আম-আঁটির ভেঁপু সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 আম-আঁটির ভেঁপু

 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়



পেজ সূচিপত্র : আম-আঁটির ভেঁপু

  •  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান— ২৪ পরগণার মুরারিপুর।
  • অপুর টোল খাওয়া ভেঁপু বাঁশিটার দাম— চার পয়সা। 
  • অপু আপন মনে খেলা করছিল— রোয়াকে বসে ।
  • গঙ্গা-যমুনা খেলার জন্য অপু হাতে নিলো — খাপরা । 
  • দুর্গার বয়স— দশ-এগারো ।
  • অপু কলের পুতুলের মতো লুকিয়ে ফেলে— লক্ষ্মীর চুপড়ির কড়ি । 
  • পটলিদের সিঁদুরকৌটোর তলা থেকে আম কুড়িয়ে আনে— দুর্গা। 
  • হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা— নীলমণি রায়।
  • অপুর তেলের ভাঁড় ছুঁতে অনিচ্ছার কারণ— পরনের বাসি কাপড় । 
  • অপুর মায়ের নাম— সর্বজয়া ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পিজরাপোলের আসামির ন্যায় কোনটি? 

ক) টিনের বাঁশি
খ) নাটাফল
গ)  খাপরাগুলি
ঘ)  কাঠের ঘোড়া
উ:ঘ

২. সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে? 

ক) আশ্বিন
খ) কার্তিক
গ) পৌষ
ঘ) চৈত্র
উ:ঘ

৩. পিজরাপোলের আসামির ন্যায় একপাশে পড়ে আছে কোনটি?

ক) টিনের বাঁশি
খ) কাঠের ঘোড়া
গ) লক্ষ্মীপূজার কড়ি
ঘ). খাপরার কুচি
উ:খ

৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র-পুরস্কারে ভূষিত হন?

ক) পথের পাঁচালী
খ) অপরাজিত
গ) ইছামতি
(ঘ) আরণ্যক
উ:গ

৫. ‘আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতা কে ছিলেন?

ক) নীলমণি রায়
খ) ভুবন মুখুয্যে
গ) অন্নদা রায়
ঘ) রাধা বোষ্টম
উ:ক

৬."আম-আঁটির ভেঁপু পরে অপু কোন জিনিসটি ফলের পুরণের মতো শুঝিয়ে ফেলল? 

ক) তেলের ভাঁড়
খ) নারকেলের মালা
গ) নুনের বৈয়াম
ঘ) চুপড়ি করি
উ:ঘ

৭.দশ ঘরার বসবাসের সিদ্ধান্তে করি কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন। 

ক) মজুমদার মহাশয়
খ) সর্বজয় মুখার্জী
উ:ক

৮.মা ঘাট থেকে আসেনি তো? – দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে-

ক) সতর্কতা
খ)  সন্দেহ
গ) অভিমান
উ:ক

৯.দুর্গা সুর নিচু করিয়া বলিল, 'মা ঘাঁট থেকে আসেনি তো? দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে?

ক) আকুলতা
খ) কৌতূহল
গ)  ভীরুতা
ঘ)দুরন্তপনা
উ:গ 

১০. কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি?

ক) সিঁদুরকৌটার
খ) কাঁকুরতলি
গ) নীলমণি রায়ের
ঘ) ডোবার ধারের
উ:খ

১১. ‘ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছে— 

ক) বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়।
খ) বামুনদের প্রতি খারাপ ধারণা তৈরি হয়
গ) দরিদ্রতা ধরা পড়ে
ঘ)  ব্যক্তিত্ব হালকা হয়ে যায়
উ:ঘ

১২. 'আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা — কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন?

ক) ক্ষোভ
খ)  বিদ্বেষ
গ) আক্ষেপ
ঘ) অভিমান
উ:গ

১৩. বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন?

ক) পাওনাদারের ভয়ে
খ) জাত ভেদের কারণে
গ)  আত্মসম্মানবোধের কারণে
ঘ) আর্থিক নিরাপত্তার অভাবে
উ:গ

১৪. 'আম-আঁটির ভেঁপু" গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে?

ক) পরিমাতার শাশ্বতরূপ
খ) অপুর দুরন্ত শৈশব
গ)  প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ
ঘ) ভাই-বোনের মধুর মিলন সম্পর্ক
উ:গ

১৫. 'অপুকে' ডাকার সময় দুর্গার কন্ঠস্বরে ছিল--

ক) ভয়
খ) সতর্কতা 
গ) জড়তা
ঘ) আদর
উ:খ

১৬. 'পথের পাঁচালী' কোন ধরনের রচনা?

ক) নাটক
খ)  প্রবন্ধ
গ) উপন্যাস
ঘ)  ছোটোগল্প
উ:গ

১৭. 'আম-আঁটির ভেঁপু" গল্পের মূলসুর কী?

ক)  জীবনঘনিষ্ঠতা
খ)  দারিদ্র্য
গ)  প্রকৃতি ঘনিষ্ঠতা
ঘ) চিরায়ত শৈশব
উ:ঘ

১৮. আম-আঁটির ভেঁপু" গল্পে ফুটে উঠেছে— 

ক)  মুক্ত জীবনের প্রতি আসক্তি 
খ)  প্রকৃতির বৈচিত্র্য
গ)  সামাজিক জীবন
ঘ) প্রকৃতির সাথে জীবনের মিল 
উ:ঘ

১৯. ‘আম-আঁটির ভেঁপু" গল্পটি শিশু-কিশোরদের মনে কীসের অনুপ্রেরণা জোগায়?

ক)  বিস্ময় ও কৌতূহলের
খ)  আনন্দিত জীবনের
গ)  প্রকৃতিমুখী হওয়ায়
ঘ) চিরায়ত শৈশবে
উ:গ

২০. ফটিক সারাক্ষণ মাঠেঘাটে ঘুরে বেড়ায়। সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। ফটিক চরিত্রের সাথে অপু-দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা হলো-

i.কৌতূহলপ্রবণ
ii.চঞ্চলতা
iii. প্রকৃতিঘনিষ্ঠ
নিচের কোনটি সঠিক
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ

২১. মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পারেনি— তার বাশীর 

i. আমে মুখ ভর্তি ছিল বলে 
ii. তাদের ইচ্ছা ছিল না বলে
iii. উত্তরের সুযোগ ছিল না বলে
নিচের কোনটি সঠি
ক)i, ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url