এসএসসি ইতিহাস অধ্যায় ২:বিশ্বসভ্যতা(মিশর,সিন্ধু,গ্রিকও রোম )সাজেশন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

অধ্যায় ২: বিশ্বসভ্যতা (মিশর,সিন্ধু,গ্রিক ও রোম)

World Civilizations (Egypt, Indus, Greece and Rome)

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তরসমূহ:

আমাদের  ওয়েবসাইট ও  চ্যানেলে তোমাদের  স্বাগতম । আমরা প্রতিনিয়ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে থাকি । তোমাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে পার । আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তিতে সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপলোড দেব । পড়ার টেবিল নামের পুরো একটা লাইব্রেরী!  এত বই পড়ে কি লাভ? যদি কমন না আসে এত বই পড়ার পরেও!

শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তির পথে,আমরা শতভাগ (১০০%) কমনের নিশ্চয়তায় প্রতিজ্ঞাবদ্ধ! 

বিকল্পধারায় সহজ থেকেও সহজতর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপহার স্বরুপ শিক্ষা,  জ্ঞান-বিজ্ঞান, CQ, MCQ,মডেল টেষ্ট, সৃজনশীল প্রশ্ন+উত্তর ও ভিডিও ক্লাস। সম্পুর্ণ ডিজিটাল পথে শিক্ষার্থীদের সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্বেগ।

এখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে।

পেজ সূচিপত্র :অধ্যায় ২:বিশ্বসভ্যতা(মিশর,সিন্ধু,গ্রিকও রোম )

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

সৃজনশীল বহুনির্বাচনি
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 
এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা।

  • মিশরকে নীল নদের দান বলেছেন— হেরোডোটাস।
  • প্রাচীন মিশরীয় রাজাদের বংশগত উপাধি— ফারাও। 
  • ফারাও শব্দের অর্থ— রাজকীয় বাড়ি ।
  • মিশরের প্রথম রাজা— মেনেস ।
  • মিশরীয়রা আবিষ্কার করেছিল — ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা । 
  • মিশরীয় চিত্রলিপির নাম- হায়ারোগ্লিফিক।
  • মিশরীয়রা মমিকে রক্ষার জন্য তৈরি করত— পিরামিড । 
  • প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়— মিশরীয় সভ্যতায়। 
  • সিন্ধু সভ্যতার প্রধান অবদান— পরিকল্পিত নগরী গঠন। 
  • পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন— গ্রিক ভূগোলবিদরা । 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. পুরোপলীয় যুগ কাকে বলে?

[সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, সেন্ট স্কলাসটিকাস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম ]

উত্তর: পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হয় পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ।

প্রশ্ন-২. নবোপলীয় যুগ কী? 

[য, বো, ২২: রা. বো. ২১: আওয়ার লেডী অব্ ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা;পাঁচবিবি নছির মন্ডল (এন.এম.) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট ]

উত্তর: প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর বা নবোপলীয় যুগ।

প্রশ্ন-৩. নোম কাকে বলে? 

[দি. বো. ২১, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ; চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ বিদ্যালয়, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ]

উত্তর: প্রাক-রাজবংশীয় যুগে মিশর যে সকল ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল তাদেরকে নোম বলে ।

প্রশ্ন-৪. ‘মিশর নীলনদের দান” কে বলেছেন?

[ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল ] 

উত্তর: ‘মিশর নীলনদের দান' বলেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। 

প্রশ্ন-৫. কার নেতৃত্বে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে? 

[ ঢা. বো. ২৩] 

উত্তর: রাজা মেনেসের নেতৃত্বে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল ।

প্রশ্ন-৬. কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? 

[ঢা. বো. ২২,.নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ বিদ্যালয়: বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা; শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ]

উত্তর: নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল।

প্রশ্ন-৭. স্ফিংক্স কী? 

[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]

উত্তর: স্ফিংক্স হচ্ছে মিশরীয় সভ্যতার সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য।

প্রশ্ন-৮. হায়ারোগ্লিফিক কী?

[রা. বো. ২৩: ব, বো, '২২: ব. বো, ২০. সি. বো, য. বো. ১৯]

উত্তর: হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি, যার অর্থ পবিত্র অক্ষর।

প্রশ্ন-৯. সিন্ধুসভ্যতার সমাজব্যবস্থা কীরূপ ছিল? 

[দি. বো. ২৩ ]

উত্তর: সিন্ধুসভ্যতার সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক ।

প্রশ্ন-১০. মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? 

[চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃবিদ্যালয়; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা; আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]

উত্তর: মহেঞ্জোদারো কথাটির অর্থ মরা মানুষের ঢিবি।

প্রশ্ন-১১. হেলেনিক সংস্কৃতি কী?

[রা. বো. ২৩: কু. বো. ২২; ঢা, বো, ২১, রা. বো, ২০] 

উত্তর: গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা হলো 'হেলেনিক সংস্কৃতি'।

প্রশ্ন-১২. এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কোন সংস্কৃতি? 

[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা] 

উত্তর: এথেন্সকে কেন্দ্র করে হেলেনিক সংস্কৃতি গড়ে উঠেছিল ।

প্রশ্ন-১৩. পেরিক্লিস কত বছর শাসন করেন?

[দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার] 

উত্তর: পেরিক্লিস ৩০ বছর শাসন করেন।

প্রশ্ন-১৪. গণতন্ত্রের সূচনা হয় কোথায়?

[সকল বোর্ড ১৬: লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা; শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে ।

প্রশ্ন-১৫. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা?

[ম. বো. ২৩, সকল বোর্ড ১৮, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ]

উত্তর: পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন গ্রিক বিজ্ঞানীরা ।

প্রশ্ন-১৬. ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্যের রচয়িতা কে? 

[দি. বো ২৩. দি. বো. ২০.চ. বো. ১৯, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়,রাজশাহী;নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: ‘ইলিয়াড’ও ‘ওডিসি’মহাকাব্যের রচয়িতা হলেন গ্রিক মহাকবি হোমার।

প্রশ্ন-১৭. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে? 

[ম. বো. ২৩: খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা; ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়]

উত্তর: রোম নগরীর প্রতিষ্ঠাতা হলেন ল্যাটিন রাজা রোমিউলাস।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. মিশরকে নীলনদের দান বলা হয় কেন? 

[রা. বো. ২৩: য. বো. ২২ ঢা বো., ২১, রা, বো, সি. বো. ২০: দি. বো. ১৯; নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃ বিদ্যালয়; গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা; আওয়ার লেডী অর ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা: পাঁচবিবি নছির মণ্ডল (এন.এম.) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট ]

উত্তর: নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীলনদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে যেতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। প্রাচীনকালে মানুষ এর দু'পাশে বসবাস করতো। এ সময় মিশরীদের নীলনদের জলই ছিল একমাত্র ভরসা । এ জন্য মিশরকে নীলনদের দান বলা হয়েছে।

প্রশ্ন-২. হায়ারোগ্লিফিক বলতে কী বোঝায়? 

[রা. বো. ২২: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা ] 

উত্তর: মিশরীয় সভ্যতায় 'হায়ারোগ্লিফিক' বলতে বোঝায় পবিত্র অক্ষর।মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান অবদান ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। ছবি এঁকে মনের ভাব প্রকাশের লিখন পদ্ধতিটির নাম ছিল চিত্রলিপি। এই লিপিগুলো ধর্মীয় বাণী ও রাজার আদেশ প্রচারের জন্য ব্যবহৃত হতো। তাই এগুলো পরে ‘হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর নামে পরিচিত হয়।

প্রশ্ন-৩. মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন? 

[দি. বো. ২০; সি. বো. ১৯, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার] 

উত্তর: মিশরীয়রা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে মৃতদেহকে মমি করে রাখত ।

মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী হয় ধর্মীয় কারণে। তারা পরজন্মে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মে পুনরায় রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল। ফলে মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করার পদ্ধতি আবিষ্কার করে। যাতে ফারাওদের দেহ তাজা থাকে। মৃতদেহ তাজা রাখার এই পদ্ধতিটিই মমি নামে পরিচিত।

প্রশ্ন-৪. মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?

[সকল বোর্ড ১৮, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা; সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ ]

উত্তর: মমিকে রক্ষা করার জন্য মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল । মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত ব্যক্তি আবার একদিন জীবিত হয়ে উঠবে। সে কারণে তারা মৃত ব্যক্তির দেহকে তাজা রাখার জন্য এক বিশেষ পদ্ধতিতে দেহকে মমি করে রাখত। আর মমিকৃত দেহ সংরক্ষণের জন্য পিরামিড তৈরি করেছিল।

প্রশ্ন-৫. নবোপলীয় যুগ কাকে বলে?

[ম. বো., রা. বো. ২৩: সকল বোর্ড ১৬, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর: নতুন পাথরের যুগকে নবোপলীয় যুগ বলে। আদিম যুগের মানুষ কৃষিকাজ জানত না। ফলমূল ছিল তাদের একমাত্র খাদ্য। এরপর যখন তারা পাথর ভেঙে ঘসে ঘসে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে তখন তাদের একমাত্র হাতিয়ার পাথর হবার কারণে এ যুগকে পাথরের যুগ বলা হয়। পাথরের যুগের প্রথম পর্যায়কে পুরনো পাথরের যুগ বলা হয়। আর পুরনো পাথরের যুগ শেষ হওয়ার 

পরবর্তী যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবোপলীয় যুগ।

প্রশ্ন-৬. সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন?

[দি. বো. ২১, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুর, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: নগরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠায় সিন্ধুকে নগর সভ্যতা বলা হয়।নগরকেন্দ্রিক পরিকল্পনায় সিন্ধু সভ্যতা অন্য যেকোনো সভ্যতার তুলনায় অনেক উন্নত। তাদের নগরীর ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলো মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, 

মূলত এ সমস্ত নগরকেন্দ্রিক কার্যকলাপের জন্য সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হতো ।

প্রশ্ন- ৭. প্রাচীন গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব কীভাবে গড়ে ওঠে? 

[দি. বো. ২২: চ. বো, ২০: ব. বো. ১৯]

উত্তর: অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে।গ্রিসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা হলো অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি চার বছর পরপর এটি অনুষ্ঠিত হতো। এ প্রতিযোগিতায়গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশগ্রহণ করত। এর ফলে খেলোয়াড়দের মধ্যে যেমন সম্পর্ক গড়ে উঠত তেমনি এ প্রতিযোগিতা উপভোগ করতে আসা জনগণের মধ্যেও গভীর সম্পর্ক বা সৌহার্দ তৈরি হতো।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. কে মিশরকে নীল নদের দান বলেছেন? 

[ঢা. বো. ২৩; দি. বো; কু.বো, ২১ ঢা. বো. ১৯ লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী, সিলেট সরকারিপাইলট উচ্চ বিদ্যালয়]

(ক) ইতিহাসবিদ র‍্যাপসন

(খ) হেরোডোটাস 

(গ) কিডাইডিস

(ঘ) লিওপোল্ড ফন্ র‍্যাংকে

২. মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন?

[দি.বো, ২৩ ব. বো, ২২, কু. বো. ১৯]

(ক) জ্ঞান চর্চার জন্য 

(খ) চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য

(গ) বিজ্ঞান পছন্দ করত বলে

(ঘ) ধর্মীয় কারণে

৩. মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখত কেন?

[ম. বো. ২১ ঢা. বো. ১৯]

(ক) পচাতে

(খ) তাজা রাখতে

(গ) পূজা করতে

(ঘ) জীবিত রাখতে

৪. কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়?

[ম. বো. ২৩, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]

(ক) সিন্ধু

(খ) গ্রিক

(গ) রোমান

(ঘ) মিশরীয়

৫. মিশরের প্রথম রাজা কে ছিলেন?

[য. বো. ২১ খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

(ক) পের-ও 

(খ) মেনেস 

(গ) আমন রে 

(ঘ) ওসিরিস 

৬. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?

[রা. বো, ২১ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

(ক) ১৪

(খ) ২০

(গ) ২৪

(ঘ) ২৮

৭. ‘হায়ারোগ্লিফিক’ কী? 

[য. বো. ১৯: বি এ এফ শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]

ক) চিত্রলিপি 

(খ) বর্ণলিপি 

(গ) প্যাপিরাস 

(ঘ) সূর্যঘড়ি

৮. কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়? 

[ব. বো. ২১, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর (সেট- বকুল)]

(ক) মিশরীয় সভ্যতা

(খ) সিন্ধু সভ্যতা

(গ) গ্রিক সভ্যতা

(ঘ) রোমান সভ্যতা

৯. মিশরীয়রা নির্ণয় করতে পারত—

[সি. বো. ২৩: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

i. দাঁতের রোগ

ii. হৃৎপিণ্ডের গতি

iii. পেটের রোগ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ক

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও : 

বর্ষণ স্যার গণিতের ক্লাসে ত্রিভুজের কয়েকটি চিত্র বোর্ডে অঙ্কন করলেন। চিত্রগুলো দেখে ১০ম শ্রেণির ছাত্র সালামের মনে পড়ে যায় এক বিশেষ সভ্যতার কথা— যাদের তৈরিকৃত এক স্থাপত্য শিল্পের আকৃতিও ত্রিভুজের মতো ।

[রা. বো. ২৩: য. বো. ২১; সকল বোর্ড ১৫; পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ]

১০. সালামের কোন সভ্যতার কথা মনে পড়ে?

(ক) মিশরীয়

(খ) গ্রিক

(গ) সিন্ধু 

(ঘ) রোমান

১১. উক্ত সভ্যতার লোকেরা—

i. ধর্ম দ্বারা প্রভাবিত

ii. একেশ্বরবাদে বিশ্বাসী

iii. প্রথম সৌরপঞ্জিকার আবিষ্কারক

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ক

১২. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান?

[সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠী]

(ক) সিন্ধু

(খ) মিশরীয়

(গ) চৈনিক

(ঘ) রোমান

১৩. সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন কোন শিল্পে বেশ পারদর্শী ছিল?

[সকল বোর্ড ১৮, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়] 

(ক) কারু শিল্পে

(খ) কুটির শিল্পে

(গ) নির্মাণ শিল্পে

(ঘ) মৃৎ শিল্পে

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

বিথী সোবহানপুর অঞ্চলে বসবাস করে। তার পরিবারের প্রধান হচ্ছেন তার মা।তাদের সমাজে একক পরিবার প্রথা বিদ্যমান।

[দি.বো. ২৩]

১৪. উদ্দীপকে বিথীর সমাজ ব্যবস্থা কোন সভ্যতার প্রতিচ্ছবি?

(ক) মিশরীয়

(খ) সিন্ধু

(গ) গ্রিক

(ঘ) রোমান

১৫. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা? 

[দি. বো. ২০: সকল বোর্ড ১৫;রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, সিলেট]

(ক) মিশরীয়রা

(খ) গ্রিকরা

(গ) রোমানরা

(ঘ) সিন্ধুর অধিবাসীরা

১৬. এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?

[চ. বো. ১৯; সকল বোর্ড ১৭: সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি]

(ক) সোলন

(খ) পিসিসট্রেটাস

(গ) পেরিক্লিস

(ঘ) রাজা ফিলিপ

১৭. কার সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় ?

(ক) সোলন

(খ) পেরিক্লিস

(গ) পিসিসট্রেটাস

(ঘ) ক্লিসথেনিস

১৮. গ্রিক সভ্যতার বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে ছিলেন—

[ব. বো. ২১, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

i. সোফোক্লিস

ii. এসকাইলাস

iii. অ্যাপোলো

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর : ক

১৯. রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয় কেন? 

[রা, বো, ২১; সকল বোর্ড ১৭]

(ক) বাইরের আক্রমণকারীদের সাথে ক্রমাগত সংঘর্ষের ফলে

(খ) রাজার সেনাবাহিনীতে যোগ দিতে

(গ) উর্বর কৃষি জমি না থাকায়

(ঘ) রাজ্য বৃদ্ধির উদ্দেশ্যে

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। 

[দি. বো. ১৯; সকল বোর্ড ১৮]

২০. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন? 

(ক) মিশরীয়

(খ) সিন্ধু

(গ) গ্রিক

(ঘ) রোমান

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১, ২, ৬, ৭, ৮, ১০-১১, ১৩, ১৫,১৭, ১৮।

সৃজনশীল প্রশ্ন

১.

ক. সিন্ধু সভ্যতায় কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়? 
খ. ধর্মীয় ক্ষেত্রে রোমানদের অবদান ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কোন সভ্যতার স্থাপত্য শিল্পের নিদর্শন? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কাল বিশ্লেষণ করো।
২.
[ সিলেট বোর্ড, ২০২১]
ক. আধুনিক ইতিহাসের জনক কে?
খ. ইতিহাস গতিশীল ও বহমান- ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের চিত্র যে সভ্যতার পরিচয় বহন করে ঐ সভ্যতার ভাস্কর্যের বর্ণনা দাও ৷
ঘ. উদ্দীপকে নির্দেশিত সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য লিপি বা অক্ষর আবিষ্কার— উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩. সুমন সাহেব ঢাকা শহরে এসে গুলশান আবাসিক এলাকায় বেড়াতে গেলেন। গুলশান এলাকার স্থাপনাগুলোর নির্মাণ 
শৈলী দেখে অবাক হন এবং তার গ্রামে ঐভাবে একটা বাড়ি তৈরির কথা চিন্তা করেন । শহীদুল জ্যামিতির চিত্র আঁকছিল। 
সে নিজে ছবি আঁকতে গিয়ে লক্ষ করল -প্রাচীন এক সভ্যতার এরকম ত্রিভুজের মতো দেখতে এক বিশেষ থাপত্য শিল্প রয়েছে। 
[যশোর বোর্ড ২০২১: হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা: জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক. নবোপলীয় যুগ কী?
খ. রোমানদের গুরুত্বপূর্ণ অবদানটি ব্যাখ্যা করো ।
গ. গুলশান আবাসিক এলাকার স্থাপত্য বৈশিষ্ট্যের সাথে কোন সভ্যতার মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. “উদ্দীপকের দ্বিতীয় অংশে যে সভ্যতার কথা বলা হয়েছে তারা নিজেদের ক্ষেত্রে 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছে”– মতামত দাও । 

৪. তারান্নুম প্রাচীন বিশ্বসভ্যতা সম্পৰ্কীয় ম্যাগাজিন পড়তে গিয়ে তালতলা অঞ্চলের জীবন ব্যবস্থা সম্পর্কে অবগত হয়। আজ
থেকে কয়েক হাজার বছর আগে তালতলা অঞ্চল কৃষিতেই শুধু উন্নত ছিল না, তারা বর্ণমালা আবিষ্কার এবং লেখার জন্য বিশেষ 
গাছ থেকে কাগজও তৈরি করেন। ভাস্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য অবদান রাখেন। 
[সকল বোর্ড ২০১৬: লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
খ. নবোপলীয় যুগ বলতে কী বোঝ?
গ. তারান্নুমের ম্যাগাজিনে পড়া তালতলা অঞ্চলের সাথে প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে বর্ণিত প্রাচীন সভ্যতাটি ভাস্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল।'- উক্তিটি বিশ্লেষণ কর।

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ২, ৩, ৪।    

আর পড়ুন:এসএসসি ইংরেজী ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:এসএসসি ইংরেজী ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন-২০২৪ 

আর পড়ুন:SSC ইংরেজি ১ম পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস 

আর পড়ুন:SSC ইংরেজি ২য়পত্র100% সঠিক উত্তর করার ট্রিকস


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url