খাদ্য ও পুষ্টি (Food & Nutrition)
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
খাদ্য ও পুষ্টি (Food & Nutrition)
বিগত বছরের প্রশ্ন
[ডিপ্লোমা]
১.কচু শাকে কোন ধাতু থাকে?
(ক) দস্তা(খ) তামা
গ) লৌহ
(ঘ) সিসা
উত্তর:গ
২.'ভিটামিন ডি' এর অভাবে নিচের কোন রোগটি হয়?
(ক) রক্তশূণ্যতা(খ) রাতকানা
(গ) রিকেটস
(ঘ) ডায়রিয়া
উত্তর:গ
৩.খাবার লবণের রাসায়নিক নাম কি?
(ক) সোডিয়াম ফ্লোরাইড(গ) পটাসিয়াম ক্লোরাইড
(খ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) ক্যালসিয়াম ক্লোরাইড
উত্তর: খ
৪.কোন ফলটি তুলনামূলক 'ভিটামিন সি' সমৃদ্ধ?
(ক) আনারস(গ) কাঁঠাল
(খ) তরমুজ
(ঘ) শশা
উত্তর:ক
More MCQ
১। গর্ভকালীন সময়ে কোন টিকা হতে হয়?
ক. টিটেনাসখ. হাম-
গ. রুবেলা
ঘ. পোলিও
উত্তর: ক
২। শিশুদের পালিও রোধের জন্য কয়টি ডোজ কিাি দেওয়া হয়?
ক. ১টিগ. ৩টি
খ. ২টি
ঘ. ৪টি
উত্তর: ঘ
৩। ভিটামিন 'ই'- এর অবাবে কোন রোগ হয়?
ক. বেরিবেরিখ. স্কার্ভি
গ. হৃদরোগ
ঘ. বন্ধ্যাত্ব
উত্তর: ঘ
৪। কোন রোগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?
ক. গনোরিয়াখ. পারকিনসন
গ. ডায়রিয়া
ঘ. এইডস
উত্তর: ঘ
খ. যক্ষ্মা
গ. ব্রেইন স্ট্রোক
ঘ. ডায়াবেটিস
উত্তর: ঘ
৫। নিচের কোনটি সংক্রামক ব্যধি?
ক. উচ্চ রক্তচাপখ. যক্ষ্মা
গ. ব্রেইন স্ট্রোক
ঘ. ডায়াবেটিস
উত্তর: ঘ
৬। বাংলাদেশে মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি?
ক. বাল্যবিবাহ
খ. গর্ভপাত
গ. পুষ্টিহীনতা
ঘ. রক্তশূন্যতা
উত্তর: খ
খ. গর্ভপাত
গ. পুষ্টিহীনতা
ঘ. রক্তশূন্যতা
উত্তর: খ
৭। গলগণ্ড হয়--
[মিডওয়াইফারি:19-20]
ক. লৌহের অভাবে
খ. ক্যালসিয়ামের অভাবে
গ. আয়োডিনের অভাবে
ঘ. পটাসিয়ামের অভাবে
উত্তর: গ
খ. ক্যালসিয়ামের অভাবে
গ. ভিটামিন 'সি'
ঘ. ভিটামিন 'ডি'
উত্তর: খ
ক. লৌহের অভাবে
খ. ক্যালসিয়ামের অভাবে
গ. আয়োডিনের অভাবে
ঘ. পটাসিয়ামের অভাবে
উত্তর: গ
৮। সূর্যালোকে কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন 'এ'খ. ক্যালসিয়ামের অভাবে
গ. ভিটামিন 'সি'
ঘ. ভিটামিন 'ডি'
উত্তর: খ
৯। পোলিও প্রতিষেধকের নাম-
[ ডিপ্লোমা নার্সিং : ১৪-১৫]
ক. PCG
ক. PCG
খ. OPV
গ. PPT
ঘ. Measles
উত্তর: খ
খ. ভিটামিন E
গ. ভিটামিন C
ঘ. ভিটামিন D
উত্তর: ক
খ. অল্পবয়সী মেয়েরা
গ. অল্পবয়সী ছেলেরা
ঘ. 'বৃদ্ধ-বৃদ্ধারা
উত্তর: ক
খ. ভিটামিন- বি
গ. ভিটামিন- এ
ঘ. ভিটামিন-সি
উত্তর: গ
গ. রক্তশূন্যতা
খ. গলগন্ড
ঘ. রিকেটিস
উত্তর:খ
খ. বংশগত
গ. ব্যাকটেরিয়া
ঘ. প্যারাসাইড
উত্তর: ক
খ. বেরিবরি
গ. অ্যানিমিয়া
ঘ. ম্যারাসমাস
উত্তর: গ
খ. যক্ষ্মা
গ. উচ্চ রক্তচাপ
ঘ. স্ক্যাবিস
উত্তর: গ
খ. বহুমূত্র
গ. আমাশয়
ঘ. Colour Blind
উত্তর: গ
গ. PPT
ঘ. Measles
উত্তর: খ
১০। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
ক. ভিটামিন Bখ. ভিটামিন E
গ. ভিটামিন C
ঘ. ভিটামিন D
উত্তর: ক
১১। এইডস সংক্রমের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
ক. অল্পবয়সী, ছেলেময়েরাখ. অল্পবয়সী মেয়েরা
গ. অল্পবয়সী ছেলেরা
ঘ. 'বৃদ্ধ-বৃদ্ধারা
উত্তর: ক
১২। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. ভিটামিন- ইখ. ভিটামিন- বি
গ. ভিটামিন- এ
ঘ. ভিটামিন-সি
উত্তর: গ
১৩। আয়োডিনের অভাবে রোগ হয়?
ক. ডায়াবেটিসগ. রক্তশূন্যতা
খ. গলগন্ড
ঘ. রিকেটিস
উত্তর:খ
১৪।এইডস কি কারণে হয়?
ক. ভাইরাসখ. বংশগত
গ. ব্যাকটেরিয়া
ঘ. প্যারাসাইড
উত্তর: ক
১৫। আয়রণের অভাবে কি হয়?
ক. রাতকানাখ. বেরিবরি
গ. অ্যানিমিয়া
ঘ. ম্যারাসমাস
উত্তর: গ
১৬। কোনটি সংক্রামক ব্যধি নয়?
ক. আমাশয়খ. যক্ষ্মা
গ. উচ্চ রক্তচাপ
ঘ. স্ক্যাবিস
উত্তর: গ
১৭। কোনটি সংক্রামক ব্যধি --
ক. রক্তের চাপখ. বহুমূত্র
গ. আমাশয়
ঘ. Colour Blind
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url