এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস সাজেশন

 পদার্থবিজ্ঞান

অধ্যায় ১৩: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
Modern Physics and Electronics

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। 

সৃজনশীল বহুনির্বাচনি

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে। এগুলো মনে রাখলে যেকোনো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা ।

  • হিলিয়াম নিউক্লিয়াস হলো— আলফা কণা ।
  • তেজস্ক্রিয়তা পরিমাপের একক— বেকেরেল ।
  • ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কমে— তেজস্ক্রিয় বিকিরণে।
  • তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়— আলফা ও বিটা রশ্মি। 
  • বিটা কণার ভর— আলোর বেগের অর্ধেক।
  •  ভেদনক্ষমতার উর্ধ্বক্রম— আলফা > বিটা > গামা।
  • আলোর দ্রুতির সমান— গামা রশ্মির বেগ ।
  • ভরহীন, নিরপেক্ষ এবং উচ্চ ভেদনক্ষমতা সম্পন্ন রশ্মি— গামা (Y)। 
  • নির্দিষ্ট বাইনারী ডিজিটের সমন্বয়ে গঠিত— ডিজিটাল সংকেত। 
  • ছিন্নায়িত মানে পরিবর্তিত হয়— ডিজিটাল সংকেত।
  • সিলিকন, জার্মেনিয়াম হলো— অর্ধপরিবাহী।
  • ডায়োড বা রেকটিফায়ার ব্যবহৃত হয়— তড়িৎপ্রবাহকে একমুখী করতে। 
  • npn ট্রানজিস্টরের মাঝের p অংশটি — পিঠ বা ভূমি ।
  • ট্রানজিস্টরের সবচেয়ে সরু অঞ্চল — ভূমি।
  • টেলিভিশন সম্প্রচারে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তর করে— ক্যামেরা। 
  • শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে— মাইক্রোফোন। 
  • কোনো ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে ব্যবহৃত হতো— ফ্যাক্স। 
  • 1926 সালে টেলিভিশন আবিষ্কার করেন—লজিবেয়ার্ড।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. অর্ধায়ু কাকে বলে?

[রা.বো.১৭; কুমিল্লা জিলা স্কুল]
উত্তর: কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস সংখ্যা প্রারম্ভিক অবস্থার অর্ধেক হতে প্রয়োজনীয় সময়কে ঐ মৌলের অর্ধায়ু বলে।

প্রশ্ন-২. তেজস্ক্রিয়তা কী?

[রা. বো, দি. বো, কু. বো. ২০;ঢা. বো.রা.বো; য.বো, ব. বো. ১৯; কু, বো, য. বো. ১৭; বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক ল এন্ড কলেজ।]
উত্তর: ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত তেজস্ক্রিয় আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।

প্রশ্ন-৩. আইসি (IC) বা সমন্বিত বর্তনী কী?

[য. বো. ২০: কু. বো. ১৯;]
[সাবেরা সোবজান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া]
উত্তর: আইসি (IC) বা সমন্বিত বর্তনী হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মান যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আনুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।

প্রশ্ন-৪. অ্যানালগ সংকেত কাকে বলে?

উত্তর: যেসব সংকেতের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের এনালগ সংকেত বলা হয়। যেমন- বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ভোল্টেজ ।

প্রশ্ন-৫. p-n অংশন ডায়োড কাকে বলে?

[রা. বো. ১৭: ভিকাকুননিসা নূন স্কুল এন্ড কলেজ]
উত্তর: একটি P-টাইপ অর্ধপরিবাহক ও একটি n-টাইপ অর্ধপরিবাহকের সমন্বয়ে সৃষ্ট জাংশনকে pn জাংশন ডায়োড বলে । 

প্রশ্ন-৬. একটি ডায়োডের প্রতীক আঁক । 

[দি. বো. ১৫]
উত্তর: ডায়োডের প্রতীক হলো:

প্রশ্ন-৭. অর্ধপরিবাহী কাকে বলে?

উত্তর: যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি তাদেরকে অর্ধ- পরিবাহী বলে ।

প্রশ্ন-৮. ডোপায়ন কী?

উত্তর: অর্ধপরিবাহী পদার্থের পরিবাহকত্ব বৃদ্ধির জন্য নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য খাদ যোগ করাই হলো ডোপিং।

প্রশ্ন-৯. ফ্যাক্স কী?

উত্তর : ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যে কেনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়।

প্রশ্ন-১০. আলফা কণা কী?

উত্তর: তেজস্ক্রিয় বিকিরণের ফলে নির্গত হিলিয়াম নিউক্লিয়াসই আলফা কণা।

প্রশ্ন-১১. বিটা কণা কী?

উত্তর : বিটা কণা হলো এক ধরনের ধনাত্মক আধানযুক্ত কণা, এটির ভর ইলেকট্রনের ভরের সমান ।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. আলফা ও গামা রশ্মির মধ্যে দুইটি পার্থক্য লিখ।    

[চ. বো. ১৭]

উত্তর: আলফা ও গামা রশ্মির পার্থক্য নিম্নরূপ :
আলফা রশ্মি 
১। আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত কণা।
২। এর ভর হাইড্রোজেন পরমাণুর চার গুণ।
গামা রশ্মি
১। গামা রশ্মি আধান নিরপেক্ষ তাড়িতচৌম্বক তরঙ্গ ।
২। এর কোনো ভর নেই।

প্রশ্ন-২. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বুঝায়?

[য. বো. ১৯; ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

উত্তর: যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক  অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়, তাই হল ঐ মৌলের অর্ধায়ু। ধরা যাক কোনো মৌলে ৮০০০০০ টি তেজস্ক্রিয় পরমাণু আছে। এর অর্ধেক অর্থাৎ ৪০০০০০টি পরমাণু ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাই ঐ পদার্থের অর্ধায়ু । অর্ধায়ুর মান মৌলের পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে না। যেকোন সংখ্যক পরমাণুর জন্য একটি বিশেষ তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ মৌলটির পরবর্তী অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হতেও সমান সময় লাগবে।

প্রশ্ন-৩. তেজস্ক্রিয়তা বিপদজনক কেন? – ব্যাখ্যা করো। 

উত্তর: তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত আলফা , বিটা এবং গামা-রশ্মি প্রাণী ও উদ্ভিদের মারাত্মক ক্ষতি করে। মানুষের দেহে এদের ক্ষতিকর প্রভাব বর্তমান। এ রশ্মিগুলো জীবকোষ ধ্বংস করে বা এদের ক্ষতিসাধন করে। পরিবেশে সংক্রমিত তেজস্ক্রিয় পদার্থ খাদ্য, পানীয় এবং বায়ুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। জীবদেহের উপর তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাবকে দু'ভাগে ভাগ করা যায়। যথা— ১. শারীরিক ক্ষতি; ২. জেনেটিক ক্ষতি। 

প্রশ্ন-৪. সমন্বিত বর্তনী বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর।

[সি. বো. ১৭: আমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা]

উত্তর: ইলেকট্রনিক্সে কোনো বিশেষ উদ্দেশ্য সম্পাদনের জন্য প্রয়োজন মত ডায়োড, ট্রানজিস্টর, রোধ, ধারক ইত্যাদি পরিবাহী তার দ্বারা যুক্ত করে বর্তনী তৈরি করা হয়। এতে বর্তনীর আকার অত্যন্ত বড় হয়।বর্তনী ছোট করার উদ্দেশে একটি পূর্ণবর্তনী একটি মাত্র অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়াম খণ্ডে তৈরি করা সম্ভব হয়েছে। এরূপ বর্তনীকে ইনটিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলে। ইনটিগ্রেটেড সার্কিটের সংক্ষিপ্ত নাম IC। IC নামেই এটি বেশি পরিচিত।

প্রশ্ন-৫. দূরবর্তী স্থানে সংকেত প্রেরণের ক্ষেত্রে ডিজিটাল সংকেত উত্তম কেন? ব্যাখ্যা কর।

উত্তর: দূরবর্তী স্থানে সংকেত প্রেরণের ক্ষেত্রে ডিজিটাল সংকেত উত্তম। কারণ দূরত্ব বেশি হলে এনালগ সংকেতের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে । একে বাঁচিয়ে রাখতে পুনবিবর্ধন করতে হয়। এতে নয়েজ বেড়ে যায় ফলে সংকেতের মান হ্রাস পায় বা সংকেত বিকৃত হয় এবং এক সময় হারিয়েও যেতে পারে। কিন্তু ডিজিটাল সংকেত যেতে যেতে বিবর্ধিত হয়। ফলে সংকেত একই রকম থাকে। এ কারণে দূরবর্তী স্থানে সংকেত প্রেরণের ক্ষেত্রে ডিজিটাল সংকেত উত্তম।

প্রশ্ন-৬. ট্রানজিস্টরের দু'টি ব্যবহার লিখ। 

[সি.বো. ১৫] 
উত্তর: ট্রানজিস্টরের দুটি ব্যবহার হলো:
i. ট্রানজিস্টরের একটি বর্তনীকে সিগনাল অ্যাম্প্লিফায়ার বা সংকেত বিবৰ্ধত রূপে ব্যবহার করা যায় ।
ii. ট্রানজিস্টরকে উচ্চগতির ডিজিটাল সুইচ হিসেবে ব্যবহার করা হয়।

প্রশ্ন-৭. p-টাইপ ও n-টাইপ পদার্থের মধ্যে পার্থক্য লিখ । 

উত্তর: নিম্নে p-টাইপ এবং n-টাইপ পদার্থের মধ্যে পার্থক্য দেয়া হলো:
p-টাইপ অর্ধপরিবাহী
১. বিশুদ্ধ অর্ধপরিবাহককে ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসেবে মেশানো হলে তাই p- টাইপ অর্ধপরিবাহী।
২. p-টাইপ এ গরিষ্ঠ আধান ৰাহক হলো হোল ।
৩. n-টাইপ এ লঘিষ্ট আধান বাহক হলো হোল ।
n- টাইপ অর্ধপরিবাহী
১. বিশুদ্ধ অর্ধপরিবাহকে পঞ্চযোজী মৌল অপদ্রব্য হিসেবে মেশানো হলে তা n-টাইপ অর্ধপরিবাহী।
২. n-টাইপ এ গরিষ্ঠ আধান বাহক হলো ইলেকট্রন।
৩. p-টাইপ এ লঘিষ্ট আধান বাহক হলো ইলেকট্রন ।

প্রশ্ন-৮. স্পীকার কিভাবে কাজ করে? ব্যাখ্যা কর। 

[কু.বো.১৭]

উত্তর: স্পীকারের কার্যক্রম: অধিকাংশ লাউড স্পীকার হল চলকুণ্ডলী লাউডস্পীকার। এতে থাকে—
১. বেলনাকৃতির একটি স্থায়ী চুম্বক যা একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরী করে ।
২. একটি ছোট কয়েল বা তার কুণ্ডলী ঝুলানো থাকে। এই  কুণ্ডলীটি মুক্তভাবে দুলতে পারে।
৩. তার কুণ্ডলীর সাথে শঙ্কু আকৃতির কাগজ লাগানো থাকে। যখন শব্দ থেকে তৈরী পরিবর্তী তড়িৎ প্রবাহ এ তার কুণ্ডলী দিয়ে প্রবাহিত হয়, তখন তার কুণ্ডলীটি অগ্রপশ্চাৎ যাওয়া আসা করে। এতে কাগজের শঙ্কুটি কম্পিত হয়। ফলে শব্দের সৃষ্টি হয়। 

প্রশ্ন-৯. ইন্টারনেটকে সকল নেটওয়ার্কের জননী বলা হয় কেন? ব্যাখ্যা কর।

[দি. বো. ১৬]
উত্তর: ইন্টারনেট হলো 'নেটওয়ার্কের নেট ওয়ার্ক'। এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা সংযুক্ত করেছে বিভিন্ন দেশের প্রায়, ৪,০০,০০০ এর বেশি ছোট ছোট নেটওয়ার্ককে। ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা অসংখ্যা কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরি। এসব উপাদান পরস্পরের সাথে ভৌতভাবে সংযুক্ত। এ নেটওয়ার্ক পরস্পরের সাথে যেকোনো 
অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি এবং সকলে মিলে একটি একক নেটওয়ার্কের মত কাজ করে। এ কারণে ইন্টারনেটকে সকল নেটওয়ার্কের জননী বলা হয় ।

প্রশ্ন-১০. এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে পার্থক্য লিখ ।

[জামালপুর জিলা স্কুল]
উত্তর: এনালগ ও ডিজিটাল সংকেতের পার্থক্য
এনালগ সংকেত
১. এনালগ সংকেত নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট ।
২. এনালগ সংকেত হলো সাইন তরঙ্গ। 
৩. এনালগ সংকেত নিম্নতম থেকে উচ্চতম মানের মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে ।
ডিজিটাল সংকেত
১.ডিজিটাল সংকেত ছিন্নায়িত মানে পরিবর্তিত হয় । 
২. ডিজিটাল সংকেত স্কয়ার তরঙ্গ। 
৩. ডিজিটাল সংকেত কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে।

এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলির সাজেশনের জন্য৩, ৪ ও ৬ নম্বর প্রশ্ন দেখো ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১. নিচের কোনটি আলফা কণা নামে পরিচিত?

[চ.বো. ২০১৭; রা. বো. ২০১৬]
(ক) হিলিয়াম নিউক্লিয়াস
(খ) ট্রিটিয়াম
(গ) ডিউটেরিয়াম
(ঘ) হাইড্রোজেন কণা
উত্তর : ক

২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

[কু. বো. ২০১৭, দি. বো. ২০১৬]
(ক) ম্যাক্স প্ল্যাঙ্ক
(খ) বেকেরেল
(গ) আলবার্ট আইনস্টাইন
(ঘ) নীলস বোর
উত্তর : খ

৩. রেডিয়াম ধাতুর তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে ধাপে ধাপে নিচের কোনটিতে পরিবর্তিত হয়? 

[দি. বো. ২০১৯ চ. বো. ২০১৭,ঢা. বো. ২০১৫]
(ক) অ্যালুমিনিয়াম
(খ) সীসা
(গ) রূপা
(ঘ) লোহা
উত্তর : খ

৪. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধ— 

[পাবনা ক্যাডেট কলেজ]
(ক) বৃদ্ধি পায়
(খ) প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়
(গ) হ্রাস পায়
(ঘ) একই থাকে
উত্তর : গ

৫. বিটা কণার ভর কত? 

[কু. বো, য. বো. ২০১৬;য. বো. ২০১৫]
(ক) 9.11 x 10٨-31kg
(খ) 9.11 x 10٨31 kg
(গ) 1.6 x 10٨-19kg
(ঘ) 1.6 x 10٨19kg
উত্তর : ক

৬. আলফা কণা— 

[সি. বো. ২০১৯]
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. 6cm বাতাস ভেদ করতে পারে না।
iii. জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ

৭. নিচের কোন রশ্মির দ্রুতি 3×10٨8 ms-1?

[দি. বো. ২০১৭, সি. বো. ২০১৬ রা. বো, কু.বো, ২০১৫] 
(ক) আলফা
(খ) বিটা
(গ) গামা
(ঘ) ফাই
উত্তর : গ

৮. নিউক্লিয়াস থেকে কয়টি প্রধান তেজস্ক্রিয় রশ্মি বের হয়? 

[ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
(ক) 2টি
(খ) 3টি
(গ) 4টি
(ঘ) 5টি
উত্তর : খ

৯. কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, মৌলটির  1/8 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? 

[ম. বো. ২০২০]
(ক) 50 বছর 
(খ) 100 বছর 
(গ) 200 বছর 
(ঘ) 300 বছর
উত্তর : ঘ
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
[চ. বো. ২০২০]
An⟶ Bn-4 + He4
A ও B দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অর্ধায়ু যথাক্রমে 100 বছর ও 200 বছর।
উপরোক্ত তথ্যের আলোকে নিচের ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:

১০. 400 বছর পর-

(ক) A মৌল 6.25% ও B মৌল 25% অবশিষ্ট থাকবে
(খ) A মৌল 25% ও B মৌল 6.25% অবশিষ্ট থাকবে
(গ) A মৌল 12.5% ও B মৌল 25% অবশিষ্ট থাকবে 
(ঘ) A মৌল 25% ও B মৌল 12.5% অবশিষ্ট থাকবে
উত্তর : ক

১১. A হতে B তে রূপান্তরের ক্ষেত্রে নির্গত কণা-

i. একটি হিলিয়াম নিউক্লিয়াস 
ii. এর চার্জ হলো +3.2 x 10-C 
iii. বায়ুতে আয়নিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ঘ

১২. রেকটিফায়ার কী কাজ করে? 

[ম. বো., য. বো. ২০২০, রা. বো. ২০১৭; দি.বো, ২০১৬]
(ক) তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
(খ) তড়িৎ প্রবাহ হ্রাস করে
(গ) বিভব পার্থক্য বৃদ্ধি করে
(ঘ) তড়িৎ প্রবাহ একমুখী করে
উত্তর : ঘ

১৩. কে সর্বপ্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন?

[সি. বো. ২০১৭;ঢা. বো ২০১৫]
(ক) এডিসন
(খ) ফ্লেমিং
(গ) মার্কনী
(ঘ) দ্যা ফরেস্ট
উত্তর : খ

১৪. সিলিকনের সাথে বোরন যোগ করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়?

[সি. বো. ২০১৯,  ২০১৬]
(ক) p-টাইপ
(খ) n-টাইপ
(গ) p-n-p টাইপ 
(ঘ) n-p-n টাইপ
উত্তর : ক

১৫. p-টাইপ অপরিবাহীতে সিলিকনের সাথে কোনটি যোগ করা হয়?

[কু. বো. ২০১৯, রা. বো. ২০১৭; চ. বো, সি. বো. ২০১৬]
(ক) বোরন 
(খ) ফসফরাস 
(গ) অ্যান্টিমনি
(ঘ) আর্সেনিক
উত্তর : ক

১৬.  n-p-n কী?

[দি. বো. ২০১৭, ঢা. বো. ২০১৫]
(ক) ডায়োড
(খ) টায়োড
(গ) রেকটিফায়ার 
(ঘ) ট্রানজিস্টর
উত্তর : ঘ
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
ইউরেনিয়াম, নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে নিম্নোক্ত নিউক্লিয়াস সংঘটিত হয় ।


[ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা]

১৭. উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি হলো—

(ক) ফিউশন
(খ) ফিশান
(গ) সংশ্লেষ
(ঘ) প্রতিস্থাপন
উত্তর : খ

১৮. উদ্দীপক অনুসারে—

i. সমীকরণের বাম পাশের ভর কম
ii. সমীকরণের ডান পাশের ভর কম
iii. সমীকরণের দুই পাশের ভরের পার্থক্যকে আলোর বেগের বর্গ
দ্বারা গুণ করলে নির্গত শক্তি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : গ

১৯. p-n-p ট্রানজিস্টারের n অংশটি কী?

[য. বো. ২০২০; সকল বোর্ড ২০১৮]
(ক) সংগ্রাহক 
(খ) পীঠ
(গ) নিঃসরক 
(ঘ) বিবর্ধক
উত্তর : খ

২০. n-p-n ট্রানজিস্টরে 'p' অংশটি কী? 

[সকল বোর্ড ২০১৮; ব. বো. ২০১৬]
(ক) সংগ্রাহক 
(খ) নিঃসরক
(গ) পীঠ
(ঘ) বিবর্ধক
উত্তর : গ

২১. নিচের কোনটি সফটওয়্যার? 

[কু. বো. ২০১৭; চ. বো. ২০১৫]
(ক) প্রসেসর 
(খ) মনিটর 
(গ) প্রিন্টার 
(ঘ) উইন্ডোজ ৯৮ 
উত্তর : ঘ

সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্যে এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ৩, ৫, ৭, ১০-১১, ১২, ১৫, ১৭,১৮, ১৯, ২০]

সৃজনশীল প্রশ্ন

১. চিত্রটি লক্ষ করো:



[ময়মনসিংহ জিলা স্কুল]
ক. ডোপিং কী?
খ. p - n জাংশনকে অর্ধপরিবাহী ডায়োড বলা হয় কেন?
গ. P – N জাংশন ডায়োডকে তড়িৎ উৎসের সাথে কীভাবে যুক্ত করলে তড়িৎ 
প্রবাহ পাওয়া যায়? চিত্রসহ বর্ণনা করো ।
ঘ. উদ্দীপকের চিত্রের আলোকে প্রয়োজনীয় বর্তনীচিত্র অঙ্কন করে দেখাও যে, P – N জাংশ 
ডায়োড একমুখীকারক হিসেবে ক্রিয়া ' করে । উপযুক্ত ব্যাখ্যা প্রদান করতে হবে ।
২.

[যশোর বোর্ড ২০২০]
ক. ইন্টিগ্রেটেড সার্কিট কাকে বলে?
খ. দূর-দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণে অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক কেন? ব্যাখ্যা করো।
গ. ১নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করে দেখাও যে, ইহা AC কারেন্টকে DC কারেন্টে রূপান্তর করে।
ঘ. ২নং চিত্রের যন্ত্রটি বর্তনীতে সংযুক্ত করে কীভাবে সিগন্যালকে বিবর্ধিত করা যায়? বিশ্লেষণ করো।
৩. বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে 'A' ও 'B' এর দুটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। 
'A' যন্ত্রটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে এবং ‘B’ যন্ত্রটি তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করতে পারে।
[ঢাকা বোর্ড ২০২০]
ক. সলিনয়েড কাকে বলে?
খ. দূর-দূরান্তে তড়িৎ প্রেরণে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন?
গ. উদ্দীপকের ‘A' ডিভাইসটির কার্যক্রম বর্ণনা করো ।
ঘ. রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে ডিভাইস দুটির অবদান আলোচনা করো।


সুপার সাজেশন: এসএসসি পরীক্ষার জন্য এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: ১,২।


অন্যান্য বিষয় সমূহ:


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url