এসএসসি গণিত প্রশ্নের ধারা ও মানবণ্টন-2026


আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রণীত সর্বশেষ প্রশ্নের ধারা ও মানবণ্টন-
  • সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর,
  •  সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ২০ নম্বর এবং
  •  বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে।
  • প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০,
  •  প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর ২ এবং
  •  প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।

সৃজনশীল প্রশ্ন 

  • ক বিভাগ : বীজগণিত অংশ থেকে ২টি প্রশ্ন থাকবে।
  • খ বিভাগ : জ্যামিতি অংশ থেকে ২টি প্রশ্ন থাকবে।
  • গ বিভাগ : ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে ২টি প্রশ্ন থাকবে।
  • ঘ বিভাগ : পরিসংখ্যান অংশ থেকে ২টি প্রশ্ন থাকবে।

 সকল বিভাগ থেকে মোট ৮টি প্রশ্ন থাকবে।

N.B:প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম ১টি করে প্রশ্নসহ মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন :10x2=20

১৫টি প্রশ্ন থাকবে, ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বহুনির্বাচনি প্রশ্ন 

√ ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে।
  • বীজগণিত অংশ থেকে ১২-১৫টি, 
  • জ্যামিতি অংশ থেকে ১০-১৩টি,
  •  ত্রিকোণমিতি ও পরিমিতিএবং পরিসংখ্যান অংশ থেকে ৫টি প্রশ্ন থাকবে।
N.B:সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url