মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ প্রশ্ন ও সমাধান

 পূর্ণমানঃ ১০০   সময়ঃ ১ ঘণ্টা ১৫ মিনিট



01. ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম-

(a) যকৃত
(b) মস্তিষ্ক
(c) হৃদপিন্ড
(d) বৃক্ক
উত্তর:(a) যকৃত

02. গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে-

(a) সাইট্রিক এসিড
(b) সাকসিনিক এসিড
(c) এসিটাইল কো-এ
(d) ম্যালিক এসিড
উত্তর:(c) এসিটাইল কো-এ

03. একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তা সমাধানের কৌশল হলো---

(a) অগ্রাহ্য করা
(b) অগ্রাধিকার নির্ধারণ
(c) কঠিনটি দিয়ে শুরু করা
(d) সহজটি দিয়ে শুরু করা
উত্তর:(b) অগ্রাধিকার নির্ধারণ

04. একটি ক্রেন দ্বারা ২২০ কেজি ভরের একটি বোঝা 0.1ms-1 ধ্রুববেগে উঠানো হলে, তার প্রয়োগকৃত ক্ষমতা হলো- (g= 9.8 ms^2)

(a) 200.8 W
(b) 215.6 W 
(c) 245 W  
(d) 196 W
উত্তর:(b) 215.6 W 

05. যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন,তাদেরকে বলে-

(a) আইসোটোপ
(c) আইসোমার
(b) আইসোটোন
(d) আইসোবার
উত্তর:(d) আইসোবার

06. তাপ গতিবিদ্যার শুন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরী হয়-

(a) ক্যালরিমিটার
(b) রেফ্রিজারেটর
(c) কার্লো ইঞ্জিন
(d) থার্মোমিটার
উত্তর:(d) থার্মোমিটার

07. মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম DNA ভাইরাস হলো-

(a)  সিমিয়ান ভাইরাস
(b) ফ্লাভিডাইরাস
(c) এডেনোভাইরাস
(d) র‍্যাবডোভাইরাস
উত্তর:(a)  সিমিয়ান ভাইরাস

08. দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম-

(a) পাল্ব
(b) এনামেল
(c) সিমেন্টাম
(d) ডেনটিন
উত্তর: (a) পাল্ব

09.বৃহদণ্ডের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন হলো-

(a) ভিটামিন - D
(b) ভিটামিন - K
(c) ভিটামিন - A
(d) ভিটামিন-E
উত্তর:(b) ভিটামিন - K 

10. কম্পোজিট কণিকার উদাহরণ হলো-

(a) quark
(b) deuteron
(c)Lepton
(d) electron
উত্তর:(b) deuteron

11.১০০০ মিঃ লিঃ 5% NaOH দ্রবণে বিদ্যমান NaOH এর পরিমান হলো-

(a) 50 mg
(b) 5 gm
(c) 5 mg 
(d) 50 gm
উত্তর: (d) 50 gm

12. বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ এর নাম-

(a) Pistia
(c) Eucalyptus
(b) Azolla
(d) Wolffia
উত্তর:(d) Wolffia

13. একটি 100 W বাধ দিনে ৫ ঘন্টা করে ৩০ দিন জ্বালানো হলে,ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ হয়-

(a) 15 kWh 
(b) 12 kWh 
(c) 20 kWh 
(d) 10 kWh
উত্তর:(a) 15 kWh 

 14. অবস্থাভেদে, জারক ও বিজারক হিসাবে কাজ করে-

(a) FeO
(b) KMnO4 
(c) FeCl3
(d) H2S
উত্তর:(a) FeO

15. প্রাইমারি বায়ু দুষক হলো-

(a) SO3
(b) SO2
(c) HNO3
(d) H2SO4
উত্তর:(b) SO2

16. যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝ খানে ব্যথা হয় তার নাম-

(a) ম্যাক্সিলারি সাইনাস
(b) এথময়েড সাইনাস
(c) স্পেনয়েড সাইনা
(d) ফ্রন্টাল সাইনাস
উত্তর:(b) এথময়েড সাইনাস

17. ম্যালামাইন থেকে উৎপন্ন, বৃত্তের জন্যে ক্ষতিকারক পদার্থের নাম- 

(a) ইউরিয়া
(b) মেলাডুর
(c) সায়ানো ইউরিক এসিড
(d) নাইলন
উত্তর:(c) সায়ানো ইউরিক এসিড

18. কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করে তা হলো-

(a) মান
(b) ডাল
(c) রুটি
(d) শাক
উত্তর:(b) ডাল 

19. A prefix containing word is--

(a) immoral
(b) immediate
(c) immense
(d) important
উত্তর:(a) immoral

20.হাইড্রার নিডোসাইটের কাজ হলো--

(a) শিকার ধরা
(b) অন্তঃকোষীয় পরিপাক
(c)  
(d) এনজাইম ক্ষরণ
উত্তর:(a) শিকার ধরা

21.আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে, তা হলো-

(a) উত্স
(b) বিস্তার
(c) তরঙ্গদৈর্ঘ্য
(d) তীব্রতা
উত্তর:(c) তরঙ্গদৈর্ঘ্য

 22.বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের এর অন্তর্গত হলো-

(a) বাগেরহাট মসজিদ নগরী
(c) বায়তুল মোকাররম মসজিদ
(b) ময়নামতি বৌদ্ধবিহার
(d) লালবাগ কেল্লা
উত্তর:(a) বাগেরহাট মসজিদ নগরী

 23. 30°C তাপমাত্রা মান কেলভিন স্কেলে হয়-

(a) 219.15 
(b) 405.15 
(c) 325.15 
(d) 303.15 
উত্তর:(d) 303.15 

24. The word without a prefix is-

(a) irrational
(b) irritable
(c) irresponsible
(d) irregular
উত্তর:(b) irritable

25. মানব ভ্রুণে হৃদপিন্ডের ক্রমবিকাশ শুরু হয়-

(a) দশম সপ্তাহে
(b) অষ্টম সপ্তাহে
(c) চতুর্থ সপ্তাহে
(d) পঞ্চম সপ্তাহে
উত্তর:(c) চতুর্থ সপ্তাহে

26. হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়ার নাম-

(a) অ্যাপোগ্যামি
(b) সংকরায়ন
(c) ইমাস্কুলেশন
(d) পার্থেনোকার্পি
উত্তর:(d) পার্থেনোকার্পি

27. “I know you." The complex form of the sentence is-

(a) "I know who you were."
(b) "I know who you be."
(c) “I know who you are."
(d) "I know who are you."
উত্তর:(c) “I know who you are."

28. সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হলো-

(a) জেনন
(b) হাইড্রোজেন
(c) ইখেন
(d) মিথেন
উত্তর:(b) হাইড্রোজেন

29. মারাত্মক দাহ্য পদার্থ হলো-

(a) BaCl2
(b) lindane
(c) LPG
(d) NH, গ্যাস
উত্তর:(c) LPG

30. জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনী রশ্মির তরঙ্গদৈর্ঘ হলো-

(a) 230nm-265nm
(b) 230nm - 380nm
(c) 240nm-280nm
(d) 200nm - 400nm
উত্তর:(c) 240nm-280nm

31. বাংলাদেশে বায়ুর আদ্রতা সবচেয়ে বেশী থাকে-

(a) ময়মনসিংহে অক্টোবর মাসে
(b) রংপুরে জুন মাসে
(c) সিলেটে মে মাসে
(d) চট্টগ্রামে আগষ্ট মাসে
উত্তর:(d) চট্টগ্রামে আগষ্ট মাসে

32. I heard the story from the horse's mouth. The underlined phrase means-

(a) from an authentic source
(b) from a doubtful source 
(c) from an open source 
(d) from an unreliable source 
উত্তর:(a) from an authentic source

33. বাংলাদেশ যে প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত তার নাম- 

(b) নিট্রপিক্যাল অঞ্চল 
d) ওরিয়েন্টাল অঞ্চল
(a) নিআর্কটিক অঞ্চল
(c) প্যালিআর্কটিক অঞ্চল 
উত্তর:

34. পলাশী যুদ্ধ সংঘটিত হয় যে সালে 

(b) ১৫২৬
(a) ১৯১৯
(c) ১৭৫৭
(d) ১৮৫৭
উত্তর:(c) ১৭৫৭

35. The team is----  eleven players. The correct phrase to fill in the gap is

(a) made by
(b) made out of
(c) made up of
(d) made of
উত্তর:(c) made up of

36. বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস হলো-

(a) ডেন
(b) নিয়ন 
(c) হিলিয়াম
উত্তর:(b) নিয়ন 

37. তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ-

(a) রক্ত শুন্যতা
(c) পরিপাকের অসুবিধा
(d) আর্গন
(b) যকৃতের অকার্যকা
(d) পানি শুন্যতা
উত্তর:(d) পানি শুন্যতা

38. ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়-

(a) H,PO3
(b) Na2SO4
(c) MnO2
 (d) KMnO4
উত্তর: (c) MnO2

39. জেলিফিশ যে পর্বের প্রাণি তার নাম-

(a) মলাস্কা
(b) প্লাটিহেলমিনথে
(c) নিডারিয়া
(d) আর্থ্রোপোডা
উত্তর:(c) নিডারিয়া

40. সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়-

(a) মহাকর্ষীয় বিভব
(b) মহাকর্ষীয় ধ্রুবক
(c) মুক্তিবেগ
(d) অভিকর্ষজ ত্বরণ
উত্তর:(d) অভিকর্ষজ ত্বরণ

41. স্টেম কোষের উৎস হলো-

(a) yolk sac
(b) amnion
(c) chorion
(d) allantois
উত্তর:(a) yolk sac

42. যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণ ভাবে নির্মূল করেছে তা হলো-

(a) জল বসন্ত
(b) জলাতঙ্ক
(c) গুটি বসন্ত
(d) शম
উত্তর:(c) গুটি বসন্ত

43. ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4এর পরিবেশের উপর প্রভাবসমূহের অন্যতম হলো-

(a) মাটির খনিজ উপাদান সমূহের ক্ষয়
(b) বায়ু দূষণ
(c) মাটির অণুজীবের ধ্বংস
(d) উদ্ভিদের অতিজ
উত্তর:(b) বায়ু দূষণ

44. ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরণ হলো-

(a) মসৃণ
(b) অনৈচ্ছিক 
(c) ঐচ্ছিক
উত্তর:(c) ঐচ্ছিক

45. মনোপ্রোটিক অম্লের উদাহরণ হলো-

(a) H2CO3 
(b) H2SO4 
(d) মিশ্র
(c) H3PO4
(d) HClO
উত্তর:(d) HClO

46. ভূমিকম্পের সৃষ্টি হয়-

(a) ভূ-অভ্যন্তরে তাপমাত্রার পার্থক্যের ফলে
(b) ভূ-গোলকের ঘূর্ণন গতি বৃদ্ধির কারণে
(c) ট্যাকটোনিক প্লেটের সীমানায়
(d) ভূ-পৃষ্ঠের আভ্যন্তরীন ও বহিঃস্থ কোরের সম্মিলন স্থলে
উত্তর:(c) ট্যাকটোনিক প্লেটের সীমানায়

47. "He had to suffer for his sins." Keeping the same meaning, the negative form of the statement is-

(a) He had no alternative to suffer for his sins 
(b) He has no way but to suffer for his sins 
(c) He would not but suffer for his sins 
(d) He could not but suffer for his sins 
উত্তর: (d) He could not but suffer for his sins 

48. বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম-

(a) খাগড়াছড়ি 
(b) মাদারীপুর 
(c) রাজশাহী
(d) নরসিংদী
উত্তর:(c) রাজশাহী

49. You should never look down the poor. The corrected sentence is-

(a) You should never look down at the poor. 
(b) You should never look down to the poor. 
(c) You should never look down about the poor. 
(d) You should never look down upon the poor. 
উত্তর:(d) You should never look down upon the poor. 

50. স্বাদের সাথে সম্পর্কিত করোটিক স্নায়ু হলো-

(a) হাইপোগ্লোসাল
(b) ফেসিয়াল
(c) ভেগাস
(d) অপটিক
উত্তর:(b) ফেসিয়াল

51. ভারতের 'চিকেন নেক' করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম-

(a) পঞ্চগড়
(b) কুড়িগ্রাম
(c) সিলেট
(d) ঠাকুরগাও
উত্তর:(a) পঞ্চগড়

52. A person unable to pay back debts is called-

(a) poor
(c) miser
(b) cheat
(d) bankrupt
উত্তর:(d) bankrupt

53. The synonym of ideal' is-

(a) correct
(c) good
(b) perfect
(d) appropriate
উত্তর:(b) perfect

54. যে বিক্রিয়া যারা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় তার

(a) গ্রিগনার্ড বিক্রিয়া
(c) ডিকার্বোক্সিলেশন
(b) ক্লিমেনসেন বিজারন
(d) উর্টজ বিক্রিয়া
উত্তর:(d) উর্টজ বিক্রিয়া

55. পৃথিবীর ওজন স্তরে ক্ষয় হলে তার পরিণতিতে ঘটতে পারে-

(a) খাদ্যনালীর ক্যান্সার
(c) অস্থিসন্ধির ব্যথা
(b) ত্বকের ক্যান্সার
(d) হৃদরোগ
উত্তর:(b) ত্বকের ক্যান্সার

56. যে পর্বের প্রাণিদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয়, তা হলো-

(a) chordata
(c) annelida
(b) arthropoda.
(d) mollusca
উত্তর:(a) chordata

57. ভ্রুণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত হলো-

(a) গ্লুকোজ
(b) অক্সিজেন
(c) কার্বন-ডাই-অক্সাইড
(d) লিপিড
উত্তর:(c) কার্বন-ডাই-অক্সাইড

58. অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হলো-

(a) SiO2
(b) CuO
(c) MgO
(d) CaO
উত্তর:(a) SiO2

59. ক্যালরিফিক মান বিচারে সবচেয়ে ভালো কয়লা হলো-

(a) লিগনাইট
(b) বিটুমিনাস
(c) অ্যানথ্রাসাইট
(d) পিট
উত্তর:(c) অ্যানথ্রাসাইট

60. পৃথিবীর মুক্তিবেগ হলো-

(a) 12.1 kms1
(b) 11.6 kms
(c) 11.2 kms-1
(d) 11.8 kms-l
উত্তর:(c) 11.2 kms-1

61. যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক-ফুট ডিজিজ হয় তার প্রতীক হলো-

(a) As
(b) Cr
(c) Cd
(d) Pb
উত্তর:(b) Cr

62.যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তা হলো-

(a) অপ্রত্যাবর্তী 
(b) রুদ্ধতাপীয় 
(c) প্রত্যাবর্তী
(d) সমোষ্ণ
উত্তর:(a) অপ্রত্যাবর্তী 

63.একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝ পথে এসে পড়াশোনার চাপে গুরুতর ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার উচিত ছিল-

(a) অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা
(b) শিক্ষকদের সাহায্য নেওয়া
(c) বিশ্রামের ব্যাপারে সচেতন হওয়া
(d) ভর্তির আগে এ শিক্ষার চাপ বিষয়ে সচেতন হওয়া
উত্তর:(b) শিক্ষকদের সাহায্য নেওয়া

64. মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয় যে সালে-

(a) ২০১৫
(b) ২০০৩
(c) ২০০৯
(d) 2020
উত্তর: (b) ২০০৩

65. এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয়-

(a) ফুসফুসে
(b) যকৃতে
(c) অস্থিমজ্জায় 
(d) বুকে
উত্তর:(b) যকৃতে

66. “I could hardly make out the traffic signs through the fog." The underlined phrase means-

(a) recognize
(b) distinguish
(c) locate
(d) obey
উত্তর: (b) distinguish

67. মোটরযানে ব্যবহৃত CNGতে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমান হলো-

(a) ১৫-৯৭%
(b) ৯৫-১৯%
(c) ৯০-৯৫ %
(d) ৯৩-৯৮%
উত্তর:(d) ৯৩-৯৮%

68.একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো। সে একজন-

(a) নিরপেক্ষ ব্যক্তি
(b) সৌজন্যপূর্ণ ব্যাক্তি
(c) সহানুভূতিশীল ব্যক্তি
(d) সৎ ব্যাক্তি
উত্তর:(c) সহানুভূতিশীল ব্যক্তি

69. শাপলা যে শ্রেণির উত্তम তার নাম-

(a) মূলাবদ্ধ পত্রভাসমান
(b) মূলাবদ্ধ নিমজ্জিত
(c) মৃলাবদ্ধ উত্থিত
(d) মুক্ত ভাসমান
উত্তর:(b) মূলাবদ্ধ নিমজ্জিত

70. অগ্নাশয়ের আলফা-কোষ থেকে নিঃসৃত হয়-

(a) কান
(b) ইনসুলি
(c) প্যানক্রিয়েটিক পলিপেপটাইড
(d) লাইপো
উত্তর:(c) প্যানক্রিয়েটিক পলিপেপটাইড

71. মানবদেহে সবচেয়ে কঠিন আবরণ হলো-

(a) পেরিকার্ডিয়াম
(b) পেরিকন্ড্রিয়াম
(c) দাঁতের এনামেল
(d) পেরিওস্টিয়াম
উত্তর:(c) দাঁতের এনামেল

72. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে-

(a) চৌম্বক ভ্রামক
(b) চৌম্বক আবেশ ক্ষেত্ৰ
(c) বিদ্যুৎ প্রবাহ
(d) পরিবাহীর বিক্ষেপ
উত্তর:(c) বিদ্যুৎ প্রবাহ

73. STP তে কোন গ্যাসের মৌলার আয়তন হলো-

(a) 24.8 liters
(c) 22.8 liters
(b) 24.4 liters
(d) 22.4 liters
উত্তর:(d) 22.4 liters

74. চট্টগ্রামে শাহাদৎ বরণকারী 'জুলাই শহীদ' হলেন-

(a) ওয়াসিম আকরাম
(c) মীর মুগ্ধ
(b) আবু সাঈদ
(d) ফারহান ফাইয়াজ
উত্তর:(a) ওয়াসিম আকরাম

75.তড়িৎ ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তা হলো-

(a) তড়িৎ বল
b) তড়িৎ ফ্লাক্স
(c) তড়িৎ প্রাবল্য
(d) তড়িৎ বিভব
উত্তর:(c) তড়িৎ প্রাবল্য

76. FeCl দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায়-

(a) ফেনল
(b) কিটোন
(c) অ্যালডিহাইড
(d) এস্টার
উত্তর:(a) ফেনল

77. সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক হলো-

(a) Cu
(b) Al
(c) Ge
(d) Zn
উত্তর:(c) Ge

78. দেহাভ্যন্তরের তুলনায় ক্রোটামের তাপমাত্রা হলো-

(a) ৩°C কম 
(b) ২°C বেশী
(c) ৩°C বেশী
(d) ২°C কম
উত্তর:(d) ২°C কম

79. The supervisor took him--- task for his negligence.

(a) for
(b) at
(c) to
(d) by
উত্তর:(c) to

80. All his dreams were shattered ---the event. The correct preposition to fill in the gap is- The correct preposition to fill in the gap is-

(b) after
 (c) on
(a) with
(d) by
উত্তর:(d) by

81. শুষ্ককারক ও নিরুদক পদার্থ, উভয় হিসেবে ক্রিয়া সম্পাদন করে-

(a) SiO2
(b) Al2O,
(c) KHSO. 
(d) P2Os
উত্তর:(a) SiO2

82. বায়ুগহ্বর পূর্ণ অস্থিসম্পন্ন প্রাণিসমূহের অন্তর্গত হলো-

(a) পাখি
(b) ব্যাঙ
(c) মাছ
(d) সাপ
উত্তর:(a) পাখি

83. উদ্ভিদের অতিপ্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদানের অন্যতম হলো-

(a) ফসফরাস
(b) ম্যাগনেসিয়াম
(c) Fe (লৌহ বা Iron)
(d) সালফার
উত্তর:(c) Fe (লৌহ বা Iron)

84. যে রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয় তা হলো-

(a) ZnCl2
(b) PCI5
(c) 2,4-DNPH
(d) NaHCO3
উত্তর:(c) 2,4-DNPH

85. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা একই পাঠ পাওয়া যাবে তা হলো-

(a) 4'
(b)-40'
(c) 40'
(d)-4'
উত্তর:(b)-40'

86. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম-

(a) aldolase
(b) phosphoglucokinase
(c) phosphofructokinase
(d) enolase
উত্তর:(c) phosphofructokinase

87. উদ্ভিদে নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম-

(a) Agamospermy
(b) Androgenesis
(c) Apospory
(d) Parthenogenesis
উত্তর:(d) Parthenogenesis

88. "We mobilized funds for his treatment." Here mobilized means-

(a) spent
(c) allocated
(b) gave
(d) collected
উত্তর:(d) collected

89. রক্ত জমাট বাঁধাতে সাহায্যকারী আরনের নাম-

(a) Na'
(b) K
(c) Ca
(d) Fe
উত্তর:(c) Ca

90. রক্তচাপ মাপার যন্ত্রের নাম-

(a) স্ফিগমোম্যানোমিটার
(c) অলটিমিটার
(b) ব্যারোমিটার
(d) ল্যাকটোমিটার
উত্তর:(a) স্ফিগমোম্যানোমিটার

91.The phrase that expresses humility is-

(a) Yours respectfully
(c) sincerely yours
(b) faithfully yours
(d) Yours in appreciation
উত্তর:(a) Yours respectfully

92. বায়ু মন্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগসমূহের উৎপত্তি হয় তা হলো-

(a) মেসোস্ফিয়ার
(c) স্ট্রাটোস্ফিয়ার
(b) আয়োনোস্ফিয়ার
(d) ট্রোপোস্ফিয়ার
উত্তর:(d) ট্রোপোস্ফিয়ার

93. একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত থাকে-

(a) পেরিসাইকল
(b) হাইপোডার্মিস
(c) এন্ডোডার্মিস
(d) কর্টেক্স
উত্তর:(b) হাইপোডার্মিস

94.সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান ও সালমান দুই ভাই। ভালো  বন্ধু হিসেবে কারও উচিৎ-

(a) বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা
(b) দুর্বলের পক্ষ নেওয়া
(c) সবলের পক্ষ নেওয়া
(d) তাদেরকে এড়িয়ে চলা
উত্তর:(a) বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা

95.ক্রিকেটার মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরী করেন। তার এই সাফল্যের পিছনে রয়েছে তার-

(a) ক্রিকেট বিষয়ে জ্ঞান
(b) দলীয় সহযোগিতা
(c) কঠোর অনুশীলন
(d) সহজাত প্রতিভা
উত্তর:(c) কঠোর অনুশীলন

96. রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে তা হলো-

(a) প্রোটনের সংখ্যায়
(b) ইলেকট্রনের সংখ্যায়
(c) নিওক্লিয়নের সংখ্যায়
(d) নিউট্রনের সংখ্যায়
উত্তর:(b) ইলেকট্রনের সংখ্যায়

97. The verb of the word 'habit' is-

(a) habitual
(b) habituate
(c) habitable
(d) habitat
উত্তর:(b) habituate

98. বাংলাদেশে সুপার সাইক্লোনে বাতাসের ঘন্টায় গতিবেগ হলো-

(a) ২২০ কিঃ মিঃ এর অধিক
(c) ৮৯-১১৭ কিঃ মিঃ
(b) ১১৮-২১১ কিঃ মিঃ
(d) ৬২-৮৮ কিঃ মিঃ
উত্তর:(a) ২২০ কিঃ মিঃ এর অধিক

99. স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোয় ঘড়ির ধীরে চলার ঘটনাকে বলে-

(a) দৈর্ঘ্য সংকোচন
(b) কাল দীর্ঘায়ন
(c) সময় সংকোচন
(d) ভরের আপেক্ষিকতা
উত্তর:(b) কাল দীর্ঘায়ন  

100. পাতার গ্রাউন্ড টির নাম-

(a) প্যালিসেড
(c) কর্টেক্স
(b) এন্ডোডার্মিস
(d) মেসোফিল
উত্তর: (d) মেসোফিল


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url