বাংলা ১ম পত্র অধ্যায়৪:মানব-কল্যান সাজেশন

 অধ্যায় ৪:মানব-কল্যান

manob kollan

মানব-কল্যান

আবুল ফজল

এইচএসসি বাংলা ১ম পত্র ১০০% কমন সাজেশন-২০২৩

HSC Bangla 1st Paper 100% Common Suggestion-2023

পেজ সূচিপত্র :অধ্যায় ৪:মানব-কল্যান

সৃজনশীল রচনামূলক

১. ভেলরি টেইলর, বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধুর নাম। ৭২ বছর বয়সি মহান ব্যক্তি কর্মজীবনে লাভ করেছেন নানা স্বীকৃতিসহ সম্মানসূচক ও ডক্টরেট ডিগ্রি। স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ আপন প্রচেষ্টায় সিআরপি প্রতিষ্ঠা করে তিনি দুস্থ, নিঃসহায় মানুষের জন্য বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পঙ্গুত্বের শিকার হাজার হাজার মানুষকে স্বাভাবিক কর্মজীবনে ফিরিয়ে আনতে তার গড়া সিআরপি নজিরবিহীন ভূমিকা পালন করছে।

ক. সত্যিকার মানব-কল্যাণ কীসের ফসল?

খ. মানব-কল্যাণ কীভাবে মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সাথে ‘মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক তুলে ধরো । 

ঘ. “উদ্দীপকের ভেলরি টেইলরের কর্মকাণ্ড এবং ‘মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের  প্রত্যাশা যেন একই সূত্রে গাঁথা।”— নিরূপণ করো ।মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

২. হাসান মাহমুদ ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সব হারিয়ে খুবই বিপন্ন অবস্থায় পড়ল। ঢাকার বঙ্গবাজারে তার আটটি কাপড়ের দোকান ও ৪০ জন কর্মচারী ছিল। এখন সব হারিয়ে পথে বসার মত অবস্থা তার। দিশেহারা হয়ে সে তার বাল্যবন্ধু রাকিবের কাছে ছুটে গেল সাহায্যের আশায় । রাকিব তার বন্ধু হাসানকে কিছু টাকা দিল এবং নতুন করে ব্যবসা শুরু করতে পরামর্শ দিল। বন্ধুর পরামর্শে সে তার বাড়ির পাশের ফাঁকা জায়গায় পোলট্রি ফার্ম করল এবং একটি পুকুর লীজ নিল মাছ চাষের জন্য। এভাবে হাসান কঠিন পরিশ্রমের বিনিময়ে অল্প সময়ের মধ্যে নিজের অবস্থার উন্নতি করতে সক্ষম হলো।

ক. সত্যিকারের মানব-কল্যাণ কীসের ফসল?

খ. ‘ওপরের হাত সব সময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকটিতে 'মানব কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে— আলোচনা করো।

ঘ. 'পরিশ্রমের মাধ্যমেই মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী হওয়া যায়'— মন্তব্যটি উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।

৩. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুৎপিপাসার তৃপ্তির প্রয়োজন। একটা বড়ো লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে তা আমাদের বেশি দূর নিয়ে যাবে না । 

ক.  ‘মুক্তবুদ্ধি ’কী?

খ.  “সত্যিকার মানব-কল্যাণ  মহৎ চিন্তা ভাবনারই ফসল” — উক্তিটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকটিতে 'মানব কল্যাণ' প্রবন্ধের সাথে কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে?ব্যাখ্যা করো।

ঘ. প্রকৃত মানব-কল্যাণ নিশ্চিত করা যাবে কীভাবে? উদ্দীপক ও 'মানব-কল্যাণ' প্রবন্ধ অবলম্বনে মতামত দাও ।

জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)

প্রশ্ন-১. জাতিকে কী হিসেবে গড়ে তুলতে হবে?

প্রশ্ন-২. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?' উক্তিটি কার?

প্রশ্ন-৩. মানব-কল্যাণ' প্রবন্ধের লেখক কে?

প্রশ্ন-৪. চলতি কথায় 'মানব কল্যাণ' কথাটা কী অর্থে ব্যবহৃত হয়?

প্রশ্ন-৫. আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত ছিলেন ?

অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন

 খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)

প্রশ্ন-১. মানব-কল্যাণ কীভাবে মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে? ব্যাখ্যা করো।

প্রশ্ন-২. ‘ওপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ।'— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

প্রশ্ন-৩. একমুষ্টি ভিক্ষা দেওয়াকে লেখক মানব-কল্যাণ মনে করেন না কেন?

প্রশ্ন-৪. “মানব কল্যাণ' এক জাগতিক মানবধর্ম।”— ব্যাখ্যা করো।

প্রশ্ন-৫. মানব-কল্যাণ কীভাবে মানব-অপমানে পরিণত হয়েছে? বুঝিয়ে দাও ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. সত্যিকার মানবকল্যাণ কীসের ফসল? 

(ক) আনন্দের

(খ) মহৎ চিন্তা-ভাবনার

(গ) মহৎ উদ্দেশ্যের

(ঘ) প্রশান্তির

উত্তর: খ

২. “সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ/সংসারে গড়িব এক নতুন সমাজ” – “মানব-কল্যাণ’– প্রবন্ধ অনুযায়ী উক্তিটির মাধ্যমে প্রকাশিত হয়েছে—

(ক) মনুষ্যত্বের জাগরণ

(খ) আর্থিক সচ্ছলতা

(গ) মানব মর্যাদা

(ঘ) সমস্যা সমাধান

উত্তর: ক

৩. ‘মানব-কল্যাণ' প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত হয়?

(ক) সাহিত্য সংস্কৃতি সাধনা

(খ) সাহিত্য সংস্কৃতি ও জীবন

(গ) সমাজ সাহিত্য ও রাষ্ট্র

(ঘ) মানবতন্ত্র

উত্তর: ঘ

৪. মানব-কল্যাণের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক কোনটির?

(ক) মানবধর্মের

(খ) মানব-মর্যাদার

(গ) মানব-অবমাননার

(ঘ) বিভক্তিকরণের মনোভাবের

উত্তর: খ

৫. ‘মানবিক বাগান' বলতে কী বোঝানো হয়েছে?

(ক) ন্যায় ও মঙ্গলের জগৎ

(খ) সত্য ও সুন্দরের জগৎ

(গ) মানবীয় কল্যাণের জগৎ

(ঘ) মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ 

উত্তর: গ

৬. মানব-কল্যাণ মানব-অপমানে  পরিণত হওয়ার কারণ—

(ক) মানব মর্যাদার অস্বীকৃতি

(খ) সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি

(গ) অধিকার প্রতিষ্ঠার আন্দোলন 

(ঘ) সেবাধর্মী সংস্থার সংখ্যা হ্রাস 

উত্তর: ক

৭.‘মানব-কল্যাণ' প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

(ক) চৌচির

(খ) রাঙা প্রভাত

(গ) মানব তন্ত্র

(ঘ) মাটির পৃথিবী

উত্তর: গ

৮. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন'- উক্তিটির মধ্যে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বিষয়টি ফুটে উঠেছে?

(ক) মানবিক মূল্যবোধ

(খ) শুভবোধ

(গ) ব্যক্তিস্বাতন্ত্র্যতা

(ঘ) মানবতাবোধ

উত্তর: ক

৯. মানব-কল্যাণ কখন ফলপ্রসূ হয় না? 

(ক) জৈব অস্তিত্ব উপেক্ষিত হলে

(খ) সামাজিক সম্পর্ক উপেক্ষিত হলে

(গ) পারিবারিক সম্পর্ক উপেক্ষিত হলে

(ঘ) মনুষ্যত্ব উপেক্ষিত হলে

উত্তর: গ

১০. ‘মানব-কল্যাণ' প্রবন্ধে কল্যাণময় পৃথিবীর জন্য প্রয়োজন—

(ক) মুক্তবুদ্ধি

(খ) সুচিন্তা

(গ) বিচারবুদ্ধি 

(ঘ) বিবেচনাবোধ

উত্তর: ক

১১. মানব-কল্যাণ কথাটি আমাদের প্রচলিত ধারণায় যে অর্থে ব্যবহৃত—

i. অর্থবহ

ii. সত্তা 

iii. মামুলি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ 

১২. ভিক্ষা দেওয়ার মাধ্যমে যে বিষয়টিকে ক্ষুণ্ণ করা হয়—

i. মনুষ্যত্ববোধ

ii. মানব-মর্যাদা

iii. মানব অস্তিত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক 

১৩. মানব-কল্যাণ ফলপ্রসূ হতে পারে— 

i. মানুষকে মানুষ হিসেবে দেখে

ii. মানুষের মানবিক বৃত্তির বিকাশ ঘটিয়ে

iii. মানুষের জৈব অস্তিত্বে সহানুভূতিশীল হয়ে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii 

উত্তর: ক

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

একটি ক্লাসে শিক্ষক ছাত্রদের মানব কল্যাণে নিজেদেরকে কে কীভাবে নিয়োজিত হতে চায় তা জানতে চেয়েছেন। ১ম ছাত্র: আমি পথশিশুদের স্কুলে ভর্তি করে দিবো; ২য় ছাত্র: আমি প্রতিমাসে ভিখারিকে কিছু টাকা দান করবো; ৩য় ছাত্র: আমি শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভা বৃদ্ধি করবো; 
৪র্থ ছাত্র: আমি একজনকে একটি রিকশা কিনে দিবো।

 ১৪. উদ্দীপক ও 'মানব কল্যাণ' প্রবন্ধালোকে শ্রেষ্ঠ মানব-কল্যাণ কার?

(ক) ১ম ছাত্র

(খ) ২য় ছাত্র

(গ) ৩য় ছাত্র

(ঘ) ৪র্থ ছাত্র

উত্তর: গ

১৫. ২য় ছাত্রের কাজটি হলো—

i. মানব অবমাননাকর

ii. আত্মমর্যাদাসম্পন্ন

iii. সস্তা আর মামুলি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মেয়ের বিয়ের যৌতুকের টাকা কিছুতেই জোগাড় হচ্ছিল না। তাই বাধ্য হয়ে মোতাহার হোসেন সাহায্য চাইল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আশরাফ সাহেবের কাছে। আশরাফ সাহেব প্রথমে রাজি হননি। পরে দয়াপরবশ হয়ে তাকে কিছু টাকা দিয়ে বিদায় করেন।

১৬. ‘মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত কোন বিষয়টি উদ্দীপকের মোতাহার হোসেনের সর্ব অবয়বে ফুটে উঠেছে?

(ক) দীনতা

(খ) মহত্ত্ব

(গ) নীচতা

(ঘ) চতুরতা

উত্তর: ক

১৭. 'মানব কল্যাণ' প্রবন্ধের আলোকে উদ্দীপকের আশরাফ সাহেবকে বলা যায়—

i. অনুগ্রহকারী

ii. মানব-মর্যাদা ক্ষুণ্নকারী

iii. মানবিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url