Tricks Parts of Speech

 

Parts of Speech

Parts of Speech চেনার ভয়ঙ্কর টেকনিক ।

  • আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে Parts of Speech বলে। ইহা ৮ প্রকার ।
  • একটি বাক্যে কোনটা কোন Parts of Speech তা শেখার টেকনিক নিচে তুলে ধরলাম।
  • I walked for a while. (আমি কিছুক্ষণ হাটলাম)
  • এখানেwhile কোন Parts of Speech.

ট্রিকস:

  • PAD এরপর একটি মাত্র শব্দ থাকলে সেই word টি অবশ্যই NOUN । 
  • PAD থাকলে শেষেরটি NOUN এবং তার আগেরটি এরপর দুটি শব্দ Adjective হবে।
  • PAD এরপর তিনটি শব্দ থাকলে শেষেরটি NOUN তার আগেরটি Adjective এবং তার আগেরটি Adverb হবে।

এখন PAD কি?

P -Preposition 
A-Article
D-Determiner

PAD + N
PAD + adjective + Noun
PAD + adverb + adjective + Noun

  • I walked for a while
  • এখানে article a এরপর একটি মাত্র শব্দ আছে তাহলে while Noun.
  • Karim lives in Khulna city.
  • এখানে Khulna কোন Parts of Speech.
  • এখানে Preposition এরপর দুটি শব্দ আছে। তাহলে শেষের টি city Noun
  • এবং তার আগেরটি Khulna adjective
  • Ruma is a very beautiful girl.
  • এখানে very কোন Parts of Speech.

খানে article এরপর তিনটি শব্দ আছে। তাহলে শেষের টি girl Noun, তার আগেরটি beautiful adjective এবং তার আগেরটি very adverb হবে। (সুত্র অনুযায়ী)

কোনগুলো Determiner

This, That, These, those, My, our, your, his, her, their, its, any, many, much, a lot of, lots of, an amount of, few, fewer, little, less, all, another, each, every, either, no, neither, etc.

Noun চেনার সাধারণ কিছু নিয়মাবলী

Government Parts of Speech.

  • 1. যে সকল word এর শেষে tion, sion, ment, ness, wood, ship,hood, mony, tude, ance, ence, ism, dom, age, red, ure, let, ity, ist, al, ce, cy, ch, th, or, er, ur, ty, ee এই suffix গুলো থাকলে সেই word গুলো সাধারণত Noun হয়।
  • 2. The + ------ + of এর মাঝে একটি wordথাকলে সেটি অব্যশই Noun হয়।
ex. This is the go of the world.
এখানে go Noun
  • 3. Verb এর sub হিসাবে / Verb এর compliment হিসাবে /Verb এর obj হিসাবে /preposition এর obj হিসাবে Noun বসে ।
  • 4. যে শব্দ দ্বারা ব্যক্তির নাম, স্থানের নাম, প্রাণীর নাম, দেশের নাম, বস্তুর নাম, পদার্থের নাম, গুণের নাম, অবস্থার নাম বুঝায় সেগুলো Noun.

Adjective চেনার সাধারণ কিছু নিয়মাবলী

Compulsive word for parts of speech.

  • ১. যে সকল word এর শেষে tive, sive, ful, less, some, able, ible, like, ous, ary, ory, tic, ed, ing, ish, al, nt, ic, an, en এই suffix গুলো থাকে সেই word গুলো সাধারণত Adjective হয়।
  • ২. Adjective সাধারণত Noun এর পূর্বে বসে ।
  • ৩. Article of noun এর মাঝে Adjective বসে।
  • ৪. Noun এর সাথে ly যোগ করলে Adjective হয়।
Ex. Motherly, Sisterly, brotherly, lovely, monthly, homely, manly, lovely, weekly, ect .
  • ৫. Noun এর সাথে y যোগ করলে Adjective হয় ।
Ex. Bloody, Hearty
  • ৬. যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান ও প্রাণীর দোষ, গুণ বা অবস্থা বুঝায় সেগুলো Adjective.
  • ৭. যে সকল শব্দ দ্বারা noun এর পরিমাণ নির্দেশ করে সেগুলোAdjective.
Ex. much, little, few, any, on, some
  • ৮. যে সকল শব্দ দ্বারা noun এর সংখ্যাক্রম বা পর্যায় নির্দেশ করে সেগুলো Adjective.
Ex. first, second, one, two, single, double

N.B: noun বা pronounএর কাছে কেমন?, কত?, কতটুকু?, ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে Adjective পাওয়া যায়।

Adverb চেনার সাধারণ কিছু নিয়মাবলী

  • ১. Adjective এর সাথে ly যোগ করলে Adverb হয়।
Ex. Honest + ly = honestly, Successful + ly = successfully 
  • ২. যে সকল Adverb কোন verb এর কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে।
Ex.Today, Tomorrow, Yesterday, Now, Often, Always, Alredy, sometime, ago, formerly, before, soon, daily, then, never, formerly, presently.
  • ৩. বাক্যের শেষে Preposition ...... Adverb এর মত কাজ করে ।
  • ৪. যে সকল Adverb কোন Adverb বা verb এর কাজ সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে ।
Ex. Any where, everywhere, here, there, far, near, down, up, below, inside, outside.
  • ৫. yes, no, not, last, lastly, firstly, very, so, how, almost, therefore, perhaps, really, when, where, how far, surely, always, just at Adverb.

N.B: verb এর কাছে কোথায়?কখন, কী ভাবে?, ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে Adverb পাওয়া যায়।

Pronoun চেনার সাধারণ কিছু নিয়মাবলী

১. Noun এর পরিবর্তে যে সকল পদ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। 
  • Subjective Pronoun - I, We, You, He, She, They, It, One .
  • Objective Pronoun - Me, Us, You, Him, Her, Them, It, One
  • Possessive Pronoun -Theirs, Its 
  • Reflexive Pronoun -'Mine, Ours, Yours, His, Hers, My self, Ourselves, Yourself, Yourselves, Him self, herself, Themselves, Itself, One self

Preposition চেনার সাধারণ কিছু নিয়মাবলী

যে শব্দ কোন Noun বা Pronoun এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দ এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।

নিচে কিছু Preposition তুলে ধরা হল :

at, about, with, without, after, before, by, beside, of, for, on, in, into, onto, up, above, under, below, from, over, across, among, between, along, beyond, within, against, off, ect.

বাক্যে Preposition এর অবস্থান

  • ১ . Nounএর পূর্বে Preposition বসে।
  • ২. Pronoun এর পূর্বে Preposition বসে।
  • 3. Objective Pronoun এর পূর্বে Preposition বসে।

Conjunction 

যে শব্দ কোন বাক্যের দুটি word / phrase/clause কে যুক্ত করে তাকে Conjunction বলে।
Conjunction গুলো নিম্ন তুলে ধরা হলোঃ
and, or, but, as well as, so that, as soon as, that, though, until, unless, because, since, if, as, ect.

Interjection

যে শব্দ মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে ।
 Interjection গুলো নিম্ন তুলে ধরা হলোঃ
Hello!, Ooh!, Alas!, Wow!, Hi! ect .
  • বাক্যে Interjection এর অবস্থান
  • সাধারণত বাক্যের শুরুতে বসে।
  • Interjection যুক্ত বাক্যটিতে বিস্ময় সূচক চিহ্ন থাকে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url