পারিবারিক খামার

অধ্যায়-7 পারিবারিক খামার

family farm


১. ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে কয়টি বাচ্চা দেয়?

ক ১.০-১.৫ 

খ ২.০-৩.০

 গ ৩.০-৩.৫

ঘ) ৪.০-৪.৫ 

উ:খ

২. রুই ও মৃগেল মাছ কত বছর বয়সে ডিম পাড়ার উপযুক্ত হয়?

ক ১বছর

খ ২বছর

 গ ৩বছর

ঘ) ৪বছর

উ:খ

 পর্যাপ্ত পরিমাণে খাবার পেলে কাতলা মাছ বছরে ২-৩ কেজি পর্যন্ত হয়। রুই ও মৃগেল মাছ বছরে ১ কেজি ওজনের হতে পারে। দুই বছর বয়সে এ সকল মাছ ডিম পাড়ার উপযুক্ত হয়।

 ৩. জার্সি জাতের সংকর গাভি দৈনিক কত লিটার দুধ দেয়?

ক ) ৩-৫ লিটার

খ) ১৫-২০ লিটার

গ) ২৫-৪০ লিটার

ঘ)  ৮৮ লিটার ২

উ:খ

৪. বাণিজ্যিক খামার কত প্রকার?

ক) ৩

খ) ২

গ)৪

ঘ)৫

উ:ক

বাণিজ্যিক খামারের জন্য বেশি পরিমাণ মূলধন ও লোকবল প্রয়োজন হয়। এই খামার ও প্রকারের হয়। যথা: ১। বড় ২। মাঝারি ৩। ক্ষুদ্র।

৫. রুই, কাতলা, মৃগেল মাছ কোন মাসে ডিম পাড়ে?

ক) জানুয়ারি-মার্চ 

খ) মে-জুলাই

গ)নভেম্বর-জানুয়ারি

ঘ) মার্চ-মে

উ:খ

৬.ফ্রিজিয়ান জাতের সংকর গাভি দৈনিক কত লিটার দুধ দেয়?

ক ) ৩-৫ লিটার

খ) ১৫-২০ লিটার

গ) ২৫-৪০ লিটার

ঘ)  ৮৮ লিটার ২

উ:খ

৭.এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি?

ক ) কলকারখানা।

খ) কৃষি 

গ)  শিল্প

ঘ) নদীনালা 

উ:খ

৮. আকার অনুযায়ী কৃষি খামার কত প্রকারের হয়ে থাকে?

ক ) ৩

খ) ১

গ) ২

ঘ)  ৮

উ:গ

৯.পুকুরের পানিতে কীসের অভাবে মাছ খাবি খায়?

ক) খাদ্য

খ অক্সিজেন

 গ স্বচ্ছ পানি

ঘ) পর্যাপ্ত সার

উ:খ

 জৈব পদার্থের পচন, বেশি সার প্রয়োগ, ঘোলাত্ব, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হয় এবং মাছ খাবি খায়।এর ফলে মাছ ও চিংড়ি মারা যায় । অক্সিজেনের অভাবে মৃত মাছের মুখ হা করা থাকে।

১০. নিচের কোনটি দেশি মাছ?

ক) তেলাপিয়া ® কার্পিও

খ) কালিবাউশ

গ) কার্পিও

ঘ) সিলভার কার্প

 উ:খ

 ১১. দেশি গাভি দৈনিক কত লিটার দুধ দিয়ে থাকে?

ক ১.০-১.৫ 

খ ২.০-২.৫

 গ ৩.০-৩.৫

ঘ) ৪.০-৪.৫ 

উ:খ

 ১২. সফলভাবে পারিবারিক পোল্ট্রি খামার পরিচালনার জন্য কোনটি প্রয়োজন?

ক) মূলধন

 খ) স্বচ্ছতা

 গ) অভিজ্ঞতা

 (ঘ) প্রশিক্ষণ। 

 উ:ঘ

 ১৩. বাংলাদেশে পারিবারিকভাবে কোনটি পালন করা খুবই লাভজনক?   

ক) গরু

খ) মহিষ

গ) ছাগল 

ঘ) ভেড়া

উ:গ

১৪. কোনটি দেশি কার্প মাছ?

ক) কার্পিও

 খ) তেলাপিয়া

 গ) মৃগেল

 ঘ) সরপুঁটি 

 উ:গ

চাষযোগ্য দেশি মাছের প্রজাতির মধ্যে রুই, কাতলা, মৃগেল ও ষ সরপুঁটি কালিবাউশ চাষের জন্য খুব উপযোগী। চাষযোগ্য বিদেশি মাছের মধ্যে রয়েছে কার্পিও, স্বরপুঁটি, তেলাপিয়া বা নাইলোটিকা, সিলভার কার্প ও থাই পাঙ্গাস।

১৫. কোনটি বদ্ধ পানিতে ডিম পাড়ে না?

ক)  কালিবাউশ 

খ)   পাঙ্গাস।

 গ)  স্বরপুঁটি,

 ঘ)  স্বরপুঁটি,

 উ:ক

১৬.পুরুষ ছাগল কত মাস বয়সে বাজারজাত করা যায়?

ক) ৬

খ) ৭

 গ) ৮

 ঘ) ১০

 উ:গ

১৭. পুকুরের লাল শেওলার স্তর প্রতিকারে প্রতি শতাংশতে কত গ্রাম কপার সালফেটের পোটলা বাঁধতে হবে?

ক) ১২-১৫

খ) ১৫-১৭

 গ) ২২-২৫

 ঘ) ২৫-২৭

 উ:ক

১৮। অতিরিক্ত সবুজ শেওলা উৎপাদন জৈবিকভাবে নিয়ন্ত্রণ করার উপায় কোনটি?

ক) টাকি মাছের চাষ

খ) চিংড়ির চাষ

গ) বড় কিছু সিলভার কার্প চাষ

ঘ) কাকড়ার চাষ

উ: গ

“অতিরিক্ত সবুজ শেওলা উৎপাদনের ফলে পানির উপর সবুজ স্তর তৈরি হয়। পাতলা সুতি কাপড় দিয়ে অতিরিক্ত শেওলা তুলে ফেলা যায়। কিছু বড় সিলভার কার্প মাছ ছেড়ে জৈবিকভাবে অতিরিক্ত সবুজ শেওলা নিয়ন্ত্রণ করা যায়।

১৯. ১০ শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুঁতের প্রয়োজন?

 (সকল বোর্ড ২০১৮]

ক) ১২০-১৫০ গ্রাম

খ) ২১০-২৫০ গ্রাম

গ) ১৬০-২০০ গ্রাম

ঘ) ১৭০-২১০ গ্রাম

উ: ক

২০. দুধ টকস্বাদ যুক্ত হয় কোন এসিড উৎপন্নের মাধ্যমে?

ক) অ্যাসিটিক ও

 খ)ম্যালিক 

গ) এসকরবিক

ঘ)  ল্যাকটিক

উ: ঘ

২১. দুধে রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণের উপায়কে কী বলে?

ক) নির্জলীকরণ

 খ) পাস্তুরিকরণ

গ)  ঘনীভবন

ঘ) স্ফুটন

উ: খ

দীর্ঘক্ষণ সাধারণ তাপমাত্রায় রাখলে অণুজীব সৃষ্টি হয়ে দুধ নষ্ট হয়ে যায়। এই অণুজীব অতি উচ্চ ও নিম্ন তাপমাত্রায় জন্মাতে ও বংশবিস্তার করতে পারে না। এই তাপমাত্রা ব্যবহার করে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায়কে পাস্তুরিকরণ বলে। 

২২. পারিবারিক দুগ্ধ খামারে গাভির সংখ্যা কয়টি হয়ে থাকে?

ক) ১-২

 খ) ২-৫

গ) ৩-৪

ঘ) ৪-৫

 উ: খ

পারিবারিক পর্যায়ে ক্ষুদ্র খামার স্থাপনের জন্য ২-৫টি গাভী পালন করা যায়। সাধারণত ৫টি বা তার অধিক গাভী সমন্বয়ে বাণিজ্যিক খামার স্থাপন করা হয়।

২৩. বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম কয়টি গাভি প্রয়োজন?

ক) ২

 খ) ৩

গ) ৫

ঘ) ৭

উ: গ

২৪. কোনটি ঘাস কাটার যন্ত্র?

ক)ফিড ট্রলি

খ) চপিং মেশিন

গ) রোলার মেশিন

(ঘ) ফিড স্টার্টার

উ: খ

২৫. পুকুরের ঘোলা পানির সমস্যা প্রতিকারে প্রতি শতাংশে কত কেজি চুন প্রয়োগ করতে হবে?

ক) ১-২

 খ) ২-৩

গ) ৩-৪

ঘ) ৪-৫

উ: ক

বৃষ্টি ধোয়া পানি পুকুরে প্রবেশের ফলে পানি ঘোলাটে হয়ে যায়। পাড়ে ঘাস না থাকলেও এমনটি হতে পারে। প্রতিকারের জন্য প্রতি শতাংশে ১-২ কেজি হারে পুকুরে চুন প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও জিপসাম (১-২ কেজি/শতাংশ) বা ফিটকারী ( 280-280 গ্রাম/শতাংশ) প্রয়োগ করা যায়।

২৬. দুধ দোহনের পদ্ধতি কয়টি? 

ক) ৪

 খ) ৩

গ) ২

ঘ) ১

উ: গ

দুগ্ধ দোহনের পদ্ধতি দুইটি। যথা-

  • সনাতন পদ্ধতি: হাত দ্বারা দোহন
  • আধুনিক পদ্ধতি: যন্ত্রের সাহায্যে দোহন।

২৭. প্রধানত কোন জীবাণু দুধে এসিড তৈরি করে? 

(সকল বোর্ড ২০১৭]

ক) স্ট্রেপটোকক্কাই

 খ) স্ট্রেটোপকক্কাই

গ) মেটোকক্কাই

ঘ) স্ট্রেটটোপকক্কাই

উ: ক

২৮. একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার?

ক) ১০০

 খ) ৯০

গ) ৩০

ঘ) ৬০

উ: খ

২৯. দুধ একবার গরম করলে কত ঘণ্টা ভালো থাকে?

ক) ১০

 খ) ৪

গ) ৩

ঘ) ৬

উ: খ

৩০. সনাতন পদ্ধতিতে দুধ কত মিনিট ফুটাতে হয়?

ক) ১০

 খ) ২০

গ) ৩০

ঘ) ৬০

উ: খ

৩১. দুধ পাস্তুরিকরণে কোনটি ব্যবহৃত হয়?

 ক) তাপমাত্রা

 খ) চাপ

 গ) রশ্মি

 ঘ) শব্দ

 উ: ক

৩২.পাস্তুরিকরণের উদ্দেশ্য কী? 

 ক)রশ্মি জীবাণুমুক্ত করা

 থ) মান বাড়ানো

 গ) রাসায়নিক গঠন পরিবর্তনর

 ঘ) অল্প সময়ের জন্য দুধ সংরক্ষণ 

 উ:ক

 ক দুধ পাস্তুরিকরণের প্রধান উদ্দেশ্য হলো রোগ উৎপাদনকারী জীবাণু ধ্বংস করা।

 এছাড়াও দুধ বেশি সময় সংরক্ষণের জন্য অবাঞ্ছিত জীবাণু ধ্বংস করা, দুধে উপস্থিত এনজাইম নিষ্ক্রিয়করণ ও এর উদ্দেশ্য।

 ৩৩. সথসলেট কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

 ক) জাপান

 খ) জার্মান

 গ) ইরান

 ঘ) তুরান

উ:খ

৩৪. পাস্তুরিকরণ কে আবিষ্কার করেন?

 ক) ড. হসলেট

 খ) ড. বরকত উল্লাহ

 গ)   থিওফ্রাসটাস

 ঘ) লুই পাস্তুর

 উ) ঘ

৩৫. পাস্তুরিকরণ প্রক্রিয়া প্রথম কে ব্যবহার করেন?

ক) ড. স্মিথ

খ) ড. জনসন

 গ) ড. সথস লট

ঘ) লুই পাস্তুর

উ) গ

৩৬. দুধ পাস্তুরিকরণে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ৩০ মিনিট উত্তপ্ত করতে হয়?

ক) ১৪০

খ) ৪৫

গ )১৫০

ঘ )১৫৫

উ) খ

৩৭. পাস্তুরিকৃত দুধ কত তাপমাত্রার নিচে (ডিগ্রি সেলসিয়াস) ঠাণ্ডা করতে হবে?

ক) ৪

খ) ৮

গ )১২

ঘ ) ১৬

উ) ক

৩৮. পাস্তুরিকরণে দুধের পরিণতি কী হয়?

ক) নষ্ট হয় 

খ) বিস্বাদ হয়

গ )অক্ষত থাকে 

ঘ) জমে যায়

উ:গ

৩৯. কোনটি চলমান খরচের খাত? 

ক) মুরগির ঘর

খ) মুরগির খাদ্য

গ) খাদ্যের পাত্র

(ঘ) চিক গার্ড

উ: খ 

৪০. পারিবারিকভাবে ব্রয়লার মুরগির খামারে কোনটি স্থায়ী খরচ?

ক) টিকা ও ঔষধ।

খ) চলতি বিদ্যুৎ

গ) লিটার

ঘ) মুরগির ঘর

উ: ঘ

৪১. কোনটি খামারের স্থায়ী খরচ?

(ক) বাচ্চার দাম

খ) ব্রুডার যন্ত্রের দাম

(গ) খাদ্য ক্রয়

(ঘ) পরিবহন খরচ

উ: খ

৪২. পারিবারিক ব্রয়লার মুরগির খামারে নিচের কোন উপাদানটির চলমান খরচ সবচেয়ে কম?

(ক) বাচ্চার দাম

খ) খাদ্য ক্রয়

গ) পরিবহন

(ঘ) শ্রমিক

উ: ঘ

৪৩. অতি উচ্চতাপে (১৩৭.৮০ সে.) পাণ্ডুরিকরণে কত সময় লাগে?

(ক)৩০ সেকেন্ড

(খ)২সেকেন্ড

গ)১৫ সেকেন্ড

ঘ) ৫ সেকেন্ড

উ: খ

৪৪. লিটার কী? 

(ক)মুরগির ঘর

(খ) মুরগির খাদ্য

গ) মুরগির বিছানা

ঘ) মুরগির বিষ্ঠা

উ: গ

লিটার হলো মুরগির বিছানা। মুরগির ঘরের মেঝেতে কাঠের গুঁড়া, ধানের তুষ ইত্যাদি দ্বারা পুরু বিছানা তৈরি করাকে লিটার বলে। লিটার দুই রকমের হয়ে থাকে।
  • ১। সাধারণ লিটার- সাধারণত ৫-৭ সেমি পুরু হয়ে থাকে।
  • ২। ডীপ লিটার- ১৫-২০ সেমি পুরু হয়ে থাকে।
লিটার জৈব সার হিসেবে জমিতে এবং মাছের খাদ্য তৈরিতে পুকুরে ব্যবহার করা যায়।

৪৫. খামার প্রতিষ্ঠা করার পর প্রতিদিন যে খরচ হয় তাকে কী বলে?

(ক) স্থায়ী খরচ

(খ) অস্থায়ী খরচ

গ) অতিরিক্ত খরচ

ঘ) চলমান খরচ

উ: ঘ

৪৬. দুগ্ধ খামারের চলমান ব্যয় কোনটি?

(ক) ঘর তৈরি

(খ) গাভির খাদ্য

গ) জমি ক্রয়

(ঘ) গাভি ক্রয়

উ: খ

৪৭. যন্ত্রপাতির ওপর অবচয় খরচ হলো— 

ক. ৫%

খ .১০%

গ.১৫%

 ঘ.২০%

উ: খ

৪৮. ব্রয়লার মুরগি পালনে মোট বাৎসরিক অপচয়ের খাত কয়টি?

ক. ২

খ .৩

গ.৪

 ঘ.৫

উ: খ

খামারে মোট বাৎসরিক অপচয়ের খাত ৩টি। যথা-

  • ১। মুরগির ঘরের উপর,
  •  ২। যন্ত্রপাতির উপর, 
  • ৩। মোট স্থায়ী্মুলধন ও মোট চলমান খরচ।

৪৯. পারিবারিক কৃষি খামারে করা যায় –

i. মৎস্য খামার

ii. পোল্ট্রি খামার

iii. গবাদিপশুর খামার

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ: ঘ

৫০. চাষযোগ্য দেশি জাতের বেশি উপযোগী মাছ—

i. রুই, কাতলা

ii. সরপুঁটি, বোয়াল

iii. মৃগেল, কালবাউশ

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ: খ

৫১. খামারে পোনা মজুদকালীন ব্যবস্থাপনা হলো—

i. পোনার প্রজাতি নির্বাচন

ii. সার ও চুন প্রয়োগ

iii. পোনা পরিবহন

নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ:খ

খামারে পোনা মজুদকালীন ব্যবস্থাপনা হলো- পোনার প্রজাতি নির্বাচন, পোনা শোধন, পোনা পরিবহন, পোনার পরিমাণ নির্ধারণ ইত্যাদি ।

৫২. দুগ্ধ পাস্তুরিকরণের রূপগত উদ্দেশ্য—

i. জীবাণু ধ্বংস করা

ii. গুণাগুণ অক্ষুণ্ণ রাখা

iii. রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ: ক

৫৩. দুধ সংরক্ষণের পদ্ধতি হলো.

i. ৪ ঘণ্টা পর পর ২০ মিনিট ফোটানো

ii. ৭২.২° সে এ ১৫ সেকেন্ড উত্তপ্ত করা

iii. ৬২.৮° সে এ ৩০ সেকেন্ড উত্তপ্ত করা 

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ: ক

৫৪. পাস্তুরিকরণ করা হয়—  

i. ৬২.৮° সে. তাপে ৩০ মি. 

ii. ৭২.২° সে. তাপে ১৫ সেকেন্ড

iii. ১৩৭.৮° সে তাপে ২ সেকেন্ড

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ: ঘ

তাপমাত্রার উত্তর ভিত্তি করে পাস্তুরিকরণ তিনভাবে করা যায়।

  •  ১। নিম্ন তাপমাত্রায় (৬২.৮° সে.) ৩০ মিনিট সময়ের জন্য।
  • ২। উচ্চ তাপমাত্রায় (৭২.২° সে.) ১৫ সেকেন্ড সময়ের জন্য। 
  • ৩। অতি উচ্চ তাপমাত্রায় (১৩৭.৮° সে.) ২ সেকেন্ড সময়ের জন্য ।

৫৫. পাস্তুরিকরণের অসুবিধা হলো—

i. দুধের এনজাইম নষ্ট হয়ে যায় 

ii. ভিটামিন নষ্ট হয়ে যায় নিচের কোনটি সঠিক?

iii. চর্বিকণা পৃথক হয়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও iii.

 ঘ.i., ii.ও iii

উ: গ

পাস্তুরিকরণের অসুবিধা হলো— দুধের চর্বিকণা পৃথক হতে পারে, ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে, বিষাদের সৃষ্টি হতে পারে ।

৫৬. ব্রয়লার মুরগি পালনে স্থায়ী খরচ হলো-

i. খামারের জমি ও আসবাবপত্র ক্রয়

ii. মুরগি ক্রয় ও মুরগির খাবার তৈরি

iii. ব্রুডার যন্ত্র ও পানির পাত্র ক্রয় নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

গ.ii.ও ii.

 ঘ.i., ii.ও iii

উ: খ

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও:

রমজান আলীর দুইটি চাষের পুকুরের মাছ ভেসে উঠেছে। কিছু মৃত মাছের মুখ 'হা' করা রয়েছে। 

 ৫৭. মাছের এরূপ অবস্থার কারণ কোনটি?

ক) পানিতে নাইট্রোজেন গ্যাসের আধিক্য

খ) পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া 

খ) পানিতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমে যাওয়া 

ঘ) পানির তাপমাত্রা কমে যাওয়া

উ: খ

৫৮. এক্ষেত্রে রমজান আলীর করণীয় কী?

i. পুকুরের পানির উপর বাঁশ দ্বারা পিটানো

ii. পুকুরে হররা টানা

iii. পুকুরের পানিতে রোটেনন প্রয়োগ করা

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

 গ.ii.ও ii.

 ঘ.i., ii.ও iii

উ: ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও:

রাসেল প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে কয়েকটি সংকর জাতের গাভি কিনে একটি পারিবারিক দুগ্ধ খামার স্থাপন করে।

৫৯. রাসেলের খামারে গাভির সংখ্যা কতটি হতে পারে?

ক. ১-৩

খ .২-৫

গ.২-৭

 ঘ.৩-৮

উ: খ

৬০. উল্লিখিত খামার স্থাপনের মাধ্যমে পরিবারের—

i. দুধ ও পুষ্টির চাহিদা মেটানো যাবে।

ii. বাড়তি আয়ের ব্যবস্থা হবে

iii. স্বকর্মসংস্থান বাড়ানো যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

 গ.ii.ও ii.

 ঘ.i., ii.ও iii

উ: ঘ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও :

বাবুল নিজ বাড়িতে ৫টি গাভি নিয়ে একটি পারিবারিক খামার গড়ে তোলেন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খামার থেকে ভালো উৎপাদন পেয়ে তিনি অনেক লাভবান হয়েছেন।

৬১. বাবুলের খামারটি কাদের দ্বারা পরিচালিত?

 ক) বেতনভোগী কর্মচারী

 (খ) কৃষি কর্মকর্তা

 গ) প্রতিবেশি

(ঘ) পরিবারের সদস্য

উ: ঘ

৬২. বাবুলের লাভবান হওয়ার কারণ হলো-

i. সুষম খাদ্য সরবরাহ

ii. অতিথি আপ্যায়ন

iii. স্বাস্থ্যসম্মত বাসস্থান

 নিচের কোনটি সঠিক?

ক. i.ও ii.

খ .i.ও iii.

 গ.ii.ও ii.

 ঘ.i., ii.ও iii

উ: খ

নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও:

আলেয়া বেগম বাড়ির পাশে ৫ শতাংশ উঁচু জায়গায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পারিবারিক দুগ্ধ খামারের উপর প্রশিক্ষণ গ্রহণ করে দুটি উন্নত জাতের গাভি পালন শুরু করলেন এবং প্রতিদিন ৪০ লিটার দুধ পেতে লাগলেন। প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রি করেন।

৬৩. আলেয়া বেগম উন্নত জাতের কোন গাভি নির্বাচন করলেন?

i.হলস্টেইন ফ্রিজিয়ান

ii.জার্সি

iii.স্থানীয় জাতের

নিচের কোনটি সঠিক?

 ক. i.ও ii.

 খ .i.ও iii.

 গ.ii.ও ii.

 ঘ.i., ii.ও iii

উ: ক

৬৪. আলেয়া বেগম সপ্তাহে কত টাকার দুধ বিক্রি করেন?

ক. ১৯,৫০০ টাকা

 খ .২০,০০০ টাকা

 গ.১৯,৬০০ টাকা

 ঘ.২০.৬০০ টাকা

উ: খ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url