দেখতে হলে আলো চাই

অধ্যায় ৫:দেখতে হলে আলো চাই

 আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।


বিজ্ঞান সাজেশন

পেজ সূচিপত্র :অধ্যায় ৫: দেখতে হলে আলো চাই

তথ্যকণিকা(Information)

এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।

  • ১. পাহাড়ি রাস্তার বাঁকে থাকে- ৯০° কোণ।
  • ২.লেন পরিবর্তনের সময় এবং গাড়ি পেছানোর সময় ড্রাইভারকে চোখ রাখতে হয়- গাড়ির তিনটি দর্পণে।
  • ৩. আলোর প্রতিসরণের সূত্র- ২টি।
  • ৪. 'সংকোট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ ৯০°।
  • ৫.আপতিত রশ্মি যে বিন্দুতে বিভেদতলে পড়ে তাকে বলে— আপতন বিন্দু।
  • ৬.হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরিত রশ্মি বেঁকে যায়- অভিলম্বের দিকে।
  • ৭.আলোর বেগ বেশি থাকে- হালকা মাধ্যমে।
  • ৮.লেন্সের বক্তৃতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারীর সরলরেখাকে বলে- প্রধান অক্ষ।
  • ৯.অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ব্যবহার করা হয়- অবতল লেন্স।
  • ১০. লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে লেন্সটি উত্তল।
  • ১১. লেন্সের ক্ষমতা ঋণাত্মক হলে লেন্সটি অবতল।
  • ১২. লেন্সের ফোকাস দূরত্ব ও ক্ষমতার সম্পর্ক- ব্যাস্তানুপাতিক। 
  • ১৩. দূরের বস্তু পরিষ্কার করে দেখতে ব্যবহৃত হয় অবতল লেন্সের চশমা। 
  • ১৪. ক্ষীণ দৃষ্টি জুটি দূর করতে ব্যবহৃত হয়- অবতল লেন্সের চশমা। 
  • ১৫. দীর্ঘদৃষ্টি ত্রুটি হচ্ছে— বার্ধক্যজনিত ত্রুটি।
  • ১৬. প্রাপ্ত বয়স্কদের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ২৫ সে.মি.। 
  • ১৭. চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়- উল্টো।
  • ১৮. যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না তাকে বলে— দীর্ঘ দৃষ্টি ত্রুটি।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক) 

প্রশ্ন-১. দর্পণ কী?

উত্তর: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাই দর্পণ ।

প্রশ্ন-২. আলোর প্রতিসরণ কাকে বলে?

উত্তর : আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

প্রশ্ন-৩. আপতন কোণ কাকে বলে?

উত্তর: আপতিত রশ্মি ও আপতন বিন্দুর উপর মাধ্যম দ্বয়ের বিভেদ তলের অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে।

প্রশ্ন-৪. আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো।

উত্তর : আলোর প্রতিসরণের ২য় সূত্রটি হলো— এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে।

প্রশ্ন-৫. লেন্স কাকে বলে?

উত্তর : লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বাচ্ছ প্রতিসারক মাধ্যম।

প্রশ্ন-৬ প্রধান ফোকাস কাকে বলে?

 উত্তর : লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলে।

প্রশ্ন- ৭. ফোকাস দূরত্ব কাকে বলে?

উত্তর: লেন্সের প্রধান অক্ষ থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে ।

প্রশ্ন-৮. লেন্সের ক্ষমতা কাকে বলে?

উত্তর : একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী (উত্তল লেন্সে) গুচ্ছ বা অপসারী (অবতল লেন্স) গুচ্ছে পরিণত করার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলে ।

প্রশ্ন-৯. ডায়ার কী?

 উত্তর: লেন্সের ক্ষমতার একক হলো ডায়প্টার। 1m ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে । ডায়প্টার বলে।

প্রশ্ন-১০. স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে?

উত্তর : চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা শান্তিতে স্পষ্ট দেখা যায়, তাকে চোখের স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর  

খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. গাড়ি চালানোর জন্য চালক তিনটি আয়নার ব্যবহার করেন কেন? 

উত্তর: গাড়ির নিরাপদ ড্রাইভিংয়ের জন্য অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশপাশে সর্বদা কী ঘটছে তা খেয়াল রাখা। এজন্য গাড়িতে মোট তিনটি দর্পণ ব্যবহার করতে হয়। সাধারণত গাড়ির সামনে দরজার দু'পাশে দুটি দর্পণ থাকে।এগুলো গাড়ির দু'পাশে দেখার কাজে লাগে। এছাড়া গাড়ির ভেতরে সামনের দিকে মাঝখানে একটি দর্পণ থাকে, যা পেছনের দিকে দেখতে সহায়তা করে।

প্রশ্ন-২. পাহাড়ি রাস্তায় গোলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?

 উত্তর: পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাকা হয়। অনেক সময় এমনও অদৃশ্য বাঁক থাকে যে পরবর্তী রাস্তাটি প্রায় ৯০° কোণে থাকে। তাই পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয় যাতেএর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসে কিনা তা দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে।

প্রশ্ন-৩.পানিতে কোনো লাঠি রাখলে বাঁকা দেখা যায় কেন?

উত্তর: আলোকরশ্মি ঘনতর মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব হতে দূরে সরে যায়। তাই পানিতে ও কোনো লাঠি ডুবালে দণ্ডের উপরের অংশকে যথাস্থানে দেখা গেলেও নিমজ্জিত অংশটি খানিকটা উপরে দেখা যায় বলে লাঠির দণ্ডকে বাঁকা দেখায়।

প্রশ্ন-৪. কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। 

উত্তর: কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে বোঝায় যে শূন্য মাধ্যম বা বায়ু থেকে আলো কাচে তীর্যকভাবে প্রবেশ করলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের মান 1.52 হয়।

প্রশ্ন-৫. কোনো লেন্সের ক্ষমতা +3D বলতে কী বোঝায়?

উত্তর: কোনো লেন্সের ক্ষমতা +3D বলতে বোঝায় লেন্সটি উত্তল এবং এটি প্রধান অক্ষের প্রায় 33 সেমি. দূরে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করতে পারবে।

প্রশ্ন-৬. পুষ্টিকর খাদ্য চোখের জন্য উপকারী কেন? ব্যাখ্যা করো।

উত্তর: পুষ্টিকর খাদ্য চোখের জন্য উপকারী। কারণ, পুষ্টিকর খাবার যেমন- ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার; ফ্যাটি এসিড যুক্ত খাবার; জিংকসমৃদ্ধ খাবার; গাঢ় সবুজ শাকসবজি ও বিভিন্ন ফল চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে।এছাড়া এসব পুষ্টিকর খাদ্য চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করে চোখকে সুস্থ রাখে। তাই সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১.পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?

ক) উত্তল লেন্স

খ) অবতল লেন্স

গ) গোলীয় দর্পণ

ঘ) সমতল দর্পণ

উ:গ

২.সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত? 

ক) ৮০°

খ) ৯০°

গ) ১২০°

ঘ) ১৮০°

উ:খ

৩.আলোর প্রতিসরাঙ্কের মান কোনটির উপর নির্ভর করে?

ক) আপতন কোণ

খ) আলোর রং,

গ) প্রতিসরণ কোণ

ঘ) বিভেদ তল-

উ:খ

৪. আলোর প্রতিসরণের সূত্র কয়টি? 

ক) ২টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৩টি

উ:ক

 ৫. বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?

ক) ১

খ) ১.৫

গ) ২

ঘ) ২.৫

উ:খ

৬.লেন্সে আলোর কী ঘটে?

ক) প্রতিসরণ 

খ) আবর্তন

গ)  প্রতিফলন 

ঘ) সমবর্তন

উ:ক

৭. অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়?

ক)  দীর্ঘদৃষ্টি

খ) বার্ধক্য সৃষ্টি

গ) ক্ষীণদৃষ্টি 

ঘ) বিষম দৃষ্টি 

উ:গ

৮.লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি? 

ক)  ২টি

খ) ১ টি

গ) ৩টি

ঘ)  ৪টি

উ:ক

৯.কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক?

ক)  মিটার/সেকেন্ড

খ) ওয়াট/সেকেন্ড

গ) রেডিয়ান/মিটার

ঘ) কি.মি./ঘন্টা

উ:গ

১০. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী?

ক) কিলোওয়াট

খ)  অ্যাম্পিয়ার

গ) ওয়াট

ঘ) ডায়াপ্টার

উ:ঘ

১১. একটি লেন্সের ফোকাস দূরত্ব +0.1m হলে ঐ লেন্সের ক্ষমতা কত হবে? 

ক) 10 D

খ) 5 D

গ) 2D

ঘ) ID

উ:ক

১২. খুব কম আলো বা আবছা আলোয় সংবেদনশীল হয় নিচের কোনটি?

ক) কোন কোষ

খ) ভেগাস স্নায়ুকোষ

গ)  রডকোষ

ঘ)  অডিটরি স্নায়ুকোষ

উ:গ

১৩. নিচের কোনটি ভীব্র আলোতে সাড়া দেয়? 

ক) এ্যাকুয়াস হিউমার

খ) রড কোষ

গ) কোণ কোষ

ঘ)  রেটিনা

উ:গ

১৪. চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়।

ক) চোখের লেন্সে

খ) রডকোষে

গ) রেটিনায়

ঘ) কোণকোষে

উ:গ

১৫. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

ক) ১০ সে.মি.

খ)  ৫ সে.মি.

গ)  ২৫ সে.মি.

ঘ) ১৫ সে.মি. 

উ:গ

১৬. চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয়? 

ক)   দীর্ঘमষ্টি 

খ) হ্রস্বদৃষ্টি 

গ)  বার্ধক্য দৃষ্টি

ঘ) বিষম দৃষ্টি 

উ:খ

১৭. চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে? 

ক) উত্তল লেন্স

খ) অবতল লেন্স

গ) উত্তলাতল লেন্স

ঘ) সমতলাবতল লেন্স

উ:ক

১৮. কোন খাবার চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে?

ক) আলু

খ)  বেগুন

গ) পটল

ঘ) মিষ্টি কুমড়া

উ:ঘ

১৯. লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য

i. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা লেন্স গঠিত

ii. লেন্সের বক্তৃতার কেন্দ্র ও বক্তৃতার ব্যাসার্ধ দুটি 

iii. তিনটি গোলীয় পৃষ্ঠ দ্বারা লেন্স গঠিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

সৃজনশীল প্রশ্ন

১. সুফিয়া বইয়ের পড়া স্পষ্ট দেখতে পায় না। অন্যদিকে মালিহার দূরের জিনিস দেখতে সমস্যা হয়। তারা ডাক্তারের শরণাপন্ন হলে, ডাক্তার সুফিয়ার জন্য একধরনের লেন্স ও মালিহার জন্য ভিন্ন ধরনের 
লেন্স ব্যবহারের পরামর্শ দেন ।
ক. ডায়ন্টার কী?
খ. পাহাড়ি রাস্তায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
গ. সুফিয়া চোখের কোন ধরনের ত্রুটিতে আক্রান্ত? ব্যাখ্যা করো। 
ঘ. সুফিয়া ও মালিহার জন্য ভিন্ন ভিন্ন লেন্স ব্যবহারের পরামর্শের যুক্তিকতা বিশ্লেষণ করো।
২. লামিয়া বইয়ের লেখা পড়তে পারে কিন্তু দূরের বস্তু ভালোভাবে দেখতে পারেনা। অন্যদিকে তাঁর বাবার পত্রিকার লেখা পড়তে অসুবিধা হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার লামিয়াকে এক ধরনের লেন্সের রুপমা এবং তার বাবাকে ভিন্ন ধরনের লেন্সের চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।
ক. লেন্সের প্রধান ফোকাস কাকে বলে?
খ. স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব বলতে কী বোঝা
গ.লামিয়া চোখের কোন ধরনের জুটিতে আক্রান্ত চিত্রসহ এর কারণ ব্যাখ্যা করো।
ঘ.লামিয়া এবং তার বাবার ভিন্ন ধরনের লেন্সের চশমা ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url