বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অধ্যায় ৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন

SSC  বাংলাদেশওবিশ্বপরিচয়  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ৬ষ্ঠ অধ্যায় ➤    ৬ষ্ঠ  অধ্যায় কুইজ-৬

 ১। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে ?

(ক) জনগণ   (খ) সংগঠন   (গ) কেন্দ্রীয় কর্তৃপক্ষ   (ঘ) রাষ্ট্রের বিভাগসমূহ 

উত্তর: গ

২। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি ?

(ক) রাশিয়া  (খ) চীন  (গ) ভারত  (ঘ) কানাডা

উত্তর: ক

৩। ম্যাকাইভারের মতে রাষ্টর দায়িত্ব কোনটি  ?

(ক) আইনশৃঙ্খলা                    (খ) সরকার গঠন করা  

(গ) নির্বাচন পরিচালনা করা   (ঘ) সংসাদ পরিচালনা করা ?

উত্তর:ক

৪। কোনটি একজন নাগরিকের কর্তব্য নয়?

(ক) বিবেক (খ) আনুগত্য (গ)কর প্রদান (ঘ) ভোটদান

উত্তর: ক

৫। রাষ্ট্রবিঙ্গানের জনক কে ?

(ক) জন লক  (খ) ম্যাকাইভার (গ) অ্যারিস্টটল (ঘ) রুশো

উত্তর: গ

৬। সার্বভৌমত্ব কী?

(ক) সরকারের চুড়ান্ত ক্ষমতা       (খ) প্রধানমন্তীর চূড়ান্ত ক্ষমতা 

(গ)রাষ্টের চূড়ান্ত কষমতা             (ঘ) রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা  

উত্তর: গ

৭। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি ?

 (ক) জনসমষ্টি   (খ) ভূখণ্ড  (গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব

উত্তর: ঘ 

৮। রাষ্টের উপাদান কয়টি ?

(ক) ৪   (খ) ৫    (গ) ৬    (ঘ) ৭

উত্তর: ক

৯। আইনের উৎকৃষ্ট সংঙ্গা প্রদান করেছেন কে ?

(ক) হল্যান্ড  (খ) উড্রো উইলসন (গ) অস্টিন (ঘ) টি. এইচ.গ্রিন

উত্তর: খ 

১০। আধুনিক যুগে কোনটি আইনের  প্রধান উৎস?

 (ক) ধর্ম  (খ)  আইনসবা  (গ) প্রথা     (গ) ন্যায়বোদ

উত্তর: খ

১১। রাষ্ট্রের প্রথমিক কাজ কোনটি ?

[ঢা.বো.২০]

(ক) আইন শৃঙ্খলা রক্ষা              (খ) সার্বভৌমত্ব রক্ষা   

(গ) কূটনেতিক সম্পর্ক স্থাপন    (ঘ) আইন প্রণয়ন  

উত্তর: ক

১২। The Modern State গ্রন্থটি কে লিখেছেন ?

[ব.বো.২০]

(ক) অধ্যাপক গার্নার      (খ) আর.এম.ম্যাকাইভার   

(গ) অধ্যাপক হল্যান্ড     (ঘ) টি এইচ গ্রিন  

উত্তর: খ

১৩। প্রথা আইনে পরিণত হয়-

i. রাষ্ট্র কর্তৃক স্বকিৃতির মাধ্যমে 

ii. আইনসভার অনুমোদনের মাধ্যমে 

iii. রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

১৪। সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ?

(ক) গেটেল    (খ) হ্যারন্ড    (গ) অ্যারিস্টটল    (ঘ) ম্যাকাইভার   

উত্তর: ক

১৫। মানুষ আইন - কানুন মেনে চলে না কেন ?

[রা.বো.১৯]

(ক) বাধ্য করা হয় বলে                     (খ) শাস্তি পাওয়ার ভয়ে    

(গ) সর্বজনীন কল্যাণ নিহিত বলে    (ঘ) আদর্শ নাগরিক হওয়ার জন্য  

উত্তর: খ

১৬। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি ?

(ক) বাণিজ্য শুল্ক     (খ) বৈদেশিক রেমিটেন্স     (গ) নাগরিকের প্রদয় কর ও খাজনা  

উত্তর: ক

১৭। নাগরিকের প্রধান কর্তব্য কী ?

[ঢা.বো.২০]

(ক) প্রচলিত আইন মানা   (খ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ   

(গ) ভোট প্রদান                 (ঘ) নিয়মিত কর প্রদান 

উত্তর: খ

১৮। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইন - উক্তিটি কার ?

[য.বো.২০]

(ক) অধ্যাপক হল্যান্ড    (খ) উড্রো উইলসন    (গ) আইনবিদ কোক    (ঘ) টিিএইচ. গ্রিন  

উত্তর: ঘ

১৯। অর্থ ও সম্পদের যথাযথ ব্যবস্থাপনা রাষ্ট্রের কোন করমকান্ডের মধ্যে পড়ে ?

(ক) অপরিহার্য   (খ) ঐচ্ছিক    (গ) আঞ্চলিক    (ঘ) স্বৈরাচারী  

উত্তর: ক

২০। তথ্য অধিকার আৈইনের দ্বারা -

i. সঠিক তথ্য পাবে 

ii. ভোগান্তি বাড়বে 

iii. গনতন্ত্রের ভিত মজবুত হবে 

নিচের কোনটি সঠিক ?

(ক)  i ও ii  (খ)  i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: খ 

২১। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় ?

[ম.বো.২০]

(ক) জনসমষ্টি    (খ) নির্দিষ্ট ভূখণ্ড   (গ) সরকার    (ঘ) সার্বভৌমত্ব  

উত্তর: গ

২২। ক দেশের সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্সণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ?

(ক) ঐচ্ছিক    (খ) পিরিহার্য    (গ) মূখ্য     (ঘ) প্রাথমিক  

উত্তর: ক

২৩। রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিযেছেন কে ?

[দি.বো.২০]

(ক) অ্যারিস্টটল    (খ) আর.এম. ম্যাকাইভার    (গ) অধ্যাপক হল্যান্ড    (ঘ) অধ্যাপক গার্নার  

উত্তর: ঘ

২৪। রাষ্ট্র সম্পর্কিত কার সংজ্ঞায় রাষ্ট্রের সবকয়টি উপাদানের উল্লেখ আছে ?

(ক) অ্যারিস্টটল    (খ) টি এইচ গ্রিন    (গ) গার্নার    (ঘ) লাস্টিক  

উত্তর: গ

২৫। রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ - উক্তিটি কার ?

[দি.বো.১৭]

(ক) অধ্যাপক গার্নার   (খ) ম্যাকাইভার    (গ) অ্যারিস্টটল    (ঘ) আলেকজান্ডার  

উত্তর: ক

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- বাংলাদেশওবিশ্বপরিচয়; অধ্যায় ৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন    



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url