এস এস সি আলোর প্রতিফলন ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

 


ভিডিও ক্লাস: এস এস সি আলোর প্রতিফলন  ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

আলোর প্রতিফলন ,জ্ঞান ও অনুধাবন মূলক প্রশ্ন

১। সমতল দর্পণ কি?   

  উঃ যে মৃসণ ও সমতল প্রতিফলক পৃষ্টে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সে পৃষ্টকে সমতল দর্পণ বলে।

২। প্রতিবিম্ব কাকে বলে? 

 উঃ  কোন বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতিয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে 

          বলে মনে হয়,তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

৩। দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?    

উঃ  দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়।

৪। মেরু বিন্দু কী?  

উঃ গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্টের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বিন্দু বলে।

৫।সিলভারিং কী?  

 উঃ সাধারন কাঁচের এক পৃষ্টে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়,ধাতু লাগানোর এই প্রক্রিয়াকে সিলভারিং বলে।

৬। রৈখিক বিবর্ধন কী?  

উঃ বিম্ব লক্ষ্যবস্তুর  তুলনায় কত গুন বড় বা ছোট তার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।

৭। বক্রতার ব্যাসাধের সংজ্ঞা দাও।

 উঃ গোলকীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ,সেই গোলকের ব্যাসার্ধকে ঐ দর্পণের বক্রতার  ব্যাসার্ধ বলে। 

৮। দর্পণ চেনার উপায় কি?

উ:কোন দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি অবতল,  আর যদি ছোট হয় তাহলে দর্পণটি উত্তল এবং বিম্বলক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি সমতল।

এই প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ  ভিডিও ক্লাস পেতে চাপ দিন- এস এস সি আলোর প্রতিফলন  ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url