নবজীবনের সূচনা

 অধ্যায় ৪: নবজীবনের সূচনা

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৪: নবজীবনের সূচনা

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১.মেয়েদের ২০ বছর বয়সের পর ঝুঁকি কম থাকে- গর্ভধারণে। 
  • ২.বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী --- টেস্টোস্টেরন হরমোন।
  • ৩.বয়ঃসন্ধিকালের সময়কাল ১১-১৯ বছর।
  • ৪. বয়ঃসন্ধিকালের উপর প্রভাব নেই- ইনসুলিনের।
  • ৫.শৈশবকাল- ৫ বছর পর্যন্ত।
  • ৬. দাঁড়ি গোফ ওঠে, ওজন বৃদ্ধি পায়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, আবেগ দ্বারা চালিত হয় বয়ঃসন্ধিকালে।
  • ৭. সরীসৃপ ও স্তন্যপায়ীর বৈশিষ্ট্য বিদ্যমান — প্লাটিপাসের মধ্যে। 
  • ৮. ইলিশ মাছের হূৎপিন্ড — দুই প্রকোষ্ঠ বিশিষ্ট
  • ৯. কুনোব্যাঙ এর হূৎপিন্ড — তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ।
  • ১০. মানুষের লুপ্ত প্রায় অঙ্গ হচ্ছে— ককসিক্স। 
  • ১১. মেরু অঞ্চলের প্রাণী- বাঘ।
  • ১২. সন্ধিপদ প্রাণী- লিমুলাস ।
  • ১৩. প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে সৃষ্টি হয়— প্রোটোভাইরাস।
  • ১৪. দুটি জীবের মধ্যকার পার্থক্যকে বলে- প্রকরণ ।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. বয়ঃসন্ধিকাল কাকে বলে?

উত্তর: শৈশব থেকে কৈশোরে পদার্পণ কালে শারীরিক ও মানসিক নানা রকম পরিবর্তন ঘটে। এ সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল।

প্রশ্ন-২. বয়ঃসন্ধিকাল-এর সময় কত?

উত্তর: বয়ঃসন্ধিকাল-এর সময় হলো ১১-১৯ বছর।

প্রশ্ন-৩. হরমোন কী?

উত্তর: হরমোন হলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যা বয়ঃসন্ধিকালে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী।

প্রশ্ন-৪. অটোজোম কাকে বলে?

উত্তর: মানুষের দেহকোষে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোজোম এর মধ্যে ১ জোড়া সেক্স ক্রোমোজোম ব্যতিত বাকি ২২ জোড়া ক্রোমোজোমকে অটোজম বলে।

 প্রশ্ন-৫. জীবাশ্ম কাকে বলে?

উত্তর: ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহছাপকে জীবাশ্ম বলে। 

প্রশ্ন-৬. তুলনামূলক শারীরস্থান কাকে বলে?

উত্তর: বিভিন্ন জীবের অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক শারীরস্থান বলে।

প্রশ্ন-৭.জৈব বিবর্তন কী? 

উত্তর; সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে জৈব বিবর্তন বলে ।

প্রশ্ন-৮.জীবন্ত জীবাশ্ম কী?

 উত্তর: কতকগুলো জীব সদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে। অথচ তাদের সমগোত্রীয় ও সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটেছে, এই সকল জীবই হলো জীবন্ত জীবাশ্ম।

 প্রশ্ন-৯. ল্যামার্কিজম কী?

উত্তর: নতুন জীবের উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্কের প্রদানকৃত তত্ত্বই হলো ল্যামার্কাম।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. বয়ঃসন্ধিকালের পরিবর্তনে দায়ী হরমোনগুলোর নাম লেখো। 

উত্তর: বয়ঃসন্ধিকালের পরিবর্তনে দায়ী হরমোনগুলো হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। এদের মধ্যে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন মেয়েদের এবং টেস্টোস্টেরন ছেলেদের বয়ঃসন্ধিকালে | পরিবর্তনের জন্য দায়ী।

প্রশ্ন-২. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়? 

উত্তর: কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক স্তূণ সৃষ্টি করে তাকে স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্টটিউব বেবি বলা হয়। পর্যায়ক্রমে কতকগুলো পদ্ধতি অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্টটিউব বেবির জন্ম দেওয়া হয়। পর্যায়গুলো হলো সক্ষম দম্পত্তি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় মাধ্যমের প্রাথমিক ভ্রূণ উৎপাদন, উৎপাদিত ভ্রূণকে স্ত্রীর  জরায়ুতে প্রতিস্থাপন এবং প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ।

প্রশ্ন-৩. অ্যাপেনডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ-ব্যাখ্যা করো।

উত্তর: জীবদেহে এমন কতগুলো অঙ্গ আছে যেগুলো নির্দিষ্ট জীবদেহে সক্রিয় থাকে কিন্তু সম্পর্কিত অপর জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাদেরকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। মানুষের সিকামসংলগ্ন অ্যাপেনডিক্স নামক যে ক্ষুদ্র অঙ্গটি অবস্থিত তার কাজ এখন পর্যন্ত বিশেষজ্ঞরা খুঁজে বের করতে পারেন নাই। এটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবেই মানবদেহে অবস্থান করে।

প্রশ্ন-৪. প্লাটিপাসকে কানেকটিং লিংক বলা হয় কেন?

 উত্তর: প্লাটিপাসের মধ্যে সরীসৃপ ও স্তন্যপায়ী উভয় প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান । এটি সরীসৃপের ন্যায় ডিম পাড়ে। অপরদিকে স্তন্যপায়ীর ন্যায় এদের দেহ লোমে ঢাকা এবং ডিম ফুটে শাবক জন্মালে শাবককে স্তন্য পান করায়। দুটি ভিন্ন পর্বের বা বৈশিষ্ট্যের প্রাণীর মধ্যে সংযোগ ঘটায় বলেই প্লাটিপাসকে কানেকটিং লিংক বলা হয় ।

প্রশ্ন-৫. জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায়?

উত্তর: কতকগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় ও সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে। এই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। লিমুলাস বা রাজকাঁকড়া, ফোনোডন, প্লাটিপাস ইত্যাদি প্রাণী এবং ইকুইজিটাম, নিটাম ইত্যাদি উদ্ভিদ হলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। যেমন লিমুলাস জীবাশ্মের উদ্ভব ঘটেছিল প্রায় ৪০০ মিলিয়ন বছর পূর্বে। এর সাথের অন্যান্য আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

প্রশ্ন-৬.প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?

উত্তর: জীবন্ত জীবাশ্ম হলো তারাই যারা সুদূর অতীতে জন্মগ্রহণ করে বর্তমানেও টিকে আছে। এ দৃষ্টিতে প্লাটিপাস একটি জীবন্ত জীবাশ্ম। কারণ এর সাথে জন্মানো অন্যান্য স্তন্যপায়ী প্রাণিগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.মেয়েরা কত বছর বয়সের পর গর্ভধারণ করলে ঝুঁকি কম থাকে?

ক) ১৬

খ) ১৮

গ) ১৯

ঘ)  ২০

উ:ঘ

২.বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের পরিবর্তনের জন্য দায়ী হরমোন কোনটি? 

ক) ইস্ট্রোজেন

খ)  প্রজেস্টেরন

গ) টেস্টোস্টেরন

ঘ)  কালটার

উ:গ

৩.বয়ঃসন্ধিকালের সময়কাল কত?

ক) ১০-১৭ বছর

খ)  ১-১৩ বছর

গ)  ১১-১৯ বছর

ঘ) ১৩-১৫ বছর

উ:গ

৪.টেস্টটিউব বেবি লউস জয় ব্রাউন কত সালে জন্মগ্রহণ করে?

ক) ১৯৭৬

খ) ১৯৭৮

গ) ১৯৭৭

ঘ) ১৯৭৯

উ:খ

৫.কত বছর পর্যন্ত শৈশবকাল বলা হয়?

ক) ৬

খ) ৫

গ) ৯

ঘ) ৭

উ:খ

৬.মানুষের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী?

ক)  ৪টি

খ)  ৬টি 

গ) ৮টি

ঘ)  ২টি

উ:ঘ

৭.প্লাটিপাসে কোন দুটি প্রাণীর বৈশিষ্ট্য আছে? 

ক)  সন্দ্বিপদী ও সরীসৃপ

খ) সরীসৃপ ও পাখি

গ) সরীসৃপ ও স্তন্যপায়ী

ঘ) পাকি ও স্তন্যপায়ী

উ:ঘ

৮.কার অগ্রপদ সৃজনশীল কাজের জন্য রূপান্তরিত হয়েছে? 

ক) মানুষ

খ) বাদুর

গ) ঘোড়া

ঘ) তিনি

উ:ক

৯.অ্যাপেনডিক্স কোন প্রাণীর দেহে সক্রিয়?

ক)  কুকুর

খ)  মানুষ

গ) ঘোড়া

ঘ) ময়ুর

উ:খ

১০. ইলিশ মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 

ক) দুই

খ) অসম্পূর্ণভাবে চার

গ) সম্পূর্ণভাবে তিন

ঘ) চার

উ:ক

১১. কোন প্রাণীর হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট? 

ক) গোখরা সাপ

খ) দোয়েল পাখি

গ) কুনোব্যাঙ

ঘ) রুই মাছ

উ:গ

১২. কোনটি জীবন্ত জীবাশ্ম?

ক) বাদুড়

খ) জিরাফ

গ) প্লাটিপাস

ঘ)  চামচিকা

উ:গ

১৩. নিচের কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ?

ক) আম

খ) ইকুইজিটাম

গ) হাতি

ঘ) कोঠাল

উ:খ

১৪. নিচের কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে?

ক) DNA

খ) ভাইরাস

গ) ব্যাকটেরিয়া

ঘ) প্রোটোভাইরাস

উ:খ

১৫.প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে সৃষ্টি হয় কোনটি?

ক) প্রোটোভাইরাস

খ) ব্যাকটেরিয়া

গ)  ভাইরাস

ঘ) নিউক্লিক এসিড

উ:ক

১৬.কোনটি জৈব বিবর্তনের অন্তর্ভুক্ত নয়।

ক)  নিউক্লিওপ্রোটিন 

খ)  প্রোটোজোয়া

গ) প্রোটোভাইরাস

ঘ) ব্যাকটেরিয়া

উ:ক

১৭. দুটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে কী বলে?

ক) প্রকরণ

খ) বিবর্তন

গ) আবর্তন

ঘ) অভিব্যক্তি

উ:ক

১৮. Origin of Species by Means of Natural Selection বইটি কে রচনা করেন? 

ক) ল্যামার্ক

খ) জেনোফেন

গ) ডারউইন

ঘ) স্পেনসার

উ:গ

১৯. জৈবিক বিবর্তনের জনক কে? 

ক) ডারউইন 

খ) ল্যামার্ক 

গ) মেন্ডেল

ঘ) এরিস্টটল

উ:ক

২০. শারীরিক পরিবর্তনের জন্য দায়ী হরমোনের নাম--

i. ইস্ট্রোজেন

ii. প্রজেস্টেরন

iii. টেস্টোস্টেরন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii 

খ) ii ও iii 

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২১.ইস্ট্রোজেন---

i.এক প্রকার হরমোন

ii. বয়ঃসন্ধিকালের পরিবর্তন ঘটায়

iii. মেয়েদের শরীরে তৈরি হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii 

খ) ii ও iii 

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ঘ

২২.মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কত? 

ক) একজোড়া

খ) ২৩ জোড়া

গ) ২২ জোড়া

ঘ) ২২টি

উ:ক

২৩.স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?

ক)  X

খ) Y..

গ)  XX

ঘ) XY

উ:গ

২৪. মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 

ক) ৩৩

খ) ২৩

গ) ৪৩

ঘ) ৪৬

উ:খ 

২৫. সেক্স ক্রোমোজোম হলো— 

i. XX

ii. XY

iii. YY

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii 

খ) ii ও iii 

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উ:ক

সৃজনশীল প্রশ্ন

১। সেতুর মা লক্ষ করলেন ইদানীং সে বেশি জেদ করে ও সে নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়। অপরদিকে মিতু দু'বার কন্যা সন্তান জন্ম দেয়ায় তার স্বামী মনক্ষুণ্ণ হলেন ।
ক. জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
খ. ১৫ বছর বয়সে গর্ভধারণ মা ও সন্তানের মৃত্যুর ঝুঁকির কারণ কেন? 
গ. সেতুর এরূপ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো ।
ঘ. মিতুর কন্যা সন্তান জন্মদানে কার ভূমিকা মুখ্য? যুক্তিসহ বিশ্লেষণ করো ।
২.আলতাফ সাহেবের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আলতাফ চেয়েছিল তার একটি ছেলে সন্তান হোক। আশা পূর্ণ না হওয়ায় আলতাফ সাহেব তার স্ত্রীকে দোষারোপ করে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল 
ক. RNA কী?
খ. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ. সন্তান জন্মদানের জন্য আলতাফ সাহেবের কোন ক্রোমোজোমটি দায়ী? ব্যাখ্যা করো।
ঘ. কন্যা সন্তান জন্মদানের জন্য আলতাফ সাহেবের স্ত্রী কোনোভাবেই দায়ী নয়— বিশ্লেষণ করো।
৩.পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় ২৬০ কোটি বছর পূর্বে। তখন পৃথিবীতে কোন প্রাণের অস্তিত্ব ছিল না।সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাণের উদ্ভব ঘটে। এটিই বিবর্তন নামে পরিচিত । 
ক. জীবন্ত জীবাশ্ম কী?
খ. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ১ম আলোচিত ঘটনাটি ছকের সাহায্যে দেখাও। 
ঘ. রাসায়নিক বিবর্তন ছাড়া উদ্দীপকের ঘটনাটি কখনই হতো না— উক্তিটির সপক্ষে যুক্তি দাও ।
 ৪. তাওসিফ ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বাবা একদিন বললেন, এ সময়টি তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। তুমি সঠিক নিয়মে পুষ্টিমান সমৃদ্ধ খাবার খাবে এবং সকলের সঙ্গে হাসিখুশিতে মিলেমিশে কাটাবে।
ক. দুর্বল এসিড কাকে বলে?
খ. টুথপেস্ট কীভাবে দাঁতের ক্ষয়রোধ করে?
গ. তাওসিফের বয়সী ছেলে-মেয়েদের পুষ্টিকর সুষম খাবার খাওয়া প্রয়োজন কেন?
ঘ. তাওসিফের বয়সীদের “শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তন হয়” উক্তিটি বিশ্লেষণ করো।
৫.সেলিনাকে ১৬ বছর বয়সে তার পিতা বিবাহ দিতে চাইলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনার পিতাকে অপরিণত বয়সে । গর্ভধারণের ফলে সৃষ্ট সমস্যাসমূহ সম্পর্কে বললেন। প্রধান শিক্ষক চারও বললেন, এই সময়টা
 ছেলেমেয়েদের একটা বিশেষ সময় হিসাবে পরিচিত।
ক.অভিব্যক্তি কাকে বলে?
খ. ল্যামাকের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষক যে সমস্যার কথা বলেছেন, তোমার খাতায় উক্ত সমস্যাসমূহের একটি তালিকা তৈরি করো। 
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষক যে বিশেষ সময়ের কথা বলেছেন উক্ত সময় ছেলেমেয়েদের মধ্যে কোনো পরিবর্তন ঘটে কি? বিশ্লেষণ করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url