এইচ এস সি প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

এইচ এস সি   ICT


ভিডিও ক্লাস: এইচ এস সি   ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-1

ভিডিও ক্লাস: এইচ এস সি   ICT গুরুত্বপূর্ণ MCQ ১০০% কমনের নিশ্চয়তায় Admission Part-2 

এইচএস সি ICT ৩য় অধ্যায়  সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস   Admission Part-২ গুরুত্বপূর্ণ MCQ সমূহ

১ম অধ্যায় ➤  ১ম অধ্যায় কুইজ-১


 Part-2

১। আউটসোর্সিং কী ?

(ক) নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা       (খ) ইন্টারনেটভিত্তিক কাজ          

(গ) বিশেষ ব্রাউজিং সুবিধা                 (ঘ) বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা 

উত্তর: খ


আর পড়ুন: ভিডিও ক্লাস(Admission Physics)

 আর পড়ুন :Admission ICT

২। বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ?

(ক) Facebook       (খ) Twitter           (গ) Zorpia           (ঘ) Tagged  

উত্তর: ক

৩। কোন উপাদানটি Global village -এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

(ক) ইন্টারনেট        (খ) সংবাদপত্র          (গ) টেলিভিশন         (ঘ) মোবাইল 

উত্তর: ক

৪। গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী ?

(ক) Virtual      (খ) Google         (গ) Lively         (ঘ) Be Virtuality

উত্তর: গ 

৫। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো -

i. কানেকটিভিটি 

ii. ডেটা

iii. সক্ষমতা

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

৬। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয় ?

(ক) ই-কমার্স       (খ) আউটসোর্সিং         (গ) ই-বিজনেস         (ঘ) ই-গভর্নেন্স

উত্তর: খ

৭। বিশ্বগ্রাম মেরুদন্ড কোনটি ?

(ক) হার্ডওয়্যার       (খ) সফটওয়্যার         (গ) কানেকটিভিটি       (ঘ) ডেটা

উত্তর: গ

৮। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ?

(ক) ত্রিমাত্রিক সিমুলেশন     (খ) দ্বিমাত্রিক সিমুলেশন        

(গ) হ্যান্ড জিওমেট্রি              (ঘ) বায়োলজিক্যাল ডেটা

উত্তর: ক

৯। কম্পিউটার সিম্যুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ?

(ক) ক্রায়োসার্জারি      (খ) ভার্চুয়েল রিয়েলিটি         (গ) ইন্টারনেট          (ঘ) ভিডিও কনফারেন্সিং

উত্তর: খ

১০। মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

(ক) বায়োমেট্রিক্স      (খ) বায়োইনফরমেটিক্স         (গ) কৃত্রিম বুদ্ধিমাত্তা          (ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

উত্তর: ঘ

১১।রোবটিক্স-এর প্রযোজ্য-

i. হার্ডওয়্যার 

ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

iii. নতুন গবেষণা পরিচালনা 

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

১২। ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ কোরতে হয় ?

(ক) কম্পিউটার       (খ) আচরণ         (গ) তখ্য ভ্যবস্থা         (ঘ) পরিবেশ

উত্তর: ঘ

১৩। কৃত্রিম বুদ্ধিমাত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় ?

(ক) বায়োমেট্রিক্স       (খ) বায়োইনফরমেটিক্স         

(গ) রোবটিক্স             (ঘ) ন্যানোটেকনোলজি

উত্তর: গ

১৪। কৃত্রিম বুদ্ধিমাত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি ?

(ক) PYTHON      (খ) HTML         (গ) COBOL         (ঘ) PROLOG

উত্তর: ঘ

১৫। কৃত্রিম বুদ্ধিমাত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

i. এক্সপার্ট সিস্টেম

ii. ফাজি লজিক

iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ঘ

১৬। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায় ?

(ক) ৯০૦    (খ) ১৮০૦          (গ)  ২৭০૦     (ঘ) ৩৬০૦

উত্তর: ঘ

১৭। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো-

i. ক্রায়োপ্রোব

ii. স্প্রে ডিভাইস

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii  (খ) i ও iii  (গ) ii ও iii  (ঘ) i , ii ও iii

উত্তর: ক

১৮। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত ?

(ক) ফাজি লজিক      (খ) বিশেষ ধরনের গ্লাভস         (গ) নাইট্রোজেন         (ঘ) নেভিগেশন

উত্তর: গ

১৯। ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি প্রয়োগ করা হয় ?

(ক) ভার্চুয়াল রিয়েলিটি      (খ)ইমেজিং         (গ) স্যাটেলাইট         (ঘ) রোবটিক্স

উত্তর: খ

২০। ক্রায়োসার্জারি কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ?

(ক) ব্লাডপ্রেসার    (খ) হাইপোথার্মিয়া         (গ) চামড়ার প্রদাহ         (ঘ) এইডস

উত্তর: খ

২১। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয় ?

(ক) একমাত্রিক       (খ) দ্বিমাত্রিক         (গ) ত্রিমাত্রিক         (ঘ) চর্তুমাত্রিক

উত্তর: গ

২২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং - এর জনক কে ?

(ক) Jack Williamson      (খ) E.Coli         (গ) Palu Berg          (ঘ) Stanley Cohen

উত্তর: গ

২৩। বায়োমেট্রিক্স পদ্ধতিতে কোনটি বেশি ব্যবহৃত হয় ?

(ক) রেটিন      (খ) আঙ্গুলের ছাপ          (গ) কন্ঠস্বর          (ঘ) স্বাক্ষার

উত্তর: খ

২৪। দশ ন্যানোমিটার = কত মিটার ?

(ক) 10^-11     (খ) 10^-10         (গ) 10^-9         (ঘ) 10^-8

উত্তর: ঘ

২৫।ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয় -

(ক) বিপণন      (খ) সরবরাহ         (গ) লেনদেন         (ঘ) প্রচার

উত্তর: ঘ 

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচএস সি ICT প্রথম অধ্যায় :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-2

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন-এইচএস সি ICT প্রথম অধ্যায় :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত Part-1


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url