত্তর : যে তন্ত্রের মাধ্যমে প্রাণিদেহ দেহের বাইরের ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে সে তন্ত্রকে স্নায়ুতন্ত্র বলে।প্রশ্ন : ১৬ প্রাণিটিস্যুর মাতৃকা কাকে বলে?
উত্তর : প্রাণিটিস্যুর কোষ সমষ্টি থেকে নিঃসৃত পদার্থকে মাতৃকা বলে।প্রশ্ন : ১৭ উচ্চশ্রেণির প্রাণিদেহ কত প্রকার পেশি নিয়ে গঠিত?
উত্তর : উচ্চশ্রেণির প্রাণিদেহ তিন প্রকার পেশি নিয়ে গঠিত।প্রশ্ন : ১৮ অঙ্গের সঞ্চালন ও চলন কোন পেশির দ্বারা ঘটে?
উত্তর : ঐচ্ছিক পেশির দ্বারা অঙ্গের সঞ্চালন ও চলন ঘটে।প্রশ্ন : ১৯ স্নায়ুকোষের প্রধান কাজ উল্লেখ কর।
উত্তর : স্নায়ুকোষের প্রধান কাজ- উত্তেজিত হওয়া ও উদ্দীপনা বহন করা।প্রশ্ন :২০ পরিণত অবস্থায় নিউরনে কী অনুপস্থিত?
উত্তর : পরিণত অবস্থায় নিউরনে সেন্ট্রিওল অনুপস্থিত।প্রশ্ন :২১ মানবদেহে সর্বাপেক্ষা দীর্ঘ কোষের নাম কী?
উত্তর : মানবদেহে সর্বাপেক্ষা দীর্ঘ কোষের নাম নিউরন বা স্নায়ুকোষ।প্রশ্ন : ২২ কোন টিস্যুর মাধ্যমে পানির ঊর্ধ্বমুখী সংবহন ঘটে?
উত্তর : উদ্ভিদদেহে জটিল টিস্যুর জাইলেম দ্বারা পানির ঊর্ধ্বমুখীর সংবহন ঘটে।প্রশ্ন : ২৩ সিভপ্লেট কাকে বলে?
উত্তর : প্রতিটি সিভনলের প্রান্তে প্রস্থপ্রাচীর চালুনির মতো ছিদ্রযুক্ত হয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে তাকে সিভপ্লেট বলে।অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ১ স্কেলিটাল যোজক টিস্যু বলতে কী বোঝায়?
উত্তর : দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলে। এর মাধ্যমে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়। অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে। দেহের নাজুক ও নরম অঙ্গগুলোকে রক্ষা করে।প্রশ্ন : ২ ট্রাকিড কোষের গঠন লেখ।
উত্তর : ট্রাকিড কোষ লম্বা। এর দুপ্রান্ত সরু ও সুচালো। প্রাচীরে লিগনিন জমে পুরু হয়ে অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। ফলে পানির চলাচল পার্শ্বীয় জোড়া কূপের মাধ্যমে হয়। এর প্রাচীরের পুরুত্ব অনেক রকম হয়, যেমন : বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার ও কূপাঙ্কিত। ফার্ন বর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান প্রধান কাজ। তবে কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এ টিস্যু করে থাকে।প্রশ্ন : ৩ নিউক্লিয়াস কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী?
উত্তর : নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত।- i) নিউক্লিয়াস
- ii) নিউক্লিওপ্লাজম
- iii) নিউক্লিয়ার ঝিল্লী ও
- iv) ক্রোমাটিন ও জালিকা।
প্রশ্ন : ৪ উদ্ভিদ ও প্রাণিকোষের পার্থক্যগুলো উল্লেখ কর।
উত্তর : উদ্ভিদ ও প্রাণিকোষের মধ্যে পার্থক্যগুলো নিচে উল্লেখ করা হলো :প্রশ্ন : ৫ একটি ক্রোমোসোমের চিহ্নিত চিত্র অঙ্কন কর ও কাজ উল্লেখ কর।
উত্তর : একটি ক্রোমোসোমের চিহ্নিত চিত্র নিম্নরূপ :ক্রোমোসোমের কাজ : ক্রোমোসোম জিন বহন করে। জিন প্রতিটি জীবের প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। তাই ক্রোমোসোম বংশগতির বাহক হিসেবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বয়ে নিয়ে যায়।
প্রশ্ন : ৬ কোষ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
উত্তর : নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে কোষ দুই প্রকার।- ১. আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ। যেমন : ব্যাকটেরিয়া।
- ২. প্রকৃত কোষ বা ইউক্যারিওটি কোষ। যেমন : অ্যামিবা।
প্রশ্ন : ৭ প্রকৃত কোষ এবং আদি কোষের পার্থক্যগুলো লেখ।
উত্তর : আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্যগুলো হলো : প্রশ্ন : ৮ কোষে গলজি বডি ও সেন্ট্রোসোমের অবস্থান ও কাজ উল্লেখ কর।
উত্তর : গলজি বডি কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। লাইসোসোম তৈরি, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ ও কিছু এনজাইম নির্গমন করা এর কাজ।প্রাণিকোষে নিউক্লিয়াসের বাইরে সেন্ট্রোসোম অবস্থান করে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের মেরু নির্দেশ করা এবং কোষ বিভাজনে সাহায্য করা এর কাজ।
প্রশ্ন : ৯ একটি ক্লোরোপ্লাস্টের অন্তঃগঠন চিহ্নিত চিত্রে দেখাও
উত্তর :চিত্র : ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট সরলীকৃত ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ।
প্রশ্ন : ১০ মাইটোকন্ড্রিয়ার একটি চিহ্নিত চিত্র অঙ্কন কর।
উত্তর : কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। নিচে এটির চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো :চিত্র : মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন : ১১ প্রকৃত কোষের বৈশিষ্ট্য কী কী?
উত্তর : প্রকৃতকোষের বৈশিষ্ট্য হলো :- ১. কোষের নিউক্লিয়াস সুগঠিত।
- ২. সুস্পষ্ট নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে।
- ৩. ক্রোমোসোমে প্রোটিন ও অন্যান্য উপাদান থাকে।
- ৪. এসব কোষে রাইবোসোম ছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে।
প্রশ্ন :১২ স্টোন সেলের গঠন কেমন?
উত্তর : স্টোন সেল খাটো, সমব্যাসীয়, লম্বাটে আবার কখনও তারকাকার হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত। অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত। কোষ প্রাচীর কূপযুক্ত হয়।প্রশ্ন : ১৩ স্কে¬রাইড টিস্যু কোথায় পাওয়া যায়?
উত্তর : স্কে¬রাইড টিস্যু নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে পাওয়া যায়। এরা বহিঃত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছরূপে থাকতে পারে।প্রশ্ন : ১৪ কোষপ্রাচীরের কাজগুলো কী কী?
উত্তর : কোষপ্রাচীরের কাজ হলো কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। কোষকে দৃঢ়তা প্রদান করা। কোষের আকার ও আকৃতি বজায় রাখা। পার্শ্ববর্তী কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা। পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করা।প্রশ্ন :১৫ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন?
উত্তর : শক্তি উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ক্রেবস চক্রের অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।প্রশ্ন : ১৬ একটা ছকের মাধ্যমে দেখাও কীভাবে কোষ থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণিদেহ গঠিত হয়?
উত্তর :প্রশ্ন : ১৭ উন্নত প্রাণীদের দেহকে অঙ্গ ও তন্ত্র সচল ও কার্যক্ষম রাখে কীভাবে?
উত্তর : মানুষ ও অন্যান্য উন্নত প্রাণীদের দেহ কতগুলো নির্দিষ্ট তন্ত্রের সমন্বয়ে গঠিত। বিভিন্ন তন্ত্রের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমেই মানুষের এবং প্রাণিদেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পাদিত হয়। সকল উন্নত প্রাণীর ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র সম্মিলিতভাবে সকল অঙ্গের অর্থাৎ সকল তন্ত্রের কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে দেহকে সচল ও কার্যক্ষম রাখে।প্রশ্ন : ১৮ অঙ্গ ও তন্ত্রের পার্থক্য উদাহরণসহ উল্লেখ কর।
উত্তর : অঙ্গ ও তন্ত্রের পার্থক্য উল্লেখ করা হলো :প্রশ্ন :১৯ ॥ ট্রাকিড ও ভেসেলের পার্থক্য কী কী?
উত্তর : ট্রাকিড ও ভেসেলের পার্থক্যগুলো হলো :প্রশ্ন : ২০ স্কে¬রাইড ও স্কে¬রেনকাইমা তন্তুর পার্থক্য লেখ।
উত্তর : স্কে¬রাইড ও স্কেরেনকাইমা তন্তুর পার্থক্য নিম্নরূপ :প্রশ্ন : ২১ পার্থক্য লেখ : জাইলেম ও ফ্লোয়েম।
উত্তর : জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য হলো :প্রশ্ন : ২২ টিস্যু বলতে কী বোঝায়?
উত্তর : নির্দিষ্ট ভ্রƒণীয় স্তর থেকে উৎপন্ন সম বা অসম আকৃতির কতগুলো কোষ যখন সম্মিলিতভাবে প্রায় একই কাজ করে তখন সেই সমষ্টিগত কোষকে একত্রে টিস্যু বলা হয়।প্রশ্ন : ২৩ কঙ্কাল যোজক টিস্যুর কাজগুলো লেখ।
উত্তর : কঙ্কাল যোজক টিস্যুর কাজগুলো হলো : ১. দেহের গঠন বৈচিত্র্যের জন্য স্কেলিটাল টিস্যু দেহের কাঠামো তৈরি করে। ২. পেশি সংযোগের জন্য ক্ষেত্র তৈরি করে। ৩. দেহের নরম অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে যেমন : খুলির অস্থি মস্তককে এবং পিঞ্জর অস্থিগুলো ফুসফুস ও হৃৎপিণ্ডকে আবদ্ধ রাখে। ৪. মজ্জাকে আবৃত রাখে।প্রশ্ন : ২৪ হৃদপেশি তন্তুর গঠনগত বৈশিষ্ট্য লেখ।
উত্তর : হৃদপেশির তন্তুগুলো পরস্পর অনিয়মিতভাবে যুক্ত থেকে জালের মতো গঠনের সৃষ্টি করে। কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ অনুপ্রস্থ রেখা সৃষ্টি করে। একে ইন্টারক্যালাটেড ডিস্ক বলে। এ ডিস্ক হৃৎপেশির অন্যতম বৈশিষ্ট্য।প্রশ্ন :২৫ ফুল ও ফল রঙিন হয় কেন?
উত্তর : ক্রোমোপ্লাস্টের কারণে ফুল ও ফল রঙিন হয়।ফুল ও ফল রঙিন প্লাস্টিড তবে এরা সবুজ নয়। এসব প্লাস্টিড জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা ধারণ করে তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, ফল ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে।
প্রশ্ন : ২৬ নিউক্লিয়াস কয়টি অংশ নিয়ে গঠিত এবং এগুলো কী কী?
উত্তর : নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত।- ১. নিউক্লিয়ার ঝিল্লি,
- ২. নিউক্লিওপ্লাজম,
- ৩. নিউক্লিওলাস,
- ৪. ক্রোমাটিন জালিকা।
প্রশ্ন : ২৭ ভেসেল কোষের গঠন লেখ।
উত্তর : ভেসেল কোষগুলো খাটো চোঙের ন্যায়। কোষগুলো একটির মাথায় একটি সজ্জিত হয়ে এবং প্রান্তীয় প্রাচীর গলে একটি দীর্ঘ নলের ন্যায় অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষরসের ঊর্ধ্বারোহণের জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। প্রাথমিক অবস্থায় এ কোষগুলো প্রোটোপ্লাজমপূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত ও প্রোটোপ্লাজমবিহীন।প্রশ্ন : ২৮ উড ফাইবারের অবস্থান ও কাজ লেখ।
উত্তর : অবস্থান : দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে উড ফাইবার অর্থাৎ জাইলেম ফাইবার অবস্থান করে।উড ফাইবারের কাজ হলো :
- ১. পানি ও খনিজ পদার্থ পরিবহন,
- ২. খাদ্য সঞ্চয়,
- ৩. উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান,
- ৪. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান।
প্রশ্ন : ২৯ বাস্ট ফাইবারের গঠন লেখ।
উত্তর : এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত, শক্ত এবং দুই প্রান্ত সরু। তবে কখনো ভোঁতা হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে। এ ছিদ্রকে কূপ বলে। এগুলো এক প্রকার দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে।প্রশ্ন :৩০ লোহিত কণিকা কী কাজ করে?
উত্তর : লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন ও কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে কার্বোঅ্যামিনো হিমোগ্লোবিন গঠন করে যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এভাবে লোহিত কণিকা দেহের বিভিন্ন স্থানে অক্সিজেনের জোগান দেয় এবং দেহের কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে নিয়ে দেহের বাইরে বের করে দেয়।প্রশ্ন :৩১ একটি উদ্ভিদ বা প্রাণিদেহে অঙ্গ ও অঙ্গতন্ত্রের পার্থক্য নির্ণয় কর।
উত্তর : যখন কয়েক ধরনের টিস্যু একসাথে একটি সাধারণ কাজ করে সেই টিস্যু সমষ্টিকে অঙ্গ বলে। যেমন : পেশি, রক্ত ও ত্বক টিস্যু একসাথে পাকস্থলি গঠন করে যা একটি অঙ্গ। উদ্ভিদের অঙ্গগুলো যেমন : মূল, কাণ্ড, ফুল অনেকগুলো টিস্যুর সমন্বয়ে গঠিত। আবার কয়েক রকমের অঙ্গ এক সাথে কাজ করে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য। এ রকম একগুচ্ছ অঙ্গকে তন্ত্র বলে।১। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?
[ কু. বো. ‘২১]
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর : ক
২। আদি প্রকৃতির কোষে কোনটি থাকে ?
[ রা. বো. ‘২২ , কু;বো;২২ , দি;বো;১৬]
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) রাইবোজম (গ) লাইসোজোম (ঘ) প্লাস্টিড
উত্তর : খ
৩। পুং ও স্ত্রী জননকোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয় ?
[ ম. বো. ‘২০]
(ক) নিকেষ (খ) জাইগোট (গ) ভ্রূণ (ঘ) অমরা
উত্তর : খ
৪। মাইক্রোভিলাস কোথায় থাকে ?
(ক) কোষঝিল্লি (খ) কোষপ্রচির (গ) গলজিবস্তু (ঘ) সাইটোপ্লাজম
উত্তর : ক
৫। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় ?
[ সি. বো. ‘২২]
(ক) মাটি (খ) আলো (গ) বায়ু (ঘ) পানি
উত্তর : খ
৬। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে ?
[ কু. বো. ‘২০]
(ক) Artocarpus (খ) Copsychus (গ) Trichomonas (ঘ) Apis
উত্তর : গ
৭।সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি ?
[ রা. বো. ‘২০]
(ক) অক্সিজোম (খ) ফাইকোএরিথ্রিন (গ) ফাইকোসায়ানিন (ঘ) থাইলাকয়েড
উত্তর : ঘ
৮। ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘঠিত হয় ?
[ সি. বো. ‘২০]
(ক) দুই ঝিল্লির মাঝে (খ) গ্রানায় (গ) স্ট্রোমায় (ঘ) গ্রানাম ল্যামেলামে
উত্তর : খ
৯। প্রাণী কোষে পাওয়া যায় কোনটি ?
[ রা. বো. ‘১৭]
(ক) ক্লোরোপ্লাস্ট (খ) ক্লোমোপ্লাস্ট (গ) লিউকোপ্লাস্ট (ঘ) গলজীবস্তু
উত্তর : ঘ
১০। গলজী বস্তুর কাজ কোনটি ?
[ সি. বো. ‘২১]
(ক) শর্করা সঞ্চয় (খ) হরমোন সিঃসরণ (গ) প্রোটিন সংশ্লেষণ (ঘ) জীবাণু ধ্বংসকরণ
উত্তর : খ
১১। সিস্টার্নি থাকে কোনটিতে ?
[ কু. বো. ‘১৭]
(ক) সেনেট্রাজোম (খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (গ) গলজী বস্তু (ঘ) লাইসোজোম
উত্তর : গ
১২। মাইটোকন্ড্রিয়া , কোষগহ্বর সৃষ্টিতে কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ ?
(ক) গলজী বস্তু (খ) সেন্ট্রোজোম (গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ঘ) লাইসোজোম
উত্তর : গ
১৩। এন্ডোপ্লজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে -
i. কোষ গহ্বর সৃষ্টিতে
ii. গলজী বস্তু সৃষ্টিতে
iii. মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: খ
১৪। অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে ?
[ ম. বো. ‘২২]
(ক) সেন্ট্রোজোম (খ) রাইবোজোম (গ) কোষকঙ্কাল (ঘ) ক্লোরোপ্লাস্ট
উত্তর : গ
১৫। মাছে বিদ্যমান প্রধান খাদ্য উৎপাদন নিচের কোনটি দ্বারা সংশ্লেষিত ?
(ক) লাইসোজোম (খ) রাইবোজোম (গ) গলজীবস্তু (ঘ) সেন্ট্রোজোম
উত্তর : খ
১৬। ঝিল্লিবিহীন সািইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি ?
[ রা. বো. ‘২১]
(ক) গলজী বস্তু (খ) লাইসোজোম (গ) রাইবোজোম (ঘ) সেন্ট্রোজোম
উত্তর : গ
১৭। সেন্ট্রিওলের কাজ কোনটি ?
[ ব. বো. ‘২২]
(ক) অ্যাস্টার তন্তু তৈরি করা (খ) প্রোটিন সংশ্লেষণ করা
(গ) জীবাণু ধ্বংস করা (ঘ) শক্তি উৎপন্ন করা
উত্তর : ক
১৮। নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যামান ?
[ সকল বোর্ড ‘১৮]
(ক) ক্রোমোপ্লাস্ট (খ) ক্লোরোপ্লাস্ট (গ) কোষ প্রাচীর (ঘ) সেন্ট্রোজোম
উত্তর : ঘ
১৯। সেন্ট্রোজোম পাওয়া যায় -
i. প্রাণীকোষে
ii. উদ্ভিদকোষে
iii. ব্যাকটেরিয়ায়
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
উত্তর: ক
২০। কোষের সকল কার্যাবলি নিয়ন্ত্রণ করে কোনটি ?
[ রা. বো. ‘২১]
(ক) নিউক্লিয়াস (খ) মাইটোকন্ড্রিয়া (গ) প্লাস্টিড (ঘ) রাইবোজোম
উত্তর : ক
২১। সরল টিস্যু কত প্রকার ?
[ সি. বো. ‘১৫]
(ক) ৬ (খ) ৫ (গ) ৪ (ঘ) ৩
উত্তর : ঘ
২২। প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে ?
[ য. বো. ‘১৭]
(ক) খাদ্য প্রস্তুত (খ) দৃঢ়তা প্রদান (গ) পানি পরিবহন (ঘ) খনিজ লবণ পরিবহণ
উত্তর : ক
২৩। লাউ গাছের কান্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি ?
[ চ. বো. ‘২১]
(ক) প্যারেনকাইমা (খ) কোলেনকাইমা (গ) ফাইবার (ঘ) স্ক্লেরাইড
উত্তর : খ
২৪।জলন্ত উদ্ভিদে বায়ুকুঠুরিযুক্ত কোন টিস্যু থাকে ?
[ ম. বো. ‘২১]
(ক) স্ক্লেরেনকােইমা (খ) কোলনকাইমা (গ) অ্যারেনকাইমা (ঘ) ট্রাকিড
উত্তর : গ
২৫। নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান
[ রা. বো. ‘২১]
(ক) তাল (খ) কলা (গ) বাঁশ (ঘ) সাইকাস
উত্তর : ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url