মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং
অধ্যায় ৮: মুদ্রা,ব্যাংক ও ব্যাংকিং
অধ্যায় ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ফিনান্স এবং ব্যাংকিং সাজেশন
পেজ সূচিপত্র : অধ্যায় ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং
তথ্যকণিকা(Information)
এখানে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একনজরে দেখার জন্য দেওয়া হয়েছে।
- ১.দ্রব্যের বিনিময় দ্রব্য' প্রথাকে বলা হয়- Barter System |
- ২. উপযোগের অভাব একটি— দ্রব্য বিনিময় প্রথার সমস্যা।
- ৩. মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র।
- 8. আদিম যুগের মুদ্রা– তামা ।
- ৫.বর্তমানে সীমিত প্রচলন আছে— ধাতব মুদ্রার ।
- ৬. বিশ্বে প্রথম মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়— নুড়ি পাথর ।
- ৭.ধাতব মুদ্রার ব্যবহার সীমিত হয়ে প্রচলন ঘটে— কাগজি মুদ্রার।
- ৮.সব ধরনের নিরাপত্তা, সহজলভ্যতা ও বহনযোগ্যতা পাওয়া যায়— কাগজি মুদ্রার।
- ৯. কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়— ঊনবিংশ শতাব্দীতে ।
- ১০. বিনিময়ের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়— কাগজি মুদ্রা।
- ১১. মূলোর পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়- মুদ্রা।
- ১২. সেবার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়— মুদ্রা।
- ১৩. ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়— মুদ্রাকে ।
- ১৪. ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান মুদ্রা।
- ১৫. ব্যাংক শব্দের আভিধানিক অর্থ বস্তু বিশেষের স্তূপ, কোষাগার ও লম্বা টেবিল।
- ১৬. Bank শব্দটির উৎপত্তি হয়েছে— Banco, Bangk, Banque is Bancus শব্দ থেকে।
- ১৭. লম্বা টুলে বসে অর্থের ব্যবসায় করা হতো- মধ্যযুগে।
- ১৮. লোম্বার্জি স্ট্রিট অবস্থিত- ইতালিতে।
- ১৯. ব্যাংকের কার্যাবলির বিস্তৃত ধারণাকে বলা হয়- ব্যাংকিং ।
- ২০. ব্যাংকিং হচ্ছে— ব্যাংকের সকল আইনসঙ্গত কাজ ।
- ২১. LC এর পূর্ণরূপ— Letter of Credit.
- ২২. ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়— ১৭০০ সালে।
- ২৩. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়— ১৯৩৫ সালে।
- ২৪. বাংলাদেশ ব্যাংক আদেশ কার্যকরী হ্যা— ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
- ২৫. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়— রাষ্ট্রপতির আদেশে।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
প্রশ্ন-১. বিনিময় প্রথা কী?
উত্তর: দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান-প্রদান করে নিজেদের প্রয়োজন ও চাহিদা পূরণের ব্যবস্থাকে বিনিময় প্রথা বলা হয়।
প্রশ্ন-২. দ্রব্য বিনিময় প্রথা কাকে বলে?
উত্তর: প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজেদের প্রয়োজন ও চাহিদা পূরণের ব্যবস্থাকে দ্রব্য বিনিময় প্রথা বলা হয় ।
প্রশ্ন-৩. ব্যাংক কাকে বলে?
উত্তর: যে আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন করে তাকে ব্যাংক বলা হয়।
প্রশ্ন-৪. আধুনিক অর্থনীতির জীবনীশক্তি কী?
উত্তর: আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক ।
প্রশ্ন-৫. ব্যাংকিং কী?
উত্তর: ব্যাংক তার উদ্দেশ্য অর্জনের জন্য যেসব কাজ করে তাকে ব্যাংকিং বলা হয়।
প্রশ্ন-৬. ব্যাংকার কাকে বলে?
উত্তর: ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয় ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১.ধাতব মুদ্রার ব্যবহার দ্রুত পরিবর্তন হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবহার, স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনে ধাতব মুদ্রার ব্যবহার দ্রুত পরিবর্তন হয়েছে। জনসংখ্যা বাড়ার কারণে ধাতব মুদ্রার ব্যবহারও বেড়ে যায়। ফলে ধাত পদার্থের সরবরাহে ঘাটতি দেখা দেয়। ধাতব মুদ্রার চেয়ে কাগজি মুদ্রা সহজে বহনযোগ্য এবং এর কাঁচামাল সহজলভ্য। তাই ধাতব মুদ্রার ব্যবহার দ্রুত পরিবর্তন হয়ে যায়।
প্রশ্ন-২.মুদ্রা ও ব্যাংকের সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: 'মুদ্রা ব্যাংক ব্যবসায়ের জননী।' ব্যাংকের মধ্যের সম্পর্ক বর্ণনা করা যায়। মুদ্রা প্রচলন হওয়ার পর ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। ব্যাংক মুদ্রার মাধ্যমেই আমানত সংগ্রহ করে ঋণ দেয়। এ কারণেই মুদ্রা ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এককথায় ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ হয়েছে মুদ্রাকে ঘিরে এবং মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবসায় অচল। আবার ব্যাংক ব্যবসায় ছাড়া মুদ্রার ব্যবহারও অতি সীমিত। এভাবে একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত।
প্রশ্ন-৩. “মুদ্রা ছাড়া ব্যাংক অচল " উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: মুদ্রা ছাড়া ব্যাংক অচল - উক্তিটি যথার্থ । সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের লেনদেন ও বিনিময় কাজ বেড়ে যায়। মুদ্রা প্রচলনের পর পরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। মুদ্রা ব্যাংকের প্রধান উপাদান। মূলত মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবস্থা অচল হয়ে পড়ে। এজন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননীও বলা হয়।
প্রশ্ন-৪.মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় কেন?
উত্তর: মুদ্রা সবার কাছে গ্রহণযোগ্য একটি বিনিময়ের মাধ্যম। সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কাজ বাড়ে। ফলে মানুষের মধ্যে লেনদেন এবং বিনিময়ের সৃষ্টি করে। মূলত মুদ্রা প্রচলনের পর পরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়।
প্রশ্ন-৫. মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিনিয়োগের ক্ষেত্রে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে বলে। মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয়। মুদ্রা সবার কাছে গ্রহণীয় একটি বিনিময়ের মাধ্যম। কোনো কিছুর মূল্য নির্ধারণে আমরা এটি ব্যবহার করি।কি পরিমাণ অর্থ বিনিয়োগ করব, বিনিয়োগ থেকে কত লাভ হবে, এ সব কিছু মুদ্রায় পরিমাপ করা হয়। মুদ্রা অর্থ পরিমাপের একক হিসেবে কাজ করে। তাই মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১.দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি?
ক) সঞ্চয়ের অভাব
খ) প্রয়োজনীয়তার অভাব
গ) উপযোগের অভাব
ঘ) মিলের অভাব
উ:ক
২.মুদ্রার ইতিহাস কেমন?
ক) বিচিত্র
খ) খুবই বিচিত্র
গ) আশ্চর্য্য
ঘ) অতি আশ্চর্য্য
উ:খ
৩. কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন?
ক) অষ্টাদশ শতাব্দীতে
খ) ঊনবিংশ শতাব্দীতে
গ) এক বিংশ শতাব্দীতে
ঘ) বিংশ শতাব্দীতে
উ:খ
৪.মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি?
ক) বিনিময়ের মাধ্যম
খ) সঞ্চয়ের ভাণ্ডার
গ মূল্যের পরিমাপক
ঘ) ঋণ পরিশোধ
উ:ক
৫.মুদ্রা প্রচলনের পরপরই কিসের প্রয়োজনীয়তা দেখা দেয়?
ক) ব্যাংক ব্যবস্থার
খ) ঋণ ব্যবস্থার
গ) বিমা ব্যবস্থার
ঘ) লেনদেন ব্যবস্থার
উ:ক
৬.একটি ডেইরী মিল্ক চকলেট বার ৫০ টাকা। এখানে মুদ্রা কী হিসেবে কাজ করছে?
ক) বিনিময় মাধ্যম
খ) মূল্যের পরিমাপক
গ) সঞ্চয়ের বাহন
ঘ) অর্থের পরিমাপক
উ:খ
৭.কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?
ক) বিনিয়ো
খ) বিলকে
গ) মুদ্রাকে
ঘ) ব্যাংক ড্রাফটকে
উ:গ
৮.'Banco' কী ধরনের শব্দ?
ক) ইতালিয়ান
খ) মেক্সিকান
গ) প্রাচীন ল্যাটিন
ঘ) ফরাসি
উ:গ
৯. ব্যাংকিং বলতে কী বোঝায়?
ক) ব্যাংকের শাখা
খ) ব্যাংকের নিয়ম-নীতি
গ) ব্যাংকের আইনসঙ্গত কার্যাবলি
ঘ) ব্যাংকের হিসাব-নিকাশ
উ:গ
১০.ভারতের প্রধান ব্যাংক কোনটি?
ক) দি হিন্দুস্তান ব্যাংক
খ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
গ) দি ইস্ট ব্যাংক অব ইন্ডিয়া
ঘ) ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক
উ:খ
১১. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৩০
খ) ১৯৩৫
গ) ১৯৪০
ঘ) ১৯৬০
উ:খ
১২. মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের মোট কতটি শাখা কর্মরত ছিল?
ক) ১০৯০টি
খ) ১১৯০টি
গ) ১২৯০টি
ঘ) ১৩৯০টি
উ:ক
১৩. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?
ক) পঞ্চাশের দশকে
খ) ষাটের দশকে
গ) সত্তরের দশকে
ঘ) আশির দশকে
উ:ঘ
১৪. বর্তমানে দেশে সরকারি ব্যাংক কতটি?
ক) ২টি
খ) ৪টি
গ) ৬টি
ঘ) ৮ টি
উ:খ
১৫. ধাতব মুদ্রার ব্যবহার ক্রমশ সীমিত হয়ে আসার কারণ—
i. ধাতুর বিকল্প ব্যবহার
ii. ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা
iii. ধাতব মুদ্রার দীর্ঘ স্থায়িত্ব
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৬. মুদ্রা বলতে কী বোঝায়?
i. বিনিময়ের মাধ্যমে
ii. মূল্যের পরিমাপক
iii. সমস্যার মূল
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ক
১৭. কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল—
i. দ্রব্যের মান
ii. দ্রব্যের ওজন
iii. দ্রব্যের মজুদযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:ঘ
১৮. ব্যাংক শব্দটির ল্যাটিন অর্থ-
i. বেঞ্চ
ii. পাহাড়ের ঢাল
iii. লম্বা টেবিল
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উ:খ
সৃজনশীল প্রশ্ন
ক. কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়?
খ. ই-ব্যাংকিং কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটির সমস্যাগুলো ব্যাখ্যা করো।
ঘ.'মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত'- - বাক্যটির আলোকে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বিশ্লেষণ করো।
২.মি. ইমন একজন চাকুরিজীবী। তিনি তার এমাসের বেতন দিয়ে বাসার জন্য প্রয়োজনীয় জিনিষ কিনলেন এবং তার মায়ের জন্য একটি শাড়ি কিনলেন। আর বাকি টাকা তিনি ভবিষতের জন্য সশ্যয় করলেন।
ক. কার ইতিহাস খুবই বিচিত্র ?
খ. ব্যাংকিং কাকে বলে?
গ. ইমন তার মায়ের জন্য শাড়ি কেনার ক্ষেত্রে মুদ্রা কি হিসাবে কাজ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. 'মুদ্রা সঞ্চয়ের বাহক' উদ্দিপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
৩.জনাব ফারহান ১০ম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী । তার বাবা একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। সে তার বাবাকে সবসময় ব্যাংকের বিভিন্ন কার্যাবলি নিয়ে ব্যস্ত থাকতে দেখে।
ক. ব্যাংকিং কী?
খ. মুদ্রা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. ব্যাংকিং ও ব্যাংকার একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত— ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক ব্যবসায়ের ক্রমবিকাশে মুদ্রা সৃষ্টির ভূমিকা আলোচনা করো ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url