এসএসসি বাংলা ২য় পত্র ; সন্ধি



SSC  বাংলাদেশওবিশ্বপরিচয়  Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

  ৬ষ্ঠ অধ্যায় ➤   অধ্যায় কুইজ-1

১। সন্নিহিত দুটো কিসের মিলনের নাম সন্ধি ?
(ক) ধ্বনির   (খ) বর্ণের   (গ) শব্দের   (ঘ) পদের  
উত্তর: ক
২। সন্নিহিত দুটি ধ্বনির মিলন কে কী বলে ?
 [ঢা.বো.২২]
(ক) সমাস   (খ) কারক   (গ) সন্ধি   (ঘ) উক্তি  
উত্তর: গ
৩। সন্ধি কত প্রকার ?
(ক) ২   (খ) ৩   (গ) ৪   (ঘ) ৫  
উত্তর: খ
৪। পাশাপাশি ধ্বনির মিলনকে ক ী বলে ?
(ক) একত্রীকরণ   (খ) সন্নিবেশ   (গ) সমাশ   (ঘ) সন্ধি  
উত্তর: ঘ
৫। নিচের কোনটিতে জ-এর প্রভাবে ত হয়েছে জ ?
(ক) সন্ধ্যা   (খ) উজ্জ্বল   (গ) বিপদমূলক   (ঘ) চলচ্চিত্র  
উত্তর: খ
৬। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয় ?
(ক) স্বরসন্ধি   (খ) ব্যঞ্জনসন্ধি   (গ) বিসর্গ সন্ধি   (ঘ) নিপাতনের সিদ্ধ সন্ধি  
উত্তর: খ 
৭। ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে ?
(ক) এক   (খ) দুই   (গ) তিন   (ঘ) চার  
উত্তর: গ
৮। প্রকৃত বাংলা ব্যঞ্জসন্ধি ভাষার কোন রীতিতে সীমাবদ্ধ থাকে ?
 [রা.বো.২২]
(ক) চলিত রীতিতে   (খ) প্রমিত রীতিতে   (গ) কথ্য রীতিতে   (ঘ) সাধু রীতিতে  
উত্তর: গ
৯। আ+অ=আ- এই নিয়মে উদাহরণ -
(ক) নরাধম   (খ) বিদ্যালয়   (গ) উত্তরাধিকার   (ঘ) আশাতীত  
উত্তর: ঘ
১০। অ+অ=আ - এই নিয়মের উদাহরণ কোনটি ?
(ক) আশাতীত   (খ) অতীন্দ্রিয়   (গ) উত্তরাধীকার   (ঘ) বিদ্যালয়  
উত্তর: গ
১১। ‘মনীষা‘- এর সন্ধিবিচ্ছেদ কোনটি ?
(ক) মনস+ঈষা    (খ) মনঃ+ঈষা   (গ) মনশ+ইষা (ঘ) মনি+ ঈষা
উত্তর: ক
১২। সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি ?
(ক) নিরব  (খ) দূর্যোগ  (গ) মনকষ্ট  (ঘ) মনীষা
উত্তর: ঘ
১৩। ‘মহিমা‘ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি ?
(ক) মহি+মা (খ) মহা+ইমা  (গ) মহা+ইমন (ঘ) মহৎ+ইমন 
উত্তর: ঘ
১৪। ‘পরিচ্ছেদ‘-এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
(ক) পরি+চ্ছেদ  (খ) পরি+ছেদ  (গ) পরে+ছিদ  (ঘ) পরে+চ্ছিদ
উত্তর: খ
১৫। দিগন্ত=
(ক) দিগ + অন্ত  (খ) দিক্ + অন্ত  (গ) দিক+অন্ত  (ঘ) দিগ্ + অন্ত
উত্তর: খ
১৬। নিপাতনে সিদ্ধ সদ্ধি কোনটি ?
(ক) একাদশ/গবাক্ষ (খ) পুনরায়  (গ) পরিষ্কার   (ঘ) মনোহার
উত্তর: ক
১৭। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ ?
(ক) সংস্কার  (খ) পরিষ্কার  (গ) তস্কর (ঘ) সংস্কৃতি
উত্তর: গ
১৮। নিপাতনে সিদ্ধ ব্যন্জনসন্ধি কোনটি ?
(ক)নায়ক (খ) পিত্রালয়  (গ) শুভেচ্ছা (ঘ) একাদশ
উত্তর: ঘ
১৯। ‘বৃহস্পতি‘ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
(ক) বৃহস্+পতি  (খ) বৃহ+পতি  (গ) বৃ+হপতি  (ঘ) বৃহৎ+পতি
উত্তর: ঘ
২০। ‘বিসর্গ‘ সন্ধিতে কয় ধরণের পরিবর্তন সাধিত হয় ?
(ক) ২  (খ) ৪   (গ) ৫   (ঘ) ৬
উত্তর: গ
২১। বিসর্গ ‘র‘ হয়েছে নিচের কোন শব্দের সন্ধিতে ?
(ক) তিরঃ+ ধান  (খ) নিঃ+আকার   (গ) দুঃ+কর  (ঘ) পুরঃ+কার 
উত্তর: খ
২২। ‘আশীর্বাদ‘-এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
(ক) আশি+বাদ  (খ) আশিঃ+বাদ  (গ) আশীর+বাদ  (ঘ) আশিঃ+বাদ
উত্তর: ঘ
২৩। নিচের কোনটি বিসর্গসন্ধির উদাহরণ ?
(ক) ষষ্ঠ   (খ) সম্মান  (গ) স্বচ্ছ (ঘ) মনোযোগ
উত্তর: ঘ
২৪। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, এর উদাহরণ-
(ক) নীরস  (খ) মনোযোগ  (গ) নিশ্চয়  (ঘ) মনঃকষ্ট
উত্তর: ক
২৫। নিচের কোনটিতে বিসর্গ ‘ও‘ হয়ে গেছে ?
(ক) নীরোগ  (খ) আরোগ্য  (গ) তিরোধান  (ঘ) ভৌগোলিক
উত্তর: গ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url