এস এস সি তড়িতের চৌম্বক ক্রিয়া ১২তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ )

 



ভিডিও ক্লাস: এস এস সি  তড়িতের চৌম্বক ক্রিয়া ১২তম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন(ক ও খ ) 

পদার্থবিজ্ঞান

১২ তম অধ্যায়

তড়িতের চৌম্বক ক্রিয়া

 গুরুত্বপূর্ণ জ্ঞানমুলক

১। তড়িৎ চুম্বক ক্রিয়া কী?    

উঃ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপার্শ্বে একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়,এটিই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। 

২। তড়িৎ মোটর কাকে বলে?   

উঃ যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে  তাকে তড়িৎ মোটর বলে।

৩। ট্রান্সফরমার কী?  

 উঃ যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবকে বা পর্যবৃত্ত নিম্ম বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে।

৪। আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার কাকে বলে ?

উঃ যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী ট্রান্সফরমার বলে।

৫। জেনারেটর কি? 

উ: যে তড়িৎযন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রুপান্তরিত করা হয়  তাকে জেনারেটর বলে। 

৬। অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার কি? 

উ:  যে ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে। 

৭। সলিনয়েড কি?

উ:পেঁচানো বা কন্ডলি পাঁকানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালানা করা হলে অধিকংশ বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনিভুত হবে। চৌম্বক্ষেত্রটি দেখতে অনেকটা দন্ড চুম্বকের ক্ষেত্রে মতো হবে। এরকম কুন্ডলিকে বলা হয় সলিনয়েড। 

৮। গৌণ কুন্ডলি কি? 

উ: যে কুন্ডলিতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে তাকে গৌণ কুন্ডলি বলে।   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url