এইচ এস সি পদার্থবিজ্ঞান অধ্যায় ৩ : গতিবিদ্যা



ভিডিও ক্লাস: এইচ এস সি পদার্থবিজ্ঞান ১ম পত্র  আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ব MCQ Part-3

HSC Physics Quiz সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ সমূহ

3 অধ্যায় ➤  3 অধ্যায় কুইজ-3

বহুনির্বাচনী প্রশ্ন (Multiple Choice Questions)

১। একটি বস্তুকে 50 M/s বেগে আনুভূমিকের সাথে 45૦ কোণে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে ?

[কুয়েট ১৪-১৫ ]

A. 1.8 S  s  B. 3.6 s     C. 9.8 s   D. 36 s   

Ans: B


আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২। আনুভূমিকের সাথে 30૦ কোণ করে ভূ-পৃষ্ঠ থেকে 50m/s বেগে বুলেট ছোড়া হলো । বুলেটি 60 m দূরে অবস্থিত দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে ? [g=9.8 m/s^-2]

[কুয়েট ১৮-১৯]

A. 13.65 m   B. 25.23 m   C. 15.824 m   D. 34.24 cm   E. 29.94 m 

Ans: B

৩। 14 m/s আদিবেগ একটি পাথরকে উপর দিকে ছুড়ে দওেয়া হলো । পাথরটি ফিরে আসতে কত সময় লাগবে ?

[কুয়েট ১১-১২]

A. 1.83 s   B. 2.86 s   C. 3.15 s   D. 1.43 s    

Ans: D

৪। একটি কণা 2.5 m ব্যাসার্ধবিশিষ্ঠ বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার আবর্তন করে । এর রৈখিক বেগ কত ?

[কুয়েট ১১-১২]

A. 2.50 m/s   B. 10.47 m/s   C. 26.18 m/s   D. 100 m/s   E. 13.09 m/s 

Ans: C 

৫। একটি গাড়ি 54 km/hr আদিবেগ থেকে 2 m/s^2 সমমন্দনে কতক্ষণ পর স্থির হবে ?

[কুয়েট ০৮-০৯]

A.4.0 s   B.7.5 s   C.6.0 s   D.4 s   E.15.0 s 

Ans: B

৬। একটি ট্রেন 50 km/hr বেগ চলা অবস্থায় ব্রেক করে 60 cm/sec^2 মন্দন সৃষ্টি করা হলো । ট্রেনটি কত দূরে গিয়ে থামবে ?

[চুয়েট ১৪-১৫]

A.160.55 m   B. 150.55 m   C. 277.89 m   D. 158 m   

Ans: A

৭। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে । সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায় । থেমে যাওয়ার আগে পাখাটির ঘোরার সংখ্যা কত হবে ?

[চুয়েট ১৫-১৬]

A. 1500 rev   B. 2000 rev   C. 3000 rev   D. 1200 rev  

Ans: D

৮। স্থির অবস্থা থেকে যাত্রা করে একটি বস্তু প্রথমে সেকেন্ডে 1 m দূরত্ব অতিক্রম করল । পরবর্তী 1 m অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে ?

[চুয়েট ১১-১২]

A. 1 s   B. 1.414 s   C. 0.414 s   D. None these   

Ans: C

৯। একজন চালক তার গাড়ি S=1/2 t^2 + 20t  সূত্রানুসারে চালাতে আরম্ভ করল । 3 মিনিট পর তার গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং প্রাপ্ত বেগ কত হবে ?

[রুয়েট ১৪-১৫]

A.0.522 km & 20 ms^-1   B.52.2 km & 200 ms^-1   C.0.052 km & 2 ms^-1   

D.5.22 km & 20 ms^-1   E.None 

Ans: E

১০। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 20 cm হলে, এর প্রান্তের রৈখিক বেগ কত ?

[রুয়েট ১৪-১৫]

A.3.49 x 10^-4 ms^-1   B.9.34 x 10^-4 ms^-1   C.3.94 x 10^-4 ms^-1   

D.8.34 x 10^-4 ms^-1   E.None 

Ans: A

১১। বলের মাত্রা সমীকরণ কোনটি ?

[রুয়েট ১২-১৩]

A.[MLT^-2]   B.[MLT]   C.[MLT^-1]    D.[MLT^-3]    E.[MLT^-4]   

Ans: A

১২। একটি ট্রেন 22.5 m/s গতিবেগ নিয়ে যাত্রা করে । 10 s এ 325 m গেল । এর ত্বরণ কত ?

[রুয়েট ১০-১১]

A.2 m/s^-2   B.3 m/s^-2  C.4 m/s^-2  D.2.5 m/s^-2  E.1.5 m/s^-2 

Ans: A

১৩।22 m/sec^2 মন্দন সৃষ্ঠিকারী বল প্রয়োগ করে একটি গাড়িকে 44 m দূরে থামানো হলে , গাড়িটির আদিবেগ কত ?

[রুয়েট ১২-১৩]

A.40 ms^-1   B.36 ms^-1   C.44 ms^-1   D.22 ms^-1   E.11 ms^-1 

Ans: C

১৪। একটি ট্রেন কোনো স্থানকে 36 km/hr বেগে অতিক্রম করার পর 2 m/s^2 সুষম ত্বরণে চলে । 10 s পরে ট্রেনটির গতিবেগ কত হবে ?

[রুয়েট ০৯-১০]

A.20 m/s   B.30 m/s   C.9 m/s   D.14 m/s   E.None 

Ans: B

১৫। একটি বস্তুকে 4.9 ms^-1 বেগ খাড়া উপরের দিকে ছুঁড়ে দিলে তা কতক্ষণ শূন্যে থাকবে ?

[মেডিকেল ১৫-১৬]

A.2s   B.1s   C.3s   D.4s   

Ans: B

১৬। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45૦ কোণে 9.8ms^-1 বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে ?

[মেডিকেল ১৬-১৭]

A.19.6 m   B.9.8 m   C.10 m   D.1 m   

Ans: B

১৭। 48.0 মিটার/সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে ?

[মেডিকেল ১৯-২০]

A.19.6 m   B.9.8 m   C.10 m   D.1 m   

Ans: D

১৮। একটি বল 19.6 ms^-1 গতিতে সোজা উপরের দিকে ছোড়া হল । এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌছাতে পারবে ?

[মেডিকেল ১৫-১৬]

A.9.8 m   B.4.9 m   C.1 m   D.19.6 m   

Ans: D

১৯। একটি ফুটবলকে ভূমির সাথে 30૦ কোণে 32m/sec কিক করা হলো । 1.4 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত হবে ?

[রুয়েট/কুয়েট/চুয়েট ২০-২১]

A.30 cm/sec   B.33.3 m/sec   C.46.63 cm/sec   D.38 cm/sec   E.27.8 m/sec 

Ans: E

২০। 9.8 m/s বেগে একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করা হলো । এটি কত সময পর ভূপৃষ্ঠে ফিরে আসবে ?

[রুয়েট ০৯-১০]

A.1 s   B.2 min   C.2 s   D.4 s   E.96.04 s 

Ans: C

২১। একটি বল 20ms^-1 বেগে অনুভূমির সাথে 45૦ কোণে নিক্ষেপ করা হলো । বলটি কত দূরত্বে পড়বে ?

[মেডিকেল ১৩-১৪]

A.10 m   B.40 m   C.5 m   D.20 m   

Ans: B

২২। গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয় ?

[মেডিকেল ০৮-০৯]

A.v=Vo+at   B.v^2=Vо+2as   C.s=Vo+V/2 t   D.s=Vot +1/2 at^2  

Ans: B

২৩। কোনটি ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায় ?

[মেডিকেল ০৩-০৪]

A.তাৎক্ষণিক মন্দন   B.প্রকৃত মন্দন   C.গড় মন্দন   D.সব কয়টি    

Ans: D

২৪। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলে -

[ডেন্টাল ২০-২১]

A.অসম বেগ   B.গড় বেগ   C.ধ্রুব বেগ   D.তাৎক্ষণিক বেগ   

Ans: D

২৫। স্থিতাবস্থা থেকে 4 ms^-2 সমত্বরণে চললে একটি বস্তু পঞ্চম সেকেন্ডে নিম্নের কত মিটার (m) দূরত্ব অতিক্রম করবে ?

[ডেন্টাল ০৮-০৯]

A.32   B.18   C.16   D.50    

Ans: B

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-   গতিবিদ্যা


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url