বিভীষণের প্রতি মেঘনাদ(MCQ)
বিষয়: বাংলা প্রথম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
বিভীষণের প্রতি মেঘনাদ-MCQ
১। আধুনিক বাংলা কবিতার জনক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম ঘ. শামসুর রাহমান
উত্তর: ক
২। মাইকেল মধুসূদন দত্ত জানুয়ারি মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ২১ খ. ২৩ গ. ২৫ ঘ. ২৬
উত্তর: গ
৩।মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮২৪ সালে খ. ১৮৩৪ সালে
গ. ১৮৪৪ সালে ঘ. ১৮৫৪ সালে
উত্তর: ক
৪।মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান----
ক. ফরিদপুরের তাম্বুলখানা গ্রাম খ. মাগুরার মান্দারতলা গ্রাম
গ. মাগুরার আলোকদিয়া গ্রাম ঘ. যশোরের সাগরদাড়ি গ্রাম
উত্তর: ঘ
৫। মধুসূদন দত্তের পিতার নাম কী?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. রাজনারায়ণ দত্ত
গ. রজনী দত্ত ঘ. নিলয় দত্ত
উত্তর: খ
৬। মধুসূদন দত্তের মায়ের নাম কী?
ক. সারদা দেবী খ. শ্রীমতি দেবী
গ. জাহ্নবী দেবী ঘ. বিলাসী দেবী
উত্তর: গ
৭। মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণিতে ভর্তি হন?
ক. ১৮৩০ খ. ১৮৩১ গ. ১৮৩৩ ঘ. ১৮৩৫
উত্তর: গ
৮। মধুসূদন দত্তের নামের পূর্বে কখন ‘মাইকেল’ যোগ করা হয়?
ক. বিদেশে যাওয়ার পর খ. খ্রিস্টান হওয়ার পর
গ. বড় কবি হওয়ার পর ঘ. মহাকবি হওয়ার পর
উত্তর: খ
৯। হিন্দু কলেজ পরিত্যাগ করে মধুসূদন দত্ত কোন কলেজে ভর্তি হন?
ক. বিশপস কলেজে খ. সেন্ট জেভিয়ার্স কলেজে গ. রবীন্দ্রভারতী কলেজে ঘ. নবাবপুর কলেজে
উত্তর: গ
১০। মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণিতে ভর্তি হন?
ক. ১৮৩০ খ. ১৮৩১ গ. ১৮৩৩ ঘ. ১৮৩৫
উত্তর: গ
১১। মধুসূদন সাহিত্যচর্চার মাধ্যম কোন ভাষা?
ক. হিব্র“ খ. গ্রিক গ. লাতিন ঘ. ইংরেজি
উত্তর: ঘ
১২। মধুসূদন দত্ত কোন ভাষায় রচিত অমর কাব্যের স্রষ্টা ছিলেন?
ক. হিন্দি খ. ফরাসি গ. জার্মানি ঘ. মাতৃভাষা বাংলায়
উত্তর: ঘ
১৩। অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরূপায়ণ?
ক. পয়ার খ. স্বরবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. মুক্তক
উত্তর: গ
১৪।‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটি কত মাত্রার অমিল প্রবহমান ছন্দে রচিত?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪
উত্তর: ঘ
১৫। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্তে খ. মাত্রাবৃত্তে গ. অক্ষরবৃত্তে ঘ. পয়ার
উত্তর: গ
১৬। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের প্রতিটি পংক্তি কোন ২টি পর্বে বিন্যস্ত?
ক. ৮ + ৪ খ. ৮ + ৬ গ. ৬ + ৪ ঘ. ৬ + ৮
উত্তর: খ
১৭। বহুবচন হিসেবে নীচের কোনটিকে গ্রহণযোগ্য বলা যায়?
ক. কবিতামালা খ. কবিতাগুলো
গ. কবিতাসমূহ ঘ. কবিতাবলি
উত্তর: ঘ
১৮। সনেট কবিতার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. কবিতায় চরণের অন্ত্যমিল একই হবে
খ. ষটকে ভাবের স¤প্রসারণ থাকবে
গ. একটিমাত্র ভাবের বাহক থাকবে
ঘ. অক্ষরবৃত্ত ছন্দে রচিত হবে
উত্তর: গ
১৯। মধুসূদন দত্ত যেসব উৎকৃষ্ট কাব্যের কথা উলেখ করে গেছেন সেগুলো কোন যুগের রচিত?
ক. আধুনিক যুগের খ. প্রাচীন যুগের
গ. মধ্যযুগের ঘ. মধ্য ও আধুনিক যুগের
উত্তর: গ
২০। সনেটের মূল উদ্দেশ্য কোনটি?
ক. চৌদ্দ চরণের মধ্যে ভাব সমুন্নত রাখা
খ. চৌদ্দ লাইনের মধ্যে কবির অনুভূতি প্রকাশ করা
গ. চৌদ্দ অক্ষরের মধ্যে মূলভাব থাকতে হবে
ঘ. চৌদ্দ অক্ষরের চৌদ্দ চরণের মধ্যে ভাবকে তুলে ধরা
উত্তর: ঘ
২১। মাইকেল মধুসূদন দত্ত যে ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেছেন---
i.ইংরেজি
ii.বাংলা
iii. উর্দু
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: গ
২২। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে মায়াবলে ল²ণ প্রবেশে সমর্থ হয়?
i.মেঘনাদের গৃহে
ii.নিকুম্ভিলা যজ্ঞাগারে
iii. লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৩। উপন্যাসরত নিরস্ত্র মেঘনাদকে হত্যার উদ্দেশ্যে কে পথ দেখিয়ে নিয়ে আসে--
i.শত শত প্রহরী
ii.দেশদ্রোহী বিভীষণ
iii. রাবণের কণিষ্ঠ সহোদর
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii খ. iও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৪। ‘তেই’ শব্দটির সমার্থক শব্দ হলো---
i.ভিন্ন কারণ ii.তজ্জন্য iii. সেহেতু
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৫। পুরাণের রাক্ষসরাস রাবণ ও তাঁর পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের ছিল
i.গভীর ক্ষোভ ii.মমতা ii. শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৬। মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজারত ছিলেন---
i.পবন দেবতার ii.ইষ্টদেবতার বৈশ্বানরের iii. অগ্নিদেবতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৭। মেঘনাদের অপর নাম ‘ইন্দ্রজিৎ’ হবার কারণ---
i.দেবতাদের রাজা ছিলেন
ii.ইন্দ্রকে জয় করেছিলেন
iii. বাসবকে জয় করেছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৮। ‘রক্ষপুরে’ শব্দটির অর্থ হলো---
i.রক্ষাকারী নগরী ii.রাক্ষসদের নগরী iii. নিকুম্ভিলা যজ্ঞাগার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
২৯। মধুসূদনের সাহিত্যের প্রধান সুর ছিল----
i.স্বাধীনতার চেতনার
ii.দেশপ্রেম
iii. নারী জাগরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ
৩০। মধুসূদনের সাহিত্যে মিলন ঘটেছে----
i.পয়ার ছন্দের ii.রোমান্টিকতার iii. রূপসী সাহিত্যের
নিচের কোনটি সঠিক?
ক. iওii খ. iও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url