ভৌত রাশি এবং পরিমাপ সাজেশন

অধ্যায় ১ ভৌত রাশি এবং তাদের পরিমাপ

১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


MCQ টপ টিপস

  •  তাপ - লব্ধ রাশি 
  • একটি মিটার স্কেলের দৈর্ঘ্য - 1m 
  • সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা প্রদান করেন – কোপার্নিকাস 
  • আলোকবিজ্ঞানের স্থপতি – ইবনে আল হাইয়ান 
  • আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা – আলবার্ট আইনস্টাইন 
  • দীপন তীব্রতা, ভর, সময় – মৌলিক রাশি ।
  • ক্ষমতা – যৌগিক রাশি/লব্ধ রাশি ।
  • পদার্থের পরিমাণের এসআই একক – মোল 
  •  SI পদ্ধতিতে তাপমাত্রার একক – কেলভিন 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১.ভার্নিয়ার ধ্রুবক বলতে কী বোঝ?

উত্তর : শইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার অ ধ্রুবক বলে। যেমন : ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান হলে ভার্নিয়ার প্রতিটি ভাগের দৈর্ঘ্য = 0.9 মিমি এবং
এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক, VC= 1/10 মিমি = 0.1 মিমি = 0.01 সেমি।

২.পরিমাপের একক কাকে বলে?

উত্তর: পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে চু রাশিটি পরিমাপ করা হয় তাকে ঐ রাশির পরিমাপের একক বলে ।

 ৩.মাত্রা কী? 

উত্তর: একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে, সেটাকে তার মাত্রা বলে।

৪. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? 

উত্তর: বিজ্ঞানের সমীকরণগুলোতে ব্যবহৃত রাশিগুলোকে যে সকল চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তারাই বৈজ্ঞানিক প্রতীক ।

৫. পিচ কী?

উত্তর: স্কুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে ত্রুটির পিচ বলে ।

৬. স্কুগজের  ন্যূনাঙ্ক কাকে বলে?

উত্তর: স্কুগজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে-এর প্রাপ্ত বা প্র বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকে যন্ত্রের ক্রুগজের ন্যুনাঙ্ক বলে ।

৭.এক মোল কাকে বলে?

উত্তর: যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি) থাকে তাকে এক মোল বলে। 

৮. ব্যক্তিগত ত্রুটি কী?

উত্তর: পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।

৯. চূড়ান্ত ত্রুটি কী?

উত্তর: কোনো রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে ।

১০. তুলাযন্ত্র কী? 

উত্তর: পদার্থবিজ্ঞান ল্যাবরেটরির যে যন্ত্রে ক্ষুদ্র ও বৃহৎ বাটখারা | এবং পিভটে দাড় করানো দাড়িপালা দিয়ে যেকোনো আকারের বস্তু ও পদার্থের ভর মাপা সম্ভব হয় তাকে তুলা যন্ত্র বলে ।

১১. পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কী?

উত্তর পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ বিশেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা ।

১২. নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব কী নিয়ে গঠিত? 

উত্তর : নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব ত্রিমাত্রিক স্থান ও একমাত্রিক সময় নিয়ে গঠিত।

১৩. এক অ্যাম্পিয়ার কাকে বলে?

উত্তর : শূন্যস্থানের । মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহকের মিটার দৈর্ঘ্যে 2 x 10-7 N বল উৎপন্ন হয় তাকে এক অ্যাম্পিয়ার প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি বলে।

অনুধাবনমূলক গল্প

  • ক্ষমতা/বল/অভিকর্ষজ ত্বরণ  একটি লব্ধ রাশি- ব্যাখ্যা কর। 
  • ওজন একটি লব্ধ রাশি- ব্যাখ্যা কর। 
  • পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা অধিক সূক্ষ্ম কেন?
  • পরে ন্যূনাঙ্ক 0.01mm বলতে কী বুঝায়.
  • আপেক্ষিক ত্রুটি বলতে কী বোঝায়? 
  • স্ক্রু গজ পিচ 0.5 mm বলতে কী বোঝায়? 
  • সুষম বেগে চলমান বস্তুর গাতিপথ শুধুমাত্রা সরলরৈখিক- ব্যাখ্যা কর। 
  • ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয় কেন? ব্যাখ্যা কর। 

 সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১ মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য ব্যাখ্যা কর।

উত্তর : যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদের মৌলিক রাশি বলে।
 অপরদিকে, যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদের লব্ধ রাশি বলে।
মৌলিক রাশি মাত্র সাতটি, যেখানে লব্ধ রাশির সংখ্যা অগণিত। 
মৌলিক রাশির মাত্রা প্রকাশে একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়, অপরদিকে লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়।

প্রশ্ন ২ এসআই (SI) একক বলতে কী বোঝায়?

উত্তর : এসআই এককের পুরো নাম (International System Of Units) বাংলায় বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি। এ International system বা আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে বোঝাতে SI (এসআই) ব্যবহার করা হয়।দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই মাপ-জোখের প্রচলন ছিল। এ মাপ-জোখের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকাভিত্তিক বহু এককের প্রচলন ছিল। বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য সারাবিশ্বে মাপ-জোসের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে। 
এ তাগিদে ১৯৬০ সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এককের এ পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা সংক্ষেপে এসআই (SI)।

প্রশ্ন ৩ স্কু গজের ত্রুটি ব্যাখ্যা কর।

উত্তর : স্কুর মাথা যখন স্থায়ী কীলক বা সমতল প্রান্ত স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে যাওয়া উচিত। যদি না মিলে তাহলে বুঝতে হবে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি হবে ধনাত্মক (+c) আর যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের উপরে থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি হবে ঋণাত্মক (e) ।

প্রশ্ন ৪ যান্ত্রিক ত্রুটি বলতে কী বোঝ?

উত্তর :স্পইড কালিপার্সের ক্ষেত্রে, মূল স্কেলের চোয়াল ও ভার্নিয়ার স্কেলের চোয়াল যখন লেগে থাকে তখন সাধারণত ভার্নিয়ার ভেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায়। যদি ভার্নিয়ার স্কেলের এ মূল স্কেলের শূন্য দাগ না মিলে তবে ঐ যন্ত্রে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে মনে করা হয়। আবার স্ক্রু গজের ক্ষেত্রে, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যখন রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে না মিলে। তবে ধরে নিতে হবে যন্ত্রে ত্রুটি রয়েছে। এ ত্রুটিকেই যান্ত্রিক ত্রুটি বলা হয়।

প্রশ্ন ৫ লঘিষ্ঠ গণন বলতে কী বোঝ?

উত্তর : স্কু গজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে স্কুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠমান। স্কু গজের সাহায্যে পাঠ নেওয়ার আগে লঘিষ্ঠ মান নির্ণয় করতে হয়। বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে রৈখিক স্কেলের শূন্য দাগ মিলিয়ে নিতে হয়। বৃত্তাকার স্কেলটিকে একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে। যন্ত্রের দৌড় বা পিচ বলে। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ মান পাওয়া যায়।

প্রশ্ন ৬ কোনো স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 মিমি বলতে কী বোঝায়- ব্যাখ্যা কর।

উত্তর: কোনো স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0-01 মিমি বলতে বোঝায় বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রাপ্ত বা স্কুটি 0.01 মিমি পরিমাণ সরে আসে। এক্ষেত্রে যন্ত্রটির পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যার অনুপাতের মান 0.01 মিমির সমান। 1 মিমি।
সুতরাং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 হলে পিচের মান = 100 x 0.01 মিমি = 1 মিমি

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। পদার্থের অভিজাত্য এককের নাম এটম দেন কে?

    (ক) পিথাগোরাস    (খ) ডেম্রোক্রিটাস   
    (গ) ইবনে ‍সিনা       (ঘ) আল হাজেন     উত্তর: খ

২। কে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন?

 (ক) থেলিস        (খ) ডেমোক্রিটাস   
(গ) এরিস্টটল    (ঘ) আরিস্তারাকস    উত্তর: ক

৩। আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়?

 (ক) নিউটন                    
 (খ) ওমর খৈয়াম
(গ) ইবনে আল হাইয়াম    
(ঘ) আল খোয়ারিজমি   
উত্তর: গ

৩। কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন?

 (ক) কোপার্নিকাস   (খ) থেলিস   
 (গ) আর্যভট্ট           (ঘ) রাদারফোর্ড    উত্তর: ক

৪। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কে?

 (ক) নিউটন          (খ) গ্যালিলিও  
 (গ) ম্যাক্সওয়েল    (ঘ) ফ্যারাডে        উত্তর: খ

৫। কে প্রমাণ করেন যে তাপ এক ধরনের শক্তি?

 (ক) জুল                           (খ) নিউটন   
  (গ) কাউন্ট রামফোর্ড     (ঘ)  রাদারফোর্ড   উত্তর: গ

৬। পরীক্ষামূলক বৈজ্ঞানিক প্রবক্তা কে?

 (ক) থেলিস              (খ) কেপলার   
 (গ) রজার বেকন    (ঘ) হাইগেন    উত্তর: গ

৭। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?

 (ক) ম্যাক্স প্লাঙ্ক     (খ) আলবার্ট  আইনস্টাইন   
 (গ) রাদারফোর্ড    (ঘ) গ্যালিলিও  উত্তর:খ

৮। রেডিয়ামের আবিষ্কারক কে?

 (ক) রন্টজেন        (খ) ম্যাক্স প্লাঙ্ক    
(গ) পিয়ারে কুরি   (ঘ) আল হাইয়ান    উত্তর:গ

৯। কে দেখেছিলেন, বিশ্বব্রহ্মান্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে?

 (ক) ডিরাক            (খ) হাবল    
 (গ) বেকেলরল     (ঘ) রন্টজেন           উত্তর: খ

১০। নিচের  কোনটি মৌলিক রাশি নয়?

 (ক) ভর                      (খ) তাপ     
 (গ)  তড়িৎ প্রবাহ       (ঘ)  পদার্থের পরিমাণ    উত্তর: খ

১১। নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল?

   (ক)  তাপমাত্রা               (খ) ওজন 
   (গ)  বৈদ্যুতিক  প্রবাহ     (ঘ)  দীপন তীব্রতা    উত্তর: খ

১২। কোনটি লব্ধ রাশি?

    (ক) দৈর্ঘ্য        (খ) ভর   
   (গ)  সময়      (ঘ)  বল          উত্তর: ঘ

১৩। কোনটি মৌলিক একক?

 (ক) জুল                (খ) নিউটন         
 (গ) ক্যান্ডেলা        (ঘ)  প্যাসকেল               উত্তর: গ

১৪। কোনটি সবচেয়ে ছোট একক?

 (ক) মাইক্রোমিটার   (খ) ন্যানোমিটার     
 (গ) পিকোমিটার     (ঘ) ফেমটোমিটার   উত্তর: ঘ

১৫। স্ক্রু- গজের স্ক্রুয়ের সরণকে কি বলে?

 (ক) যান্ত্রিক ত্রুটি            (খ) লঘিষ্ঠ গণন  
 (গ) ভার্নিয়ার ধ্রুবক       (ঘ) পিচ     উত্তর: ঘ

১৬।প্রধান স্কেলের পাঠ 12mm , ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.10mm হলে পাঠ কত?

   (ক) 1.27mm    (খ) 12.7mm   
   (গ) 1.27cm      (ঘ) 1.29cm        উত্তর:গ

১৭। যদি ভার্নিয়ার স্কেলের 10  ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত

   (ক) 0.01mm      (খ) 0.1mm  
  (গ) ) 0.01cm      (ঘ) ) 0.1cm     উত্তর:খ

১৮। কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়?

 (ক) মিটার স্কেল               (খ) ভার্নিয়ার স্কেল   
 (গ) স্লাইড ক্যালিপার্স      (ঘ) ডিজিটাল স্লাইড ক্যালিপার্স            উত্তর:ঘ

১৯। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

 (ক) মিটার স্কেল              (খ) স্ক্রু গজ     
(গ) স্লাউড ক্যালিপার্স     (ঘ)  ভার্নিয়ার স্কেল   উত্তর:খ

২০। একটি বস্তুর জন্য স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পাঠ 7cm ভার্নিয়ার পাঠ 5 এবং ভার্নিয়ার ধ্রুবক 
  0.1mm হলে বস্তুর দৈর্ঘ্য কত?

  (ক) 7.5cm           (খ) 7.05cm     
  (গ) 7.51cm         (ঘ) 0.75cm            উত্তর: খ

২১। ক্যালকুলাস আবিষ্কার করেন কে?

 (ক) নিউটন          (খ) গ্যালিলিও  
 (গ) ম্যাক্সওয়েল    (ঘ) ফ্যারাডে        উত্তর: ক

২২। বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন কে?

 (ক) নিউটন    
 (খ) গ্যালিলিও  
 (গ) রোমার    
 (ঘ)  ফ্যারাডে        
উত্তর: গ

২৩। আল জাবির বইটি কার লেখা?

 (ক) ইবনে হাইয়াম         
 (খ) পিথাগোরাস  
 (গ) আল খোয়ারিজমি    
(ঘ) শেন কুয়ো  
উত্তর:গ

২৪। নিউক্লিয়াসের ব্যাসার্ধ  থেকে পরমাণুর ব্যাসার্ধ কতগুণ বড়?

 (ক) প্রায় এক লক্ষ  
 (খ) প্রায় দুই লক্ষ 
 (গ) প্রায় তিন লক্ষ  
 (ঘ) প্রায় চার লক্ষ    
উত্তর:ক

২৫।যে নির্দিষ্ট বস্তুটির ভরকে এক কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত?

(ক)   9.3cm     
(খ) 3.6cm   
(গ)  6.3cm       
(ঘ) 3.9cm        
উত্তর:ঘ

এই অধ্যায়ের উপর আরো পড়ুন:ভৌত রাশি এবং পরিমাপ 













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url