KUET ভর্তি আবেদন তথ্য- ২০২৫-২৬
KUET Admission Notice (HSC-25)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদন শুরুঃ ০৩ ডিসেম্বর
- আবেদন শেষঃ ১৩ ডিসেম্বর
- শর্টলিস্ট প্রকাশঃ ২০ ডিসেম্বর
- প্রবেশপত্র ডাউনলোডঃ ৫ জানুয়ারী
- ভর্তি পরীক্ষাঃ ১৫ জানুয়ারী
আবেদন যোগ্যতাঃ
- SSC - ন্যূনতম জিপিএ 4
- HSC - পদার্থ, গণিত, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ন্যূনতম জিপি ১৮ হতে হবে ২০ এর মধ্যে।
- আবেদন থেকে প্রথম ১২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে.
আবেদন ফিঃ
- "ক" গ্রুপ : ৫০০ + ৮০০ টাকা (Engineering)
- "খ" গ্রুপ : ৫০০ + ১০০০ টাকা (Engi. + Archi.)
- প্রাথমিক আবেদন ফি ৫০০ টাকা এবং শর্টলিস্ট এ আসলে ২য় ধাপে ৮০০/১০০০ টাকা দিতে হবে।
আবেদনের লিংকঃ
https://admission.kuet.ac.bd/
সেকেন্ড টাইমঃ নেই
আসন সংখ্যাঃ ১০৬৫ টি
মানবন্টনঃ
- 'ক' গ্রুপঃ গণিত - ১৫০, পদার্থবিজ্ঞান - ১৫০, রসায়ন - ১৫০, ইংরেজি - ৫০ (লিখিত পদ্ধতি, সময় - ৩ ঘন্টা, মোট নম্বর - ৫০০)
- 'খ' গ্রুপঃ 'ক' গ্রুপ + মুক্তহস্ত অংকন - ১০০ (মোট নম্বর - ৫০০+১০০=৬০০, সময় - ৪ ঘন্টা)


অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url