এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান সাজেশন

 সাজেশন: পরীক্ষা ২০২৪

পদার্থবিজ্ঞান

অধ্যায় ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

Physics-suggestions-to-save-lives


পেজ সূচিপত্র :অধ্যায় ১৪: জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

সৃজনশীল বহুনির্বাচনি
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা ।

  • জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সেতুবন্ধন হলো— জীব পদার্থবিজ্ঞান ।
  • মানবদেহের অভ্যন্তরের ছাঁকন যন্ত্র হলো— কিডনি বা বৃক্ক।
  • রক্ত থেকে নাইট্রোজেন বর্জ্য সরিয়ে পরিশোধন করে— বৃক্ক।
  • অন্ত্রের প্রতিবন্ধকতা, ফুসফুসের ক্যান্সার নির্ণয়ে ব্যবহৃত হয়— এক্সরে।
  • 1-10 MHz কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়- আল্ট্রাসনোগ্রাফিতে।
  • ট্রান্সডিউসার ব্যবহার করা হয়- আল্ট্রাসনোগ্রাফী যন্ত্রে।
  • হৃদযন্ত্রের ত্রুটি, টিউমার সনাক্তকরণ, পেলিডিক মাসের উপস্থিতি নির্ণয়, স্ত্রীরোগ ও প্রসুতি বিজ্ঞানে ব্যবহার হয়- আলট্রাসনোগ্রাফী।
  • CT scan এর পূর্ণরূপ- Computed Tomography Scan.
  • ফুসফুস, ব্রেনের ত্রিমাত্রিক ছবি নির্ণয়; অগ্নাশয়, ফুসফুসের ক্যান্সার সনাক্তকরণে ব্যবহৃত হয়- সিটিস্ক্যান।
  • এক্সরে ব্যবহার করে ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক ছবি পাওয়া যায়- সিটিস্ক্যান করে।
  • ব্যাথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি হলো— MRI
  • মেরু রজ্জুর বিস্তৃত বিম্ব, পিঠের ব্যাথার তীব্রতা নির্ণয়ে ব্যবহৃত হয়— MRI
  • কিডনি ধমনীর অবস্থা পরীক্ষা, সুক্ষ্ম রক্তনালীর ব্লকেজ নির্ণয়ে ব্যবহৃত হয়— এনজিওগ্রাম ।
  • সংকুচিত ধমনী প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়— রিং।
  • পরীক্ষার সময় ধমনীর ব্লক মুক্ত করার প্রক্রিয়াকে বলে — এনিজওপ্লাস্টি।
  • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে পাকস্থলী পরীক্ষা করা হয়- এন্ডোসকপির মাধ্যমে।
  • ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত, স্ত্রী যৌনাঙ্গ, উদর এবং পেলভিস পরীক্ষার জন্য ব্যবহৃত হয়— এন্ডোসকপি ।
  • হূৎপিণ্ডের স্পন্দন হার এবং ছন্দময়তা পরিমাপ করা যায়— ইসিজি | 
  • ইসিজি পরীক্ষায় হৃৎপিণ্ডের সম্পূর্ণ ছবি পাবার জন্য দরকার— 10টি ইলেক্ট্রোড।
  • হৃৎপিণ্ডের করোনারি ধমনিতে আংশিক অবরুদ্ধ অবস্থা সনাক্ত করার জন্য ব্যবহৃত হয়—ইটিটি।
  • অনুশীলনরত অবস্থায় পরীক্ষা করতে হয়— ইটিটি ।
  • চিকিৎসা ও রোগ নির্ণয় উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়— এক্সরে। 
  • রক্তাল্পতা, রক্তের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়- ফসফরাস-32। 
  • কোবাল্ট-60, ফসফরাস- 32 ব্যবহৃত হয়— ক্যান্সার চিকিৎসায়। 
  • থাইরয়েডের চিকিৎসার ক্ষেত্রে ব্যবৃহত হয়— আয়োডিন-131।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. জীবপদার্থবিজ্ঞান কাকে বলে?

উত্তর: পদার্থবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক স্থাপনে করে যে নতুন বিষয় সৃষ্টি হয়েছে তাকে জীবপদার্থবিজ্ঞান বলে । 

প্রশ্ন-২. ডাই কাকে বলে?

উত্তর: এনজিওগ্রাম করার সময় রক্তনালিকায় বিশেষ সরু ও নমনীয় নলের মাধ্যমে যে তরল পদার্থ প্রবেশ করান হয় তাই ডাই । 

প্রশ্ন-৩. এনজিওগ্রাফি কী? 

[য. বো. ২০: কু.বো, ১৭]

উত্তর: এনজিওগ্রাফি হলো এমন একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা যেখানে শরীরের রক্তনালীকা সমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়। এ পরীক্ষার মাধ্যমে রক্তবাহী শিরা বা ধমনী গুলো সরু, ব্লক ও প্রসারিত হয়েছে কিনা তা নির্ণয় করা যায়। 

প্রশ্ন-8. MRI কি? 

উত্তর: শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করে ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি হলো MRI.

প্রশ্ন-৫. এমআরআই এর পূর্ণরূপ কী? 

[সি. বো. ১৯]

উত্তর: এমআরআই এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং (Magnetic Resonance Imaging)।

প্রশ্ন-৬. ETT এর পূর্ণরূপ লিখ? 

[চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]

উত্তর: ETT এর পূর্ণ রূপ হলো Exercise Tolerence Test ।

প্রশ্ন-৭. ECG কী?

[ব. বো. ১৫; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর]

উত্তর: ইসিজি এর পূর্ণরূপ হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম (Electrocardiogram)। যে রোগনির্ণয় পদ্ধতির সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়, তাই হলো ইসিজি । 

প্রশ্ন-৮. CT স্ক্যান কী?

[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ ] 

উত্তর: CT Scan (Computed Tomography Scan) হলো ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরীর একটি প্রক্রিয়া যা চিকিৎসাবিজ্ঞানে ব্যবহার করা হয়।

প্রশ্ন-৯. রেডিওথেরাপি কী?

উত্তর: রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকিৎসায় আয়ন সৃষ্টিকারী (তেজষ্ক্রিয়) বিকরণের ব্যবহার ।

প্রশ্ন-১০. ক্যাথেটার কী?

উত্তর: এনজিওগ্রাম করার সময় রোগীর দেহে যে সরু ও নমনীয় নলের মধ্যে দিয়ে একটি তরল পদার্থ ডাই প্রবেশ করিয়ে দেয়া হয়, সেই নলটিই ক্যাথেটার।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. আলট্রাসনোগ্রাফি কী? ব্যাখ্যা কর। 

[রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়]

উত্তর: আল্ট্রাসনোগ্রাফি হলো এমন একটি রোগ নির্ণয় পদ্ধতি যা উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের ওপর নির্ভরশীল। উচ্চ কম্পাঙ্কের শব্দ যখন শরীরের গভীরের কোনো অঙ্গ বা পেশী থেকে প্রতিফলিত হয় তখন প্রতিফলিত তরঙ্গের সাহায্যে  ঐ অঙ্গের অনুরূপ একটি প্রতিবিম্ব মনিটরের পর্দায় গঠন করা হয়।

প্রশ্ন-২. এমআরআই (MRI) ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি— ব্যাখ্যা কর।

[য. বো. ১৭]

উত্তর: এম আর আই যন্ত্রের শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করা হয়। এম আর আইয়ের মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্ব শরীরের অভ্যন্তরের সবকিছু দেখতে সাহায্য করে ।এই যন্ত্রে এক্সরে বা অন্য কোনো ধরণের ক্ষতিকর বিকিরণ ব্যবহার করা হয় না। তাই বলা যায়, এম আর আই ব্যথাহীন ও সম্পূর্ণ নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি ।

প্রশ্ন-৩. এন্ডোস্কোপি কোন নীতিতে কাজ করে- ব্যাখ্যা করো। 

[ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা ] 

উত্তর: এন্ডোস্কোপি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর নীতিতে কাজ করে। এন্ডোসকপি যন্ত্রে দুটি নল থাকে, এদের মধ্যে একটির মধ্য দিয়ে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয় যা তন্তুর ভেতরের দেয়ালে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ গহ্বরে প্রবেশ করে। এই আলো রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত অঙ্গকে আলোকিত করে। দ্বিতীয় আলোক তন্তু নলের ভিতরের অংশ দিয়ে আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে এবং তা চিকিৎসকের চোখে প্রবেশ করে।

প্রশ্ন-৪. এক্স-রের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার উপায় ব্যাখ্যা কর। 

[ব. বো. ১৫]

উত্তর: অপ্রয়োজনীয় বিকিরণসম্পাত যাতে রোগীর ক্ষতি করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য এক্সরে নেওয়ার সময় রোগীকে সীসা নির্মিত এপ্রোন দিয়ে যথাসম্ভব আচ্ছাদিত করতে হবে। অতি জরুরী না হলে গর্ভবতী মহিলাদের উদর এবং পেলভিক অঞ্চলের এক্সরে করা উচিত নয়। এভাবে এক্সরের ক্ষতিকারক দিক থেকে রক্ষা পাওয়া যায় । 

প্রশ্ন-৫. এনজিওগ্রাম করার সময় কেন ডাই ব্যবহার করা হয়? 

[দি. বো. ২০: য. বো. ১৬; দিনাজপুর জিলা স্কুল]

উত্তর: এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের ভিতর দিয়ে প্রবেশকরিয়ে দেন। তরল পদার্থটিকে ডাই বলে যা ব্যবহারের ফলে রক্তবাহী নালীগুলো এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়। ফলে চিকিৎসক সহজেই ব্লক, সরু ও প্রসারিত রক্তনালী শনাক্ত করতে পারেন ।

প্রশ্ন-৬. পিত্ত পাথর শনাক্তকরণে কোন পরীক্ষাটি অধিকতর নিরাপদ— ব্যাখ্যা করো।

[দি. বো. ১৯]

উত্তর: পিত্ত পাথর শনাক্তকরণে আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষাটি অধিকতর নিরাপদ। এক্সরের তুলনায় এটি অধিকতর নিরাপদ কেননা এক্সরেতে মূলত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় যা অনেক সময় ভয়াবহ রকমের ক্ষতি সাধন করে। অপরদিকে আল্ট্রাসনোগ্রামে ব্যবহৃত আল্ট্রাসনিক তরঙ্গ অধিক নিরাপদ।

প্রশ্ন-৭. ক্যান্সার নিরাময়ে রেডিওথেরাপির ভূমিকা ব্যাখ্যা কর। 

উত্তর: রেডিওথেরাপি ব্যবহার করে ক্যান্সার, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি রক্তের কিছু ব্যাধির চিকিৎসা করা হয়। সাধারণত রেডিওথেরাপি উচ্চ শক্তি সম্পন্ন এক্সরে ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করে। শরীরের যে স্থানে টিউমার থাকে তার অভ্যন্তরস্থ কোষের DNA কে ধ্বংসের মাধ্যমে বিভাজন ক্ষমতা ধ্বংস করে। অভ্যন্তরীণ রেডিওথেরাপির মাধ্যমেতেজস্ক্রিয় তরল পদার্থ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে রক্তের ক্যান্সার, হাড়ের ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সার দূর করা যায়।

এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলির সাজেশনের জন্য ১, ২, ৪, ৬ ও ৭ নম্বর প্রশ্ন দেখো।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. ফুসফুস, ব্রেন ইত্যাদির ত্রিমাত্রিক ছবি পাওয়া যায় কোন পরীক্ষার সাহায্যে? 

[রা. বো, ২০১৯, ঢা বো. ২০১৭]

(ক) সিটিস্ক্যান
(খ) এমআরআই
(গ) এন্ডোসকোপি
(ঘ) এনজিওগ্রাফি
উত্তর : ক

২. আলট্রাসনোগ্রাফি এর ক্ষেত্রে – 

[রংপুর ক্যাডেট কলেজ]
i. শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 MHz এর মধ্যে থাকে 
ii. ত্রিমাত্রিক বিশ্ব দেখা যায়
iii. এক্স-রে এর চেয়ে নিরাপদ।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii 
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : গ

৩. ব্রেন ও মেরুরজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব তৈরির জন্য মূল্যবান পরীক্ষা কোনটি? 

[ঢা. বো, চ. বো. ২০১৫]
(ক) সিটিস্ক্যান
(খ) ইসিজি
(গ) এন্ডোসকপি
(ঘ) এমআরআই
উত্তর : ঘ

৪. ব্রেনের চিকিৎসার জন্য প্রযোজ্য – 

[ গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা ]
i. সিটি স্ক্যান
ii. ইটিটি
iii. ইসিজি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii 
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

৫. এম আর আই –  

[হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়,ঢাকা]
i. যন্ত্রে শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহৃত হয়
ii. যন্ত্রে এক্সরে ব্যবহৃত হয়
iii. হলো ব্যথাহীন রোগ নির্ণয় পদ্ধতি 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii 
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : খ

 ৬. এনজিওগ্রাফি ব্যবহার করা হয় –

[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
i. জরায়ুর টিউমার নির্ণয়ে
ii. হৃৎপিন্ডের ধমনীতে রোগ নির্ণয়ে
iii. শিরার ব্লক নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii 
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : গ

৭. পাকস্থলী পরীক্ষার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

[য. বো, ২০১৭: দি. বো. ২০১৬]
(ক) সিটি স্ক্যান
(খ) ই.সি.জি
(গ) এন্ডোসকপি
(ঘ) এম.আর.আই
উত্তর : গ

৮. কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়?

[ম. বো, ব. বো. ২০২০, ২০১৭]
(ক) রেডিওথেরাপি
(খ) ইটিটি
(গ) এনজিওগ্রাফি
(ঘ) এমআরআই
উত্তর : খ

৯. রক্তের শ্বেত কণিকার অত্যধিক বৃদ্ধির ফলে রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন আইসোটোপ?

[দি. বো. ২০১৯. সি. বো. ২০১৬: কু. বো. ২০১৫]

(ক) ফসফরাস-32
(খ) আয়োডিন-131
(গ) কোবাল্ট-60
(ঘ) টেকনিশিয়াম-99
উত্তর : ক

১০. নিচের কোন আইসোটোপটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়?

[য বো. ২০১৯; চ. বো. ২০১৬]

(ক) কার্বন -14
(খ) ফসফরাস-32
(গ) কোবাল্ট- 60
(ঘ) আয়োডিন-131
উত্তর : গ

১১. কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়? 

[সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ঢাকা]

(ক) আল্ট্রাসনোগ্রাফি
(খ) এক্স-রে
(গ) এন্ডোসকপি
(ঘ) এমআরআই
উত্তর : ক

১২. Contrast পদার্থ রোগীর শরীরে প্রবেশ করানো হয়— 

[আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া]
i. এনজিওগ্রাফিতে
ii. সিটি স্ক্যানে
iii. ইসিজিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii 
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ক

সুপার সাজেশন:এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১, ৩, ৫, ৭, ৮, ৯,১০।

সৃজনশীল প্রশ্ন

১. 

[রাজশাহী বোর্ড ২০২০]
উদ্দীপকে উৎপন্ন রশ্মির তরঙ্গেদৈর্ঘ্য 10-10 m এবং বেগ 3 x 108 m/s.
ক. তেজস্ক্রিয়তা কী?
খ. আলট্রাসনোগ্রাফির দুইটি গুরুত্ব লিখ।
গ. উদ্দীপকে উৎপন্ন রশ্মির কম্পাংক নির্ণয় করো ।
ঘ. উদ্দীপকে রশ্মি উৎপাদন কৌশল বিশ্লেষণ করো।

২. রহিম সাহেব দীর্ঘদিন মাথাব্যাথাসহ মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। ডাক্তার তাকে CT Scan করার পরামর্শ দিলেন। [চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়]

ক. সলিনয়েড কাকে বলে ।
খ. ডিজিটাল সংকেত ও অ্যানালগ সংকেতের মধ্যে পার্থক্য লিখ । 
গ. রোগ নির্ণয়ে উদ্দীপকের যন্ত্রটির গুরুত্ব ব্যাখ্যা করো ।
ঘ. ডাক্তার সাহেব রহিম সাহেবকে X-ray না করে CT Scan করারপরামর্শ দিলেন কেন? প্রযুক্তিগত কারণসহ মতামত ব্যাখ্যা করো। 
৩. তমা পেটে ব্যথার কারণে ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার পিত্তথলিতে পাথর হয়েছে ধারণা করলেন। তমা নিশ্চিত হওয়ার জন্য ডায়াগনস্টিক সেন্টারে গেলে তারা বলেন, তাদের কাছে 30000V দ্বারা চালিত উন্নতমানের এক্সরে মেশিন এবং উন্নতমানের আল্ট্রাসনোগ্রাফি যন্ত্র আছে। উভয়ের সাহায্যে পিত্তথলির পাথর শনাক্ত করা যায়। 
(ইলেক্ট্রনের আধান 1.60 x 10-19 C)
[বরিশাল বোর্ড ২০১৯]
ক. তেজস্ক্রিয়তা কাকে বলে?
খ. বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000 মেগাওয়াট বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের এক্সরে উৎপাদন যন্ত্রে ইলেক্ট্রন কী পরিমাণ শক্তি নিয়ে বের হবে নির্ণয় করো।
ঘ. তমার রোগ নির্ণয়ে উদ্দীপকের কোন যন্ত্রটি অধিক নিরাপদ? উৎপাদন কৌশলের ভিত্তিতে তোমার মতামত উপস্থাপন করো।

সুপার সাজেশন:এসএসসি পরীক্ষার জন্য এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১,২।

12.Village life Vs City life

অন্যান্য বিষয় সমূহ:



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url