বইপড়া সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

বইপড়া

প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরী

পেজ সূচিপত্র :বইপড়া

  • বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়— প্রমথ চৌধুরীর নেতৃত্বে। 
  • প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম– সবুজপত্র।
  • শিক্ষার সর্বপ্রধান অঙ্গ— সাহিত্যচর্চা।  
  • মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো— বই পড়া ।
  • যে জাতি মনে বড়ো নয়, সে জাতি জ্ঞানেও বড়ো নয় ।
  • শিক্ষার্থীকে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন— শিক্ষক। 
  • অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে দিতে পারে— গুরু ।
  • রেজিস্টারি রাখা হয় না- আত্মার মৃত্যুর ।
  • শৌখিন বলতে বুঝি — রুচিবান।
  • উদ্‌বাহু শব্দের অর্থ— ঊর্ধ্ববাহু ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কীসের উপর ন্যস্ত হয়েছে?

ক) সাহিত্যের
খ) জ্ঞানের
গ)  শিক্ষার 
ঘ) বিজ্ঞানের
উ:ক

২.'বই পড়া' প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কীসের উপর স্থান দিয়েছেন?

ক) হাসপাতালের
খ) স্কুল-কলেজের
গ) মন্দিরের
ঘ) অর্থবিত্তের
উ:খ

৩.মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাচে না।'- এখানে 'মনের দাবি' বলতে কী বোঝানো হয়েছে?

ক) খাদ্য গ্রহণ
খ) জ্ঞান অর্জন
গ) সাহিত্যের আনন্দ
ঘ) অর্থ উপার্জ
উ:গ

৪. স্কুল-কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কী?

ক) জীবনী শক্তি নষ্ট করে দেয় বলে
খ) সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করে বলে 
গ) জাতি যথার্থ স্ফূর্তি লাভ করে না বলে
ঘ) স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয় বলে
উ:ঘ

৫. 'বই পড়া' প্রবন্ধে লেখক 'আমাদের জাত মানুষ হবে' বলতে বোঝাতে চেয়েছেন, সকলে---

ক) মানুষ হবে
খ) সাহিত্যচর্চা করবে
গ) সুশিক্ষিত হবে
ঘ) লাইব্রেরি প্রতিষ্ঠা করবে
উ:গ

৬. সুশিক্ষিত লোক মাত্রই ---

ক) বিধান
খ) পণ্ডিত
গ) জ্ঞানী
ঘ) স্বশিক্ষিত
উ:ঘ

৭.'প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন – কীভাবে?

ক) লাইব্রেরির বদান্যতায় 
খ) স্কুল-কলেজের মাধ্যমে
গ) শিক্ষকের কল্যাণে
ঘ) পারিবারিক শিক্ষায়
উ:ক

৮. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?

ক)  বীরবল
খ) সব্যসাচী
গ) বনফুল
ঘ) ভানুসিংহ
উ:ক

৯. মানুষের সর্বশ্রেষ্ঠ শখের নাম কী? 

ক) বই পড়া
খ) বেড়াতে যাওয়া
গ) গল্প করা
ঘ) কথা বলা
উ:ক

১০. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?

ক) খবরের কাগজ পড়া
খ) সাহিত্যচর্চা
গ)  লাইব্রেরি গড়ে তোলা
ঘ) কর্ম-অনুশীলন
উ:খ

১১. কীসের স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে উঠে?

ক) সাহিত্য
খ) আনন্দ
গ) অর্থ
ঘ) লাইব্রেরি
উ:খ

১২. 'বই পড়া' প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব।'- বাক্যে 'পাপমুক্ত' বলতে কী বোঝানো হয়েছে?

ক)  সর্ববিষয়ে জ্ঞান অর্জন
খ)  মনের সংকীর্ণতা মুক্তি
গ) ধার্মিকতা 
ঘ) পুণ্যলাভ
উ:খ

১৩. নীতির চর্চা কোথায় হয়?

ক) গুহায়
খ) জাদুঘরে
গ) ঘরে
ঘ) লাইব্রেরিতে
উ:গ

১৪. ‘সাহিত্যের মধ্যে আমাদের-জাত মানুষ হবে'—বলতে লেখক কী বুঝিয়েছেন?

ক)  মানসিক প্রফুল্লতা অর্জন 
খ) বুদ্ধিবৃত্তিকে জাগানো
গ) 'মানবিক চেতনা সৃষ্টি
ঘ) মানসিক সুস্থতা লাভ
উ:গ

১৫. আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?

ক) হাসপাতালের
খ) কলেজের
গ)  স্কুলের
ঘ) বিশ্ববিদ্যালয়ের
উ:ক

১৬. আজকের বাজারে কোন শ্রেণির লোকের অভাব নেই?

ক) বিদ্বান
খ) বিদ্যাগ্রহীতা
গ) বিদ্যাদাতা
ঘ) বিদ্যানুরাগী
উ:গ

১৭. 'সুসার' শব্দের প্রকৃত অর্থ কোনটি?

ক)  অভিভূত
খ) যা বিকাশ ঘটে
গ) সচ্ছলতা
ঘ) গোছানোভাব
উ:গ

১৮. 'বই পড়া' প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কার/কীসের প্রতিনিধিত্ব করে?

ক) অভিভাবকের
খ) শিক্ষকের
গ)  শিক্ষাপদ্ধতির
ঘ) শিক্ষা প্রণেতার
উ:ঘ

১৯. একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর-

i.খেলাধুলায় উন্নতি হয়
ii. আত্মা উদবোধিত হয়
iii. অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:গ

২০. 'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়- এ কথার তাৎপর্য হলো—

i. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায়
ii. মানুষ কুরুচি দ্বারা সংক্রমিত হয়
iii. মানুষ কুরুচি দ্বারা উৎসাহিত হয়। 
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ

২১. স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়— 

i. জাতিকে সাহিত্যচর্চার আনন্দ বণিত করা 
ii. দুঃখ-দারিদ্র্য-সংকটপূর্ণ জীবন
iii. পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা 
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। কিন্তু তানিয়া মনে করে, লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না।

২২. উদ্দীপকে মিনার কাজে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে?

ক) স্বশিক্ষিত হওয়া
খ)ঐশ্বর্য সন্ধান
গ) শখ পূরণ
ঘ) মনোবল বাড়ানো
উ:ক

২৩. উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা- 

i. লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না। 
ii. নিজের উপর নিজের বিশ্বাস নেই 
iii. সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্দিহান 
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রিমা একজন সচেতন মা । তাঁর একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি আনুকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষ্যে মেয়েকে বই উপহার দেন।

২৪. ‘বই পড়া' প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? 

ক) আনুকে যথার্থ শিক্ষিত করা
খ)  আনুর জ্ঞান পরিপূর্ণ করা
গ) আনুর পরীক্ষার ফল ভালো করা
ঘ) আনুকে সকল বিষয়ে পারদর্শী করা
উ:ক

২৫. 'বই পড়া' প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু— 

i.স্বশিক্ষিত হবে
ii.নিষ্কর্মার দলভুক্ত হবে
iii. আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে,
নিচের কোনটি সঠিক?
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url