তাহারেই পড়ে মনে (MCQ)


বিষয়: বাংলা প্রথম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



তাহারেই পড়ে মনে (বহুনির্বাচনি)

১।      সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী? 

ক. সৈয়দ নেহাল হোসেন খ. সৈয়দ নেয়ামত হোসেন 
গ. সৈয়দ কামাল হোসেন ঘ. সৈয়দ নেহাল রহমান 
উত্তর: ক

২। ‘মাঘের সন্ন্যাসী’ বলতে কাকে বোঝানো হয়েছে? 

ক. শীতকালকে  খ. বসন্তকালকে  
গ. কবি হৃদয়কে ঘ. কবিভক্ত হৃদয়কে  
উত্তর: ক

৩। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর উলে­খ আছে? 

ক. বসন্ত ও শীত  খ. গ্রীস্ম ও বসন্ত  
গ. গ্রীস্ম ও শীত  ঘ. শীত ও বর্ষা  
উত্তর: ক

৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী ফুলের উলে­খ আছে? 

ক. নেবু ফুল    খ. আমের মুকুল  
গ. মাধবী    ঘ. উপরের সবকটি  
উত্তর: ঘ

৫। বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ---। 

ক. বসন্তকে কবির ভালো লাগে না       খ. বসন্ত একবার এসে, চলে যায় 
গ. প্রিয়জন কাছে নেই                   ঘ. বসন্তের আগমন কবির অজানা  
উত্তর: গ

৬। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে রচিত? 

ক. অক্ষরবৃত্ত     খ. মাত্রাবৃত্ত    গ. স্বরবৃত্ত      ঘ. পয়ার 
উত্তর: ক

৭।      বসন্ত আসা সত্বেও কে ফুলে ফুলে ঘর সাজান নি?

ক. লেখক          খ. কবি       
গ. কবিভক্ত        ঘ. মাঘের সন্ন্যাসী 
উত্তর: খ

৮।  “ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”- চরণটি কোন কবিতার? 

ক. জীবন বন্দনা  খ. তাহারেই পড়ে মনে  
গ. পাঞ্জেরি  ঘ. ধন্যবাদ 
উত্তর: খ

৯। কোন কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের? 

ক. উদাত্ত পৃথিবী  খ. বীরাঙ্গনা  
গ. সীমাবদ্ধ জলে,  সীমিত সবুজে  ঘ. মানচিত্র 
উত্তর: ক

১০। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পর্ব বিন্যাস কীরূপ? 

ক. ৮ ও ১০ পর্ব  খ. ৮ ও ৬ পর্ব  
গ. ৬ ও ৬ পর্ব  ঘ. ৬ ও ৪ পর্ব   
উত্তর: ক

১১। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে? 

ক. কবির ব্যক্তিজীবনের  খ. কবির রাজনৈতিক জীবনের  
গ. কবির স্নেহছায়ায়  ঘ. কবির ভাবালুতার  
উত্তর: ক

১২। কবির মন থেকে শীতের রিক্ততার ছবি দূর হয়নি কেন? 

ক. কবি উন্মনা বলে  
খ. প্রিয়জন হারানোর বেদনার স্মৃতি জড়িত বলে 
গ. কবি শীতঋতুর একান্ত ভক্ত বলে  
ঘ. কবি অত্যন্ত অনুরাগী বলে
উত্তর: খ

১৩। ‘পুস্পারতি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক. পুস্প + আরতি  খ. পুস্পা + আরতি  
গ. পুস্প + রতি  ঘ. পুস্পা + রতি 
উত্তর: ক

১৪। ‘বসন্ত বন্দনা’ অর্থ কোনটি? 

ক. ফুলের বন্দনা খ. প্রকৃতির বন্দনা  
গ. বসন্ত ঋতুকে স্তুতি  ঘ. বসন্তের আনন্দ 
উত্তর: ক

১৫।  গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কী জাতীয় রচনা? 

ক. চরিত্রনির্ভরতা  খ. সংলাপধর্মিতা  
গ. গীতিধর্মিতা  ঘ. কাহিনীনির্ভরতা  
উত্তর: খ

১৬। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কিসের জন্য আকুলতা প্রকাশ করেছেন? 

ক. বসন্তের জন্য  খ. শীতের জন্য  
গ. চৈত্রের জন্য  ঘ. বৈশাখের জন্য  
উত্তর: খ

১৭। কবিকে কে রিক্ত করেছে? 

ক. বসন্ত     খ. শীত      গ. কবিভক্ত     ঘ. কবির স্বামী 
উত্তর: ঘ

১৮। কবির ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণতা নেমে আসে কেন? 

ক. প্রিয়বিয়োগে  খ. পিতৃবিয়োগে  
গ. মাতৃবিয়োগে  ঘ. ভ্রাতৃবিয়োগে
উত্তর: ক

১৯। কবি মন কিসে আচ্ছন্ন  হয়ে আছে? 

ক. রিক্ততার হাহাকারে  খ. উচ্ছসে   
গ. ভাবনায়  ঘ. আনন্দে
উত্তর: ক

২০।  ‘এখনো দেখনি তুমি?’ এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে? 

ক. ক্রিয়া বিশেষণ  খ. না -বাচক ক্রিয়া বিশেষণ  
গ. বিশেষণ  ঘ. সর্বনাম 
উত্তর: খ

২১। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে? 

ক. কবিভক্ত কবিকে  খ. কবি ভক্তদের  
গ. কবির স্বামী কবিকে  ঘ. স্বামীকে কবি  
উত্তর: ক

২২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘নীরব কেন’ বলতে বোঝায়---।   

i.কবি উদাসীন হয়ে আছেন কেন   
          ii.কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না  
         iii.কবি কেন কাব্য ও গান রচনায় সক্রিয় হচ্ছেন না
নিচের কোনটি সঠিক? 
ক. i     খ. i ও  ii      গ. i ও iii    ঘ.  ii ও iii
উত্তর: গ

২৩।‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূল বিষয় হল--।   

i.কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনায় ছায়াপাত 
        ii.বিষাদময় রিক্ততার সুর   
    iii.বসন্তের সৌন্দর্যে অভিভূত কবিমন 
নিচের কোনটি সঠিক? 
ক.i  খ. iও ii     গ. i ও iii     ঘ. ii ও iii
উত্তর: খ

২৪।‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি সুফিয়া কামালের জীবনে  শূন্যতা নেমে আসে---।   

i.কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে   
ii.কবির দ্বিতীয় স্বামীর আকস্মিক মৃত্যুতে  
        iii.কবির সাহিত্য সাধনার সহায়ক ও উৎসাহদাতার মৃত্যুকে 
নিচের কোনটি সঠিক? 
ক. i   খ. i ও  ii     গ. i ও iii     ঘ. ii ও iii
উত্তর: গ

২৫। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন? 

ক. ১৯৩২ খ্রিস্টাব্দে  খ. ১৯৩৪ খ্রিস্টাব্দে  
গ. ১৯৩৬ খ্রিস্টাব্দে  ঘ. ১৯৩৭ খ্রিস্টাব্দে 
উত্তর: ক

২৬। ‘তাহারেই পড়ে মনে।’- এখানে ‘তাহারেই’ সর্বনাম কাকে নির্দেশ করছে? 

ক. কবির ভাইকে  খ. কবির পুত্রকে  
গ. কবির প্রথম স্বামীকে  ঘ. কবির দ্বিতীয় স্বামীকে 
উত্তর: গ

২৭।  ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিতে কোন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে? 

ক. প্রকৃতি ও মানবমনের  খ. প্রকৃতি ও পশুপাখির  
গ. প্রকৃতি ও মানুষের জীবন প্রবাহের  ঘ. মানুষ ও জীবজন্তুর জীবনযাপনে
উত্তর: খ

২৮।‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? 

ক. ছন্দ বৈচিত্রতা  খ. নাটকীয়তা  গ. কৌতুকময়তা  ঘ. শোকাচ্ছন্নতা
উত্তর: খ

২৯। কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন? 

ক. পুত্রের মৃত্যুকে  খ. স্বামীর মৃত্যুতে  
গ. ভাইয়ের মৃত্যুতে  ঘ. জননীর মৃত্যুতে  
উত্তর: খ

৩০। বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ---। 

ক. বসন্তকে কবির ভালো লাগে না  
খ. বসন্ত একবার এসে আবার চলে যায়  
গ. প্রিয়জন কাছে নেই  
ঘ. বসন্তের আগমন কবির কাছে অজানা 
উত্তর: গ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url