এক কথায় প্রকাশ(নার্সিং)

 

ডিপ্লোমা,বিএসসি (নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 


বিএসসি  নার্সিং

এক কথায় প্রকাশ

বিগত বছরের প্রশ্ন [বিএসসি ]

১।মর্মে বেদনা দেয় যা বাক্যের সঠিক বাক্য সংকোচন কোনটি?

 [BSC: 23-24]
(ক) মর্মভেদী
(খ) মর্মস্পর্শী
(গ) নির্মম 
(ঘ) মর্মান্তিক 
উত্তর: খ

 ২। ‘যে বধু মিষ্টি কথা বলে' তাকে কী বলে?

 [BSC:14-15]
ক. প্রিয়সী
খ. প্রিয়ংবদা
গ. কৃতজ্ঞ
ঘ. নিরহংকার
উত্তর: খ

৩। ‘যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে” এর বাক্য সংকোচন কী হবে?

ক. অযত্নলব্ধ
খ. অযত্নসম্ভূত
গ. অস্ত্রনজাত
ঘ. অন্যায়সলব্ধ
উত্তর: খ

৪। 'কি করতে হবে বুঝতে পারে যে' এক কথায় প্রকাশ-

ক. অসম্ভব
খ. বোকা
গ. কিংকর্তব্যবিমূঢ়
ঘ. আকাঁড়া
উত্তর: গ

৫। অসম্ভবকে সম্ভব করতে নিপুণা যে- 

[BSC:18-19]
ক. অঘটন পটিয়সী
খ. ঘটন পটিয়সী
গ. অঘটনঘটনপটিয়সী
ঘ. অনন্য পটিয়সী 
উত্তর: গ

৬। উপকারীর উপকার স্বীখার করে যে- এর এককথায় প্রকাশ-

[BSC:19-20]
ক. কৃতজ্ঞ
খ. অকৃতজ্ঞ
গ. অন্যতম
ঘ. কৃতঘ্ন
উত্তর: ক

৭। সমুদ্র হতে হিমাচল' পর্যন্ত এক কথায় প্রকাশ- 

[BSC:20-21]
ক. অসমুদ্রহিমাচল
গ. আসমুদ্র
খ. হিমালয় পর্যন্ত
ঘ. আসমুদ্রহিমাচল 
উত্তর: ঘ

৮। যে উপকারীর অপকার করে ‘এক কথায় প্রকাশ - 

[BSC: 20-21 ]
ক. অকৃতজ্ঞ
খ. কৃতঘ্ন
গ. অকৃতঘ্ন
ঘ. কৃতজ্ঞ
উত্তর: খ

৯। ‘আমিষের অভাব’ বাক্য সংকোচন কী?

 [BSC:18-19]
ক. গেছো
খ. জলচর
গ. নিরামিষ
ঘ. অজিন 
উত্তর: গ

[ডিপ্লোমা]

১। “যে বধু মিষ্টি কথা বলে' তাকে কী বলে?

 [ডিপ্লোমা নার্সিং:১৪-১৫]
ক. প্রিয়সী 
খ. প্রিংবদা 
গ. কৃতজ্ঞ
ঘ. নীরহংকার
উত্তর: খ

২। ‘অক্ষির সমীপে' এর সংক্ষেপন হলো-

[ডিপ্লোমা নার্সিং:১৭-১৮]
ক. সমক্ষ
খ. প্রত্যক্ষ
গ. নিরপেক্ষ
ঘ. পরোক্ষ
উত্তর: ক

৩। ‘জয়ের জণ্য যে উৎসব' এক কথায় কি হবে ? 

[ডিপ্লোমা নার্সিং: ১৮-১৯]
ক. বিজয়োৎসব
খ. বিজয়জয়ন্তী
গ. জয়ন্তী
ঘ. অজয়ন্তী
উত্তর: গ

৪। ‘যা বলা হয়নি’ এক কথায় হবে-

 [ডিপ্লোমা নার্সিং:২০-২১]
ক. অউক্ত
খ. অব্যক্ত
গ. অনুক্ত
ঘ. অব্যাক্ত
উত্তর: গ

৫। উপকারীর উপকার স্বীকার করে যে- এক কথায় প্রকাশ-

 [মিডওয়াফিমার- ১৯-২০]
ক. কৃতজ্ঞ 
খ. অকৃতজ্ঞ
গ. অন্যতম
 ঘ. কৃতঘ্ন
উত্তর: ক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url